তারা প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণার দায়ে রাজধানীর পল্টন থেকে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
গ্রেপ্তার দুজনের নাম শহীদুল ইসলাম ও আমেনা বেগম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-৩ থেকে জানানো হয়, গোপন সংবাদে এদিন বিকেল ৪টার দিকে পল্টনের হাবীব টাওয়ারে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের থেকে বিভিন্ন অফিসের নকল সিল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছেন- তারা একটি সাপ্তাহিক পত্রিকা অফিস খুলে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আনসার, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, মুগদা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ পুলিশসহ ১০ টি সরকারি এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে এক হাজার জনের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তারা সময়ের অপরাধ চক্র নামের সাপ্তাহিক পত্রিকার বিভাগীয় এবং জেলা পর্যায়ে বিভিন্ন পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমেও ৫৭০ জনের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা আদায় করেন। কিন্ত প্রকৃতপক্ষে জেলা বা বিভাগীয় পর্যায়ে এই পত্রিকার কোন পদের অস্তিত্ব নেই।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2F1bKjR
Post Come trough : PURBOPOSHCIMBD
ভারতের অর্থনীতি চলতি অর্থ বছরে রেকর্ড পরিমাণ সঙ্কুচিত হয়েছে- দেশটির সরকার এই তথ্য প্রকাশের পর গভীর উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, ভারতে করোনাভাইরাস মোকাবেলায় লকডাউন শুরুর পর তিন মাসে জিডিপি বা মোট দেশজ উৎপাদন সঙ্কুচিত হয়েছে প্রায় ২৪ শতাংশ যা দেশের ইতিহাসে নজিরবিহীন।
উৎপাদন, নির্মাণ, হোটেল, পরিবহন, আবাসনসহ অর্থনীতির প্রতিটি ক্ষেত্রেই এই সঙ্কোচন দেখা গেছে। এপ্রিল থেকে জুন- এই তিন মাসের জিডিপির সরকারি হিসাবে দেখা যাচ্ছে কৃষি ছাড়া বাকি সব ক্ষেত্রেই সঙ্কোচন হয়েছে অর্থনীতির।
লকডাউনের কারণ দেশটির অর্থনীতি প্রায় স্তব্ধ হয়ে থেকেছে কোভিড মহামারির সময়কালে- শুধু খাদ্যপণ্য এবং ওষুধ উৎপাদন ও বিদ্যুৎ কেন্দ্র ছাড়া ওই সময়কালে সব কিছুই বন্ধ রাখা হয়েছিল। সেজন্য একমাত্র কৃষি ক্ষেত্রে বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৪ %।
কিন্তু শুধুই কি লকডাউনের জন্য অর্থনীতির এই রেকর্ড সঙ্কোচন? অর্থনীতিবিদ প্রসেনজিত বসু বলছিলেন, লকডাউনের আগে থেকেই ক্রমাগত সঙ্কুচিত হচ্ছিল ভারতের অর্থনীতি, লকডাউন শুধু 'মরার ওপর খাঁড়ার ঘা' দিয়েছে।
‘গত দুবছর ধরে প্রতিটা ত্রৈমাসিকেই ভারতের জিডিপি বৃদ্ধির হার ক্রমাগত কমেছে। বিনিয়োগ যেমন কমেছে, তেমনই কমেছে রপ্তানি। অর্থনীতির মূল অভিমুখটাই ছিল অনেকদিন ধরেই নিম্নগামী। তারওপরে এই লকডাউন হয়েছে - পৃথিবীর মধ্যে সবথেকে কড়া লকডাউন হয়েছে। তার প্রভাব কোভিড সংক্রমিতর সংখ্যায় খুব একটা দেখিনি - কিন্তু অর্থনীতির একেবারে যাকে বলে বারোটা বেজে গেছে,’ বলছিলেন ড. প্রসেনজিত বসু।
প্রায় ২৪% সঙ্কোচনের যে হিসাব দেওয়া হয়েছে, তাও অসম্পূর্ণ বলে সরকার নিজেই জানিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর অর্থ হল সঙ্কোচনটা আরো বেশি হওয়ারই সম্ভাবনা রয়েছে, কারণ অসংগঠিত ক্ষেত্রের সম্পূর্ণ হিসাব হয়তো জোগাড় করা যায়নি।
জনজীবনের স্থবিরতার প্রতিফলন
অসংগঠিত ক্ষেত্রেই জড়িত রয়েছেন কোটি কোটি মানুষ। এদের মধ্যে যেমন পরিযায়ী শ্রমিকরা আছেন, তেমনই আছেন ইঁটভাটার শ্রমিক বা শহর-গ্রামের রিক্সাচালক বা ছোটখাটো দোকানকর্মী।
লকডাউন পর্বে এদের অনেককেই অনাহারে থাকতে হতো, যদি না বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্রছাত্রীরা এদের মধ্যে খাবার বিলি করতেন।
দেড়শো দিনেরও বেশি সময় ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী-গবেষকরা রান্না করা খাবার বিলি করছেন সেই সব মানুষের মধ্যে, যাদের ওপরে জিডিপি সঙ্কোচনের সরাসরি প্রকাশ দেখা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনুষ্কা পাল প্রথম থেকেই রান্না করা খাবার বিলির কর্মকান্ডের সঙ্গে যুক্ত থেকেছেন। তারা যেভাবে মানুষকে অনাহারে দিন কাটাতে দেখেছেন, তার নেতিবাচক প্রভাব অবশ্যই অর্থনৈতিক সঙ্কোচনের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে।
তার কথায়, আমরা প্রথমে উদ্যোগটা শুরু করেছিলাম স্যানিটাইজার তৈরি আর বিলি করার মধ্যে দিয়ে। যারা দিন-আনি-দিন-খাই শ্রেণির মানুষ, তাদের পক্ষে ওই সময়ে চড়া দামে স্যানিটাইজার কিনে নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব ছিল না।
‘ওই কাজটা করতে গিয়ে কয়েকদিনের মধ্যেই আমাদের এমন অনেকের সঙ্গে দেখা হল, যারা তখনই বেশ কয়েকদিন না খেয়ে ছিলেন কারণ হঠাৎ করে লকডাউন হওয়ায় তাদের জীবনটা হঠাৎই স্তব্ধ হয়ে যায়।’
প্রথমে তারা ভেবেছিলেন শুকনো চাল ডাল বিলি করবেন, কিন্তু তখন দেখা গেল অনাহার ক্লিষ্ট মানুষের কাছে রান্নার বাকি উপকরণ জোগাড় করাও অসাধ্য। তাই একবেলা রান্না করা খাবার দেওয়া শুরু হল, যা এক সময়ে বাড়তে বাড়তে এক হাজার জনেরও বেশি হয়ে গিয়েছিল সংখ্যায়।
‘এমনও অনেকের কথা জানি, যারা পরিবারের সাত-আট জনের মধ্যে হয়তো দুজন খাবার নিতে আসতে পেরেছেন, কিন্তু বাকিরা হয়তো চিঁড়ে খেয়ে থাকবেন। আমাদের মতো যারা রিলিফ নিয়ে মানুষের কাছে গেছি, দেখেছি এক কেজি চিঁড়ে নিয়েও কাড়াকাড়ি পড়ে গেছে, খিদের জ্বালা এতটাই বেশি ছিল,’ বলছিলেন অনুষ্কা পাল।
নানা সংস্থা বা ব্যক্তির দেওয়া রিলিফের একবেলা খাবারই যাদের একমাত্র ক্ষুধা নিবারণের উপায় হয়ে দাঁড়িয়েছিল ওই সময়টায়, যে সময়ের অর্থনৈতিক তথ্য সোমবার সামনে এসেছে, সেইসব পরিবারের শিশু সন্তানদের শিক্ষাদীক্ষার ওপরেও প্রভাব দেখা যাচ্ছে।
নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের গবেষণা প্রতিষ্ঠান প্রতিচী ট্রাস্ট এই করোনাকালের শহরে আর গ্রামের মানুষের ওপরে কী ধরণের প্রভাব ফেলেছে, তা নিয়ে গবেষণা করছেন।
প্রতিচীর গবেষক সাবির আহমেদ বলছিলেন, গ্রাম হোক বা শহর, গরীব মানুষদের মধ্যেও একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে অনেকদিন ধরে যে ছেলে মেয়ে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ুক।
‘কিন্তু অর্থনীতির অবস্থা এমনই দাঁড়িয়েছে এই করোনাকালে যে অনেকেই এখন সরকারি বিনাবেতনের স্কুলে ভর্তি করানোর কথা ভাবছেন। তারা বেসরকারি স্কুলে যত কম বেতনই হোক, সেটা দিতে যে অপারগ এই অর্থনৈতিক মন্দার মধ্যে, সেটা আমাদের গবেষণার সময়ে দেখতে পাচ্ছি।’
‘আবার এটাও দেখা যাচ্ছে স্কুলে মিড-ডে মিলের খাবার অনেক পরিবারের ছাত্রছাত্রীরাই খেত না। কিন্তু এখন শুকনো চাল-ডাল-আলু দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের। সেটাই পরিবারের অন্ন সংস্থানের ক্ষেত্রে কিছুটা সাহায্য করছে এখন।’
সরকারি সূত্রগুলো বলছে যে তিন মাসে এই রেকর্ড সঙ্কোচন হয়েছে, তার পরেই শুরু হয়েছে আনলক পর্ব - যখন ধীরে ধীরে কলকারখানা খুলেছে, অর্থনৈতিক কর্মকান্ড শুরু হচ্ছে। আবার সরকারও নানা প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের হাতে কিছু কিছু অর্থ পৌঁছিয়ে দিয়েছে। তাই পরের তিনমাসে অর্থনীতি কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।
কিন্তু অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলছিলেন, ঘুরে দাঁড়ানোটা অত সোজা হবে না।
‘প্রথমত মহামারিটা কতদিন চলবে আমরা জানি না। আর যতদিন মহামারি চলবে, ততদিন অর্থনীতির ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। আমার আশঙ্কা আরও একটা বা দুটো ত্রৈমাসিকেও নেতিবাচক বৃদ্ধি, অর্থাৎ সঙ্কোচন দেখতে পাব আমরা।’
‘একটা কারণ এখনও শ্রমিকদের ব্যবহার করা যাচ্ছে না স্বাস্থ্যবিধির কারণে, তাই উৎপাদন শুরু করা যাচ্ছে না। আবার উল্টোদিকে যেসব ক্ষেত্রে শ্রমটাই সরাসরি পণ্য, যেমন পরিষেবার ক্ষেত্রে, সেখানে শ্রমের চাহিদাটাই কমে গেছে। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো খুব সহজ নয়,’ বলছিলেন অভিরূপ সরকার।
তিনি আরো বলছিলেন, শুধু যে জিডিপির ঘুরে দাঁড়ানো কঠিন তা নয়। যে সময়ের তথ্য দেওয়া হয়েছে, সেই একই সময়ে পুঁজির লগ্নিও কমেছে ৪৭ %। এখনও লগ্নি স্বাভাবিক নয়। আর লগ্নি না এলে উৎপাদন থেকে শুরু করে কর্মসংস্থান - প্রতিটা দিক থেকেই ভারতের অর্থনীতির ওপরে নেতিবাচক প্রভাব পড়বে আগামী বেশ কিছুকাল। খবর: বিবিসি বাংলা।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ift.tt/3gRDRzc
Post Come trough : PURBOPOSHCIMBD
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
আদেশে ডিএমপি’র শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসান পিপিএম-বার কে অফিসার ইনচার্জ গুলশান থানা এবং এস্টেট বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মামুন অর রশীদ পিপিএম কে অফিসার ইনচার্জ শাহবাগ থানা হিসেবে বদলি করা হয়।
একইদিন ডিএমপি কমিশনার স্বাক্ষরিত অপর এক আদেশে সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ওই আদেশে ডিএমপির কল্যান ও ফোর্স বিভাগের এসি কে. এন. রায় নিয়তিকে লালবাগ জোনের এসি, স্পেশাল এ্যাকশন গ্রুপের এসি মো. জাহিদ আহসানকে পরিবহন বিভাগে ও পরিবহন বিভাগের এসি কাজী হাসান উদ্দিনকে কল্যান ও ফোর্স বিভাগে বদলি করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2F1bRfh
Post Come trough : PURBOPOSHCIMBD
গত ২-৩ দিন আগে শুধু মাত্র সামান্য কথা কাটাকাটির জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
সারাদেশ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের হাজারী হাট বিএম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম সোহান (২০) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় তার ৩ বন্ধু ও এক ছোট ভাইসহ চারজন আহত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শক্রতার জের ধরে উপজেলার চরহাজারী ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় এমন ঘটনা ঘটেছে।
এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুত্বর আহত অবস্থায় বসুরহাট সেন্টাল হাসপাতালে ভর্তি করে। সোহানসহ আহত ৫জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, মাথার আঘাত গুরুত্বর। মাথা সিটিস্ক্যান করলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
আহত সোহানের বন্ধু শাহীন জানান, পূর্ব শক্রতার জের ধরে মঙ্গলবার রাত ৮টার দিকে কমদতলা বাজারে সোহানের ৪ বন্ধুকে মারধর করে একটি দোকানে আটক করে রাখে স্থানীয় কয়েকজন যুবক। কিন্তু এ বিষয়ে সোহান কিছুই জানত না। একটি সমিতির টাকা কালেকশনে সোহান হাজারী হাট ইউনিয়নের কদমতলা বাজারে যায়। ওই সময় সে কদমতলা বাজারে পৌঁছার সাথে সাথে তার মোটরসাইকেল থামিয়ে কিছু বুজে উঠার আগেই স্থানীয় মাহফুজ, মামুন, সুজন, ভুট্রো, ইসমাইলসহ কয়েকজন জিআই পাইপ ও হকস্টিক দিয়ে তার মাথায় আঘাত করে এবং এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার সঙ্গে থাকা এক বন্ধু তাকে বাঁচাতে এলে তাকেও বেধড়ক মারধর করে। এ সময় তারা দৌড়ে পালিয়ে আসতে সক্ষম হলেও তার মোটরসাইকেলটি ভাঙচুর করে।
শাহীন দাবি করেন, গত ২-৩ দিন আগে শুধু মাত্র সামান্য কথা কাটাকাটির জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো.মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2YYiCFT
Post Come trough : PURBOPOSHCIMBD
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২০-২০২১ অর্থবছরের ৫৩ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। যেখানে গেল বছর ৪২ কোটি ২৭ লাখ টাকার বাজেট পেয়েছিল বিশ্ববিদ্যালয়টি। প্রতিবারের মতো এবারও বাজেটে উপেক্ষিত গবেষণা খাত।
