সোমবার থেকে চন্ডিপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ১০টাকা কেজির চাল কার্ডধারী সুবিধা ভোগীদের মাঝে বিক্রি শুরু হয়।
নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় একটি দোকান ঘরের তালা ভেঙে খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিডি) ৪০ বস্তা (৩০ কেজি ওজন) চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাদার মোল্লা বাজারের খলিলের দোকান থেকে চালগুলো জব্দ করা হয়।
খলিল চাল ব্যবসায়ী এবং তার গ্রামের বাড়ি ইলশাবাড়ি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার থেকে চন্ডিপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ১০টাকা কেজির চাল কার্ডধারী সুবিধা ভোগীদের মাঝে বিক্রি শুরু হয়। ইউনিয়নের মাদার মোল্লা বাজারের ডিলার রুহুল আমিন খাদ্যবান্ধব কর্মসূচিরর ১০ টাকা কেজির চাল কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে বিক্রি করেন। কিন্তু সুবিধাভোগীরা ১০ টাকা করে চাল উত্তোলন করার পর ব্যবসায়ী খলিলের কাছে বিক্রি করে। খলিল চালগুলো তার দোকানে রেখে তালাবদ্ধ করে রাখেন। এদিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি জানার পর ঘটনাস্থলে যায়। দোকান মালিক খলিলকে বার বার ফোন দিয়েও কোন সাড়া না মেলায় অবশেষে তালা ভেঙে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা (৩০ কেজি ওজন) চাল উদ্ধার করে।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন বলেন, দোকান ঘর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চালগুলো উদ্ধার এবং দোকানঘরটি সিলগালা করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে বলা হয়েছে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/174355/দোকানের-তালা-ভেঙে-ভিজিডির-৪০-বস্তা-চাল-উদ্ধার
Post Come trough : PURBOPOSHCIMBD
সাইনবোর্ডে ছবি ও নাম থাকায় আট বছরের শিশুর বিরুদ্ধে মামলা
আইনজীবীর মাধ্যমে জনাব আলী জানতে পারেন যেকোনো এক শুক্রবারে তার দোকান খোলা ছিল সেই অপরাধেই হয়েছে মামলা। আর দোকানের সাইনবোর্ডে ছেলের ছবি ও নাম থাকায় আসামী হয়েছে সেও।
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর শ্রম আদালতে আট বছরের শিশু জোবায়েরের নামে মামলা দায়ের করা হয়েছে। গত ২৪ মার্চ রাজশাহীর শ্রম আদালতে এই মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক। জোবায়েরদের রাজশাহীর পবার নওহাটা বাজারে ‘জে বার্মিজ সুজ’ নামে একটি জুতার দোকান রয়েছে। তার বাবার নাম জনাব আলী।
রাজশাহীর নওহাটা বাজারে শুক্রবার দোকান খোলার অপরাধে একইসাথে ছেলে ও বাবার নামে এই মামলা হয়েছে। বর্তমানে শিশু ও শিশুটির বাবা আদালতে হাজির হয়ে জামিনে রয়েছেন।
শিশুটির বাবা জনাব আলী জানান, দোকান খোলার অপরাধে মামলা হলে আমার নামে হবে। কারণ অপরাধ আমার।আমার দোষ আমি স্বীকার করছি। শিশুটির নামে কেন এই মামলা হবে।
জানা যায়, গত ২৪ মার্চ সন্ধ্যায় পবা উপজেলার নওহাটা বাজারের ‘জে বার্মিজ সুজ’ দোকানের মালিক জনাব আলীর কাছে রাজশাহীর শ্রম আদালতের দুটি সমন আসে। সেখানে বাবা-ছেলের বিরুদ্ধে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬–এর ৩০৭ ধারার অপরাধ করার অভিযোগ আনা হয়।
পরে আইনজীবীর মাধ্যমে জনাব আলী জানতে পারেন যেকোনো এক শুক্রবারে তার দোকান খোলা ছিল সেই অপরাধেই হয়েছে মামলা। আর দোকানের সাইনবোর্ডে ছেলের ছবি ও নাম থাকায় আসামী হয়েছে সেও।
এদিকে শ্রম আদালতের আইনজীবী এস আলম জানান, শিশু জোবায়ের দোকানের মালিক বা পরিচালক কোনটিই নয় তাই শুধু সাইনবোর্ডে ছবি ও নাম থাকায় তার বিরুদ্ধে মামলা হতেই পারে না।
এব্যাপার কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজশাহীর উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান ভুইয়া বলছেন, এটি সংশ্লিষ্ট পরিদর্শকের ভুল। তাই শিশুটির মামলা প্রত্যাহরের বিষয়ে তারা আন্তরিক।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/174353/সাইনবোর্ডে ছবি-ও-নাম-থাকায়-আট-বছরের-শিশুর-বিরুদ্ধে-মামলা
Post Come trough : PURBOPOSHCIMBD
লক্ষ্মীপুর সদর হাসপাতালে কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন স্থাপন
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর হাসপাতালে কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এটি স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন উৎপাদন করে এবং একই সঙ্গে ৩০ জন রোগীকে অক্সিজেন সরবরাহ করতে পারে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন সরবরাহ ব্যবস্থাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
গ্রেটওয়াল সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হুদার ব্যক্তিগত উদ্যোগে ৬৫ লাখ টাকা ব্যয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন সরবরাহ ব্যবস্থাপনাটি স্থাপন করা হয়। এ সময় লক্ষ্মীপুর জেলার ৪৯টি ইউনিয়নে দুস্থ্যদের সহায়তার জন্য জেলা প্রশাসকের কাছে অনুদানের ৯৮লক্ষ টাকার চেক হস্তান্তর করেন গ্রেটওয়াল সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হুদা।
এর আগে তিনি জেলার চন্দ্রগঞ্জ থানার ৯টি ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর মাধ্যমে ১৮ লাখ টাকার অনুদান প্রদান করেন। এ নিয়ে জেলার ৫৮টি ইউনিয়নে দুস্থ্যদের জন্য ২লক্ষ টাকা করে ১কোটি ১৬ লক্ষ টাকার অনুদান প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. আবদুল গাফ্ফার, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, বায়ো ফার্মার এমডি ডা. আনোয়ারুল আজিম, পিজি হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক গোলাম মাঈন উদ্দিন, বিএমএর সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারন সম্পাদক মো. আবদুল মালেক, লক্ষ্মীপুর জেলা সমিতির যুগ্ম সাধারন সম্পাদকল হেদায়েত হোসেন প্রমুখ।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, চলমান করোনা দুর্যোগে লক্ষ্মীপুরবাসীর জন্য আশির্বাদ স্বরূপ হাজির হয়েছে লক্ষ্মীপুরের কৃতি সন্তান গ্রেটওয়াল সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হুদা।
সদর হাসপাতালে কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন সরবরাহ ব্যবস্থাপনা স্থাপন এবং জেলার প্রতিটি ইউনিয়নের অসহায় ও দুস্থ্য মানুষের জন্য আর্থিক অনুদান নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এভাবে আর্ত-মানবতার সেবায় প্রত্যেক সামর্থবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/174351/লক্ষ্মীপুর-সদর-হাসপাতালে-কেন্দ্রীয়-হাইফ্লো-অক্সিজেন-স্থাপন
Post Come trough : PURBOPOSHCIMBD
করোনাভাইরাসের কারণে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর ২৫২ যাত্রী নিয়ে সৌদি আরবের রিয়াদের উদ্দেশে ঢাকা ছেড়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি।
