কাজী জহিরুল ইসলাম খোকন:- বিবাহ একটি সামাজিক, ধর্মীয় ও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান। তবে বাল্যবিবাহ একটি ফৌজদারি ও সামাজিক অপরাধ। মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের সুদৃঢ় নেতৃত্বে বাল্য বিবাহ নামক সামাজিক ব্যাধি রোধে বদ্ধ পরিকর জেলা প্রশাসন, নরসিংদী। সে পরিপ্রেক্ষিতে আজ ১৫-১০-২০২০ তারিখ মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশে নরসিংদী সদর উপজেলার আল্লাহু চত্বর এলাকায় জামাল মিয়ার অপ্রাপ্ত বয়স্ক ছেলের সাথে ইসমাইল মিয়ার ৭ম শ্রেণীতে পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বাল্য বিবাহ বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসন, নরসিংদীর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহরুখ খান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.বি.এম. সারোয়ার রাব্বী।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ছেলের বয়স ২১ বছর ও মেয়ের বয়স আঠার বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া যাবে না মর্মে উভয় পক্ষের নিকট হতে বাল্যবিবাহ নিরোধ বিধিমালা ২০১৮ এর তপশিল ৪ এ বর্ণিত ফরম অনুযায়ী মুচলেকা গ্রহণ করা হয়।
এসময়, উভয়পক্ষকে বাল্যবিবাহের কুফল ও শাস্তি সম্পর্কে সচেতন করা হয় এবং বাল্য বিবাহ নিরোধ আইন,২০১৭ সম্পর্কে সকলকে জানানো হয়।
বাল্যবিবাহ রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2T3fkhe
Post Come trough : নাচোল নিউজ