নড়াইলে ৫৪৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন
নড়াইল প্রতিনিধিনড়াইল জেলায় এ বছর ৫৪৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পূজামণ্ডপগুলোতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে বুধবার সন্ধ্যায় বোধনের মধ্যদিয়ে এই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, নড়াইল জেলায় ৫৪৪টি পূজামণ্ডপের মধ্যে নড়াইল সদর উপজেলায় ২৪১টি, লোহাগড়া উপজেলায় ১৫৩টি এবং কালিয়া উপজেলা ১৫০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে করোনা ভাইরাস মহামারির কারণে গত বছরের তুলনায় এবছর ৩৮টি পূজা মণ্ডপের সংখ্যা কমেছে। গতবছর জেলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিলো ৫৮২টি মন্ডপে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুন্ডু বলেন, করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনেই উৎসব পালন করা হবে। জেলার পূজামণ্ডপগুলোতে ডেকোরেশন, লাইটিংসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে ৫শ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া জেলায় হিন্দু কল্যাণ ট্রাস্ট থেকে ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনেই উৎসাহ উদ্দীপনা ও ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে শারদীয় উৎসবে মেতে উঠবে নড়াইলবাসী।
এদিকে বুধবার সন্ধ্যায় নড়াইল জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুন্ডু, সহ-সভাপতি বাবুল কুমার সাহা, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নিখিল সরকার, মহিলা নেত্রী ইপিরানী অধিকারী, সন্ধ্যা রানীসহ অন্যান্য নেতৃবৃন্দ পৌরএলাকার বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শন করেছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/177592/নড়াইলে-৫৪৪টি-পূজামণ্ডপে-শারদীয়-দুর্গোৎসবের-আয়োজন
Post Come trough : PURBOPOSHCIMBD