
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে অননুমোদিত মাপের পলিথিন ব্যাগ উৎপাদন ও ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২ টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিষ্ঠান দুটির মালিক হচ্ছে, শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের মৃত তোসলিম উদ্দিনের ছেলে মো. জামাল উদ্দিন (৩৩) ও সদর উপজেলার চাঁদলাই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. শরিফুল ইসলাম (৪০)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২২ সেপ্টেম্বর দুপুর ১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযান দুটি চালানো হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক জরিমানা করেন।
এ সময় পুরাতন বাজারের বিসমিল্লাহ প্যাকেজিং নামে এক প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা ও ট্রেড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় রাজ্জাক ট্রের্ডাসকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। -কপোত নবী।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3ckxbsY
Post Come trough : নাচোল নিউজ