সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবি
জামালপুর প্রতিনিধিজামালপুরে সরকারি কলেজগুলোতে কর্মরত বেসরকারি কর্মচারীরা মানববন্ধন করেছেন। পাঁচ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেইট প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজ কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, সাংগঠনিক সম্পাদক রওশন আলী, সদস্য লাইলী বেগম, সদস্য আফরোজা বেগম, সদস্য অপু সাংমা প্রমুখ।
বক্তারা বলেন, দৈনিক মজুরি ভিত্তিতে সরকারি জাহেদা সফির সরকারি কলেজ কর্তৃপক্ষ তাদের নিয়োগ দেন। কেউ কেউ ২০-২৫ বছর ধরে নামমাত্র মজুরিতে কাজ করে আসছেন। নির্দিষ্ট বেতন স্কেল না থাকায় পরিবার-পরিজন নিয়ে এসব কর্মচারীদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাদের পদগুলোকে সরকারের রাজস্ব খাতের অন্তর্ভুক্ত করে সরকারি কর্মচারী হিসেবে বেতন স্কেলের আওতায় আনতে পাঁচ দফা দাবি জানান তারা। কলেজে বিভিন্ন পদে বেসরকারিভাবে নিয়োগ পাওয়া ৪৩ জন কর্মচারী কাজ করছেন।
তারা দ্রুত এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/177014/সরকারি-কলেজের-বেসরকারি-কর্মচারীদের-চাকরি-রাজস্বখাতে-স্থানান্তরের-দাবি
Post Come trough : PURBOPOSHCIMBD