ফ্লাইটটি সৌদির স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
এই ফ্লাইটের বেশিরভাগ যাত্রীই করোনাকালীন সময়ে ছুটিতে দেশে এসে আটকে পড়েন।
সৌদি আরব থেকে ছুটিতে আসা কয়েক হাজার প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হবে আগামী ৩০ সেপ্টেম্বর।
অন্যদিকে, সৌদি আরব বিমান বাংলাদেশে এয়ারলাইন্সকে আগামী ১ অক্টোবর থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত প্রদান করেছে। তবে যাত্রীদের আসন বরাদ্দ শুরু করার আগে সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন আবশ্যক হলেও সেটির অনুমতি পায়নি বাংলাদেশ বিমান। এ কারণে এখনও টিকিট বিক্রি শুরু করতে পারেনি বিমান।
এদিকে, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ফ্লাইটের সংখ্যা বাড়াতে চাইলে অনুমতি দেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, এত দিন সৌদি আরবের সঙ্গে আমাদের আকাশ পথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। মধ্যপ্রাচ্যের অনেক দেশই ফ্লাইট শুরু করেছে। আমরা চাচ্ছিলাম সৌদি আরব থেকেও ফ্লাইট শুরু হোক; আমারা সর্বাত্মক সহযোগিতা করবো।
তিনি আরো বলেন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশিদের ফিরে যেতে সাউদিয়া যে কয়টি ফ্লাইটের অনুমোদন চাইবে, আমরা দেবো। যেন প্রবাসীরা ফিরে যেতে পারেন। একইসঙ্গে আমাদের বিমান বাংলাদেশও যেন যেতে পারে সেজন্য কাজ করা হচ্ছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/174349/২৫২-যাত্রী-নিয়ে-রিয়াদ-গেলো-সাউদিয়ার-ফ্লাইট
Post Come trough : PURBOPOSHCIMBD
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি শুক্রাচার্য বুদ্ধির দেবতা বুধ ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কন্যা রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। মামলা-মোকদ্দমা ও কোর্টকেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু ফল হবে না।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয়-বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকুন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
জীবনসাথীর তরফ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতাপ্রাপ্ত হবেন। প্রেমিকযুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। সপরিবারে কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন।
মিথুন [২১ মে-২০ জুন]
ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলুন। অত্যাবশ্যকীয় বিদেশগমনের পথে কোনো না কোনো বাধা এসে হাজির হবে। শ্রমিক-কর্মচারীদের প্রতি তীক্ষè নজর রাখতে হবে। দূর থেকে আসা কোনো সংবাদে পরিবারে খুশির জোয়ার বইবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে। বেকার যুবক-যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পাবে। প্রেম বন্ধুত্ব ভ্রমণ বিনোদন শুভফল প্রদান করবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসতে পারে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুদের নীলনকশা বাস্তবায়িত হবে না। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করার আবশ্যকতা রয়েছে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে। প্রেমিকযুগলকে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে। ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ আসতে পারে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দীর্ঘদিনের মনোবাসনা পূরণ হবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলা শ্রেয় হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
ব্যবসা-বাণিজ্যে মন্দা, কর্মে সাসপেনশন, অপরদিকে অপ্রিয় সংবাদে মন বিষণœ হয়ে পড়বে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। বাড়ির ইলেকট্রনিক্স সামগ্রী বৈদ্যুতিক মিটার ও আসবাবপত্র মেরামতে নাজেহাল হবেন।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। প্রেমিকযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। মামলা-মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
বেকার যুবক-যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটো পথই প্রশস্ত হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য ও বিবাহসংক্রান্ত দুশ্চিন্তার ঘুচবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সন্তানদের গতিবিধির ওপর তীক্ষè নজর রাখুন। মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে। দ্বিচক্রযান বর্জনীয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/feature/174347/আজকের-রাশিফল
Post Come trough : PURBOPOSHCIMBD
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে অননুমোদিত মাপের পলিথিন ব্যাগ উৎপাদন ও ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২ টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠান দুটির মালিক হচ্ছে, শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের মৃত তোসলিম উদ্দিনের ছেলে মো. জামাল উদ্দিন (৩৩) ও সদর উপজেলার চাঁদলাই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. শরিফুল ইসলাম (৪০)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২২ সেপ্টেম্বর দুপুর ১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযান দুটি চালানো হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক জরিমানা করেন।
এ সময় পুরাতন বাজারের বিসমিল্লাহ প্যাকেজিং নামে এক প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা ও ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় রাজ্জাক ট্রের্ডাসকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। -কপোত নবী।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3ckxbsY
Post Come trough : নাচোল নিউজ
নাটোর প্রতিনিধি:
সমাজে অনেক লোমহর্ষক ঘটনা ঘটে। কিছু মানুষরুপী জানোয়ার বিভিন্ন ঘটনার জন্ম দেয়। কিন্তু কিছু ঘটনা মানুষকে ভাবনার বাইরে নিয়ে যায়, ভাবায়- ‘এও কি সম্ভব? মানুষ এতো নিকৃষ্ট হয় কি করে? প্রকৃতই সে তো মানুষ নয়, রীতিমতো মানুষরুপী পশু। এমন পশু সমাজে জীবিত থাক-এটা কারোরই কাম্য নয়’।
নাটোরের বড়াইগ্রামে ১৬ বছর বয়সী নিজ মেয়েকে আটকে রেখে লাগাতার দুই মাস ধরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে পিতার বিরুদ্ধে। এ ব্যাপারে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মেয়েটির মা মোসাম্মৎ রেখা বড়াইগ্রাম থানায় ধর্ষক পিতা শরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্ত শরিফুল ইসলাম (৪০) উপজেলার বড়াইগ্রাম পৌরশহরের গোয়ালফা এলাকার বশরত মন্ডলের ছেলে।
