পিছিয়ে পড়েও বলিভিয়ার বিপক্ষে ২-১ গোলের দারুন এক জয় পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ২০০৫ সালের পর এই প্রথম বলিভিয়ার মাটিতে জয়ের স্বাদ পেলো দলটি।
ঘরের মাঠ হার্নান্দো সাইলসে ম্যাচের শুরু থেকেই অবশ্য আধিপত্য ছিলো বলিভিয়ার। ২৪ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন মার্সেলো মোরেনো। এরপর ঘুরে দাড়ানোর চেষ্টা আর্জেন্টিনার।
প্রথমার্ধের শেষ দিকে লাউতারো মার্টিনেজের গোলে সমতায় ফেরে ৮৬’র বিশ্ব চ্যাম্পিয়নরা। ৬০ মিনিটে মেসির নেয়া ফ্রি-কিক শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর গোলরক্ষককে একা পেয়েও গোলের সহজ দু’টি সুযোগ নষ্ট করেন মার্টিনেজ।
শেষ দিকে বদলি ফুটবলার জোয়াকুইন কোরেয়ার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আসরে এটি টানা দ্বিতীয় জয় স্কালোনি শিষ্যদের।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3iVQbj2
Post Come trough : নাচোল নিউজ