গফরগাঁওয়ে রেলওয়ের নারী কর্মচারীকে নির্যাতন, রেলপথ অবরোধ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিময়মনসিংহের গফরগাঁওয়ে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের নারী কর্মচারী যুবদল নেতা লিটন উরুফে বাসু লিটনের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিবাদে রেলপথ অবরোধ করে রেল কর্মচারীরা। নির্যাতিত নারী রেলওয়ে থানা ময়মনসিংহে মামলা দায়ের করেছেন।
ঘটনাটি ঘটে শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেলপথে গফরগাঁও রেলস্টেশন আউটার সিগনাল এলাকায় সাবেক পৌর মেয়র কায়সার আহমেদের বাসভবনের কাছে।
এলাকাবাসী, সহকর্মী ও অভিযোগ সূত্রে জানা যায়, গফরগাঁও রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের ১০ জন কর্মী ঢাকা-ময়মনসিংহ রেলপথে উপজেলার ধামাইল গ্রামে সাবেক পৌর মেয়র কায়সার আহমেদের বাড়ির সামনে কাজ করছিল। তাদের মধ্যে দুজন নারী কর্মী ছিলো। কাজের ফাঁকে বিশ্রাম নিতে তারা পার্শ্ববর্তী দোকানে গিয়ে বসেন। এসময় সাবেক মেয়র অ্যাডভোকেট কায়সার আহমেদের বাড়ির কেয়ারটেকার সাবেক যুবদল নেতা বাসু লিটন লোক মারফত ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত নারীকে ডেকে পাঠায় ও কুপ্রস্তাব দেয়। কর্মরত নারী সাবেক মেয়রের বাড়িতে যেতে অস্বীকৃতি জানালে মহিলাকে এসে এলোপাথাড়ি চড় থাপ্পড় মারে লিটন। এসময় সহকর্মীরা ওই নারী সহকর্মীকে উদ্ধার করতে আসলে তাদের কেউ মারপিট শুরু করে। নির্যাতিত নারী রেলওয়ে থানা ময়মনসিংহে লম্পট লিটনসহ অজ্ঞাত নামা ৪/৫ জনের রিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তার সহকর্মীরা। এই ঘটনার প্রতিবাদে শনিবার বিকালে ঢাকাগামী কমিউটার ট্রেনটি আধা ঘন্টা রেলস্টেশন আউটার সিগনাল এলাকায় সাবেক পৌর মেয়র কায়সার আহমেদের বাসভবনের কাছে অবরোধ করে রাখে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মচারীরা।
রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন,বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্যাতিত নারী রেলওয়ে থানা ময়মনসিংহে অভিযোগ করেছে।
গফরগাঁও জিআরপি পুলিশ ফাঁড়ি ইনচার্জ শহীদুল্লাহ হিরো বলেন, অভিযোগ পেয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/177128/গফরগাঁওয়ে-রেলওয়ের-নারী-কর্মচারীকে-নির্যাতন,-রেলপথ-অবরোধ
Post Come trough : PURBOPOSHCIMBD