এই খাতে বরাদ্দ রাখা হয়েছে মোট বাজেটের মাত্র ২%। অথচ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ বরাদ্দ প্রায় ৫৯.৩১%।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ৭৬তম সিন্ডিকেটের ভার্চুয়াল সভায় ভিসি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। ২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির (এফসি) ৪৫তম সভায় প্রস্তাবিত বাজেটের সুপারিশ করা হয়। বাজেটে এই অর্থবছরে ৫৩ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে। যেখানে ৩১ কোটি ৫০ লাখ টাকা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ, পণ্য ও সেবা বাবদ সহায়তা ১৩৭৪.৫০ লাখ টাকা, পেনশন ও অবসর সুবিধা বাবদ ০২.০০ লাখ টাকা, গবেষণা অনুদান ১২০.০০ লাখ টাকা, অন্যান্য অনুদান বাবদ ২.০০ লাখ টাকা ও মূলধন অনুদান ৬৬২.০০ লাখ টাকা রাজস্ব (আবর্তক ও মূলধন) বাজেট বরাদ্দ রাখা হয়েছে।
এবারের বাজেটে আয়ের উৎস হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (বিমক) অনুদান ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ৩ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা, বিমক হতে বরাদ্দ পাওয়া যাবে ৪২ কোটি ৫৬ লাখ টাকা। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে ৭ কোটি ৩৬ লাখ টাকা। চলতি বছরে বিমকের অর্থায়নে ১টি মাইক্রোবাস, ১টি এসি মিনিবাস বাস এবং প্রকল্পের অর্থায়নে ২টি মাইক্রোবাস ক্রয় করা হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2EHo2hQ
Post Come trough : PURBOPOSHCIMBD
ভারতে একদিনে ১ হাজার বেশি মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটিতে মারা গেছেন ১ হাজার ২৫ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ৪৬০ জনে। এই সময়ে দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ৭৮ হাজার। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ৬৬ হাজার ১০৮ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৫ হাজার ৮শ’র বেশি মানুষের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ভাইরাসে ৮ লাখ ৬০ হাজারের বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। নতুন করে মোট আড়াই লাখ নিয়ে মোট শনাক্ত দুই কোটি ৫৮ লাখ ছাড়িয়েছে।
কয়েকদিন মৃতের হার কম থাকলেও মঙ্গলবার যুক্তরাষ্ট্রে করোনায় ১ হাজার ১৩৩ জন ও ব্রাজিলে ১ হাজার ১৬৬ জনের মৃত্যু হয়েছে। দুই দেশেই ৪০ হাজারের বেশি নতুন রোগী মিলেছে। এদিকে, ৬ মাস পর ১২ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেয়া হবে হোয়াইট হাউস।
করোনার বিস্তার বাড়ায় কিউবার হাভানায় ১৫ দিনের লকডাউন জারি করা হয়েছে। করোনার বিস্তার রুখতে স্পেন, ইসরায়েল এবং রোমানিয়াসহ ৪৪ দেশের সাথে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করছে পোল্যান্ড।
অস্ট্রেলিয়ায় মঙ্গলবার মারা গেছেন ৫ জন, নতুন করে ৯০ জনের দেহে মিলেছে করোনাভাইরাস।
দেশে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৩৫ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৩১৬ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫০ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬২ হাজার ৪১২ জন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3gV52sV
Post Come trough : নাচোল নিউজ
দীর্ঘ পাঁচ মাস পর দেশে ফিরলেন সাকিব আল হাসান। গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত ২ টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। গত মার্চে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানেই এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হন তিনি।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2GbiV9N
Post Come trough : নাচোল নিউজ
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মসজিদ ও মন্দিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে পৌর এলাকার ১৫নং ওয়ার্ডের মরহুম বাচ্চু ডাক্তার সড়কের নিজ বাসভবনে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি চেকগুলো বিতরণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদরের ১০টি মসজিদ ও ২টি মন্দিরের প্রতিনিধিদের হাতে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এই সময় তিনি বলেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার। আপনারা সকলে উনার জন্য দোয়া করবেন। বর্তমান করোনা মহামারী থেকে আমরা সকলে যেন মুক্তি লাভ করতে পারি এজন্য নিজ নিজ সৃষ্টি কর্তার কাছে পার্থনা করবেন। তিনি আরও বলেন, সকলে মাস্ক ও স্বাস্থ্য বিধি মেনে চলবেন।
এ সময় উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মো. আব্দুল হাই, জেলা যুবলীগ নেতা মেসবাহুল জাকেরসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। – কপোত নবী।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3gNoEiJ
Post Come trough : নাচোল নিউজ
আসামির সঙ্গে নামের মিল থাকায় প্রায় নয় মাস ধরে কারাগারে ভোলার দিনমজুর মো. লিটন, উঠেছে এমন অভিযোগ। বিষয়টি তদন্ত করতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২ এর বিচারককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
রাজধানীর গুলিস্তানে আহাদ পুলিশ বক্সের সামনে থেকে ২০০৯ সালের ২৮ জুন আমদানি নিষিদ্ধ চেতনানাশক ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয় লিটনসহ তিনজনকে। এ ঘটনায় ওই তিনজনের বিরুদ্ধে মামলা হয় পল্টন থানায়। তবে বিচার শুরুর আগেই জামিনে মুক্তি পান তিন আসামি। এরপর থেকে তারা পলাতক।