জানা যায়, শরিফুল ইসলাম সাধক ফকির-তরিকায় সন্নাসীব্রত হলে গত দুই বছর আগে স্ত্রী রেখা তাকে ছেড়ে অন্য একটি এলাকায় বিয়ে বন্ধনে আবদ্ধ হয় এবং শরিফুল ইসলামের মেয়ে নাটোরের দিঘাপতিয়া পূর্ব হাগুরিয়া গ্রামের তার নানা আনোয়ার হোসেনের বাসায় থাকে। গত কোরবানির ঈদের ৬ দিন আগে লম্পট পিতা শরীফুল বিভিন্ন কৌশলে মেয়েকে বড়াইগ্রামে তার বাড়িতে নিয়ে আসে এবং জোরপূর্বক আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ধর্ষণের শিকার মেয়েটি জানায়, সর্বশেষ গত রবিবার রাতে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এর আগে দুই মাস যাবৎ লম্পট পিতা তাকে নিয়মিতভাবে জোরপূর্বক ধর্ষণ করে আসছে। মেয়েটি এ ঘটনা দাদা বশরত আলী ও তার দাদীকে জানালেও এতে কোন লাভ হয়নি বরং সে আরও অসহায় হয়ে পড়ে এবং বিভিন্ন সময় যৌন নির্যাতনের পাশাপাশি শারীরিকভাবেও নির্যাতনের শিকার হয় সে। বাড়িতে কোন লোকজন এলে তার সাথে দেখা বা কথা বলতেও দিতো না এই পরিবারের সদস্যরা। পরে মেয়েটি তার নানীকে ঘটনা খুলে বললে মেয়েটির মা ও নানী গত সোমবার এসে মেয়েটিকে উদ্ধার করে ও থানায় মামলা দায়ের করে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। অভিযুক্ত পিতা পলাতক রয়েছে। তাকে আটক করতে পুলিশ চেষ্টা করছে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3kDGbMI
Post Come trough : নাচোল নিউজ
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে পৌর এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পৌরসভার আয়োজনে এ এ্যাডভোকেসি ও কর্মপরিকল্পনা সভাটি অনুষ্ঠিত হয়।
পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। আগামী অক্টোবর মাস থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
সভায় প্যানেল মেয়র, ওয়ার্ড কাউন্সিলরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পৌর এলাকার শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। – কপোত নবী।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3hVdb1l
Post Come trough : নাচোল নিউজ
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ছয়জনকে সেনবাহিনীর বেসামরিক বিভিন্ন পদে চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার দায়ে এক ভুয়া মেজরসহ দুইজনকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সিআইডির সহকারী পুলিশ সুপার আফজাল হোসেন। এ সময় গ্রেফতার দুইজনকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়।
গ্রেপ্তারকৃত দুজন হচ্ছে, গাইবান্ধার দক্ষিণ ধানগড়া এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে আবজাল খান ও তার সহযোগি মানিকগঞ্জের শিবালয়ের আলমাস আলীর ছেলে আব্দুস সাত্তার।
সহকারী পুলিশ সুপার আফজাল হোসেন জানান, সোমবার বিকালে মানিকগঞ্জের শিবালয় থেকে আবজাল ও সাত্তারকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে আবজাল সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়া চক্রের মূল হোতা। তারা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ছয় জনের কাছ থেকে ৩৮ লাখ টাকা হাতিয়ে নেয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ৯ জুন নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়। এর আগে আরো চারজনকে গ্রেফতার করা হলেও মূল হোতা আবজাল ছিলো ধরাছোঁয়ার বাইরে।
গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। – কপোত নবী।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3cq19vq
Post Come trough : নাচোল নিউজ
বাংলাদেশি কর্মীদের কাজে যোগ দিতে শিগগিরই সিদ্ধান্ত জানাবে মালয়েশিয়া
আহমাদুল কবির, মালয়েশিয়া
ছুটিতে থাকা বাংলাদেশি কর্মীদের কাজে যোগ দিতে শিগগিরই সিদ্ধান্ত জানাবে মালয়েশিয়া সরকার। এমনটি জানালেন, দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারভানান।
২১ সেপ্টেম্বর মালয়েশিয়া সরকারের মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী দাতুক সেরি এম. সারাভানান এর সাথে তার কার্যালয়ে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম এক বৈঠক করেছেন।
বৈঠকে ছুটিতে থাকা বাংলাদেশি কর্মীদের কাজে যোগদান, অবৈধদের বৈধতা প্রদান, শ্রম কল্যাণ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। তিনি করোনা পরিস্থিতির শিকার হয়ে বাংলাদেশি কর্মীকে নিজ দেশে ফেরত না পাঠিয়ে নিয়োগকর্তা পরিবর্তনের সুযোগ প্রদান করায় ধন্যবাদ জানান। হাইকমিশনার বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশি কর্মীদের বেতন প্রদান, ছাটাই না করা এবং সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি করোনা নিয়ন্ত্রণের সফলতার জন্য মালয়েশিয়া সরকারের প্রশংসা করেন। মন্ত্রী বাংলাদেশে দৃঢ়তার সাথে করোনা মোকাবেলায় নেতৃত্ব প্রদান এবং বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের বিশেষ আর্থিক সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। হাইকমিশনার মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটিতে যাওয়া বাংলাদেশি কর্মী যাদের ভিসা আছে এবং ভিসার মেয়াদ শেষ হয়েছে তাঁদের সকলকে কাজে যোগাদান্রে জন্য মালয়েশিয়া প্রবেশের অনুমতি প্রদানের জন্য অনুরোধ করেন।
সে প্রেক্ষিতে মন্ত্রী বলেন, ছুটিতে থাকা বাংলাদেশি কর্মীরা যাতে কাজে যোগ দিতে পারে সে বিষয়ে সরকার শীঘ্রই সিদ্ধান্ত জানাবে। হাইকমিশনার মালয়েশিয়ায় থাকা (ডিটেনশন সেন্টার এবং বাইরে) অবৈধ কর্মীদের বিশেষ করে বাংলাদেশি কর্মীদের বৈধতা প্রদানের প্রসংগ উত্থাপন করলে মন্ত্রী বলেন, অবৈধদের বৈধতা প্রদানের জন্য মালয়েশিয়া সরকার কাজ করছে। হাইকমিশনার করোনা পরিস্থিতিতে চলাচল নিয়ন্ত্রণ আদেশ সময়ে মালয়েশিয়া সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ হাইকমিশন কাঁধেকাঁধ মিলিয়ে প্রবাসী বাংলাদেশি কর্মীদের কল্যাণে যে কাজ করেছে তা এক অনন্য অভিজ্ঞতা এবং ভ্রাতৃত্বের গভীর বন্ধনের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে করোনার কারণে বিপদগ্রস্ত বাংলাদেশি কর্মীদের খাবার সহায়তা, চাকরি ও বেতন নিশ্চিত করা, প্রয়োজনীয় কোয়ারেন্টাইন এবং চিকিৎসার ব্যবস্থা করার জন্য হাইকমিশনার ধন্যবাদ মালয়েশিয়া সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।
মন্ত্রী বলেন বাংলাদেশের কর্মীরা অনেক পরিশ্রমী, দক্ষ এবং আন্তরিক তাঁরা মালয়েশিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এসকল কর্মীদের কল্যাণমূলক সুরক্ষা প্রদান করা হবে। নিয়োগকর্তারা যাতে বিদেশী কর্মীদের সুরক্ষিত কর্মপরিবেশ, যথাযথ আবাসন এবং নিয়মিত বেতন নিশ্চিত করে সে সকল বিষয়ে মালয়েশিয়া সরকার অত্যন্ত গুরুত্ব প্রদান করেছে।
