আজো অনশনে শিক্ষানবিশ আইনজীবীরা
নিজস্ব প্রতিবেদকচতুর্থ দিনের মতো আজো অনশন কর্মসূচি পালন করছেন এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়েছে।
আন্দোলনকারী শিক্ষানবিশ আইনজীবী ব্যারিস্টার আশরাফ রহমান বলেন, প্রায় চার বছর অতিবাহিত হলেও বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। ৯০ হাজার পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৮৭৮ জন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। হাজার হাজার পরিবারের কথা চিন্তা করে ও করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষানবিশ আইনজীবীদের দাবি মেনে নেওয়া উচিত। করোনার এই সংকট মুহূর্তে লিখিত পরীক্ষা থেকে অব্যাহতি দিয়ে ভাইভা পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে তালিকাভুক্তির দাবি জানাচ্ছি।
আন্দোলনকারী শিক্ষানবিশ আইনজীবীদের নেতা এ কে মাহমুদ বলেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
উল্লেখ্য, গত জুন থেকে শিক্ষানবিশ আইনজীবীরা আন্দোলন করছেন। এর আগে বাংলামোটরে বার কাউন্সিলের অস্থায়ী ভবনের সামনে তারা অনশন কর্মসূচি পালন করেন।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/court/176713/আজো-অনশনে-শিক্ষানবিশ-আইনজীবীরা
Post Come trough : PURBOPOSHCIMBD