‘যেকোনো মুহূর্তে সাসপেন্ড হতে পারি’, বলেই লাপাত্তা এসআই আকবর
সিলেট প্রতিনিধিসিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান উদ্দিন (৩০) নামে এক যুবক নিহতের ঘটনায় মামলা দায়েরের পর থেকেই লাপাত্তা অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়া। লাপাত্তা হওয়ার আগে শেষ কথা হয়েছিল রোববার (১১ অক্টোবর) বিকেলে তার ছোট ভাই আরিফ হোসেন ভূঁইয়ার সঙ্গে।
জানা গেছে, ফোনে এসআই আকবর তার ভাইকে বলেন, ‘আমাদের ফাঁড়িতে একটু ঝামেলা হইছে। একটা লোক মারা গেছে। আমি অনেক বিপদে পড়ে গেছি। যেকোনো মুহূর্তে সাসপেন্ড হতে পারি। সবাইকে বল আমার জন্য দোয়া করতে’।
আকবর হোসেনের মা বলেন, আমার ছেলের টাকায় বাড়ি করা হয়নি। আমার স্বামীর পেনশনের টাকা আরেক ছেলে প্রবাসে থাকে দু’জনের মিলিত টাকায় বাড়িটি করা হয়েছে। সবাই এখন আমাদের নিয়ে আজেবাজে মন্তব্য করছে। আমার ছেলে এ ধরনের কাছ করতে পারে না।
সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এক সদস্য বলেন, রোববার (১১ অক্টোবর) রায়হান উদ্দিন নিহত হন। ঘটনার পর সকাল ৮টায় ফাঁড়িতে আসেন এসআই আকবর। কিছুক্ষণ থাকার পর বেরিয়ে যান। এরপর তাকে আর দেখা যায়নি। যদিও সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জ্যোতিময় সরকার বলেন, ঘটনার পর এসআই আকবরসহ বরখাস্ত ৪ জন ও প্রত্যাহারকৃত ৩ জনই পুলিশ লাইনে সংযুক্ত আছেন। কিন্তু বাস্তবে ঘটনার পর থেকে এসআই আকবর হোসেন ভূঁইয়া পলাতক থাকার বিষয়টি পুলিশ লাইন সূত্রও নিশ্চিত করেছে। এছাড়া সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াও এসআই আকবরের পলাতক থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা যা শুনেছেন তাই। সে পালিয়ে গেছে। রায়হান উদ্দিন সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে। তার তিন মাসের একটি মেয়ে রয়েছে। তিনি নগরীর রিকাবিবাজার স্টেডিয়াম মার্কেটে এক চিকিৎসকের চেম্বারে কাজ করতেন। উল্লেখ্য, রোববার (১১ অক্টোবর) রায়হান উদ্দিন নিহত হন। পুলিশের দাবি, ছিনতাইয়ের অভিযোগে নগরীর কাষ্টঘর এলাকায় গণপিটুনিতে রায়হান মারা যান। কিন্তু নিহতের পরিবার ও স্বজনদের অভিযোগ, ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান নিহত হন। মারা যাওয়ার পর রায়হানের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। তার হাতের নখও উপড়ানো ছিল। এ ঘটনার পর পুলিশ হেফাজতে নির্যাতন করে রায়হানকে হত্যার অভিযোগ এনে নিহতের স্ত্রী কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। সোমবার (১২ অক্টোবর) এ অভিযোগে পুলিশের ৩ সদস্যের তদন্ত কমিটির সুপারিশে ফাঁড়ির ইনচার্জ এসআই আকবরসহ ৪ জনকে সাময়িক বরখাস্ত ও ৩ জনকে প্রত্যাহার করা হয়।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/176798/‘যেকোনো-মুহূর্তে-সাসপেন্ড-হতে-পারি’,-বলেই-লাপাত্তা-এসআই-আকবর
Post Come trough : PURBOPOSHCIMBD