তিনি বলেন, বিদেশী কর্মীদের সার্ভিস বেনিফিট প্রদান করা হবে এবং সেভিংসের ব্যবস্থা করা হবে যাতে একেবারে শুন্য হাতে নিজ দেশে ফিরে না যায়। হাইকমিশনার বিদেশী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করায় মন্ত্রীকে ধন্যবাদ জানান। এসময় মানব সম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতো জামিল বিন রাকন এবং হাইকমিশনের লেবার কাউন্সেলর মোহাম্মদ জহিরুল ইসলাম, লেবার কাউন্সেলর (২) মোঃ হেদায়েতুল ইসলাম মন্ডল উপস্থিত ছিলেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/expatriate/174254/বাংলাদেশি-কর্মীদের-কাজে-যোগ-দিতে-শিগগিরই-সিদ্ধান্ত-জানাবে-মালয়েশিয়া
Post Come trough : PURBOPOSHCIMBD
নওগাঁর মান্দায় থাই পেয়ারার বাগান করে সফল শিক্ষক শামসুর রহমান। উপজেলার গণেশপুর ইউনিয়নের গনেশপুর গ্রামে (সতিহাটের পাশে) প্রায় ৫৫বিঘা জমিতে গড়ে তুলেছেন মিষ্টি ও সুস্বাদু থাই পেয়ারার বাগান। প্রতিদিন তার বাগান থেকে প্রায় ৪০ মণের মতো পেয়ারা উঠানো হয়। আর এসব পেয়ারা নওগাঁ সহ কয়েকটি জেলায় সরবরাহ করা হয়। এলাকায় তিনি একজন আদর্শ কৃষক হিসেবে পরিচিত পেয়েছেন। তিনি ‘সতিহাট কেটি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে’ বাংলা বিভাগের শিক্ষক।
ছাত্রজীবন থেকে কৃষির সাথে সম্পৃক্ত শামসুর রহমান। পড়াশুনার পাশাপাশি ২০০২ সাল থেকে তিনি বিভিন্ন ধরনের ফলের চাষ করেন। ২০০২ সালে অন্যের কিছু জমি ইজারা নিয়ে প্রথমে শুরু করেন শবরি কলার আবাদ। এরপর সাগর কলা এবং সবশেষে চিনি চম্পা কলার চাষ করেন। কলা চাষে কিছুটা মুনাফা অর্জন করলেও গাছে মোড়ক ধরায় লোকসানের পরিমাণ টা দাঁড়ায় বেশি। ২০১১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বগুড়া আজিজুল হক কলেজ থেকে বাংলাতে অর্নাস-মাস্টার্স সম্পন্ন করেন।
কলাতে লোকসানের পর গত পাঁচ বছর আগে ১০ বিঘা জমি ইজারা নিয়ে থাই পেয়ারার বাগান শুরু করেন। থাই পেয়ারার লাভজনক হওয়ায় জমির পরিমাণ বাড়তে থাকে। বতর্মানে ৫৫ বিঘা জমির উপর পাঁচটি থাই পেয়ারার বাগান রয়েছে। প্রথম দিকে জমি ইজারা টাকার পরিমাণ কম থাকলেও বর্তমানে প্রতিবছর ১৬ হাজার টাকা বিঘা হিসেবে ইজারা নেয়া হয়েছে।
শিক্ষক শামসুর রহমান পূর্বপশ্চিমকে বলেন, ছাত্র জীবন থেকেই কৃষিতে সম্পৃক্ত। বিভিন্ন ফলের বাগান লাভজনক হওয়ায় কৃষিতে তিনি মনোনিবেশ করেন। পড়াশুনা শেষ করে গত পাঁচ বছর আগে অন্যের জমি ইজারা নিয়ে থাই পেয়ারার চাষ শুরু করেন। আর এ কাজে তাকে সার্বিক সহযোগীতা করছেন স্ত্রী নূরী জান্নাত নেসা। জমি চাষ করে সরাসরি জমিতে চারা রোপন করেন তিনি। প্রতি বিঘাতে সারিবদ্ধ ভাবে নির্দিষ্ট দুরুত্বে প্রায় ২০০-২৫০টি পেয়ারা চারা রোপন করা হয়। পরবর্তীতে যখন চারা জমিতে লেগে যায় তারপর জৈবসার সহ সার দেয়া হয়। বগুড়া, নাটোর ও চুয়াডাঙ্গা জেলা থেকে থাই পেয়ারার চারা সংগ্রহ করা হয়। প্রতিটি চারা খরচ পড়েছিল ২০-৩০ টাকা।
প্রথম বছর প্রতি বিঘাতে খরচ পড়ে প্রায় ৪০-৫০ হাজার টাকা। গাছ বড় হওয়ার পর দ্বিতীয় বছর খরচ কিছুটা বৃদ্ধি পায়। পেয়ারা লাগানোর ৬মাস পর থেকে গাছে পেয়ারা আসা শুরু করে। গাছে যখন পেয়ারা আসা শুরু করে তখন অল্প পরিমাণ উঠে। এরপর প্রতিদিন প্রায় ৩০-৪০ মণ উঠানো হয়। প্রতিমণে পাইকারী দাম পাওয়া যায় ১৬শ টাকা। পাইকাররা এসে জমি থেকে কিনে নিয়ে যান। নওগাঁ সহ কয়েকটি জেলায় সরবরাহ করা হয়। প্রতিদিন প্রায় ২০ জন শ্রমিক কাজ করে। আগামী কয়েকদিনের মধ্যে কিছু জমিতে মাল্টা লাগাবেন।
তিনি বলেন, নিজের তেমন জমিজমা নাই। অন্যের জমি ইজারা নিয়ে চাষাবাদ করা হয়। বগুড়া আজিজুল হক কলেজ থেকে ২০১১ সালে বাংলা বিভাগে অর্নাস-মাস্টার্স করার পর কৃষিতে আরো বেশি মনোনিবেশ করেন। এরপর সতিহাট কেটি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষকতা শুরু করেন। বর্তমান প্রেক্ষাপটে দেশে শিক্ষিত বেকারদের সংখ্যা বেশি। সবাই চাকুরির পেছনে হন্য হয়ে ঘুরছে। যদি চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে কিছু করতে চায় তবে সফলতা আসবে বলে মনে করি।
বাগানে কাজ করা নিয়মিত শ্রমিক আজিজুল ও পারভেজ মোশারফ সহ কয়েকজন বলেন, গত পাঁচ বছর থেকে তারা বাগানে নিয়মিত ২০-২৫জন কাজ করছেন। সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাজ করে মুজুরি পান ২৫০ টাকা। পেয়ারা বাগানে তারা সারা বছরই কাজ করতে পারেন। বাগানের ঘাস নিড়ানো থেকে শুরু করে পানি ও সার দেয়াসহ বিভিন্ন পরিচর্চা ও প্রতিদিন বাগান থেকে পেয়ারা উঠিয়ে প্যাকেটজাত করাই তাদের কাজ।
মান্দা উপজেলা কৃষি অফিসার রাকিবুল হাসান পূর্বপশ্চিমকে বলেন, বেশ কয়েকজন শিক্ষার্থী আমার কাছে পরামর্শ নিতে আসছিল। তাদেরকে মিশ্র ফলের বাগানের বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ করে পেয়ারা, বিভিন্ন জাতের আম, ভিয়েতনাম নারকেল, বন সুন্দরী কুল, ড্রাগন ও মাল্টা সহ কয়েকটি ফলের বাগান করতে উদ্বৃদ্ধ করা হয়েছে। এতে করে সারা বছরই একটা আয় আসবে। শামসুর রহমানের পেয়ারা বাগানটি পরিদর্শন করা হয়েছে। তিনি সেদিক দিয়ে বেশ সফল। বিভিন্ন সময় মোবাইলে তিনি পরামর্শ নিয়ে থাকেন। কৃষি অফিস থেকে তাকে সহযোগীতা করা হচ্ছে।
তিনি বলেন, আমার মনে হয় চাকরির পেছনে না ছুটে যদি কেউ উদ্যোক্তা হন। বিশেষ করে মিশ্র ফলের বাগান করে শিক্ষিত সচেতন বেকাররা অবশ্যই সফল হবে। কেউ যদি আগ্রহী হন কৃষি অফিস থেকে তাকে সহযোগীতা করা হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/174253/নওগাঁয়-থাই-পেয়ারা-চাষে-সফল-শিক্ষক-শামসুর
Post Come trough : PURBOPOSHCIMBD
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত হোসেন সিফাতের (১৯) মৃত্যু হয়। তার বাড়ি নারায়ণগঞ্জের তল্লায়। তার বাবার নাম মো. স্বপন।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
পার্থ সংকর পাল জানান, বিস্ফোরণের ঘটনায় সিফাতের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিলো। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল। হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন দুইজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
মসজিদে বিস্ফোরণে দগ্ধ হয়ে এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ইমাম আবদুল মালেক (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮) ও তার ছেলে জুনায়েদ (১৭), দুই ভাই জোবায়ের (১৮) ও সাব্বির (২১), কুদ্দুস ব্যাপারী (৭২), মোস্তফা কামাল (৩৪), রাশেদ (৩০), হুমায়ুন কবির (৭২), জামাল আবেদিন (৪০), ইব্রাহিম বিশ্বাস (৪৩), মো. রিফাত (১৮), মাইনুউদ্দিন (১২), ফতুল্লার জয়নাল (৩৮), নয়ন (২৭), নিজাম (৩৪), রাসেল (৩৪), কাঞ্চন হাওলাদার (৫০), শিশু জুবায়ের (৭), নাদিম (৪৫), বাহার উদ্দিন (৫৫), শামীম হাসান (৪৫) জুলহাস (৩৫), মোহাম্মদ আলী (৫৫), আবুল বাশার মোল্লা (৫১), মনির ফরাজি (৩০), ইমরান হোসেন (৩০), হান্নান (৫০), আব্দুস ছাত্তার (৪০), শেখ ফরিদ (২১) , নজরুল ইসলাম (৫০) , আব্দুল আজিজ (৫০), মো. ফরিদ (৫০) ও শাহাদাত হোসেন সিফাত (১৯)।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লায় বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণ হয়। এতে ৪০ জনের বেশি মুসল্লি দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরমধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
