
কেমন আছেন সবাই? ইকমার্স কোম্পানীর জন্য নাম ঠিক করে ডোমেইন কিনেছি। কিন্তু এখন দেখছি এই নামে জার্মানীতে একটা ইকমার্স কোম্পানী আছে। সেটা তো থাকতেই পারে। কিন্তু সমস্যা হল তাদের ফেইসবুক পেইজ ব্লু ভেরিফাইড। এমনিতে দেখি সার্চ রেজাল্ট দেখানোর ক্ষেত্রে ফেইসবুক সার্চদাতার লোকেশনকে গুরুত্ব দেয়। আমরা যখন একটা টার্ম লিখে ফেইসবুকে সার্চ করি তখন প্রথম দিকে বাংলাদেশী...