২০৮ জেলা-উপজেলা ও ইউপিতে ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদকদেশের ২০৮টি জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শুরু হয়েছে। ইউনিয়ন ও উপজেলায় মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা। জেলা পরিষদের ভোট চলবে বেলা ২টা পর্যন্ত।
দেশের ১৫টি ইউনিয়নে সাধারণ, ১৭৭টি ইউনিয়নে বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন, একটি উপজেলায় সাধারণ, ৮টি উপজেলায় বিভিন্ন পদে উপনির্বাচন এবং ৭টি জেলা পরিষদে বিভিন্ন পদে ভোটগ্রহণ চলছে।
ভোটগ্রহণ চলা ১৫ ইউনিয়ন পরিষদ হলো- রংপুর সদর উপজেলার সদ্যপুস্কুরিনী, হরিদেবপুর, চন্দনপাট; ভোলার লালমোহন উপজেলার ফরাশগঞ্জ, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ, পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া, মন্ডতোষ। ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ও কোরকান্দি, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর, চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি (ইভিএম); চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ, লোহাগাড়া, আধুনগর এবং ফটিকছড়ির সুয়াবিল।
নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে কমিশন। এ ছাড়া জুডিশিয়াল ম্যাজিট্রেটও নিয়োগ করেছে ইসি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/national/177367/২০৮-জেলা-উপজেলা-ও-ইউপিতে-ভোটগ্রহণ-চলছে
Post Come trough : PURBOPOSHCIMBD