হারুনুর রশিদ হারুন বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ-
বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা। সমাজে অন্যায়,অবিচার, অশুভ ও অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষে এই পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে এদেশের হিন্দু সম্প্রদায়
বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর
পরিবেশে নানা উপচার অনুষ্ঠানাদির মাধ্যমে দূর্গাপূজা পালন করে আসছে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ বদলগাছীর বিলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান (কেটু)
তার বাণীতে বলেন, “শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি বিলাশবাড়ী ইউনিয়নসহ বদলগাছী উপজেলার হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
করোনা কালিন সময়ে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরুত্ব বজায় রেখে সম্প্রদায়িক
সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সবাইকে
নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার
আহ্বান জানিয়ে দূর্গোৎসবে ধর্ম বর্ণ
নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহাদ্যের বন্ধনকে আরও সুসংহত করুক
– এ কামনা করি।
দুর্গাপূজা উপলক্ষে তিনি আরো বলেন, “শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি।”
যে কোনো ধর্মীয় উৎসবই মানুষে মানুষে নিবিড় বন্ধন রচনা করে ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানব কল্যাণ।
“হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের কর্তব্য। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী ওসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে।”
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/34qO6Ys
Post Come trough : নাচোল নিউজ