কর্মস্থলে ফিরে যেতে রিটার্ন টিকিটের দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে কারওয়ান বাজার-বাংলামটর সড়ক অবরোধ করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
এর আগে ভোর থেকে সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন সৌদি প্রবাসীরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেগুলার ফ্লাইট পরিচালনার জন্য সৌদি সরকারের কাছে অনুমতি চেয়ে আবেদন করে। সেই আবেদন নাকোচ করে দেয় সৌদি সরকার। শুধু বিশেষ ফ্লাইট চালাতে পারবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরপরই সমস্যা দেখা দেয়।
ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি ফিরতে চান প্রবাসীরা। তারা এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। এর আগে ২১ সেপ্টেম্বরও মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট বিক্রয় কেন্দ্রে বিক্ষোভ করেছেন সৌদি আরব থেকে ছুটিতে আসা প্রবাসীরা।
তবে বিমান বলেছে, আগামী ১ অক্টোবর থেকে বিমানের সিডিউল ফ্লাইট যাবে সৌদি আরবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য সৌদি আরবের সিভিল এভিয়েশনের কাছে অনুমতি চায়। অন্যদিকে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট পরিচালনার জন্য বেবিচকের কাছে অনুমতির আবেদন করে। বেবিচক সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিলেও, সৌদি আরব বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি।
আকাশপথ নীতিমালা অনুসারে, বাংলাদেশ সৌদি আরব থেকে যে কয়টি ফ্লাইটের অনুমতি দেবে, সৌদি আরবকেও বাংলাদেশে থেকে একই পরিমাণ ফ্লাইটের অনুমতি দিতে হবে। কিন্তু সৌদি আরব সে নীতি মানেনি। এর পরিপ্রেক্ষিতে বেবিচক গত ২১ সেপ্টেম্বর সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার অনুমতি বাতিল করে। এ অবস্থায় সোমবার সকাল থেকেই মতিঝিলে বিমানের অফিসের সামনে জড়ো হতে থাকেন প্রবাসীরা। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসে ফ্লাইট বাতিলের জন্য বিমানকে দুষছেন তারা।
মঙ্গলবার সকালে মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রের সামনে বিক্ষোভ করেন তারা। দুপুরের দিকে দুই ভাগে বিভক্ত হয়ে কিছু অংশ যায় প্রেসক্লাবের সামনে, বাকি অংশ বাংলামোটর সড়ক অবরোধ করেন। দীর্ঘ সময় রাস্তা অবরোধ করে আন্দোলন করলে সড়কে যানজট সৃষ্টি হয়। পুলিশ তাদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। এরপর তারা সোনারগাঁও হোটেলের সৌদি এয়ারলাইন্সের সামনে আন্দোলন করেন।
এসময় আন্দোলনকারীরা বলেন, আমরা সৌদি থেকে বাংলাদেশে রিটার্ন টিকেট নিয়ে এসেছি। ৩০ সেপ্টেম্বরের মধ্যে আমরা ফিরতে চাই। সৌদি এয়ারলাইন্সের টিকিট কেটে এসেছি। তারা আমাদের যাওয়ার ব্যবস্থা করবে। আমরা যেতে না পারলে চাকরি থাকবে না। ভিসা নিয়েও সমস্যা হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/174248/সড়ক-অবরোধ-করে-প্রবাসীদের-বিক্ষোভ
Post Come trough : PURBOPOSHCIMBD
‘কানাডার সিটিজেন ডিভোর্সি ও সন্তানহীন নারীর জন্য পাত্র চাই’, সংবাদপত্রে এমন চটকদার বিজ্ঞাপন দিয়ে ৩০ কোটিরও বেশি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গ্রেপ্তার সাদিয়া জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌসকে (৩৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার দুই দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন সিআইডি। অপর দিকে তার আইনজীবী রিমান্ড বালিত চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সিআইডি। এ সময় তার বিরুদ্ধে গুলশান থানার করা প্রতারণার মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর শরীফুল ইসলাম শরীফ। অপরদিকে সাদিয়ার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদ-উর-রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১১ বছর ধরে পত্রিকায় এমন বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছিলেন জান্নাতুল ফেরদৌস নামের এ নারী। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযানে তার কাছ থেকে ভুক্তভোগীদের অনেক পাসপোর্ট, ১০টি মোবাইল ফোন, ৩টি মেমোরি কার্ড, ৭টি সিল, অসংখ্য সিম ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা টাকার একটি হিসাব বই উদ্ধার করা হয়।
দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার জানান, গত ৯ জুলাই একটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়, ‘প্রতিষ্ঠিত ব্যবসায়ী কানাডার সিটিজেন ডিভোর্সি সন্তানহীন বয়স ৩৭, ৫ ফুট ৩ ইঞ্চি লম্বা নামাজি পাত্রীর জন্য ব্যবসার দায়িত্ব নিতে আগ্রহী বয়স্ক পাত্র চাই। যোগাযোগের ঠিকানা- বারিধারা’। সঙ্গে একটি মোবাইল নম্বরও দেয়া। জান্নাতুল তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় স্বামীর সঙ্গে মিলে এই প্রতারণা শুরু করেন। ঢাকা ও এর আশপাশে তার ২০ কোটি টাকার সম্পত্তির খোঁজ পেয়েছে সিআইডি।
সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ রেজাউল হায়দার বলেন, ‘বিজ্ঞাপন দেখে মো. নাজির হোসেন প্রতারক জান্নাতুলের মোবাইল ফোনে যোগাযোগ করেন। এক পর্যায়ে গত ১২ জুলাই গুলশানের একটি রেস্টুরেন্টে দেখা করেন। বিয়ের পর তাকে কানাডায় নিয়ে যাবে এবং সেখানে তার ২০০ কোটি টাকার ব্যবসা দেখভাল করবেন, জান্নাতুলের এসব কথায় বিশ্বাস করে ভুক্তভোগী প্রাথমিকভাবে দেড় লাখ টাকা ও পাসপোর্ট দেন। পরে প্রতারক জান্নাতুল জানান, কানাডায় প্রচণ্ড শীত তাই সেখান থেকে তার ২০০ কোটি টাকা দেশে ফেরত নিয়ে আসবেন। পরে দেশেই ব্যবসা করবেন।
তিনি বলেন, ডিএইচএলের মাধ্যমে ওই টাকা ফেরত আনতে ভুক্তভোগী নাজির হোসেনের কাছ থেকে বিভিন্ন তারিখে ট্যাক্স/ভ্যাট/ডিএইচএল বিল বাবদ মোট এক কোটি ৭৯ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে ফোন বন্ধ করে রাখেন জান্নাতুল ফেরদৌস।
ডিআইজি শেখ রেজাউল হায়দার বলেন, এভাবে ২০১০ সাল থেকে বিভিন্ন সময় বিভিন্ন জনকে ফাঁদে ফেলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন জান্নাতুল। তার একটি হিসাবের খাতা জব্দ করা হয়েছে। সেখানে প্রায় ২৫-৩০ কোটি টাকার হিসাব আমরা পেয়েছি। তার চারটি ব্যাংক হিসাব রয়েছে। আমরা সেগুলোতে এক কোটি টাকা পেয়েছি। ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেয়া হয়ে গেলে তিনি মোবাইল ফোন বন্ধ করে রাখতেন। এই চক্রের আরও সদস্যদের গ্রেপ্তার চেষ্টা চলছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/court/174247/পাত্র-চাই-বিজ্ঞাপনে-প্রতারণা:-সাদিয়া-কারাগারে
