কুড়িগ্রাম-৩ উলিপুর সংসদীয় আসনের সংসদ সদস্য (এমপি) এমএ মতিন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার।
সারাদেশ
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম-৩ উলিপুর সংসদীয় আসনের সংসদ সদস্য (এমপি) এমএ মতিন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার।
তিনি বলেন, গত বৃহস্পতিবার তিনি নমুনা দিয়েছিলেন। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় তার ফলাফল পজিটিভ আসে বলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাব থেকে জানানো হয়।
সংসদ সদস্য এমএ মতিন জানান, তার কোনো উপসর্গ ছিল না। যেহেতু তিনি মানুষজনের দেখা-সাক্ষাৎ করেন, তাই নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ বলে তাকে জানানো হয়।
শুক্রবার রাতেই উন্নত চিকিৎসার জন্য এমপি এমএ মতিন ঢাকার উদ্দেশে রওনা হন। তিনি কুড়িগ্রামের জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
করোনা আবহের কোরবানির ঈদে রাজধানী ঢাকায় বাগড়া দিতে পারে বৃষ্টি। শনিবার ঈদের দিন সকাল গুমোট হয়ে আছে আকাশ। আবহাওয়া অফিস বলছে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক
করোনা আবহের কোরবানির ঈদে রাজধানী ঢাকায় বাগড়া দিতে পারে বৃষ্টি।
শনিবার (০১ আগস্ট) ঈদের দিন সকাল গুমোট হয়ে আছে আকাশ। আবহাওয়া অফিস বলছে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৭ থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হতে পারে হালকা বৃষ্টি। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
মহানগর থেকে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় পবিত্র ঈদুল আজহার প্রথম জামাতে নামাজ আদায় শেষে তিনি এ কথা বলেন।
নিজস্ব প্রতিবেদক
মহানগর থেকে ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
শনিবার (১ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় পবিত্র ঈদুল আজহার প্রথম জামাতে নামাজ আদায় শেষে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, বর্জ্য অপসরণ কার্যক্রমে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। দুপুর ২টার পর থেকে এ কর্যক্রম শুরু হবে। আশা করছি, গতবারের মতো এবারও ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ সিটির কোরবানির সব বর্জ্য অপসরণ করা সম্ভব হবে। আর শুক্রবার রাত ১২টা থেকে হাট কেন্দ্রিক সব বর্জ্য অপসারণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঈদকে কেন্দ্র করে সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
করোনা পরিস্থিতির কারণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে হচ্ছে না ১৯৩তম ঈদুল আজহার জামাত। শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী গণমাধ্যমকে একথা জানান।
সারাদেশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
করোনা পরিস্থিতির কারণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে হচ্ছে না ১৯৩তম ঈদুল আজহার জামাত।
শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী গণমাধ্যমকে একথা জানান।
তিনি জানান, শোলাকিয়ায় লাখো মুসল্লির সমাগম হয়। করোনার ভয়াবহতাও দিন দিন বাড়ছে। তাই মুসল্লিদের নিরাপত্তার কথা বিবেচনা করে এবারের ১৯৩তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে না।
তিনি জানান, ঈদুল আজহার জামাত বড় পরিসরে বা উন্মুক্ত স্থানে হবে না। সে অনুযায়ী শহর ও উপজেলার বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।
