সাকিব জামালের কবিতা: ‘হরিণী নয়, সিংহী হও নারী!’
সাকিব জামালগাণিতিক হিসাব ধরো- আথবা, ধরো, বাস্তুতন্ত্রের খাদ্যচক্র- বাঘের ভয়ে দৌড়ে বেড়ানো- হরিণী, বাঁচতে পারে? বেঁচে থাকা যায়! উপায়? হরিণী নয়, সিংহী হও নারী। দ্রোহকে ভালোবেসে- আমি হলফ করে বলতে পারি, ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন- সেসব দূরের কথা! তোমার দেহে- নখের আঁচরও কাটতে পারবে না কেউ! নিজেকে রূপান্তরে- নিউরন মাঝে যদি তুলতে পারো ঢেউ। বাঘের সাথে সমানতালে- তুমিও চলতে পারো সবখানে, সবসময়।
হরিণী নয়, সিংহী হও নারী।।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/literature/176596/সাকিব-জামালের-কবিতা:-‘হরিণী-নয়,-সিংহী-হও-নারী!’
Post Come trough : PURBOPOSHCIMBD