ওয়াইড বলের ক্ষেত্রে রিভিউ থাকা উচিত: কোহলি
খেলা
স্পোর্টস ডেস্কচলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচটিতে আম্পায়ারের উপর চাপ সৃষ্টি করেছেন মাহেন্দ্র সিং ধোনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) হায়দরাবাদ বনাম চেন্নাই ম্যাচের পর এ নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গোটা ক্রিকেটমহল।
ম্যাচে হায়দরাবাদের ইনিংসে ১৯তম ওভারে অফস্টাম্পের অনেক বাইরের একটি ডেলিভারিতে ওয়াইডের সংকেত দেয়ার জন্য হাত প্রসারিত করেছিলেন আম্পায়ার ক্রিস গ্যাফানি। তখনই উইকেটের পেছন থেকে ধমক দিয়ে ওঠেন চেন্নাই অধিনায়ক ধোনি। সঙ্গে সঙ্গে অর্ধ প্রসারিত হাত দুইটি আবার আগের জায়গায় রেখে দেন আম্পায়ার।
ম্যাচের গুরুত্বপূর্ণ একটা সময়ে ধোনির এমন আচরণ ও আম্পায়ারের সিদ্ধান্ত বদলে ফেলার ঘটনাটি আইপিএলের আলোচিত বস্তুতে পরিণত হয়েছে ম্যাচের পর থেকেই।
এবার এ প্রসঙ্গেই মুখ খুললেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। এ নিয়ে বিতর্ক থামাতে দিলেন নতুন নিয়ম আনার পরামর্শও তার।
ভারতীয় দলের সতীর্থ এবং বর্তমানে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে ইনস্টাগ্রাম আড্ডায় এ কথা বলেছেন কোহলি বলেন, আমি একজন অধিনায়ক হিসেবে কথা বলব। আমার মতে, ওয়াইড বল কিংবা হাই ফুল টসের ক্ষেত্রে রিভিউ থাকা উচিত। কেননা এসব সিদ্ধান্তও ভুল হতেই পারে।
এমন চাওয়ার পেছনে নিজের যুক্তি বিস্তারিত বুঝিয়ে তিনি বলেন, আগেও আমরা দেখেছি যে আইপিএলের মতো বড় টুর্নামেন্ট কিংবা যেকোনো টি-টোয়েন্টি ক্রিকেটে একটা ওয়াইড বা হাই ফুল টস ডেলিভারি কত বড় পার্থক্য গড়ে দিতে পারে। খেলার গতি খুব দ্রুত বদলায় এবং ছোট ছোট বিষয় অনেক বড় প্রভাব ফেলে।
কোহলি বলেন, আপনি যখন কোনো ম্যাচ ১ রানে হারেন এবং কোনো ওয়াইড বলে রিভিউ করতে না পারেন; তখন এটা কিন্তু যেকোনো দলের পুরো টুর্নামেন্টের যাত্রায়ই একটা ধাক্কা দিতে পারে।
কোহলির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাহুল বলেন, এমন নিয়ম আসলে সত্যিই অনেক ভালো হবে। প্রতি দলকে দুইটি করে রিভিউ দিয়ে বলা যেতে পারে যে যেকোনো সময় এগুলো ব্যবহার করা যাবে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/sports/176803/ওয়াইড-বলের-ক্ষেত্রে-রিভিউ-থাকা-উচিত:-কোহলি
Post Come trough : PURBOPOSHCIMBD