২০১৪ সালের অক্টোবরে ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল- ২ এ মামলায় আসামিদের দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়। এ মামলাতেই গত বছরের ৭ ডিসেম্বর ভোলা থেকে পুলিশ গ্রেপ্তার করে দিনমজুর লিটনকে। এরপর প্রায় নয় মাস ধরে কারাগারে তিনি। সাজাপ্রাপ্ত আসামি লিটন ও দিনমজুর লিটনের বাড়ি একই গ্রামে।
দিনমজুর লিটনের কারাগারে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে আইন ও সালিশ কেন্দ্র। শুনানি শেষে মঙ্গলবার দুপুরে বিশেষ ট্রাইব্যুনাল-২ কে গ্রেপ্তার লিটনের প্রকৃত পরিচয় তদন্ত করে প্রতিবেদন দেয়ার আদেশ দেয় হাইকোর্ট।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অমিত দাশগুপ্ত জানান, কারাগারে থাকা লিটনের সঙ্গে আসামি লিটনের নাম, বাবার নাম, ঠিকানা- সবই এক। পার্থক্য শুধু বয়সে। আসামি লিটনের বয়স ৪০ বছর। আর কারাগারে থাকা লিটনের বয়স ৩০।
একইসঙ্গে লিটনকে শারীরিকভাবে কেন হাজির করা হবে না, জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, আইজিপি, কারা মহাপরিদর্শক, ভোলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/34ZrXkD
Post Come trough : নাচোল নিউজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার চার্জ গঠনের শুনানি আজ। গত ৯ আগস্ট শুনানির জন্য আজকের দিন ধার্য করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।
এর আগে ২১ জানুয়ারি এ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। গত ১৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ২৫ জনকে অভিযুক্ত করে এ চার্জশিট দেয়া হয়।
বুয়েটের শেরেবাংলা হল থেকে গত বছর ৭ অক্টোবর ভোরে র্যাগিংয়ের শিকার দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। গত বছরের ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আদালত। এই ঘটনার প্রেক্ষিতে বুয়েট ক্যাম্পাসে সব ধরণের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3jGkLhh
Post Come trough : নাচোল নিউজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠন শুনানি হবে আজ। বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে এ মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য রয়েছে।
গত ২২ মার্চ একই আদালত অভিযোগ গঠন শুনানির জন্য ৬ এপ্রিল দিন ধার্য করেছিলেন। কিন্তু করোনাভাইরাসের কারণে সেদিন শুনানি হয়নি। গত ৯ আগস্ট আদালত চার্জ শুনানির নতুন দিন ধার্য করেন।
এই হত্যা মামলার আসামিরা হলেন- ছাত্রলীগের বুয়েট শাখার বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মুহতামিম ফুয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার ওরফে অপু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন ওরফে শান্ত, আইন বিষয়ক উপ-সম্পাদক অমিত সাহা, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ইফতি মোশাররফ সকাল, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ মুন্না, কর্মী মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মুজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান মাজেদ, শামীম বিল্লাহ, মুয়াজ ওরফে আবু হুরায়রা, এএসএম নাজমুস সাদাত, আবরারের রুমমেট মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম, এস এম মাহমুদ সেতু, মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মন্ডল ওরফে জিসান, এহতেশামুল রাব্বি ওরফে তানিম ও মুজতবা রাফিদ।
আসামিদের মধ্যে প্রথম ২২ জন কারাগারে ও তিনজন পলাতক। এছাড়া আট জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
প্রসঙ্গত, গত বছরের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ। গত বছরের ১৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) ওয়াহিদুজ্জামান ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2EZPvuY
Post Come trough : PURBOPOSHCIMBD
এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৮ লাখ ৫৯ হাজার ৪৩০ জনের। এছাড়া আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৮ লাখ ৬২ হাজার ৬৮ জন।
আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে এপর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৮১ লাখের বেশি মানুষ। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়।
ওয়েবসাইটটির তথ্য বলছে, করোনা থেকে ১ কোটি ৮১ লাখ ৫৪ হাজার ৫৮৩ জন রোগী সুস্থ হয়েছেন। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৮ লাখ ৫৯ হাজার ৪৩০ জনের। এছাড়া আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৮ লাখ ৬২ হাজার ৬৮ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৬২ লাখ ৫৩ হাজার ৩৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৭৩৪ জনের।
মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১ লাখ ২২ হাজার ৫৯৬ জনের। আর আক্রান্ত হয়েছে ৩৯ লাখ ৫০ হাজার ৯৩১ জন। মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ৬৪ হাজার ৪১৪ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯৯ হাজার ৫৬০ জন।
এছাড়া এশিয়ায় শীর্ষে অবস্থান করা ভারতে করোনায় মৃতের সংখ্যা ৬৬ হাজার ৪৬০ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ৩৭ লাখ ৬৬ হাজার ১০৮ জন। ইউরোপের শীর্ষে থাকা যুক্তরাজ্যে ৪১ হাজার ৫০৪ জনের মৃত্যু ও ৩ লাখ ৩৭ হাজার ১৬৮ জন আক্রান্ত হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৫ হাজার ৫৮ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/32TF1FM
Post Come trough : PURBOPOSHCIMBD
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বুধ, গ্রহপিতা রবি ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় ও তীব্রগতির বাহন বর্জন করবেন।
মেষ [২১মার্চ-২০এপ্রিল]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ আসবে।
