কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
সারাদেশ
কুষ্টিয়া প্রতিনিধিকুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ফরিদ হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আরো ১০ জন আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
স্থানীয়রা জানান, গত সপ্তাহে একজনকে পেটানোর ঘটনায় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বাদশা-রেজা মন্ডল পক্ষের সাথে রাশিদুল-লাবু শকাতি পক্ষের লোকজনদের মধ্যে বিরোধ হয়। আজ সকালে রাশিদুল ও শকাতি পক্ষের লোকজন বাদশা এবং রেজা মন্ডলের বাড়ি ঘিরে ভাংচুর শুরু করলে দুই পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহত ফরিদ হোসেন কে হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। নিহত ফরিদ মৃত ময়েন ফারাজির ছেলে ও রাশিদুল-লাবু শকাতি পক্ষের সমর্থক।
মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/176276/কুষ্টিয়ায়-দুই-পক্ষের-সংঘর্ষে-একজন-নিহত
Post Come trough : PURBOPOSHCIMBD