সাইনবোর্ডে ছবি ও নাম থাকায় আট বছরের শিশুর বিরুদ্ধে মামলা
আইনজীবীর মাধ্যমে জনাব আলী জানতে পারেন যেকোনো এক শুক্রবারে তার দোকান খোলা ছিল সেই অপরাধেই হয়েছে মামলা। আর দোকানের সাইনবোর্ডে ছেলের ছবি ও নাম থাকায় আসামী হয়েছে সেও।
রাজশাহী প্রতিনিধিরাজশাহীর শ্রম আদালতে আট বছরের শিশু জোবায়েরের নামে মামলা দায়ের করা হয়েছে। গত ২৪ মার্চ রাজশাহীর শ্রম আদালতে এই মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক। জোবায়েরদের রাজশাহীর পবার নওহাটা বাজারে ‘জে বার্মিজ সুজ’ নামে একটি জুতার দোকান রয়েছে। তার বাবার নাম জনাব আলী।
রাজশাহীর নওহাটা বাজারে শুক্রবার দোকান খোলার অপরাধে একইসাথে ছেলে ও বাবার নামে এই মামলা হয়েছে। বর্তমানে শিশু ও শিশুটির বাবা আদালতে হাজির হয়ে জামিনে রয়েছেন।
শিশুটির বাবা জনাব আলী জানান, দোকান খোলার অপরাধে মামলা হলে আমার নামে হবে। কারণ অপরাধ আমার।আমার দোষ আমি স্বীকার করছি। শিশুটির নামে কেন এই মামলা হবে।
জানা যায়, গত ২৪ মার্চ সন্ধ্যায় পবা উপজেলার নওহাটা বাজারের ‘জে বার্মিজ সুজ’ দোকানের মালিক জনাব আলীর কাছে রাজশাহীর শ্রম আদালতের দুটি সমন আসে। সেখানে বাবা-ছেলের বিরুদ্ধে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬–এর ৩০৭ ধারার অপরাধ করার অভিযোগ আনা হয়।
পরে আইনজীবীর মাধ্যমে জনাব আলী জানতে পারেন যেকোনো এক শুক্রবারে তার দোকান খোলা ছিল সেই অপরাধেই হয়েছে মামলা। আর দোকানের সাইনবোর্ডে ছেলের ছবি ও নাম থাকায় আসামী হয়েছে সেও।
এদিকে শ্রম আদালতের আইনজীবী এস আলম জানান, শিশু জোবায়ের দোকানের মালিক বা পরিচালক কোনটিই নয় তাই শুধু সাইনবোর্ডে ছবি ও নাম থাকায় তার বিরুদ্ধে মামলা হতেই পারে না।
এব্যাপার কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজশাহীর উপ-মহাপরিদর্শক মাহফুজুর রহমান ভুইয়া বলছেন, এটি সংশ্লিষ্ট পরিদর্শকের ভুল। তাই শিশুটির মামলা প্রত্যাহরের বিষয়ে তারা আন্তরিক।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/174353/সাইনবোর্ডে ছবি-ও-নাম-থাকায়-আট-বছরের-শিশুর-বিরুদ্ধে-মামলা
Post Come trough : PURBOPOSHCIMBD