এক ম্যাচে জোড়া সুপার ওভার, পাঞ্জাবের অবিশ্বাস্য জয়
স্পোর্টস ডেস্করয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে শেষ বলে ম্যাচ জিতে উঠে পর পাঞ্জাবের মালকিন প্রীতি জিনতা সোশ্যাল মিডিয়ায় বিধিসম্মত সকর্তবার্তা জারি করেছিলেন যে, ‘কিংস ইলেভেনের ম্যাচ দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয়’। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, পাঞ্জাবের উত্তেজক ম্যাচ ক্রিকেটপ্রেমীদের হার্ট অ্যাটকের কারণ না হয়ে দাঁড়ায়।
প্রীতি যে এক বর্ণও ভুল বলেননি, সেটা বোঝা গেল পরের ম্যাচেই। দুবাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে সব থেকে উত্তেজক ম্যাচ জিতলেন রাহুলরা।
নির্ধারিত ২০ ওভারে ম্যাচ টাই হয়। পরে সুপার ওভারও টাই হয়। দ্বিতীয় সুপার ওভারে অবশ্য দাপুটে জয় তুলে নেয় পাঞ্জাব।
শুরুর দিকে আমিরশাহির পিচে যে রকম ব্যাটসম্যানদের দাপট চোখে পড়ছিল, সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা বদলে গিয়েছে। পিচ ক্রমশ স্লো হয়ে যাওয়ায় রান তোলা তুলনায় কঠিন হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই দুবাইয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের ৬ উইকেটে ১৭৬ রানকে অত্যন্ত চ্যালেঞ্জিং বলতেই হয়।
লোকেশ রাহুলের অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরিতে (৭৭) ভর করে পাঞ্জাব মুম্বাইয়ের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁয়ে ফেলে। তবে টপকে যাওয়া সম্ভব হয়নি। কিংস ইলেভেনও ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তোলে।
ফলাফল নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় সপুার ওভারে। প্রথমে ব্যাট করে পাঞ্জাব বুমরাহর ওভারে ২ উইকেট হারিয়ে ৫ রান তোলে। পাঞ্জাবের হয়ে বল হাতে নিয়ে মোহাম্মদ শামি মুম্বাইকে আটকে রাখেন ৫ রানে। অর্থাৎ, সুপার ওভারও টাই হয়।
দ্বিতীয় সুপার ওভারে মুম্বাই প্রথমে ব্যাট করে জর্ডনের ওভারে ১ উইকেটে ১১ রান তোলে। মায়াঙ্ক আগারওয়াল শেষ বলে দুরন্ত ফিল্ডিংয়ে একটি ছক্কা বাঁচিয়ে দেন। গেইল ও মায়াঙ্ক পাঞ্জাবের হয়ে ব্যাট করতে নেমে ৪ বলে ১৫ রান তুলে দলের জয় নিশ্চিত করেন।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/177234/এক-ম্যাচে-জোড়া-সুপার-ওভার,-পাঞ্জাবের-অবিশ্বাস্য-জয়
Post Come trough : PURBOPOSHCIMBD