মোঃ ফিরোজ হোসাইন
আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ি স্লুইচগেটটি হুমকির সম্মুখিন হয়ে পড়েছে। যে কোন মহর্তে এ গেট ভেঙে গেলে এলাকার কাশিয়াবাড়ি ডারারপাড়, স্লুইচগেট বাজার, বলরামচক চৌধুরীপাড়া ও সোনাইডাঙ্গা গ্রাম বিলীন হয়ে যাওয়ার আশঙ্কায় তারা এখন নির্ঘুমে আতংকে রাত কাটাচ্ছেন। স্লুইচগেট টি ভেংগে গেলে বন্ধ হয়ে যাবে আত্রাই-পতিসর তথা আত্রাই-বগুড়ার সড়ক যোগাযোগ।
জানা যায়, ৮০’র দশকে আত্রাই-পতিসর সড়কে মাটির কাজ করা হয়। সে সময়ে পানি উন্নয়ন বোর্ড থেকে ১০টি গেট বিশিষ্ট একটি স্লুইচগেট এখানে নির্মাণ করা হয়। বর্ষার মৌসুমে প্রয়োজনীয় পরিমাণ মত পানি নদী থেকে বিলে ভর্ত্তিকরে নেয়া হয় এবং শুস্ক মৌসুমে খালের পানি আটকে রেখে এলাকার কৃষকরা কৃষি ফসল উৎপাদন করতে পারে এ জন্যই নির্মাণ করা হয় এ খালের উপর বিশাল আকৃতির এক টি স্লুইচগেট। বর্তমানে গেটটি কৃষকের উপকার আসার পরিবর্তে এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। নির্মাণের পর থেকে প্রয়োজনীয় সংস্কারের অভাবে গেটের অনেকাংশ যায়গা ভেঙ্গে গিয়েছে। ১০ টি গেটের মধ্যে ২/৩ টি গেট সচল থাকলেও অন্য সবগুলো অকেজো হয়ে পরেছে । ফলে পর্যাপ্ত পরিমাণ পানি পারাপার না হওয়ায় গেটটিই এখন ডুবে উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে৷ বালু ভর্তি বস্তা দিয়ে স্লুইচগেটের প্রবেশ মুখ বন্ধ করে দেয়া হয়েছে। এ জন্য গত এক সপ্তাহ যাবৎ আত্রাই-পতিসর তথা আত্রাই-বগুড়ার সড়ক যোগাযোগ বন্দো রয়েছে। যার ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে এলাকার হাজার হাজার মানুষ। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জানবক্স সরদার বলেন, স্লুইচগেটটি প্রয়োজনীয় সংস্কারের জন্য আমি একাধিকবার পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছি। এটি সংস্কার না করলে যে কোন সময় গেট ভেঙে এলাকাবাসী চরম ক্ষতির সম্মুখিন হবে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3iCItdK
Post Come trough : নাচোল নিউজ