যে নিয়মে আইপিএলের এক ম্যাচে দু’টি সুপার ওভার
স্পোর্টস ডেস্কচলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসেই নয়, ক্রিকেট ইতিহাসেই অন্যতম সেরা ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেলো রোববার (১৮ অক্টোবর) মুম্বাই ইন্ডিয়ান্স আর কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে। ম্যাচটিতে ছিল দু’টি সুপার ওভার। টান টান উত্তেজনার মধ্যে দুই সুপার ওভারের পর নিষ্পত্তি হলো ম্যাচ। এই প্রথম ক্রিকেট ইতিহাসে একই ম্যাচে দু’টি সুপার ওভারের রেকর্ড সৃষ্টি হলো।
সবচেয়ে বড় কথা একই দিনে তিনটি সুপার ওভার। দুই ম্যাচের দু’টিই নিষ্পত্তি হলো সুপার ওভারে গিয়ে। শেষটিতে তো সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে মুম্বাই আর পাঞ্জাব।
প্রথম সুপারে প্রথমে ব্যাট করে পাঞ্জাব বুমরাহর ওভারে ২ উইকেট হারিয়ে ৫ রান তোলে। পাঞ্জাবের হয়ে বল হাতে নিয়ে মোহাম্মদ শামি মুম্বাইকে আটকে রাখেন ৫ রানে। অর্থাৎ, সুপার ওভারও টাই হয়।
দ্বিতীয় সুপার ওভারে মুম্বাই প্রথমে ব্যাট করে জর্ডনের ওভারে ১ উইকেটে ১১ রান তোলে। মায়াঙ্ক আগারওয়াল শেষ বলে দুরন্ত ফিল্ডিংয়ে একটি ছক্কা বাঁচিয়ে দেন। গেইল ও মায়াঙ্ক পাঞ্জাবের হয়ে ব্যাট করতে নেমে ৪ বলে ১৫ রান তুলে দলের জয় নিশ্চিত করেন।
২০১৯ বিশ্বকাপ ফাইনালের স্মৃতি উসকে দিয়ে অনেকে ভেবেছিলেন হয়তো বাউন্ডারি গণনা হবে; কিন্তু পরিবর্তিত নিয়মে তা হয়নি। তবে দ্বিতীয় সুপার ওভার শুরু হওয়ার আগে ম্যাচ অফিসিয়াল এবং কমেন্ট্রি বক্সে জোর আলোচনা চলে নতুন নিয়ম নিয়ে।
দীর্ঘ আলোচনার পর দেখা যায় ব্যাট হাতে মাঠে নামছেন কাইরন পোলার্ড এবং হার্দিক পান্ডিয়া। অন্যদিক বল হাতে ক্রিস জর্ডান। অর্থাৎ, প্রথম সুপার ওভারে প্রথমে ব্যাট করা পাঞ্জাবকে আইসিসি’র নিয়ম অনুযায়ী এক্ষেত্রে প্রথমে বল করা বাধ্যতামূলক ছিল।
ঐতিহাসিক দ্বিতীয় সুপার ওভার শুরুর আগে আম্পায়ারদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান তথা পাঞ্জাব কোচ অনিল কুম্বলে।
আইপিএলের ওয়েবসাইটে এখনো জ্বলজ্বল করছে পুরোনো নিয়মই। তাই একনজরে দেখে নেওয়া যাক একই ম্যাচে দ্বিতীয় সুপার ওভারের জন্য আইসিসি’র কী বলা হয়েছে...।
১. সুপার ওভার অমিমাংসিত হলে পুনরায় সুপার ওভার খেলা হবে যতক্ষণ না একজন বিজয়ী নির্ধারিত হচ্ছে।
২. পূর্ববর্তী সুপার ওভার শেষ হওয়ার ৫ মিনিটের মধ্যেই শুরু করতে হবে পরবর্তী সুপার ওভার।
৩. পূর্ববর্তী সুপার ওভারে পরে ব্যাট করা দল পরবর্তী সুপার ওভারে প্রথমে ব্যাট করার সুযোগ পাবে।
৪. পূর্ববর্তী সুপার ওভার মাঠের যে প্রান্তে শেষ হয়েছিল তার বিপরীত প্রান্ত থেকে পরবর্তী সুপার ওভারে বোলিং শুরু হবে।
৫. পূর্ববর্তী সুপার ওভারে আউট হওয়া কোনও ব্যাটসম্যান যেমন পরবর্তী সুপার ওভারে ব্যাট করতে পারবে না, ঠিক তেমনই পূর্ববর্তী সুপার ওভারে ডেলিভারি করা বোলার পরবর্তী সুপার ওভারে বোলিংয়ের সুযোগ পাবেন না।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/177236/যে-নিয়মে-আইপিএলের-এক-ম্যাচে-দু’টি-সুপার-ওভার
Post Come trough : PURBOPOSHCIMBD