দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
পূর্বপশ্চিম ডেস্কদেশের দুই জেলা নওগাঁ ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ৫ জন। বুধবার (১৪ অক্টোবর) রাত ও বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে এ দু’টি দুর্ঘটনা ঘটে।
নওগাঁ: নিহত ২
জেলার মহাদেবপুরের হাটচকগৌরী এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। বুধবার রাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, রাতে হাটচকগৌরী এলাকায় নওগাঁ ট্রাভেলস নামে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে নওগাঁ থেকে নওহাটামোড় বাজার অভিমুখী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। এসময় আহত হন আরো চারজন। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। আহত তিনজন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন ও একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
মেহেরপুর: নিহত ২
মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে দূরপাল্লার বাস রয়েল এক্সপ্রেসের ধাক্কায় ইটভাঙা গাড়ির দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার সময় সদর উপজেলার দীনদত্ত ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বিশ্বাসপাড়া এলাকার বদর আলির ছেলে ওয়াসিম (৩০) ও তার দুলাভাই (বোন জামাই) একই গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে জাফর আলি (৪২)। এরা দুজনে খোয়াভাঙা মেশিনের মালিক ও শ্রমিক হিসেবে কাজ করেন।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, বরিশাল কুয়াকাটা থেকে মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেসের বাসটি সামনে থেকে আসা ইট ভাঙা গাড়িটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইটভাঙা গাড়িতে থাকা শ্যালক দুলাভাইয়ের মৃত্যু হয়।
মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ দু’টি উদ্ধার করেছে। আহতকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/national/176800/দুই-জেলায়-সড়ক-দুর্ঘটনায়-নিহত-৪
Post Come trough : PURBOPOSHCIMBD