শোলাকিয়া মাঠে ঈদ জামাত শুরু হওয়ার পর থেকে করোনা ভাইরাসের কারণে প্রথমবার গত ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়নি। এবার ১৯৩ তম ঈদুল আজহার জামাতও অনুষ্ঠিত হচ্ছে না।
জনশ্রুতি আছে, ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’। যা এখন শোলাকিয়া নামেই পরিচিত।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ আগস্ট) সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন মুয়াজ্জিন হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান।
জাতীয়
আন্তর্জাতিক ডেস্ক
জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ আগস্ট) সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন মুয়াজ্জিন হাফেজ ক্বারী কাজী মাসুদুর রহমান।
নামাজের আগে মসজিদে মাইক থেকে বারবার স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নিতে বলা হয়। মসজিদে প্রবেশ পথে বসানো হয় জীবাণুনাশক স্প্রে বুথ। অধিকাংশ মুসল্লি স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নেন।
মুসল্লিদের সবাই মাস্ক পরলেও খুব একটা সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতি ছিল লক্ষণীয়।
আজ (১০ জিলহজ) পবিত্র ঈদুল আজহা। মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। বাঙালি সমাজে ‘কোরবানির ঈদ’ নামেও পরিচিত মুসলমানদের এই অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এদিন দেশের ধর্মপ্রাণ মুসলিমরা ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি আদায়ে পশু কোরবানি দেবেন।
বিশ্বের মুসলিমরা ১০ জিলহজ পশু কোরবানি করে থাকেন। তবে ১১ ও ১২ জিলহজও পশু কোরবানি করার বিধান রয়েছে। কিন্তু চলমান করোনাভাইরাসের সংক্রমণ ও বন্যার কারণে ঈদ আনন্দ অনেকটাই ম্লান। করোনা মহামারির মধ্যে প্রাকৃতিক দুর্যোগ বন্যায় বিপর্যস্ত জনজীবনে আঁধার নেমে এসেছে, এ সময় এল খুশির ঈদ।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এবার ঈদগাহ মাঠ বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ফলে রাজধানীসহ সারা দেশের মসজিদগুলোতেই স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদের নামাজ পড়তে হবে। নামাজ শেষে কারও সঙ্গে কোলাকুলি বা হাত মেলানো যাবে না।
ঈদুল আজহা ইব্রাহিম (আ.) ও তার পুত্র ইসমাইল (আ.)-এর সঙ্গে সম্পর্কিত। ইব্রাহিম (আ.) স্বপ্নে আদিষ্ট হয়ে পুত্র ইসমাইলকে আল্লাহর উদ্দেশে কোরবানি করতে গিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে এই আদেশ ছিল ইব্রাহিমের জন্য পরীক্ষা। তিনি পুত্রকে আল্লাহর নির্দেশে জবাই করার সব প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ।
বর্ণিত আছে, নিজের চোখ বেঁধে পুত্র ইসমাইলকে বেঁধে যখন জবাই সম্পন্ন করেন, তখন চোখ খুলে দেখেন ইসমাইলের পরিবর্তে পশু কোরবানি হয়েছে, যা এসেছিল আল্লাহর পক্ষ থেকে।
সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি ধারণ করেই ইব্রাহিম (আ.)-এর ওয়াজিব হিসেবে পশু জবাইয়ের মধ্য দিয়ে কোরবানির বিধান এসেছে ইসলামি শরিয়তে। সেই মোতাবেক প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য পশু কোরবানি করা ওয়াজিব।
কোরবানির মূল কথা হল ত্যাগ। সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি দিয়ে দরিদ্র প্রতিবেশীদের মধ্যে এর মাংস বিতরণ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3hWSKl2
