১৫ দিনে রেমিটেন্স এসেছে ১২২ কোটি ৭৮ লাখ ডলার
নিজস্ব প্রতিবেদকচলতি মাসের প্রথম ১৫ দিনে দেশে রেমিটেন্স এসেছে ১২২ কোটি ৭৮ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক এমন তথ্য প্রকাশ করেছে। সব মিলিয়ে চলতি ২০২০-২১ অর্থবছরের সাড়ে তিন মাসে ৭৯৪ কোটি ১০ লাখ ডলারের রেমিটেন্স আসলো দেশে। যা গত অর্থবছরের পুরো সময়ে আসা রেমিটেন্সের প্রায় অর্ধেক। গত অর্থবছরে মোট এক হাজার ৮২০ কোটি ৩০ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
গত সেপ্টেম্বরে ২১৫ কোটি ১০ লাখ ডলার রেমিটেন্স আসে দেশে। যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স। এর আগে গেল জুলাইয়ে ২৬০ কোটি ডলার রেমিটেন্স আসে দেশে। যা এ যাবৎকালের সর্বোচ্চ। এই রেমিটেন্সে ভর করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ গত ৮ অক্টোবর প্রথমবারের মতো ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/finance-trade/177480/১৫-দিনে-রেমিটেন্স-এসেছে-১২২-কোটি-৭৮-লাখ-ডলার
Post Come trough : PURBOPOSHCIMBD