
করোনা প্রাদুর্ভাবে গৃহবন্দি অবস্থায় কোন তারকা কীভাবে সময় কাটাচ্ছেন, তা নিয়ে তাদের ভক্তদের আগ্রহের সীমা নেই। সেই আগ্রহ থেকেই অভিনেতা দেবের কাছেও অনেকে জানতে চেয়েছিলেন, তিনি কীভাবে সময় কাটাচ্ছেন? তারই উত্তরে বুধবার পায়ের আঙুলের একটি ছবি পোস্ট করে দেব জানিয়েছেন, গোলন্দাজের শ্যুটিংয়ের সময় লাগা চোট সারানোর চেষ্টায় রয়েছেন।
দেব লিখেছেন, এই গৃহবন্দি পরিস্থিতির...