সৈয়দ ইবরাহিমের ৭১তম জন্মবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীর প্রতীকের ৭১তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের এই দিনে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার উত্তর বুড়িশ্চর গ্রামে তার জন্ম। ইবরাহিমের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আজ জাতীয় প্রেস ক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের বিশিষ্টজনরা তাকে শুভেচ্ছা জানাবেন।
সৈয়দ মুহম্মদ ইবরাহিম ১৯৬২ সালে ফৌজদারহাটে অবস্থিত তখনকার দি ইস্ট পাকিস্তান ক্যাডেট কলেজে পড়াশোনা করেন। ১৯৬৮ সালে কুমিল্লা বোর্ডে মানবিক বিভাগে প্রথম স্থান অধিকার করেন। ১৯৭১ সালের ১৯ মার্চ বেঙ্গল রেজিমেন্টের অফিসার ও সৈনিকরা এবং জয়দেবপুরের জনতা পাকিস্তানিদের বিরুদ্ধে যে বিদ্রোহ করেন তাতে সক্রিয় অংশ নেন তিনি।
মুক্তিযুদ্ধে ইবরাহিম রণাঙ্গনের সামনের কাতারে ছিলেন। সাহসীকতার জন্য তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। সেনাবাহিনীতে চাকরির সময় তিনি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সামরিক জীবনে তিনি পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৯৬ সালের জুন মাসে সেনাবাহিনীর চাকরি থেকে অবসরে যান ইবরাহিম।
তিনি সেন্টার ফর স্ট্র্যাটেজিক ও পিস স্ট্যাডিজ নামক গবেষণা প্রতিষ্ঠানের প্রথম নির্বাহী পরিচালক ছিলেন। সোসাইটি ফর হেলথ অ্যান্ড কেয়ার বা ‘সোহাক’ নামক আর্সেনিক সমস্যা গবেষণা-প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন। ইন্সটিটিউট অব হজরত মুহাম্মদ (সা.) নামক প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন। ২০০৭ সালের ৪ ডিসেম্বর বাংলাদেশ কল্যাণ পার্টি নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে তিনি এ দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/politics/175607/সৈয়দ-ইবরাহিমের-৭১তম-জন্মবার্ষিকী-আজ
Post Come trough : PURBOPOSHCIMBD