বৃষ [২১এপ্রিল-২০মে]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। চোর চিটিংবাজ অজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পর থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখা সমীচীন হবে। প্রেমিকযুগল সতর্কতার সঙ্গে চলাফেরা করুন।
মিথুন [২১মে-২০জুন]
অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক নয়।
কর্কট [২১জুন-২০জুলাই]
আকস্মিক শরীর-স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ায় পূর্ণ পকেট শূন্য হয়ে পড়বে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় ও তীব্রগতির বাহন বর্জনীয়।
সিংহ [২১জুলাই-২০আগস্ট]
বিদ্যাশিক্ষায় ব্রতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা পাবেন। কর্মের সুনাম যশ কাক্সিক্ষত স্বপ্ন পূরণ করবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করতে হবে।
কন্যা [২২আগস্ট-২২সেপ্টেম্বর]
দীর্ঘদিনের পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে। এছাড়া কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।
তুলা [২৩সেপ্টেম্বর-২২অক্টোবর]
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভাইবোনদের সঙ্গে মনোমালিন্যতা দূর হবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করে চলবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
বৃশ্চিক [২৩অক্টোবর-২১নভেম্বর]
হাত বাড়ালেই শুভ সংবাদ ধরা দেবে। বাণিজ্যিক প্রায় বাধা কেটে যাবে। পাওনা টাকা আদায়ের পথ প্রশস্ত হবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলা শ্রেয় হবে।
ধনু [২২নভেম্বর-২০ডিসেম্বর]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। ডাকযোগে প্রাপ্ত সংবাদ বেকারদের মুখে হাসি ফোটাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। জীবনসাথীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে।
মকর [২১ডিসেম্বর-১৯জানুয়ারি]
টাকাপয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দিনের শেষে আর্থিক সংকটে পড়তে হবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণœ হয়ে পড়বে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে।
কুম্ভ [২০জানুয়ারি-১৮ফেব্রুয়ারি]
পাওনা টাকা আদায় আটকে থাকা বিল পাস ও অচল ব্যবসা সচল হয়ে উঠবে। দীর্ঘদিনের ঋণের বোঝা নামতে পারে। নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভসংবাদপ্রাপ্ত হবেন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে।
মীন [১৯ফেব্রুয়ারি-২০মার্চ]
বেকার যুবক-যুবতীদের কর্মের আশায় দিকবিদিক ছুটতে হবে। অংশীদারদের সঙ্গে দীর্ঘদিনের মতানৈক্য দূর হবে। সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মন আলোকিত হয়ে উঠতে পারে। বেগবান যান বর্জন করুন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2EZkA1v
Post Come trough : PURBOPOSHCIMBD
সারাদেশে ১০২টি প্রতিষ্ঠানকে ৪ লক্ষ ৪১ হাজার ৪ শত টাকা জরিমানা।
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ঢাকা মহানগরসহ সারাদেশে এ অভিযান পরিচালিত হয়।
মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুনশি এমপি এর সার্বিক নির্দেশনায় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মোঃ জাফর উদ্দীন এর পরামর্শ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ও অধিদপ্তরে প্রতিদিন অনুষ্ঠিত সকালের সভার সিদ্ধান্তক্রমে ঢাকা মহানগরীর কাওরানবাজার, কাঁঠালবাগান বাজার বাজার , হাতিরপুলবাজার ,ডেমরা বাজার ও শান্তিনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মোঃ মাসুম আরেফিন ও সহকারী পরিচালক প্রনব কুমার প্রামানিক, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান।
এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে ৩৪টি টিম বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।
তদারকিকালে চাল,আলু, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পণ্য, নকল পন্য এবং ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ১০২টি প্রতিষ্ঠানকে ৪,৪১,৪০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা বলেন ভোক্তা স্বার্থ সংরক্ষণে সারাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে অধিদপ্তর তদারকি ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করছে।
দেশে চাল,আলু, পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ রয়েছে ,তাই ন্যায্য মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানান তিনি ।
নিত্যপণ্য নিয়ে কারসাজি করলে অধিদপ্তর জিরো টলারেন্স দেখাবে। সকল ধরনের পাইকারী ও খুচরা ব্যবসায়ীকে অবশ্যই নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ করতে হবে।
ভোক্তা স্বার্থ সংরক্ষণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত ঢাকাসহ সারাদেশে অভিযান পরিচালনা করছে এবং এ ধারা অব্যাহত থাকবে মর্মে জানান তিনি।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/34V3ixF
Post Come trough : নাচোল নিউজ
ঐতিহ্যবাহী মুক্তাগাছা প্রেস ক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি শামসুদ্দিন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় ও বরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক শফিক সরকার, সহ-সাধারণ সম্পাদক এম.ইদ্রিছ আলী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম রতন, কোষাধ্যক্ষ মুর্শেদ আলম খান লিটন, সমাজকল্যাণ সম্পাদক বজরং আগরওয়ালা, সাহিত্য ও সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খান, সাংবাদিক হেলাল উদ্দিন নয়ন, নাসির উদ্দিন ফকির, কাফি খান প্রমূখ।
এ সময় বদলিকৃত নির্বাহী কর্মকর্তা ও নব যোগদানকৃত নির্বাহী কর্মকর্তাকে ক্র্যাস্ট ও ফুলদিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/32PRmue
Post Come trough : নাচোল নিউজ
