বাফুফের সহ-সভাপতি নির্বাচিত হলেন ইমরুল হাসান
খেলা
পূর্বপশ্চিম ডেস্কপ্রথমবার অংশ নিয়েই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান। তিনি বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও আড়াইটার পর শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচনে মোট ১৩৯ ভোটের মধ্যে ১৩৫টি ভোট পড়েছে।
নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল থেকে জানা যায়, ৯৪ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। একই প্যানেল থেকে (সম্মিলিত পরিষদ প্যানেল) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান। তিনি পেয়েছেন ৮৯ ভোট।
সহ-সভাপতি পদে আরো নির্বাচিত হয়েছেন কাজী নাবিল আহমেদ (৮১ ভোট), আতাউর রহমান মানিক (৭৫ ভোট)। মহিউদ্দিন (৬৫ ভোট) ও তাবিথ আউয়াল (৬৫ ভোট) সমানসংখ্যক ভোট পেয়েছেন। টাই হওয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর। নির্বাচিতদের সবাই সালাউদ্দিনের প্যালেল। আর টাই হওয়া মহিউদ্দিন সমন্বয় প্যানেল এবং তাবিথ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
সহ-সভাপতি নির্বাচিত হওয়া ইমরুল হাসান একজন সফল ক্লাব প্রেসিডেন্ট। তার হাত ধরেই বাংলাদেশের প্রথম ক্লাব হিসেবে অভিষেক মৌসুমেই দুটি শিরোপা জিতে বসুন্ধরা কিংস। অল্প সময়েই ক্লাবটি দেশের অন্যতম সেরা ক্লাব হয়ে উঠেছে। প্রিমিয়ার লিগ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন দলটিতে দেশের বেশ কয়েকজন তারকা ফুটবলার এবং উঁচু মানের বিদেশি ফুটবলারদের দুর্দান্ত কম্বিনেশনের মূল কারিগরও তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/175604/বাফুফের-সহ-সভাপতি-নির্বাচিত-হলেন-ইমরুল-হাসান
Post Come trough : PURBOPOSHCIMBD