বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ১১ লাখ
আন্তর্জাতিক ডেস্কবিশ্বে মহামারি করোনাভাইরাসে প্রায় ১১ লাখ মানুষের মৃত্যু হয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৮৪ লাখ ২৬ হাজার ৩৭৩ জনে পৌঁছেছে।
জেএইচইউর তথ্য অনুসারে, এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ লাখ ৯১ হাজার ২৪৫ জন।
এছাড়া সুস্থ হয়েছেন ২ কোটি ৬৫ লাখ ৯৫ হাজারেরও বেশি মানুষ।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭৯ লাখ ১১ হাজার ৪৯৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মৃতের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ১৬ হাজার ৭৩৪ জনে। সুস্থ হয়েছেন ৩১ লাখ ৫৫ হাজারেরও বেশি মানুষ।
সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে করোনা রোগীর সংখ্যা ৭২ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন এক লাখ ১০ হাজার ৫৮৬ জন। সুস্থ হয়েছেন ৬৩ লাখ ১ হাজারেরও বেশি মানুষ।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৫১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন এক লাখ ৫১ হাজার ৭৪৭ জন। সুস্থ হয়েছেন ৪৫ লাখ ২৬ হাজারেরও বেশি রোগী।
এদিকে দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৩ জনে।
এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৮৪ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে বুধবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ১০৯টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ১৬৯টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৪১১টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২১ লাখ ১২ হাজার ৪৪৮টি।
নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.৬৯ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮.১৩ শতাংশ।
নতুন যে ১৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৩ এবং নারী ৩ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৩০৫ জন বা ৭৬.৯৭ শতাংশ এবং নারী ১ হাজার ২৮৮ জন বা ২৩.০৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৬ শতাংশ।
এদিকে, আরো ১ হাজার ৫৭৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৭.৬৭ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/abroad/176795/বিশ্বে-করোনায়-মৃত্যু-প্রায়-১১-লাখ
Post Come trough : PURBOPOSHCIMBD