কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ
সারাদেশ
মাদারীপুর প্রতিনিধিনাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচলের অচলাবস্থার পর এবার লঞ্চ চলাচলও হুমকির মুখে পড়েছে। এতে করে বিপাকে পড়েছেন দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ। লঞ্চ বন্ধ থাকায় স্পিডবোট ও ট্রলারে ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে পদ্মানদী।
জানা গেছে, নৌ-রুটের চায়না চ্যানেলে নাব্যতা সংকট থাকায় গত কয়েক মাস ধরেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কখনো ৪/৫টি ফেরি চলে আবার কখনো সম্পূর্ণ বন্ধ থাকে। গত কয়েক মাস ধরে এই সমস্যা বিরাজ করায় দূর-পাল্লার পরিবহ ও পণ্যবাহী ট্রাক বিকল্প রুট হিসেবে দৌলতদিয়া-পাটুরিয়া রুট ব্যবহার করে আসছে।
এদিকে ক্রমান্বয়ে চ্যানেলে পানি কমতে থাকায় গত এক সপ্তাহ ধরেই লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছিলো। চ্যানেল অতিক্রম করতে গিয়ে লঞ্চের তলদেশ ডুবোচরে প্রায়ই আটকে যেতো। তাছাড়া ডুবোচরে ধাক্কা লেগে গত এক সপ্তাহে কয়েকটি লঞ্চই দুর্ঘটনার কবলে পড়ে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ফেরি ঘাটের সহকারী ব্যবস্থাপক সামসুল আবেদীন বলেন, ফেরি চলাচল বন্ধ রয়েছে। নাব্যতা সংকটের কারণে এখন পর্যন্ত কোনো ফেরিই চলতে পারছে না।
বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল থেকে নাব্যতা সংকটের কারণে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন লঞ্চ মালিক ও চালকরা। চ্যানেলে যে পরিমাণ পানি আছে তাতে করে লঞ্চ চ্যানেল অতিক্রম করতে পারছে না। ঠেকে যাচ্ছে ডুবোচরে। সোমবার সকাল থেকে বন্ধ ছিল। দুপুরে ছোট কয়েকটি লঞ্চ চললেও মঙ্গলবার সকাল থেকে সব লঞ্চই বন্ধ রয়েছে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/177364/কাঁঠালবাড়ী-শিমুলিয়া-নৌ-রুটে-লঞ্চ-চলাচল-বন্ধ
Post Come trough : PURBOPOSHCIMBD