লক্ষ্মীপুর সদর হাসপাতালে কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন স্থাপন
লক্ষ্মীপুর প্রতিনিধিলক্ষ্মীপুর সদর হাসপাতালে কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এটি স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন উৎপাদন করে এবং একই সঙ্গে ৩০ জন রোগীকে অক্সিজেন সরবরাহ করতে পারে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন সরবরাহ ব্যবস্থাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
গ্রেটওয়াল সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হুদার ব্যক্তিগত উদ্যোগে ৬৫ লাখ টাকা ব্যয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন সরবরাহ ব্যবস্থাপনাটি স্থাপন করা হয়। এ সময় লক্ষ্মীপুর জেলার ৪৯টি ইউনিয়নে দুস্থ্যদের সহায়তার জন্য জেলা প্রশাসকের কাছে অনুদানের ৯৮লক্ষ টাকার চেক হস্তান্তর করেন গ্রেটওয়াল সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হুদা।
এর আগে তিনি জেলার চন্দ্রগঞ্জ থানার ৯টি ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর মাধ্যমে ১৮ লাখ টাকার অনুদান প্রদান করেন। এ নিয়ে জেলার ৫৮টি ইউনিয়নে দুস্থ্যদের জন্য ২লক্ষ টাকা করে ১কোটি ১৬ লক্ষ টাকার অনুদান প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. আবদুল গাফ্ফার, পৌরসভার মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, বায়ো ফার্মার এমডি ডা. আনোয়ারুল আজিম, পিজি হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক গোলাম মাঈন উদ্দিন, বিএমএর সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল, সাধারন সম্পাদক মো. আবদুল মালেক, লক্ষ্মীপুর জেলা সমিতির যুগ্ম সাধারন সম্পাদকল হেদায়েত হোসেন প্রমুখ।
জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, চলমান করোনা দুর্যোগে লক্ষ্মীপুরবাসীর জন্য আশির্বাদ স্বরূপ হাজির হয়েছে লক্ষ্মীপুরের কৃতি সন্তান গ্রেটওয়াল সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হুদা।
সদর হাসপাতালে কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন সরবরাহ ব্যবস্থাপনা স্থাপন এবং জেলার প্রতিটি ইউনিয়নের অসহায় ও দুস্থ্য মানুষের জন্য আর্থিক অনুদান নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এভাবে আর্ত-মানবতার সেবায় প্রত্যেক সামর্থবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/174351/লক্ষ্মীপুর-সদর-হাসপাতালে-কেন্দ্রীয়-হাইফ্লো-অক্সিজেন-স্থাপন
Post Come trough : PURBOPOSHCIMBD