বরিশালে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি
বরিশাল প্রতিনিধিনৌ-পথে সন্ত্রাস, চাঁদাবাজী বন্ধ, খাদ্যভাতা প্রদানসহ ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে শুরু হয়েছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হওয়া এ ধর্মঘট দাবি পূরণের বিষয়ে কোন সুরাহা না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল অঞ্চলের সভাপতি শেখ আবুল হাসেম।
তিনি জানান, সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এ লক্ষে আপাতত যাত্রীবাহি নৌযান এ কর্মসূচির বাহিরে রাখা হয়েছে। তবে সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট অর্থাৎ মঙ্গলবার থেকে সকল পণ্যবাহি নৌযান বন্ধ রেখেছে বরিশালের শ্রমিকরা। আর এটি শুধু বরিশালে নয় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে পণ্যবাহি নৌযান শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন কর্মসূচি চলবে।
তিনি আরো জানান, ১১ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় সারাদেশে একযোগে সবধরণের পণ্যবাহি জাহাজের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছে। আর তারপরও আমাদের দাবি বাস্তবায়ন না করে জুলুম-নির্যাতন, হামলা-মামলা করা হলে যাত্রীবাহি নৌযান শ্রমিকরাও কর্মবিরতি শুরু করবে। বরিশালে শ্রমিকদের দাবি আদায়ের এ আন্দোলনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতাও পোষণ করেছে।
এদিকে কর্মবিরতির আওতার বাহিরে থাকায় সকাল থেকে বরিশালে অভ্যন্তরীণ রুটের নৌযানগুলো স্বাভাবিক নিয়মে চলাচল করছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/177374/বরিশালে-পণ্যবাহী-নৌযান-শ্রমিকদের-কর্মবিরতি
Post Come trough : PURBOPOSHCIMBD