রাউজানে ২৩২ মণ্ডপে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি
সারাদেশ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঅন্যান্য বছর দুর্গাপূজাকে ঘিরে যেন উৎসবের কমতি থাকে না চট্টগ্রামের রাউজানে ২৩২টি পূজামণ্ডপে। বর্ণিল আলোকসজ্জ্বা আর বাদ্য-বাজনায় যেন উৎসবমুখর হয়ে উঠতো উপজেলার সর্বত্র। কিন্তু বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাব যেন পাল্টে দিয়েছে চিত্র। এবার সরকারি নির্দেশনার আলোকে রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৩২ পূজামণ্ডপে পালিত হবে দুর্গোৎসব।
বুধবার (২১ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া সনাতনী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা যেন স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে পালন করা হয় সে বিষয়ে রাউজান উপজেলা প্রশাসন, রাউজান থানা প্রশাসনেরর উদ্যোগে পৃথক প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
এছাড়া গত ১৬ ও ১৭ অক্টোবর দক্ষিণ রাউজান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভায় এই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুমন দে বলেন, রাউজানে ২৩২টি পূজামণ্ডপে এবার সরকারি নির্দেশনা মেনে দুর্গোৎসব উদযাপন করা হবে।
এ বিষয়ে পূজা উদযাপন পরিষদ সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে। প্রতিটি মণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।
দক্ষিণ রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ শীল ও সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্ত্তী বলেন, দক্ষিণ রাউজানের ৭টি ইউনিয়নের ১১১টি পূজামণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্টিত হবে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সরকারি যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে তা যথাযথভাবে পালন করতে বদ্ধপরিকর।
রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হারুণ বলেন, দেশে করোনার প্রভাবে দুর্গাপূজার সময় যে সকল সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে তা মেনেই এবার দুর্গোৎসব পালন করতে হবে। পূজার নিরাপত্তায় রাউজান থানা প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। কয়েকটি টিমে ভাগ করে রাউজান থানা পুলিশ পূজার সময় দায়িত্বে থাকবে। পাশাপাশি থানা পুলিশের টহল দলও সার্বক্ষণিক দায়িত্বে থাকবে। পূজা যাতে সুষ্ঠু এবং সরকারি নির্দেশনা মেনে পালন করা হয় সেদিকে নজর থাকবে থানা প্রশাসনের।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, শারদীয় দুর্গোৎসবে রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশে সরকারি সকল নির্দেশনা মেনে চলার জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের বলা হয়েছে। রাউজানের ২৩২টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজার সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, আনসার সদস্য নিয়োজিত থাকবে। যারাই সরকারি নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/177372/রাউজানে-২৩২-মণ্ডপে-চলছে-দুর্গোৎসবের-প্রস্তুতি
Post Come trough : PURBOPOSHCIMBD