শুরু হয়েছে নোয়াখালী বিমান বন্দর তৈরীর কার্যক্রম, চলছে বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাম্প নির্মাণ কাজ।
নোয়াখালীর সদর উপজেলায় স্বাধীনতার আগে ফসলি জমিতে কীটনাশক ছিটানোর জন্য একটি এয়ারস্ট্রিপ ছিল। স্বাধীনতা-পরবর্তী সময়ে সেটি যথাযথ রক্ষণাব্ক্ষেণ ও পরিচর্যার অভাবে পরিত্যক্ত রয়েছে।ওই এয়ারস্ট্রিপে ৩০ একর জমি অব্যবহৃত পড়ে আছে। সেই স্থানেই তৈরি হবে ছোট বিমান উঠানামার বিমানবন্দর। নোয়াখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে জেলার ধর্মপুর ইউনিয়নের উত্তর ওয়াপদা বাজার সংলগ্ন এলাকায় পূর্ণাঙ্গ বিমানবন্দর নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন হতে যাচ্ছে।জেলা কৃষিসম্প্রসারণের অধিদফতরের পূর্বে চর শুলাকিয়া নামক স্থানে ১৯৯৫ সালে সরকারিভাবে একটি বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হয়।বিমানবন্দরটি নির্মাণের জন্য কৃষি অধিদফতর বীজ সংরক্ষণের প্রায় ৪০ একর জমিও অধিগ্রহণ করা হয়। নির্মাণ সম্পন্ন হয় বিমানবন্দরের রানওয়ে, যেখানে প্রাথমিকভাবে খরচ হয় প্রায় দুই কোটি টাকা। কিন্তু কিছু জটিলতায় সংযোগসড়ক ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত না হওয়ায় বিমানবন্দরের নির্মাণ কাজ বন্ধ হয়ে পড়ে এবং বিমানবন্দরের নির্মাণ কাজও শেষ হয়নি।
সরকারি উদ্যোগে তেমন কোনো উল্লেখযোগ্য শিল্পকারখানা গড়ে না উঠলেও বেসরকারী উদ্যোগে অনেকগুলো এগ্রো বেইজড ক্ষুদ্রশিল্প গড়ে উঠে এ অঞ্চলে। তাই সাগরতীরের নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা হলে এ অঞ্চলের শিল্প সম্ভাবনাকে কাজে লাগাতে পারবে সরকার।
নোয়াখালী জেলা শহর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ধর্মপুর ইউপির উত্তর ওয়াপদা বাজারের পাশে জেলা কৃষি সম্প্রসারণের অধিদফতরের আগের তৈরি রানওয়েসহ বিশাল জায়গায় প্রস্তাবিত বিমানবন্দরের জন্য নির্ধারণ করা হয়েছে। বিমানবন্দর নির্মাণের জন্য ২০১৮ সালের ২২ জুলাই সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একে.এম শাহজাহান কামালসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা স্থান পরিদর্শন করে বিমানবন্দর নির্মাণের ঘোষণা দেন বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় নোয়াখালী অঞ্চলে প্রবাসীদের হার তুলনামূলকভাবে অনেক বেশি। নোয়াখালীতে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠিত হলে তারা সরাসরি বিদেশ থেকে নোয়াখালীতেই আসতে পারবে। একইসঙ্গে নিঝুম দ্বীপে বিদেশি পর্যটকরাও আসতে পারবে। এতে তাদের বাড়তি ভোগান্তিতে পড়তে হবে না এবং ঢাকার বিমানবন্দরের উপরও চাপ কমে যাবে।
বিমানবন্দর নির্মাণ হলে নোয়াখালীর অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2YYEhOa
Post Come trough : নাচোল নিউজ
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সামনে এক যুবকের ছুরিকাঘাতে পরিদর্শকসহ (তদন্ত) দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোবাশ্বের (৩০) নামের হামলাকারী ওই যুবককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলের দিকে সদর মডেল থানার ভেতরে ঢুকে ওই যুবক পায়চারি করতে থাকেন। এ সময় পুলিশ সদস্যরা তাকে পায়চারির কারণ জিজ্ঞেস করলে ওই যুবকের সঙ্গে থাকা ছুরি দিয়ে পুলিশের ওপর হামলা করার চেষ্টা করেন তিনি।
ওই যুবক পুলিশ সদস্যদের ধাওয়া করে থানার সামনের সড়কে নিয়ে যান৷ এ সময় পুলিশ সদস্যরা তাকে ধরার চেষ্টা চালান। পুলিশ সদস্যরা তাকে আটক করতে গেলে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান ও কনস্টেবল (চালক) সাধন আহত হন।
পরে থানার সামনে থেকে যুবকটিকে অনেক চেষ্টার পর আটক করে হাজতে নেওয়া হয়। জানা গেছে, মোবাশ্বের শহরের পৌর এলাকার উত্তর মৌড়াইলের বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘আমি হাতের দুই আঙুলে আঘাত পেয়েছি। থানার সামনে থেকে যুবকটিকে আটক করা হয়েছে। এখনই কিছু বলা যাচ্ছে না, কেন সে এমন করল। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।’
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3hTtvQP
Post Come trough : নাচোল নিউজ
মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টর কমান্ডার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর উত্তম মেজর জেনারেল (অব.) সি আর দত্তকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তার প্রতি অশেষ শ্রদ্ধা জানানো হয়।
পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, ঢাকার জেলা প্রশাসক শহিদুল ইসলাম। পরে একে একে সি আর দত্তের মরদেহে শ্রদ্ধা নিবেদন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বাংলাদেশ হিন্দু পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখা, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ হিন্দু মহাজোট, লালবাগ পূজা থানা কমিটি, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক সংসদ সদস্য খ ম জাহাঙ্গীর, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সেখানে শেষ শ্রদ্ধা জানান।
সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে রাজারবাগ মহাশ্মশানে। সেখানে শেষকৃত্যানুষ্ঠান হবে।
গত ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ মারা যান সি আর দত্ত। তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
চিত্ত রঞ্জন দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। তার বাবার নাম উপেন্দ্র চন্দ্র দত্ত এবং মায়ের নাম লাবণ্য প্রভা দত্ত। শিলং-এর ‘লাবান গভর্নমেন্ট হাইস্কুল’ -এ দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন৷ পরবর্তীকালে বাবা চাকরি থেকে অবসর নিয়ে হবিগঞ্জে এসে স্থায়ী বসবাস শুরু করেন৷ হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে ১৯৪৪ সালে তিনি মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে কলকাতার আশুতোষ কলেজে বিজ্ঞান শাখায় ভর্তি হয়ে ছাত্রাবাসে থাকা শুরু করেন তিনি। পরবর্তীতে খুলনার দৌলতপুর কলেজের বিজ্ঞান শাখায় ভর্তি হন। পরে এই কলেজ থেকেই বি.এস.সি পাশ করেন।