Post Come trough : Nachole News | নাচোল নিউজ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রথম কোনো কুকুরের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে কুকুরটির মৃত্যু হয় বলে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। করোনায় আক্রান্ত মানুষ যেসব সমস্যা ও জটিলতায় ভুগে কুকুরটিও সেসবে ভুগছিল বলে চলতি সপ্তাহে ম্যাগাজিনটির একটি প্রতিবেদনে বলা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রথম কোনো কুকুরের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে কুকুরটির মৃত্যু হয় বলে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
করোনায় আক্রান্ত মানুষ যেসব সমস্যা ও জটিলতায় ভুগে কুকুরটিও সেসবে ভুগছিল বলে চলতি সপ্তাহে ম্যাগাজিনটির একটি প্রতিবেদনে বলা হয়েছে।
জার্মান শেফার্ড জাতের সাত বছর বয়সী কুকুরটি এপ্রিলে অসুস্থ হয়ে পড়েছিল। একই সময়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠেন এটির মালিক রবার্ট ম্যাহোনি।
নাক দিয়ে সর্দি পড়া এবং শ্বাসকষ্টসহ নানা সমস্যায় ভুগছিল। আক্রান্ত হওয়ার পর সপ্তাহ ও মাসগুলোতে অবস্থা আরও জটিল হয়।
স্ত্রী অ্যালিসনকে নিয়ে নিউ ইয়র্কে থাকেন ম্যাহোনি। একদিন দেখেন, তাদের কুকুরটি রক্ত বমি করছে, মূত্রর সঙ্গেও রক্ত বের হচ্ছে এবং অবস্থা এমন দাঁড়ায় যে, কুকুরটি হাঁটতে পারছিল না। এমন পরিস্থিতি দেখে কুকুরটিকে ইচ্ছে করেই মেরে ফেলে তারা।
তবে পরিবারটি ন্যাশনাল জিওগ্রাফিককে জানিয়েছে, কুকুরটি সারস-সিওভি-২ তথা কোভিড-১৯ এ আক্রান্ত ছিল। ম্যাহোনি বলেন, কোনো সন্দেহ নেই। কুকুরটি (করোনায়) পজিটিভ ছিল।
মহামারির কারণে নিউ ইয়র্ক এলাকায় পালিত কুকুর বা অন্যান্য প্রাণীগুলো বাড়িতেই আবদ্ধ করে রাখা হয় বলে জানান ম্যাহোনি।
তবে কুকুর বা অন্যান্য প্রাণীও করোনায় সংক্রমিত হয় কি-না এ নিয়ে অনেকের সন্দেহ আছে। এছাড়া টেস্টের যন্ত্রপাতির বেশির ভাগই মানুষের জন্য সীমাবদ্ধ হওয়ায় এসব প্রাণীর পরীক্ষা করা যায় না।
তবে মৃত কুকুরটির নমুনা একটি ক্লিনিকে পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ এসেছিল এবং শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া যায়।
কুকুরটির পরীক্ষা-নিরীক্ষা করা রবার্ট কোহেন বলেন, কুকুরের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ প্রসঙ্গে আমাদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান বা অভিজ্ঞতা শূন্য।
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- চান্দিনা উপজেলার রৌশন আলীর ছেলে সামছুল হক (৮০) এবং গণি মিয়ার ছেলে আব্দুল আউয়াল ( ৪২)।
শুক্রবার (৩১ জুলাই) সকালে হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য জানিয়েছেন।
বর্তমানে করোনা পজেটিভ নিয়ে ৫২ ও উপসর্গ নিয়ে ৭৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনা পজেটিভ নিয়ে নয়জন ভর্তি আছেন।
এদিকে, জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে কুমিল্লায় করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৫২ জন।
জেলায় এখন পর্যন্ত সর্বমোট ৫ হাজার ৪৫৯ জন করোনা আক্রান্ত হলেন। তাদের মধ্যে সুস্থ হয়েছে ৩ হাজার ৯৪৩ জন।
কুমিল্লায় এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২৫ হাজার ২৯৭টি। এর মধ্যে পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ২৫ হাজার ১২৮টি।
