ভার্চুয়াল কোর্ট পরিচালনায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ
আদালত
নিজস্ব প্রতিবেদকভার্চুয়াল কোর্ট পরিচালনা যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) এমডিকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বিভাগ এই আদেশ দেন।
আপিল বিভাগ সূত্র জানায়, বিদ্যুৎ বিভ্রাটের কারণে গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) ভার্চুয়াল আদালত পরিচালনা করতে সমস্যা হয়েছিল। এই প্রেক্ষাপটে আপিল বিভাগ ডিপিডিসির এমডিকে তলব করেছিলেন। আজ তার উপস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দেন আপিল বিভাগ।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/court/175618/ভার্চুয়াল-কোর্ট-পরিচালনায়-নিরবচ্ছিন্ন-বিদ্যুৎ-সরবরাহের-নির্দেশ
Post Come trough : PURBOPOSHCIMBD