Post Come trough : PURBOPOSHCIMBD
শেখ হাসিনার আগমনে গতিশীল হয় নিউইয়র্কের দেশী রাজনীতি
তোফাজ্জল লিটন
জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে প্রতিবছর নিউইয়র্কে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। করোনাভাইরাসে উদ্ভুত পরিস্থিতির কারণে ৭৫তম অধিবেশনটি অনুষ্ঠিত হবে ভার্চুয়ালি। তাই পৃথিবীর কোনো দেশের নেতৃবৃন্দ এবার নিউইয়র্কে আসছেন না। প্রতিবার নিউইয়র্কে শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা ব্যাপক উজ্জ্বিবীত হয়। নিউইয়র্ক শহরের বাঙালি অধ্যুষিত এলাকা ব্যানার-পোস্টা এবং নানা স্টেটের মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে। নগীরর হোটেলগুলোতে রুম সংকট দেখা দেয়। এবার শেখ হাসিনা না আসায় অনেকটা স্থবির দেখা যায় রানৈতিক মাঠ। তবে ভার্চুয়ালি শেখ হাসিনা এবার বক্তব্য প্রদান করবেন ২৬ সেস্টেম্বর।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, সারা বছর আমরা নানান দিবস পালনের মাধ্যমে নানাভাবে সক্রিয় থাকি। প্রতি সেপ্টেম্বর মাসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগমন আমাদের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক গতিশীলতা তৈরি করে। প্রতিবারের মতো এবারও ব্যাপক আয়োজনে জননেত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা ছিলো। এবারের জননেত্রীর আগমন আমাদের জন্য ছিলো বিশেষ তাৎপর্যপূর্ণ। কথা ছিলো এবার এলে তিনি নতুন কমিটি দিয়ে যাবেন।
যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী বলেন, বাংলাদেশের গণতন্ত্র হরনকারী অবৈধ প্রধানমন্ত্রী এবার নিউইয়র্ক আসলে সাধারণ জনগনকে নিয়ে আমরা তার কর্মকান্ডের প্রতিবাদ করতাম জাতিসংঘের সামনে বিশ্বনেতাদের উপস্থিতিতে। দেশের রন্দ্রে রন্দ্রে আজ দুর্নীতি। শেখ হাসিনাকে ধিক্কার জানানোর জন্য এবার আমাদের পরিকল্পনা ছিলো দলের বিভক্তি ভেঙে এক হয়ে প্রতিবাদ করা।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু বলেন, সারা বছর আমরা অপেক্ষা করে থাকি শেখ হাসিনার আগমনের জন্য। এটা আমাদের সবচেয়ে বড় কর্মসূচি। এই শহরে তার উপস্থিতিতে ২৮ সেস্টেম্বর তার জন্মদিন উদযাপন করি ব্যাপক আয়োজনে। জননেত্রী এবার নিষেধ করেছেন জাকজমকপূর্ণভাবে পালন না করার জন্য। তারপরেও আমরা নেত্রী জনম্মদিন পালন করার কর্মসূচি নিয়েছি।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক কমিটির সদস্য ও ডাউনটাউন ম্যানহাটন বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: রিয়াজুল কাদির লস্কর (মিঠু) বলেন, প্রবাসী একজন রাজনীতিক কর্মী হিসেবে জননেত্রী শেখ হাসিনার আগমন আমাদের কাছে ঈদের মতো। যুক্তরাষ্ট্রের নানান স্টেট থেকে আমাদের নেতাকর্মীরা আসেন। জামাত-শিবির-বিএনপি যেনো নেত্রীর বিরোধ্যে কোনো কিছু করতে না পারে আমরা ভ্যানগার্ডর মতো কাজ করি।
প্রতিবার শেখ হাসিনার আগমন উপলক্ষে জ্যাকসন হাইটসে ৫ ফিটের নৌকা তৈরি করে দেয়ালে সাজান ক্ষুদ্র ব্যাবসায়ী নান্টু মিয়া। তিনি বলেন, আমি ২০ বছর ধরে দেশে যাই না। প্রতিবার এই মাসে শুধু শেখ হাসিনাকে দেখতে পারতাম। তার সম্মানে নৌকা ও ব্যানার বানাতাম। এবার কোনো কিছু করতে পারছি না। মাসজুড়ে যেন আনন্দের বন্যা বইতো। সব কিছু মনে করে আমার কান্না আসছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/expatriate/174242/শেখ-হাসিনার-আগমনে-গতিশীল-হয়-নিউইয়র্কের-দেশী-রাজনীতি
Post Come trough : PURBOPOSHCIMBD
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতি: ছাত্রলীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট
আদালত
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নথি বের করে জালিয়াতির মাধ্যমে তার (প্রধানমন্ত্রীর) সিদ্ধান্ত বদলে দেয়ার অভিযোগে করা মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলাম মমিনসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
চার্জশিটভুক্ত ছয় আসামি হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি (বহিষ্কৃত) তরিকুল ইসলাম মমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারী ফাতেমা খাতুন, নাজিম উদ্দীন, রুবেল, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরহাদ হোসেন ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত এয়ার কমোডর এম আব্দুস সালাম আজাদ।
সম্প্রতি ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ কামাল উদ্দিন। মামলার ছয় আসামির মধ্যে অবসরপ্রাপ্ত এয়ার কমোডর এম আব্দুস সালাম আজাদ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে ওই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এনামুল হক, বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. আব্দুর রউফ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের সাবেক কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত এয়ার কমোডর এম আবদুস সালাম আজাদের নাম প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নথি পাঠানো হয়।
এই নথি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করার পর তিনি অধ্যাপক ড. এনামুল হকের নামের পাশে টিক চিহ্ন দেন। পরে চূড়ান্ত অনুমোদনের জন্য নথিটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর প্রস্তুতি পর্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী ফাতেমার কাছে এলে তিনি এম আবদুস সালাম আজাদ অনুমোদন পাননি বলে ফোনে তরিকুলকে জানিয়ে দেন।
এরপরই তরিকুলের পরিকল্পনা অনুযায়ী নথিটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কৌশলে বের করে ফরহাদ নামে একজনের হাতে তুলে দেন ফাতেমা। এই নথি হস্তান্তরের আগে ফাতেমা ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে গ্রহণ করেন এবং হস্তান্তরের পরে দ্বিতীয় দফায় ১০ হাজার টাকা তার ছেলের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে নেন।
এ ঘটনায় গত ৫ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/court/174240/প্রধানমন্ত্রীর-কার্যালয়ের-নথি-জালিয়াতি:-ছাত্রলীগ-নেতাসহ-৬-জনের-বিরুদ্ধে-চার্জশিট
Post Come trough : PURBOPOSHCIMBD
সাব-রেজিস্ট্রি অফিসের এক মোহরার বিরুদ্ধে প্রায় দুই বছর ধরে কোন রশিদ ছাড়াই এন ফিস এবং এনএন ফিসের টাকা আদায় করার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জে। সরকারি নির্ধারিত ফি’র প্রায় তিন গুণ অর্থ আদায়ের অভিযোগ রয়েছে বর্তমানে শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দ্বিতীয় মোহরারের দায়িত্বে থাকা মো. সেলিমের বিরুদ্ধে।