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) থাবা মেলেছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে। দেশটিতে সংক্রমণের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যাও। করোনায় মৃত্যুতে করোনার এক সময়কার হটস্পট ইতালিকে ছাড়িয়ে বৈশ্বিক তালিকায় উঠে পঞ্চম স্থানে এসেছে ভারত।
আন্তর্জাতিক ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) থাবা মেলেছে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে। দেশটিতে সংক্রমণের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যাও।
করোনায় মৃত্যুতে করোনার এক সময়কার হটস্পট ইতালিকে ছাড়িয়ে বৈশ্বিক তালিকায় উঠে পঞ্চম স্থানে এসেছে ভারত।
দ্য হিন্দুর লাইভ আপডেট অনুযায়ী, শুক্রবার (৩১ জুলাই) সকাল নাগাদ ভারতে করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৩৯ হাজার ৫৫২ জনের। এখন পর্যন্ত মারা গেছেন ৩৫ হাজার ৮০০ জন।
ষষ্ঠ স্থানে নেমে আসা ইতালিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ৩৫ হাজার ১৩২ জন। দেশটিতে আক্রান্ত প্রায় আড়াই লাখ।
করোনায় মৃত্যুর নিরিখে ভারত পঞ্চম হলেও আক্রান্তের হিসাবে দেশটির অবস্থান তৃতীয়। ভারতে করোনায় মৃত্যু হার ২ দশমিক ৪৮ যা বিশ্বের সবচেয়ে কম।
করোনায় আক্রান্তের হিসাবে ভারতের সামনে আছে কেবল যুক্তরাষ্ট্র আর ব্রাজিল। মৃত্যুর দিক থেকে দেশটি থেকে এগিয়ে থাকা বাকি দুই দেশ যুক্তরাজ্য ও মেক্সিকো।
গত কয়েক দিন ধরে ভারতে প্রতিদিন প্রায় ৫০ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হচ্ছে। মারা যাচ্ছে গড়ে সাড়ে সাতশোর মতো মানুষ।
সিলেটের তাজপুর এলাকায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
পুলিশ জানায়, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সিলেট অভিমুখী প্রাইভেট কারের সাথে কুমিল্লাগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান প্রাইভেটকারের ৫ যাত্রী। আহত হন একজন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজে পাঠায়। গুরুতর আহতকেও নেয়া হয় হাসপাতালে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3i5cxPl
Post Come trough : Nachole News | নাচোল নিউজ
করোনাভাইরাসের কারণে এবার চট্টগ্রাম নগরের কোনো ঈদগাহ বা উন্মুক্ত জায়গায় ঈদুল আজহার জামাত করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। মসজিদের ভেতরে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে হবে।
মসজিদ কমিটিকে সাধ্যানুযায়ী হ্যান্ড স্যানিটাইজার ও সাবান-পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে।
শনিবার (১ আগস্ট) সকাল পৌনে ৮টায় চসিকের তত্ত্বাবধানে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে দামপাড়ার জমিয়তুল ফালাহ মসজিদে। একই মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৯টায়।
প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হজরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহর পেশ ইমাম হাফেজ মাওলানা আহমুদুল হক।
