ক্ষতিপূরণ পাবেন দুবাইফেরত ১০৪ বাংলাদেশি
জাতীয়
নিজস্ব প্রতিবেদকফ্লাইদুবাইয়ের দায়িত্বে অবহেলা প্রমাণ হওয়ায় ক্ষতিপূরণ পাবেন দুবাইফেরত ১০৪ বাংলাদেশি।
শাহজালাল বিমানবন্দর ম্যাজিস্ট্রেট আদালত সূত্র জানিয়েছে, গত ৯ অক্টোবর ফ্লাইদুবাই এর দুটি ফ্লাইটে ঢাকা থেকে যাত্রা করা ৫১ জন এবং চট্টগ্রাম থেকে যাত্রা করা ৫৩ জন যাত্রীকে ১১ অক্টোবর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। ওই যাত্রীরা দুবাই থেকে সড়কপথে আল আইন ও আবুধাবি যেতে ইচ্ছুক ছিলেন।
ঢাকা ফেরত আসা যাত্রীদের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে প্রতীয়মান হয়, শতাধিক রেমিটেন্সযোদ্ধার এভাবে ফেরত আসার জন্য ফ্লাইদুবাইয়ের গাফিলতি দায়ী।
সংযুক্ত আরব আমিরাতের ইমিগ্রেশন পলিসি তারা অনুসরণ করে থাকলে এ যাত্রীদের দুবাইগামী ফ্লাইটে বোর্ডিং করানোর কথা নয়।
ভোগান্তির শিকার যাত্রীদের উপস্থিতিতে শাহজালাল বিমানবন্দরে শুনানির পর ফ্লাইদুবাই কর্তৃপক্ষ ফেরত আসা মোট ১০৪ জন যাত্রীর প্রত্যেককে আগামী ১৮ অক্টোবরের মধ্যে ক্ষতিপূরণ বাবদ টিকিটের ক্রয়মূল্য এবং অন্যান্য খরচবাবদ আরো ৩৫০০ টাকা করে দেওয়ার লিখিত অঙ্গীকার করেন।
ভোগান্তির শিকার হওয়া শতাধিক রেমিটেন্সযোদ্ধাকে যথাযথ প্রতিকার দিকে এ্যাভসেক, এয়ারপোর্ট এপিবিএন এবং প্রবাসীকল্যাণ ডেস্ক শাহজালাল বিমানবন্দর ম্যাজিস্ট্রেট আদালতকে সহায়তা করে বলে জানা গেছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/176479/ক্ষতিপূরণ-পাবেন-দুবাইফেরত-১০৪-বাংলাদেশি
Post Come trough : PURBOPOSHCIMBD