রশিদ ছাড়াই অর্থ আদায় করায় এতে বিপুল পরিমান অর্থ রাজস্ব হারাচ্ছে সরকার। জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের মো. কালুর ছেলে মহরার সেলিম সরকার নির্ধারিত এন এবং এনএন ফিসের অতিরিক্ত আদায় করে আত্মসাৎ করেন। জানা যায়, বিপুল পরিমান অর্থ আদায়ের পর এর ভাগ-বাটোয়ারা হয় এই অনিয়মের সাথে জড়িত সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে। যার বড় অংশই থাকে সেলিমের পকেটে। অভিযোগ রয়েছে, বিভিন্ন অনিয়ম ও জেলা রেজিস্ট্রারের সাথে অসদাচরনের জন্য সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস হতে মাসখানেক আগে শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে বদলি করা হয় সেলিমকে। এর আগে সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে সেলিম ১ বছর ১০ মাস মোহরারের দায়িত্ব পালনে এভাবেই কোন রশিদ ছাড়াই অর্থ আদায় করে। তবে শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে যোগদানের ১ মাসের মধ্যেই উর্ধ্বতন কর্তৃপক্ষ তার এসব অনিয়মের কথা জানতে পারে।
সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা যায়, সব ধরনের দলিল রেজিস্ট্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত এন ফিস ৩০০ শব্দের এক পৃষ্ঠা বা তার অংশের জন্য বাংলায় ১৬া টাকা ও ইংরেজিতে ২৪ টাকা মিলে সর্বমোট ৪০ টাকা। অন্যদিকে, এনএন ফিস দলিল প্রতি বাংলার জন্য ২৪ টাকা ও ইংরেজিতে ৩৬ মিলে সর্বমোট ৬০ টাকা।
অনুসন্ধানে জানা যায়, দলিল প্রতি রেজিস্ট্রি করতে প্রত্যেক পাতায় বাংলা ও ইংরেজি মিলে ৪০ টাকা নেয়ার কথা থাকলেও নেয়া হয় ৬০ টাকা। একটি দলিলে সাধারণত দশ পাতা ধরা হয়। সে হিসেবে শুধুমাত্র এন ফিস বাবদ দলিল প্রতি সেবাগ্রহীতাকে গুণতে হয় ৬০০ টাকা। এমনকি এনএন ফিসে দলিল প্রতি ১০০ টাকা নেয়ার কথা থাকলেও সেখানে নেয়া হচ্ছে ২৫০ টাকা। সবমিলিয়ে দলিল প্রতি খরচ ৮৫০ টাকা। সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে দৈনিক এক থেকে দেড়শ দলিলের কাজ সম্পন্ন করা হয়। সে হিসেবে দৈনিক একশ দলিল ধরলে ৮৫০ টাকা করে সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে মোট ১ বছর ১১ মাসে কোটি টাকার বেশি আদায় করেছে সেলিম।
প্রশ্ন রয়েছে সেলিমের নিয়োগ ও শিক্ষাগত যোগ্যতা নিয়েও। শিক্ষাগত যোগ্যতায় মাধ্যমিক বা এসএসসি পাশ করার সার্টিফিকেট দেয়া থাকলেও তা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। তথ্য রয়েছে, শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে প্রায় ১ যুগের বেশি সময় ধরে নকলনবিস হিসেবে কাজ করেছেন সেলিম। সেই সময় নকলনবিসের সংগঠন-বাংলাদেশ এক্সটা মোহরার এ্যাসোসিয়েশন হতে বিভিন্ন অনিয়ম-দুর্ণীতির কারনে লাঞ্ছিত, বহিষ্কৃত ও শাস্তি পেয়েছেন সেলিম।
এবিষয়ে শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের মোহরার মো. সেলিম অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ ভিক্তিহীন, মিথ্যা ও বানোয়াট। এসব অভিযোগের সাথে আমার কোন সম্পর্ক নেয়।
শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রিার মোছা. সামীমা পারভীন এবিষয়ে কোন কথা বলতে নারাজ।
জেলা রেজিস্ট্রার আলী আকবর বলেন, সেলিমের বিরুদ্ধে পাওয়া এসব অভিযোগ খতিয়ে দেখার পর তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2FXD17o
Post Come trough : নাচোল নিউজ
মোঃ ফসিয়ার রহমান:
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় পা হারানো জাফর মোড়লকে (৩৮) চায়ের দোকান দিয়ে স্বাবলম্বী করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
এর আগে লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন কৃত্রিম পা দান করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন জাফরকে। সে পাইকগাছা উপজেলার বিরাশী গ্রামের আনসার মোড়লের ছেলে।
জানা যায়, ২০১৯ জানুয়ারী ইটের ভাটায় যাওয়ার সময় যশোরের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় তার একটি পা পিকআপের চাকায় পিষ্ট হয়ে যায়। হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় কর্তব্যরত ডাক্তার তার ডান পা সম্পূর্ণ কেটে ফেলে। পঙ্গু অবস্থায় ভিক্ষাবৃত্তি শুরু করে। একই সালে আগস্ট মাসে জাফর লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিনের কাছে ভিক্ষা চাইতে গেলে তিনি তার কাছে বিস্তারিত জানতে চান। এ সময় সে বলে সংসার চালাতে ভিক্ষাবৃতি ছাড়া তার বিকল্প কোন পথ নেই। সব কিছু জানার পর চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন তার একটি কৃতিম পা সংযোজনের সিদ্ধান্ত নিয়ে কিছু দিনের মধ্যে জাফরকে সাতক্ষীরার নলতা হাসপাতাল থেকে অর্ধলাখ টাকা ব্যয় করে প্লাস্টিকের একটি কৃতিম পা তৈরী করে লাগিয়ে দেয়।
অপর দিকে জীবিকা নির্বাহের জন্য পাইগাছা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করলে তিনি তার কথা শুনে তাকে স্বাবলম্বীর জন্য আগড়ঘাটা বাজারে একটি চায়ের দোকান করে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন। সোমবার দুপুরে আগড়ঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসার চা দোকানের আসবাব পত্র নিয়ে হাজির হন। পা হারানো জাফর চা দোকান ও দোকানের আসবাব পত্র, মালামাল পেয়ে ভীষন খুশি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা টালী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল ইসলাম সিদ্দিকী,সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, ইউপি সদস্য এজাহার আলী, ইউপি সদস্য আলাউদ্দীন গাজী সহ আরো অনেকে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3hPmAHp
Post Come trough : নাচোল নিউজ
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পাঠানপাড়ার মেয়ে নাজনীন ফাতেমা জিনিয়া। ছাত্র অবস্থা থেকে এখন পর্যন্ত তিনি সমাজের অসহায় নিরীহ নারী ও গরীব দুখী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে।
দেশের এ কঠিন করোনা মহামারী কালেও তিনি কাজ করছেন কর্মহীন অসহায় নারীদের নিয়ে। কখনো কারো বাড়িতে চাল ডাল দিয়ে, জেলা প্রশাসনের মাধ্যমে কখনো কাউকে ভিক্ষুক থেকে ফিরিয়ে এনে স্বাবলম্বী করতে অথবা গৃহহীনদের গহনির্মাণ করতে কাজ করছেন।
নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি, নবাবগঞ্জ সরকারি কলেজ হতে এইচ.এস.সি ও ডিগ্রী এবং রাজশাহী কলেজ হতে দর্শন বিষয়ে এম.এ পাশ করে রাজশাহী বিশ্ব বিদ্যালয় হতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে স্নাতকোত্তর ডিপ্লোমা করে শিক্ষা জীবন শেষ করে চাকুরীর পেছনে না ছুটে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে নারী উদ্যোক্তা হিসাবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা হতে জিনিয়া বুটিকস নামে ট্রেড লাইসেন্স ও মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে মসজিদপাড়া মহিলা সমিতির রেজিঃ নিয়ে সমাজের পিছিয়ে পড়া মহিলাদের নিয়ে কাজ করে অনেক মানুষের কর্মসংস্থান করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বেকারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ নিয়ে কাজ করছেন।