চসিক সূত্র জানায়, লালদীঘি শাহি জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল সোয়া ৮টায়। জালালাবাদ আরেফিননগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত হবে সকাল সোয়া ৮টায়। সকাল ৮টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ ময়দান, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ ও সাড়ে ৭টায় মা আয়েশা সিদ্দিকা চসিক জামে মসজিদে (সাগরিকা জহর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে নগরের ৪১টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে ১টি করে প্রধান ঈদ জামাত নিজ নিজ মসজিদে অনুষ্ঠিত হবে। এদিকে এক বিবৃতিতে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রামসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। মেয়র বলেন, সুমহান ত্যাগের মহিমায় এক অনন্য দৃষ্টান্ত পবিত্র ঈদ-উল আজহা। পশু কোরবানির মধ্য দিয়ে সৃষ্টিকর্তার প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়েছে, যা ত্যাগের মহিমায় ভাস্বর। সমাজে হিংসা-বিদ্বেষ, হানাহানি, পরশ্রীকাতরতা থেকে মুক্তির জন্য কোরবানি আল্লাহ তায়ালার রহমত স্বরূপ। তিনি বলেন, এবার এমন এক সময়ে ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে যখন সমগ্র বিশ্ব কোভিড-১৯ মহামারীর প্রকোপে তটস্থ। এই পরিস্থিতিতে পরিবেশ দূষণ রোধকল্পে ও জনস্বাস্থ্য সুরক্ষায় নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাইয়ের জন্য নির্ধারিত স্থানসহ পুরো নগরে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কোরবানির মাধ্যমে আত্মত্যাগের পাশাপাশি আত্মসচেতনতার শিক্ষা নেওয়ার আহ্বান জানান মেয়র।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুরের ৪ উপজেলার ৩০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ সুরেশ্বরী মুরিদানরা আজ শুক্রবার (৩১ জুলাই) ঈদুল আজহা উদযাপন করছেন। তবে করোনার কারণে সরকারি নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে এবার এলাকার তিনটি মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশ
মাদারীপুর প্রতিনিধি
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুরের ৪ উপজেলার ৩০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ সুরেশ্বরী মুরিদানরা আজ শুক্রবার (৩১ জুলাই) ঈদুল আজহা উদযাপন করছেন।
তবে করোনার কারণে সরকারি নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে এবার এলাকার তিনটি মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, প্রায় দেড়’শ বছর পূর্ব থেকে বাংলাদেশে সুরেশ্বর দরবার শরীফের মুরিদানারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন।
সে অনুযায়ী মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, কাতলা, তাল্লুক, খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, কুনিয়া ইউনিয়নের দৌলতপুর, কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর, হোসনাবাদ, ছিলারচর ইউনিয়নের রঘুনাথপুর, আংগুলকাটা, হাজামবাড়ী, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর, কয়ারিয়া, রামারপুল ও শিবচর উপজেলার বাহেরচর, কেরানীরবাটসহ ৩০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ ঈদুল আজহা উদযাপন করছেন।
শুক্রবার (৩১ জুলাই) সকালে ঈদের নামাজ শেষে পশু কোরবানি দিয়ে ঈদের মূল আনুষ্ঠানিকতা পালন করছেন।
সুরেশ্বর পীরের ভক্ত সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও তাল্লুক গ্রামের আলী আহম্মদ ফকির বলেন, ইসলাম ধর্মের সবকিছুই সৌদি আরবের মক্কা শরীফ হয়ে বাংলাদেশে এসেছে। তাই সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ্ সুরেশ্বরী (রহ.) এর অনুসারীরা ১৫০ বছর পূর্ব থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।