চিত্ত রঞ্জন দত্ত ১৯৫১ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। কিছুদিন পর ‘সেকেন্ড লেফটেনেন্ট’ পদে কমিশন পান। ১৯৬৫ সালে সৈনিক জীবনে প্রথম যুদ্ধে লড়েন তিনি৷ ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে পাকিস্তানের হয়ে আসালং এ একটা কোম্পানির কমান্ডার হিসেবে যুদ্ধ করেন তিনি। এই যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য পাকিস্তান সরকার তাকে পুরস্কৃত করে।
১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর তাজউদ্দীন আহমেদকে প্রধানমন্ত্রী মনোনীত করা হয় এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি হিসেব দায়িত্ব দেয়া হয় এম.এ.জি ওসমানীকে। তিনি বাংলাদশেকে মোট ১১টি সেক্টরে ভাগ করে নেন। সিলেট জেলার পূর্বাঞ্চল এবং খোয়াই শায়স্তাগঞ্জ রেল লাইন বাদে পূর্ব ও উত্তর দিকে সিলেট ডাউকি সড়ক পর্যন্ত এলাকা নিয়ে ৪নং সেক্টর গঠন করা হয় এবং এই সেক্টরের কমান্ডার নিযুক্ত হন চিত্ত রঞ্জন দত্ত। সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পাওয়ার পর সিলেটের রশীদপুরে প্রথমে ক্যাম্প বানান তিনি। চারপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান। চা বাগানের আড়ালকে কাজে লাগিয়ে তিনি যুদ্ধের কৌশল নির্ধারণ করে দিতেন। পরবর্তী সময়ে তিনি যুদ্ধের আক্রমণের সুবিধার্থে রশীদপুর ছেড়ে মৌলভীবাজারে ক্যাম্প স্থাপন করেন।
চিত্ত রঞ্জন দত্ত ১৯৭২ সালে রংপুরে ব্রিগেড কমান্ডার হিসেবে নিযুক্ত হন। সেখানে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের জন্য সীমান্ত রক্ষা প্রহরী গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে সরকার। এই বিষয়ে চিত্ত রঞ্জন দত্তকে দায়িত্ব দেয় বাংলাদেশ সরকার। পরবর্তীকালে তিনি সীমান্ত রক্ষা প্রহরী গঠন করেন এবং নাম দেন বাংলাদেশ রাইফেলস। বর্তমানে এ বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ। চিত্ত রঞ্জন দত্ত ছিলেন বাংলাদেশ রাইফেলসের প্রথম ডাইরেক্টর জেনারেল।
এছাড়া ১৯৭১-এর পর থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তাকে নানা ধরনের দায়িত্ব পালন করতে হয়। ১৯৭৪ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি হেড কোয়ার্টার চিফ অব লজিস্টিক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব নেন। ১৯৭৯ সালে বি আর টি সি এর চেয়ারম্যান হিসেবে কিছুদিন দায়িত্ব পালনের পর ১৯৮২ সালে তিনি পুনরায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত হন। ১৯৮৪ সালে তিনি অবসর গ্রহণ করেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3gNnFiq
Post Come trough : PURBOPOSHCIMBD
মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টর কমান্ডার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর উত্তম মেজর জেনারেল (অব.) সি আর দত্তের মরদেহে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বনানী ডিওএইচএস ২ নম্বর রোডের ৪৯ নম্বর বাড়ির সামনের মাঠে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, কেন্দ্রীয় কমিটি সদস্য সুশীল বড়ুয়া ও শায়রুল কবির খান।
শ্রদ্ধা নিবেদন শেষে মেজর হাফিজ উদ্দিন আহমেদ সি আর দত্তের ছেলের হাতে দলের শোক বাণী তুলে দেন।
এরপর সাংবাদিকের কাছে এক প্রতিক্রিয়া তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় সিলেটের কানাইঘাট তার নেতৃত্বে ক্যাপ্টেন আব্দুর রউফ দখল করেন। মুক্তিযুদ্ধে তার অবদান জাতি শ্রদ্ধা ভরে স্বরণে রাখবে। স্বাধীন দেশে আমাদের সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে তার অনেক ভূমিকা রয়েছে।
তিনি বলেন, একজন বীর উত্তম মুক্তিযুদ্ধাকে আমরা বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছি।
চিত্ত রঞ্জন দত্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ২৫ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টার (নিউইয়র্ক সময় সোমবার রাত সাড়ে ১১টা) দিকে মারা যান।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/2GgJ3QN
Post Come trough : PURBOPOSHCIMBD
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্তকে (সি আর দত্ত) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শেষ শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০মিনিটে তার মরদেহ ঢাকেশ্বরী মন্দিরে আনার পর সেনাবাহিনীর একটি দল সামরিক সম্মান জানানোর জন্য গান স্যালুট দেয়। পরে তাকে সি আর দত্তকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়।
পরে একে একে সি আর দত্তের মরদেহে শ্রদ্ধা নিবেদন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বাংলাদেশ হিন্দু পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখা, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ হিন্দু মহাজোট, লালবাগ পূজা থানা কমিটি।
এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে শেষ শ্রদ্ধা জানান। সেখান থেকে মঙ্গলবার সকাল ১১টায় মরদেহ নিয়ে যাওয়া হবে রাজারবাগ মহাশ্মশানে। সেখানে শেষকৃত্যানুষ্ঠান হবে।
এর আগে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘর থেকে তার মরদেহ বনানীর ডিওএইচএসের বাসায় নেয়া হয়।
উল্লেখ্য, ২৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সি আর দত্ত শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
সি আর দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। তার বাবার নাম উপেন্দ্র চন্দ্র দত্ত এবং মায়ের নাম লাবণ্য প্রভা দত্ত।