নিজের কর্মসংস্থান নিজেই তৈরীর করা এবং অন্যের কর্মসংস্থান তৈরীর পাশা পাশি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যায় নিয়ে কাজ শুরু করেন।
নাজনীন ফাতিমা জিনিয়া জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর দপ্তর হতে বাছাকৃত ভিক্ষুকের তালিকাটা সমাজ সেবা অফিস হতে সংগ্রহ করেন। সেই তালিকা অনুযায়ী ১,২, ও ৩ নং ওয়ার্ডের প্রতিটি ভিক্ষুকের বাড়ি বাড়ি গিয়ে তাদের দুঃখ্য কষ্টের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং তাদের সম্পর্কে প্রতিবেদন তৈরী করে এবং তাদের কাছে ভিক্ষাবৃত্তি সম্পর্কে মতামত জেনে ভিক্ষুকদের মধ্য হতে অনেকেই বলেছেন ভিক্ষাবৃত্তি কাজ করতে চাই না কিন্তু নিরুপায় হয়ে ভিক্ষা করতে হয়।
আমি তাদের কে ভিক্ষাবৃত্তি কাজটি আল্লাহ তায়ালা পছন্দ করেন না এ বিষয়ে নিরুৎসাহিত করেছি। অনেক ভিক্ষুক আমার অনুপেরণা ও সঠিক পরিকল্পনার দেওয়ার ফলে তারা ভিক্ষা না করে বিভিন্ন ধরণের কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন একজন মানুষ যেন গৃহহীণ না থাকে সেই লক্ষে জমি আছে কিন্তু ঘর নেই এমন গৃহহীণ মানুষকে বিভিন্নি জায়গায় জেলা প্রশাসনের সহযোগিতায় গোলেনুর ও কোহিনুর ২ টি পরিবারকে ঘর করে দেওয়া হয়েছে এবং আরও একটি প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও তিনি করোনাকালে মানুষ ঘর হতে বের হতে পারছিলেননা ,কাজের মেয়েদের কাজ করা বন্ধ,রিক্সাচালকদের আয় বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়েছিলো ঐ সময় নাজনীন ফাতেমা জিনিয়া বাড়ি বাড়ি গিয়ে তাদের নামের লিস্ট করে জেলা প্রশাসনে লিস্টগুলো জমা দিয়ে বিভিন্ন ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে সহযোগিতা নিয়ে দিয়েছেন সেই অসহায় মানুষগুলো নাজনীন ফাতেমা জিনিয়ার সহযোগিতার হাত আরও প্রসারিত করতে সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর হিসাবে ভোট করার প্রত্যয় ব্যক্ত করেন।
নাজনীন ফাতেমা জিনিয়া বলেন করোনাকালীণ সময়ে সমাজ সেবামূলক কাজ করতে গিয়ে তাদের আন্তরিক ভালবাসা পেয়ে আরও সমাজ সেবামূলক কাজ করার আগ্রহী প্রকাশ করেন। সেই জন্য তিনি পৌরসভার সংরক্ষিত মহিলা ১, ২ ও ৩ নং আসনে দাঁড়ানোর মনোভাব পোষণ করেন।
জিনিয়া বলেন তার ইচ্ছা পোষণ করলেইতো হবে না জনগণ যদি চাই তাহলে সে আরও সমাজ সেবামূলক কাজ করার সুযোগ পাবে।
নাজনীন ফাতেমা জিনিয়া আরো বলেন মানবসেবার ব্রত নিয়ে কাজ করছি। অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্ঠা করছি। প্রকৃত অভাবী ,অসহায় ও ভূমিহীন মানুষদের খুজে বের করে প্রশাসনের নজরে এনে তাদের সরকারী সহযোগিতা পেতে অনবরত চেষ্ঠা করে যাচ্ছি।
এ ধারাবাহিতা অক্ষুন্ন রাখতে তিনি আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে ১,২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউনসিলর হিসেবে জনগণের দোয়া ও সর্মথন প্রত্যাশা করেন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2RPpEc1
Post Come trough : নাচোল নিউজ
বরিশালের ৬ সাংবাদিক মিথ্যে মামলা থেকে খালাস হওয়ায় অনলাইন প্রেস ইউনিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি এ্যাড. নূরনবী পাটোয়ারী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা প্রমুখ।
তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলা থেকে বরিশালের স্থানীয় দৈনিক পত্রিকা সময়ের বার্তার সম্পাদক প্রকাশকসহ ৬ সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল আদালত। ২১ সেপ্টেম্বর ২০২০ সোমবার নির্ধারিত তারিখে সংবাদকর্মীরা আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন রাখেন। দীর্ঘ এক ঘণ্টার শুনানী শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন সাংবাদিকদের মামলাটি থেকে অব্যাহতি দিয়ে আদেশ ঘোষণা করেন।
মামলা থেকে অব্যাহতিপ্রাপ্ত ৬ সাংবাদিক হচ্ছেন- দৈনিক পত্রিকা সময়ের বার্তার সম্পাদক প্রকাশক এম লোকমান হোসাঈন, নিবাহী সম্পাদক ফরহাদ হোসেন ফুয়াদ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রিয়াজ চৌধুরী, বার্তা সম্পাদক আল-আমিন গাজী এবং কম্পিউটার অপারেটর মো. বেলাল হোসেন। সাংবাদিকদের আইনজীবী মো. কাওসার হোসাইন জানান, বরিশাল চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কবির উদ্দিন প্রামাণিকে বিরুদ্ধে নথি জালিয়াতির অভিযোগে সংবাদ প্রকাশ করায় ২০১৯ সালের ১৯ মার্চ এই ৬ সাংবাদিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতের নাজির কামরুল ইসলাম বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন। আজ সোমবার নির্ধারিত দিনে মামলাটি থেকে ৬ সাংবাদিককে অব্যাহতি চেয়ে আবেদন রাখলে আদালত তা পর্যালোচনা করেন। এবং দীর্ঘ শুনানী শেষে তাদের মামলাটি থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেন।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3hNyUrH
Post Come trough : নাচোল নিউজ
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. হারুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মোহা. শরিফুল ইসলাস।
সোমবার সকালে চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম সরকার।- কপোত নবী।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3hYWHoY
Post Come trough : নাচোল নিউজ
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : ভারতের উদয়পুর রাজস্থানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ই-কাতা চ্যাম্পিয়ানশীপ’২০ এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২টি সোনা, ৪টি রুপা, ৪টি তামা ও ১জন শ্রেষ্ঠ খেলোয়ারের মর্যাদা পেয়েছে চাঁপাইনবাবগঞ্জ মার্শাল আর্ট স্পোর্টস স্কুলের প্রতিযোগিরা।
১০টি পদক প্রাপ্ত প্রতিযোগি ও শ্রেষ্ঠ খেলোয়াড়কে সংবর্ধনা ও পুরস্কার তুলে দেয়া হয়। ২১ সেপ্টেম্বর সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এ পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। চাঁপাইনবাবগঞ্জ মার্শাল আর্ট স্পোর্টস স্কুলের সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. শহীদ হোসেন রানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান, গ্রামীণ ট্রাভেলস্ এর চেয়ারম্যান আলহাজ্ব মোখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলকসহ মার্শাল আর্ট স্পোর্টস স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। -কপোত নবী।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2Elrm1J
Post Come trough : নাচোল নিউজ