করোনাভাইরাস: বিশ্বে একদিনে রেকর্ড শনাক্ত
পূর্বপশ্চিম ডেস্কবিশ্বব্যাপী প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্তের হয়ে মৃত্যুর সংখ্যা ১০ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে।
করোনার সার্বক্ষণিক তথ্য রাখা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টা নাগাদ বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ লাখ ৬০ হাজার ৮৬৯ জনের।
এদের মধ্যে প্রায় অর্ধেক মারা গেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে। তবে শনাক্তের সংখ্যায় নতুন রেকর্ড। একদিনে রেকর্ড তিন লাখ ৪৮ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।
এতে মোট শনাক্তের সংখ্যা তিন কোটি ৬৭ লাখ ছাড়িয়েছে। আর, একদিনে বিশ্বে মৃত্যু হয়েছে ৬ হাজার ৪শ' ২৪ জনের।
তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের দু'টি অঙ্গরাজ্য ছাড়া সবকটি অঙ্গ রাজ্যেই বাড়ছে করোনার সংক্রমণ। গত মে মাসের পর নিউজার্সিতে বৃহস্পতিবার সর্বোচ্চ ১৩শ' একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। ফ্লোরিডায় নতুন করে ৩ হাজারের বেশি আক্রান্ত হয়েছে।
নতুন করে সংক্রমণ বাড়ায় নিউইয়র্কের ১৬৯টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত ৭৮ লাখ ৩৩ হাজারের বেশি। মোট মৃতের সংখ্যা দুই লাখ ১৭ হাজার।
যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ ১৭ হাজার ৫শ' ৪০ জন শনাক্ত হয়েছে। দেশটিতে মোট শনাক্ত ৫লাখ ৬১ হাজারের বেশি। প্রাণ হারিয়েছে ৪২ হাজার মানুষ।করোনার সংক্রমণ বাড়ছে ইতালিতেও।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://ppbd.news/health/176177/করোনাভাইরাস:-বিশ্বে-একদিনে-রেকর্ড-শনাক্ত
Post Come trough : PURBOPOSHCIMBD