এছাড়াও বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সি আর দত্ত।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম খেতাবে ভূষিত হন। এছাড়া ঢাকার কাঁটাবন থেকে কারওয়ানবাজার সিগন্যাল পর্যন্ত সড়কটি ‘বীরউত্তম সি আর দত্ত’ সড়ক নামে নামকরণ করা হয়।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ift.tt/3bexDrY
Post Come trough : PURBOPOSHCIMBD
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের দুই বছর মেয়াদী (২০২০-২০২২) সাত সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছেন। গত ৩০ আগষ্ট রবিবার নিউইয়র্কের লং আইল্যান্ডের টাপেন বিচ পার্কে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে সভাপতি পদে ‘সাপ্তাহিক প্রবাস’ সম্পাদক মোহাম্মদ সাঈদ ও প্রথম আলো নর্থ আমেরিকার চীফ রির্পোটার মনজুরুল হক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন মশিউর রহমান (খবর ডট কম) কার্যকরী পরিষদের সদস্যরা হলেন বিদায়ী কমিটির সভাপতি দর্পণ কবীর ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন ও আবু বকর সিদ্দিকুর ।
সংগঠনের সভাপতি দর্পণ কবীরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগরের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিচয় সম্পাদক নাজমুল আহসান, ‘সাপ্তাহিক আজকাল’ এর সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, ব্যবস্থাপনা সম্পাদক মিলা হোসেন, কণ্ঠশিল্পী বেবী নাজনীন প্রমুখ। এই সাধারণ সভায় জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে প্রেসক্লাবের বিশেষ সম্মাননা সদস্য পদ প্রদান করা হয়। বিশেষ সম্মানিত সদস্য আইডি বেবী নাজনীনকে প্রদান করেন ক্লাবের সাবেক সভাপতি নাজমুল আহসান।
নতুন কমিটির নাম ঘোষণার পর নতুন কমিটির সভাপতি মোহাম্মদ সাঈদ এবং সাধারণ সম্পাদক মনজুরুল হক মনজু শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং তারা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় রাখার অঙ্গীকার করেন।
শুভেচ্ছা বক্তব্যে নাজমুল আহসান বলেন, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব গঠিত হয়েছিল ২০০৮ সালে। ক্লাবটিতে সাংবাদিকদের পেশাগত সম্পর্ক সম্প্রীতিময় এবং তাদের মধ্যে পারিবারিক বন্ধন বৃদ্ধ করার লক্ষ্যে সকলে কাজ করেছেন। আজ তাই আমরা করোনাকালেও খোলা আকাশের নিচে সাধারণ সভা করতে পারছি।
শুভেচ্ছা বক্তব্যে আজকাল পত্রিকার সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো বলেন, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সঙ্গে আজকাল পরিবারের বন্ধন অটুট। এ পেশায় পেশাদারিত্ব বজায় রাখতে সকলকে সচেষ্ট হবার আহবান জানান তিনি। নব নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ সাঈদ তার বক্তব্য বলেন, নানান চড়াই উৎরাই পেরিয়ে আজকে আমরা একত্রিত হয়েছি। দায়িত্ব পাওয়া থেকে দায়িত্ব পালন করা কঠিন কাজ।
এই ক্লাবের প্রতিটি সদস্যকে আমরা নিজেদের পরিবারের সদস্য বলে মনে করি। আমরা সকলের সহযোগিতা নিয়ে ক্লাবের মান-সম্মান আরো বৃদ্ধি করবো, এই প্রত্যাশা করছি।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মনজুরুল হক বলেন, কোভিট ১৯-এর ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক নেতা, ডাক্তার, সামাজিক বৌদ্ধা, সাংবাদিক, বুদ্ধিজীবিসহ সচেতন মহল দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরাও সংবাদপত্রের মাধ্যমে সমাজকে জনসচেতনতার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামীতে ক্লাবের যে সকল কর্মপরিকল্পনা থাকবে তা আপনাদের সবার সহযোগিতায় আমরা বাস্তবায়নের চেষ্টা করব। তাই সব সময় সবার সহযোগিতা পাওয়ার প্রত্যাশা রাখছি।
এদিন সাধারণ সভায় ক্লাব সদস্যরা পরিবার-পরিজন নিয়ে উপস্থিত ছিলেন। সদস্যদের মধ্যে সাধারণ সভায় আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন বেলাল আহমেদ (সহ-সভাপতি), সামসুন্নাহান্নার নিম্মি, শামসুল আলম (ইসি মেম্বার), তাপস সাহা (কোষাধ্যক্ষ), সীমা সুস্মিতা, মল্লিকা খান মুনা (ইসি মেম্বার), আবু বকর সিদ্দিক (ইসি মেম্বার), সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি, মশিউর রহমান মজুমদার, সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন, মনজুরুল হক, পাপিয়া বেগম ও মোহাম্মদ হামিদ।
বিদায়ী সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করেছি ক্লাবকে সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য। করোনার কারণে সংগঠনের কিছু কার্যক্রম ব্যাহত হয়েছে। পেছনের দিকে না তাকিয়ে আমরা সামনের দিকে পথ চলব।
বিদায়ী সভাপতি দর্পণ কবীর বলেন, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব আমাদের প্রাণের ক্লাব। সভাপতি হিসাবে কি দায়িত্ব পালন করেছি সেটা বড় কথা নয়। ক্লাবের সার্বিক কল্যাণে অতীতেও সময় দিয়েছি ভবিষ্যতেও সময় দেব। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
সর্বশেষ বিনামূল্যে ক্রয়কৃত টিকেটের রাফেল-ড্র অনুষ্ঠিত হয়। এই র্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার পান শওকত ওসমান রচি। তাকে পুরস্কার তুলে দেন মডেল ও অভিনেত্রী মিলা হোসেন। দ্বিতীয় পুরস্কার লাভ করেন সামসুন্নাহার নিম্মি। তাকে পুরস্কার তুলে দেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন। তৃতীয় পুরস্কার লাভ করেন মল্লিকা খান মুনা। তাকে পুরস্কার প্রদান করেন ক্লাব সদস্য সীমা সুস্মিতা।
এদিন সাধারণ সভায় ক্লাবের ইসি সদস্য আলোক-চিত্র সাংবাদিক স্বপন হাই প্রয়াণের ঘটনায় শোক প্রস্তাব করা হয়। এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্যে দিয়ে তাঁর প্রয়াণে শ্রদ্ধা প্রকাশ করা হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ift.tt/3lLSzM6
Post Come trough : PURBOPOSHCIMBD