ভারতে আরো আক্রান্ত ৭৩২৭২, মৃত্যু ৯২৬
আন্তর্জাতিক ডেস্কপ্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় ৯২৬ জন মারা গেছেন। একই সময়ে ৭৩ হাজার ২৭২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ভারতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ১ লাখ ৭ হাজার ৪১৬ জন। শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৯ লাখ ৭৯ হাজার ৪২৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৮৮ হাজার ৮২২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২ হাজার ৭৫৩ জন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, কেরালা, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, আসাম, রাজস্থান ও গুজরাট।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৩৯ হাজার ৭৩২ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ১০ হাজার ১২০ জন, কর্ণাটকে ৯ হাজার ৭৮৯ জন, উত্তরপ্রদেশে ৬ হাজার ২৯৩ জন, অন্ধ্রপ্রদেশে ৬ হাজার ১৫৯ জন, দিল্লিতে ৫ হাজার ৬৯২ জন এবং পশ্চিমবঙ্গে ৫ হাজার ৫০১ জন।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/176282/ভারতে-আরো-আক্রান্ত-৭৩২৭২,-মৃত্যু-৯২৬
Post Come trough : PURBOPOSHCIMBD