
মোঃ ফসিয়ার রহমান:
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় পা হারানো জাফর মোড়লকে (৩৮) চায়ের দোকান দিয়ে স্বাবলম্বী করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
এর আগে লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন কৃত্রিম পা দান করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন জাফরকে। সে পাইকগাছা উপজেলার বিরাশী গ্রামের আনসার মোড়লের ছেলে।
জানা যায়, ২০১৯ জানুয়ারী ইটের ভাটায় যাওয়ার সময় যশোরের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় তার একটি পা পিকআপের চাকায় পিষ্ট হয়ে যায়। হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় কর্তব্যরত ডাক্তার তার ডান পা সম্পূর্ণ কেটে ফেলে। পঙ্গু অবস্থায় ভিক্ষাবৃত্তি শুরু করে। একই সালে আগস্ট মাসে জাফর লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিনের কাছে ভিক্ষা চাইতে গেলে তিনি তার কাছে বিস্তারিত জানতে চান। এ সময় সে বলে সংসার চালাতে ভিক্ষাবৃতি ছাড়া তার বিকল্প কোন পথ নেই। সব কিছু জানার পর চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন তার একটি কৃতিম পা সংযোজনের সিদ্ধান্ত নিয়ে কিছু দিনের মধ্যে জাফরকে সাতক্ষীরার নলতা হাসপাতাল থেকে অর্ধলাখ টাকা ব্যয় করে প্লাস্টিকের একটি কৃতিম পা তৈরী করে লাগিয়ে দেয়।
অপর দিকে জীবিকা নির্বাহের জন্য পাইগাছা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করলে তিনি তার কথা শুনে তাকে স্বাবলম্বীর জন্য আগড়ঘাটা বাজারে একটি চায়ের দোকান করে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন। সোমবার দুপুরে আগড়ঘাটা বাজারে উপজেলা নির্বাহী অফিসার চা দোকানের আসবাব পত্র নিয়ে হাজির হন। পা হারানো জাফর চা দোকান ও দোকানের আসবাব পত্র, মালামাল পেয়ে ভীষন খুশি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লিপিকা টালী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল ইসলাম সিদ্দিকী,সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, ইউপি সদস্য এজাহার আলী, ইউপি সদস্য আলাউদ্দীন গাজী সহ আরো অনেকে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3hPmAHp
Post Come trough : নাচোল নিউজ