রাজধানীর পল্লবীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতের নাম মহসিন ওরফে কিলার মহসিন। তিনি শাহাদাত বাহিনীর পেশাদার খুনি ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত।
শুক্রবার (৩১ জুলাই) সকালে ক্ষুদে বার্তায় র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে ঘটনার বিষয়ে জানানো হয়েছে।
র্যাব জানায়, বৃহ্স্পতিবার (৩০ জুলাই) মধ্যরাতে ইস্টার্ন হাউজিংয়ে অভিযান চালানোর পর সন্ত্রাসীরা অতর্কিতভাবে র্যাবের ওপর হামলা চালায়। র্যাব পাল্টা গুলি ছোড়ে। এসময় কিলার মহসিন নিহত হয়।
চাঁদপুরের ৪০টি গ্রামে আজ শুক্রবার (৩১ জুলাই) ঈদুল আজহা উদ্যাপন হচ্ছে। সৌদি আরবে পবিত্র হজ পালন শেষ। আজ সেখানে ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরেও কোরবানির ঈদ উদ্যাপন করছেন অর্ধলক্ষাধিক মানুষ।
সারাদেশ
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের ৪০টি গ্রামে আজ শুক্রবার (৩১ জুলাই) ঈদুল আজহা উদ্যাপন হচ্ছে। সৌদি আরবে পবিত্র হজ পালন শেষ। আজ সেখানে ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরেও কোরবানির ঈদ উদ্যাপন করছেন অর্ধলক্ষাধিক মানুষ।
হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফে সকাল সাড়ে ৯টায় ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন সাদ্রা দরবার শরিফের পীর মাওলানা আরিফ চৌধুরী। এরপর ভিন্ন ভিন্ন সময়ে আরও কয়েকটি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
১৯২৯ সালে বাংলাদেশে আগাম ঈদের প্রচলন করেন সাদ্রা দরবার শরিফের তৎকালীন পীর মরহুম ইসহাক চৌধুরী। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘ ৯৩ বছর ধরে এসব গ্রামে আগাম ঈদ উদ্যাপিত হচ্ছে।
হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বেলচো, জাঁকনি, প্রতাপপুর, বলাখাল, মনিহার, গোবিন্দপুর ও দক্ষিণ বলাখাল। ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, সেনাগাঁও, বাসারা উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, গল্লাক, আইটপাড়া, বদরপুর, ভুলাচোঁ, সোনাচোঁ, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতাড়া, নুরপুর, শাচনমেঘ, শোল্লা, হাঁসা ও চরদুখিয়া।
পাঁচআনি কচুয়া উপজেলার উজানি গ্রাম ও মতলব দক্ষিণ উপজেলার দশআনি ও মোহনপুর গ্রাম। একই সঙ্গে শাহরাস্তি উপজেলার বেশ কয়েকটি গ্রামে শুক্রবার ঈদুল আজহা উদ্যাপিত হচ্ছে।
সাদ্রা দরবার শরিফের বর্তমান গদিনশীন পীরজাদা মাওলানা আবু জাহের আরিফ চৌধুরী বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান মাত্র ছয় ঘণ্টা। ছয় ঘণ্টা ব্যবধানের জন্য রোজা ও ঈদ পালনে বাংলাদেশে একদিন অথবা দুদিন ব্যবধান হতে পারে না। তাই একসঙ্গে ঈদ করাই উত্তম।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও একদিন আগেই ভোলার বিভিন্ন উপজেলার ১৪টি গ্রামের প্রায় ২০ হাজার পরিবার ঈদুল আজহা উদযাপন করছেন। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের চৌকিদার বাড়ি জামে মসজিদে ঈদের প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশ
ভোলা প্রতিনিধি
সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও একদিন আগেই ভোলার বিভিন্ন উপজেলার ১৪টি গ্রামের প্রায় ২০ হাজার পরিবার ঈদুল আজহা উদযাপন করছেন।
শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৮টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের চৌকিদার বাড়ি জামে মসজিদে ঈদের প্রথম নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এরপর একই এলাকার মজনু মিয়ার বাড়ির উঠানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ শেষে পশু কোরবানির মধ্যদিয়ে ঈদ পালন করেন তারা।
শরীয়তপুর জেলার সুরেশ্বর দরবার শরীফের রেওয়াজ অনুযায়ী বিগত ১২৫ বছর ধরে এই রীতি পালন করে আসছে বলে জানান অনুসারীরা।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন পূর্বেই রোজা এবং ঈদ পালন করেন তারা।
ভোলার সদরের ইলিশা, লালমোহন পৌর এলাকার কিছু অংশে, উপজেলার ফরাজগঞ্চ ও লাঙ্গলখালী গ্রাম, বোরহানউদ্দিনের মুলাইপত্তন, টবগী, পক্ষিয়া ও পশ্চিম মুলাইপত্তন গ্রাম, তজুমদ্দিন উপজেলার শিবপুর ও সম্ভুপুর গ্রাম এবং চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামের প্রায় ৫ হাজার পরিবারসহ বেশ কয়েকটি গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন।
প্রাণঘাতী করোনায় সামাজিক দূরত্ব বজায় রেখে সাদামাটাভাবেই ঘরে বসে ঈদ কাটছে প্রবাসীদের। ত্যাগের উৎসব নামে পরিচিত এ দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায় নানা দেশের সংক্রমণ বিস্তার নিরোধের রীতি মেনেই উদযাপন করছেন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
মালয়েশিয়ায় লকডাউনের শিথিলতা থাকলেও জনসমাগম করে ঈদের জামাত আদায়ের অনুমতি মিলেনি সরকারের পক্ষ থেকে। তারপরও কিছু মসজিদে ঈদের জামাত আদায়ের অনুমতি দেয়া হয়েছে তাও ৩০ জনের অধিক জমায়েত হতে পারেননি। আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠেনি মসজিদের চারপাশ।
মালয়েশিয়ায় একরকম ঈদের জামাত ও জামাত পরবর্তী কোলাকুলি ছাড়াই নিষ্প্রাণ ঈদুল আজহা উদযাপন করছেন সেদেশের নাগরিক ও প্রবাসীরা। এ ছাড়া নির্দিষ্ট স্থান ব্যতিত পশু কুরবানী বিধি নিষেধ করেছে দেশটির সরকার।
করোনা মহামারি সংকট ও পরবর্তী অর্থনৈতিক বিপর্যয়ে প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগই অর্থনৈতিক দুর্দশার শিকার হয়েছেন। অর্থনৈতিক সংকটে তারা চোখে-মুখে অন্ধকার দেখছেন। চাকরি হারিয়েছেন হাজার হাজার বাংলাদেশি। অনিশ্চিত সময়ে ঘুরে আসা চিরচেনা ঈদের আবহে তারা ছন্দ মেলাতে পারছেন না। প্রতি বছরের মতো এবার পরিবারের জন্য দেশে টাকাও পাঠাতে পারেননি বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি। প্রিয় পরিবারকে ঈদের টাকা না পাঠাতে পেরে হতাশা প্রকাশ করেছেন অনেকে।
এদিকে বরাবরের মত এবারও পবিত্র ঈদুল আজহায় প্রবাসী বাংলাদেশি ও মালয়েশিয়ান নাগরিকসহ সকলকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম। তিনি দেশে অবস্থিত প্রবাসীদের পরিবারের সদস্যদেরও শুভেচ্ছা জানিয়েছেন।
হাইকমিশনার বলেন, এই মহাদুর্যোগের সময়ে যে কঠোর জীবন-যাপন পদ্ধতি চলছে এর মধ্যেও ধর্মপ্রাণ প্রবাসীরা নিয়মকানুন পালন করে ঈদ উদযাপন করছেন।
তিনি বলেন, এখন এক কঠোর ও অস্বাভাবিক সময় অতিক্রম করছে গোটাবিশ্ব। এমন খারাপ সময় থাকবে না, আমাদের সুদিন আসবেই।
