মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত হোসেন সিফাতের (১৯) মৃত্যু হয়। তার বাড়ি নারায়ণগঞ্জের তল্লায়। তার বাবার নাম মো. স্বপন।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ সংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
পার্থ সংকর পাল জানান, বিস্ফোরণের ঘটনায় সিফাতের শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিলো। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল। হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন দুইজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
মসজিদে বিস্ফোরণে দগ্ধ হয়ে এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ইমাম আবদুল মালেক (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮) ও তার ছেলে জুনায়েদ (১৭), দুই ভাই জোবায়ের (১৮) ও সাব্বির (২১), কুদ্দুস ব্যাপারী (৭২), মোস্তফা কামাল (৩৪), রাশেদ (৩০), হুমায়ুন কবির (৭২), জামাল আবেদিন (৪০), ইব্রাহিম বিশ্বাস (৪৩), মো. রিফাত (১৮), মাইনুউদ্দিন (১২), ফতুল্লার জয়নাল (৩৮), নয়ন (২৭), নিজাম (৩৪), রাসেল (৩৪), কাঞ্চন হাওলাদার (৫০), শিশু জুবায়ের (৭), নাদিম (৪৫), বাহার উদ্দিন (৫৫), শামীম হাসান (৪৫) জুলহাস (৩৫), মোহাম্মদ আলী (৫৫), আবুল বাশার মোল্লা (৫১), মনির ফরাজি (৩০), ইমরান হোসেন (৩০), হান্নান (৫০), আব্দুস ছাত্তার (৪০), শেখ ফরিদ (২১) , নজরুল ইসলাম (৫০) , আব্দুল আজিজ (৫০), মো. ফরিদ (৫০) ও শাহাদাত হোসেন সিফাত (১৯)।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লায় বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণ হয়। এতে ৪০ জনের বেশি মুসল্লি দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরমধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আরো পড়ুন:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের মা মারা গেছেন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতি: ছাত্রলীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট
শেখ হাসিনার আগমনে গতিশীল হয় নিউইয়র্কের দেশী রাজনীতি
সড়ক অবরোধ করে প্রবাসীদের বিক্ষোভ
অবশেষে সৌদিতে ফ্লাইট পরিচালনার অনুমতি পেলো বিমান
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/174250/মসজিদে-বিস্ফোরণের-ঘটনায়-আরো-একজনের-মৃত্যু
Post Come trough : PURBOPOSHCIMBD