
︎ফ্রান্স বাংলা ডেস্ক : প্যারিসের উপকণ্ঠ ভিলিয়ার লেভেল বাণিজ্যিক এলাকায় ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানের লক্ষে প্রথম বাংলাদেশী অনলাইন সুপারমার্কেট ইজিবাজারের স্টোর এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সময় বাঁচান সাথে ইউরোও বাঁচান এ স্লোগানকে সামনে রেখে ইজিবাজার এর যাত্রা শুরু হয়েছে উল্লেখ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাবর হোসেইন। তিনি বলেন...