ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। রবিবার (১১ অক্টোবর) এই সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
জিম্বাবুয়ে-পাকিস্তানের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর থেকে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১ নভেম্বর। আর সিরিজের শেষ ওয়ানডে মাঠে গড়াবে আগামী ৩ নভেম্বর।
ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। এরপর ৭ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর। ১০ নভেম্বর শেষ তি-টোয়েন্টি দিয়ে শেষ হবে জিম্বাবুয়ের পাকিস্তান সফর।
টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে লাহোরে। ওয়ানডেব সিরিজের ম্যাচগুলো মুলতানে আয়োজনের চেষ্টা চালিয়েছিল পিসিবি। যদিও প্রয়োজনীয় ব্যবস্থাপনা না থাকায় এখান থেকে সরিয়ে রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হয়েছে সিরিজটি।
২০০৮ সালের পর এবারই প্রথম রাওয়ালপিন্ডিতে ফিরছেন আন্তর্জাতিক ওয়ানডে। পাকিস্তান জিম্বাবুয়ে সিরিজের সবগুলো ম্যাচে জৈব-সুরক্ষা পরিবেশে ও রুদ্ধদ্বার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/34R67Ow
Post Come trough : নাচোল নিউজ