আসলে কি মিন্নির ফাঁসি হবে?
পূর্বপশ্চিম ডেস্করিফাত হত্যা মামলায় আদালত মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়ায় এক পাঠক লিখেছেন, ‘‘জাতি ন্যায় বিচার পেয়েছে৷’’ তবে এই রায় উচ্চ আদালতে বহাল থাকবে কিনা তা নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন কেউ কেউ৷
এই রায়ে খুশি পাঠক নাজমুন নাহার শাপলা৷ তিনি লিখেছেন, ‘‘মানুষ কিভাবে এমন চিন্তা করে যে, কেউ দিনে-দুপুরে হাজারো মানুষের সামনে কুপিয়ে একজনকে মেরে ফেলবে আর তাদের কিছুই হবে না৷’’
পাঠক পলাশ ফাল্গুন মনে করেন, ‘‘একটা মেয়েকে ঘিরে প্রায় ২৫ জনেরও বেশি মানুষ ও তাদের পরিবার আজ ধ্বংস হয়ে গেল, এর থেকে মানুষের শিক্ষা নেয়া উচিত৷’’
আর রিফাতের স্ত্রী মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ হওয়ায় ইকবাল কবির মনে করেন, ‘‘এতে জাতি ন্যায় বিচার পেয়েছে, এই রায় যেন উচ্চ আদালতে বহাল রাখা হয়৷’’ সেলিম আহমেদের মন্তব্য, ‘‘একটা ন্যায় বিচারের রায় দেখলাম৷ জাতির প্রশ্ন- রায়টা কি কাযকর হবে?’’ একই প্রশ্ন পাঠক কাশেম আবুলেরও৷
পাঠক কাওসার আহমেদ এই রায় সম্পর্কে লিখেছেন, ‘‘বিশ্বজিৎ হত্যা মামলায় নিম্ন আদালতে যাদের মৃত্যুদণ্ড হয়েছিল এক নাম্বার আসামি থেকে শুরু করে সবাই কিন্তু উচ্চ আদালতে জামিন নিয়ে একেবারে খালাস হয়ে বের হয়ে এসেছিল৷ এখন সেই অপেক্ষা ...৷’’
বর্তমান সময়ে বিচার বিভাগের কাজে পাঠক রফিক ইমরান সন্তুষ্ট৷ শাহেদ ও মিন্নির সাজার আদেশে সন্তোষ প্রকাশ করে তিনি লিখেছেন, এর ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে৷ তবে জুলেখা খানমের মতামত সম্পূর্ণ উল্টো৷ তার প্রশ্ন, ‘‘সাগর-রুনি কিংবা তনু হত্যার বিচার হয়েছে? নুসরাত হত্যারই বা কী হলো? আজ এত বছরেও সাগর-রুনি ও তনু হত্যার বিচার হলো না কেন?’’
ইমরান হোসেন মিলনের প্রশ্ন, ‘‘রিফাত হত্যার বিচার যেভাবে হয়েছে, সেভাবে কি তনু, সাগর-রুনি, বিশ্বজিৎ, আবরার ফাহাদ কিংবা মেজর সিনহার বিচার করতে পারবে আওয়ামী আদালত?’’
এদিকে মিন্নিকে দেয়ায় জুল আফরোজ খুব অবাক৷ ফেসবুক পাতায় তিনি লিখেছেন, ‘‘এই মেয়েকে ফাসি কী করে দেয়? ভিডিওতে দেখা গিয়েছে সে তার স্বামীকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে৷ আসল আসামিকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করে এখন একটা গোঁজামিল রায় দিয়েছে৷’’
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/court/175425/আসলে-কি-মিন্নির-ফাঁসি-হবে?-
Post Come trough : PURBOPOSHCIMBD