করিমপুর ইউপি উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
নরসিংদী প্রতিনিধিনরসিংদীর সদর উপজেলার চরাঞ্চলের করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার (১০ অক্টোবর) সকালে ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এই উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩ প্রার্থী। তারা হলেন— আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মমিনুর রহমান আপেল (প্রতীক নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা ইবনে আদেল শশী (প্রতীক ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোলাম কিবরিয়া (আনারস প্রতীক) নিয়ে।
প্রসঙ্গত, গত ১ জানুয়ারি করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারিছ মিয়া মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি করিমপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে তফসিল ঘোষণা করে উপজেলা নির্বাচন অফিস।
ওই ইউনিয়নে গত ২৯ মার্চ ভোটগ্রহণ করার দিন নির্ধারণ করা হলেও করোনার কারণে গত ২৬ মার্চ ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।
অবশেষে গত ১৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের এক চিঠির মাধ্যমে ১০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্দেশনা দেওয়া হয়। এ মোতাবেক আজ ভোটগ্রহণ হচ্ছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/176266/করিমপুর-ইউপি-উপনির্বাচনের-ভোটগ্রহণ-চলছে
Post Come trough : PURBOPOSHCIMBD