আজ থেকে আট বছর আগে বাংলামেইল২৪ ডটকম নামে একটি অনলাইন নিউজপোর্টালের জন্ম দিয়েছিলাম। তখন এতো পোর্টাল আর এতো বেশি ডটকম, ডটবেশি ছিল না। আমরা শুধুমাত্র ঢাকা অফিসেই ১০৫ জন জনবল কাঠামো তৈরি করেছিলাম। যাত্রার ৩ মাস আগে থেকেই ৭৭জন চাকুরিতে যোগদান করে। ঢাকার গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড, ৪টি টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করেছিলাম। বর্তমান মহামান্য রাষ্ট্রপতি ও তৎকালীন স্পিকার আব্দুল হামিদ তৎকালীন সকল রাজনৈতিক দলের শীর্ষনেতাসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্যদের উপস্থিতিতে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। কতোটা পাঠকপ্রিয়তা পেয়েছিল তা আমি বলবো না। এটা পাঠকমাত্রই জানেন। মালিক পক্ষের সঙ্গে বনিব না না হওয়ায় আমি শেষ পর্যন্ত ছিলাম না। আমি চলে আসার কিছুদিন পরে মিস হ্যান্ডেলের কারণে এটি বন্ধ করে দেয় সরকার।
৪৪টি পোর্টালকে অনুমোদন দেয়া হয়েছে। নামগুলো দেখে আমি বিস্মিত হয়েছি। আমরা প্রতিদিন যেসব নিউজ পোর্টাল ব্রাউজ করি সেগুলো প্রথম ধাপে নিবন্ধন পায়নি। প্রথমধাপে নিবন্ধন পাওয়া পোর্টালগুলোতে আমি ৪টি নিউজ পোর্টাল পেয়েছি যেগুলোর অফিস ও জনবল রয়েছে। সংবাদপত্রের সঙ্গে থাকা অনলাইন বাদে বাকিগুলোর ঠিকানা দেখলেই বোঝা যায় এগুলো কতোবড়ো প্রতিষ্ঠান। বেশিরভাগ অনলাইনই একরুমি। এটি বললাম এ কারণে যে একটি মার্কেটে একটা রুম নিয়ে একটি অনলাইন পোর্টাল। একটা রুম, একটা কম্পিউটার, একটা সম্পাদক (যিনি একাই একশো। মানে সম্পাদক, রিপোর্টার, বার্তা সম্পাদকসহ সব তিনি একাই করেন)। এই একরুমি পোর্টাল আমাদের সরকারের কাছে কেনো গুরুত্বপূর্ণ হয়ে উঠলো আমার বোধগম্য নয়।
অনুমোদিত পোর্টালগুলোর মালিক হিসেবে যতো নাম দেখেছি তারা বেশিরভাগই সংবাদপত্র সংশ্লিষ্ট নন। অর্থাৎ সাংবাদিকতা তাদের মূল পেশা নয়। এসব নাম সর্বস্ব একরুমি পোর্টালগুলো সংবাদপত্র ও সাংবাদিকতায় কোনো ভ্যালু এ্যাড করবে বলে আমার মনে হয়নি। এটা সেই দৈনিক ফকিরাপুলের মতো মিডিয়া জগতের নতুন আবর্জনা হিসেবে যুক্ত হলো। এটি সংবাদপত্র ও সাংবাদিকতার জন্য একটি অশণি সংকেত। আমি এ থেকে উত্তরণের কোনো উপায় দেখছি না। আমাদের ইউনিয়নকে এ বিষয়ে কেউ কোনো চাপ না দিলেই ভালো। কারণ পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টাকে প্রতিহত করতে যাওয়া কঠিন। নিজের খেয়ে তারা আর কতো বনের মোষ তাড়াবেন?
আসুন আরও একবার পোর্টালগুলোর নাম পড়ি এবং পরিচিত হই। কারণ এতোদিন এগুলোর ৯৫ ভাগেই আপনি কোনোদিন ক্লিক করেননি। নিবন্ধিত অনলাইন পোর্টাল: বাংলা ট্রিবিউন, ঢাকা ট্রিবিউন ডটকম, বণিক বার্তা ডটকম, ঢাকা টাইমস ডটকম ডটবিডি, ভোরের কাগজ ডটনেট, সংবাদ প্রতিদিন২৪ ডটকম, টাইম বাংলা নিউজ ডটকম, বিডি২৪ লাইভ ডটকম, ইউনাইটেড নিউজ ২৪ ডটকম, নিরাপদ নিউজ ডটকম, ইপিবিডি ডটকম, একুশে সংবাদ ডটকম, দ্য মেইল বিডি ডটকম, ইউ একাত্তর নিউজ ডটকম, কারেন্ট নিউজ ডটকম ডটবিডি, লেটেস্ট নিউজ বিডি ডটকম, সময়ের চিত্র ডটকম, বার্তা৭১ ডটকম, দ্যা রিপোর্ট ২৪ ডটকম, ভোরেরপাতা ডটকম, জার্নাল২৪ ডটকম, আওয়ার নিউজ বিডি ডটকম, বিডিলাইভ ২৪ ডটকম, বাংলাদেশ২৪ অনলাইন ডটকম, দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেস বিডি ডটকম, উত্তরণ বার্তা ডটকম, জাগো বার্তা ডটকম, হট নিউজ২৪ বিডি ডটকম, শেয়ার নিউজ২৪ ডটকম, দিনের শেষে ডটকম, সমকাল ডটনেট, জাগোনিউজ ডটকম, ওমেন আই ২৪ ডটকম, গ্রিনওয়াচ বিডি ডটকম, সি নিউজ ভয়েস ডটকম, এবিনিউজ ২৪বিডি ডটকম, আওয়ার নিউজ ২৪ ডটকম, বার্তা বাজার ডটকম, রাইজিং বিডি ডটকম, বর্তমান খবর ডটকম, ঢাকা ডিপ্লোমেট ডটকম, বিডি মর্নিং ডটকম, ই বার্তা ২৪ ডটনেট, জুম বাংলা ডটকম।
নিবন্ধন পাওয়া সবগুলো পোর্টালগুলোকে অভিনন্দন। সময়ই বলে দেবে এই নিউ মিডিয়া নিউ হোপ না নিউ ডাস্ট।