ফেনী জেলা পরিষদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন বিতরণ শুরু আজ
ফেনী প্রতিনিধি
ফেনী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিক্রি শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত বিক্রি চলবে। এই কার্যক্রম চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এছাড়া আগামী ২০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে।
এছাড়া দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সবাইকে যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম না করে (এক/দু’জন ব্যক্তির বেশি প্রবেশ না করা) আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর রাতে আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে জেলা পরিষদ চেয়ারম্যান পদ শূন্য হয়। ২০১৬ সালের ২৮ অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173713/ফেনী-জেলা-পরিষদ-নির্বাচনে-আ.লীগের-মনোনয়ন-বিতরণ-শুরু-আজ
Post Come trough : PURBOPOSHCIMBD
পাঁচ বছর পর ইংল্যান্ডের মাঠে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
খেলা
স্পোর্টস ডেস্ক
পাঁচ বছর পর ইংল্যান্ডের মাঠে সিরিজ জেতার স্বাদ পেলো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিক ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজের শিরোপা জিতেছে অ্যারন ফিঞ্চের দল।
২০১৫ সালের নভেম্বরে সবশেষ ইংল্যান্ডের মাটি থেকে ওয়ানডে সিরিজ জিতে ফিরেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মাঝে ২০১৮ সালে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছিল ০-৫ ব্যবধানে।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই মিচেল স্টার্কের যে আঘাত লেগেছিল ইংল্যান্ডের ইনিংসে, তাতে মনে হচ্ছিলো আর কোমর সোজা করেই দাঁড়াতেই পারবে না তারা। ইনিংসের প্রথম দুই বলেই ওপেনার জেসন রয় এবং ওয়ানডাউনে নামা জো রুটকে ফিরিয়ে দিয়েছিলেন মিচেল স্টার্ক।
কিন্তু বেয়ারেস্টর সেঞ্চুরি আর লেট মিডল অর্ডারে স্যাম বিলিংস আর ক্রিস ওকসের দু’টি হাফ সেঞ্চুরির ওপর ভর করে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ৩০৩ রানের লক্ষ্য বেধে দিয়েছে ইংল্যান্ড। ১১২ রান করে আউট হয়েছিলেন জনি বেয়ারেস্ট। ১২৬ বল খেলে ১২টি বাউন্ডারি আর ২টি ছক্কার বিনিময়ে এই ইনিংস খেলেন বেয়ারেস্ট।
৬ নম্বরে ব্যাট করতে নামা স্যাম বিলিংস ৫৮ বল খেলে করেন ৫৭ রান। ৪টি বাউন্ডারির সঙ্গে তিনি মারেন ২টি ছক্কার মার। এছাড়া ৭ নম্বরে ব্যাট করতে নামা ক্রিস ওকস ৩৯ বল খেলে করেন অপরাজিত ৫৩ রান। ৬টি বাউন্ডারির মার মারেন তিনি।
ইয়ন মরগ্যান করেন ২৩ রান। টম কুরান করেন ১৯ রান। আদিল রশিদ অপরাজিত থাকেন ১১ রানে। ৩টি করে উইকেট নেন মিচেল স্টার্ক এবং অ্যাডাম জাম্পা। প্যাট কামিন্স নেন ১টি উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে টপঅর্ডারের ব্যর্থতায় মাত্র ৭৩ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। দলীয় ১০০ রানের আগে ৫ উইকেট হারিয়ে ফেলার পর ৩০০’র বেশি রান তাড়া করার রেকর্ড একটিও ছিল না ওয়ানডে ক্রিকেটে। বুধবার সেটিই করে দেখান অ্যালেক্স ক্যারে ও গ্লেন ম্যাক্সওয়েল।
প্রায় সাড়ে পাঁচ বছর পর ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল, ক্যারে করেন নিজের প্রথম সেঞ্চুরি। দু’জন মিলে ২১২ রানের জুটি গড়ে অসিদের জয়ের পথ দেখান। বলা বাহুল্য, ওয়ানডেতে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পড়ার পর দুইশ রানের জুটি এটিই প্রথম।
ম্যাচের শেষদিকে গিয়ে সাজঘরে ফিরে যান দু’জনই। ম্যাক্সওয়েল খেলেন ৯০ বলে ১০৮ রানের ইনিংস, ক্যারের ব্যাট থেকে আসে ১০৬ রান। ম্যাক্সওয়েল ফেরেন দলীয় ২৮৫ রান, ক্যারে ফেরেন ২৯৩ রানে। এ দু’জনের জুটির পরেও শেষ ওভারে জয়ের জন্য বাকি ছিল ১০ রান, উইকেটে ছিলেন প্যাট কামিনস ও মিচেল স্টার্ক।
তখনই ছোট্ট একটি ভুল করেন ইংলিশ অধিনায়ক ইয়র মরগ্যান। দুই পেসার মার্ক উড এবং টম কুরানের ওভার বাকি থাকতেও শেষ ওভার দেন লেগস্পিনার আদিল রশিদকে। সেই ওভারের প্রথম বলে ৬ ও চতুর্থ বলে ৪ মেরে অসিদের জয় নিশ্চিত করেন মিচেল স্টার্ক।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/173714/পাঁচ-বছর-পর-ইংল্যান্ডের-মাঠে-অস্ট্রেলিয়ার-সিরিজ-জয়
Post Come trough : PURBOPOSHCIMBD
ছাড়পত্রের অভাবে আজও দেশের কোনো স্থলবন্দর দিয়ে ঢুকতে পারেনি ভারতের পেঁয়াজবাহী ট্রাক। এখনো তিন স্থলবন্দরে আটকে আছে কয়েকশ’ ট্রাক।
পেট্টাপোল বন্দরে চারদিন অপেক্ষার পরও দেশে আসেনি গেটপাস হওয়া ১০০ পেঁয়াজবাহী ট্রাক। দিল্লি থেকে কোন নির্দেশনা কাস্টমস কর্তৃপক্ষের কাছে না আসায় পেঁয়াজবাহী ট্রাক ঢুকতে পারছে না বলে জানিয়েছেন আমদানি সংশ্লিষ্টরা। এ কারণে ভারতীয় পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের অপর পাশে ভারতের ঘোজাডাঙা স্থলবন্দরে আটকে আছে ১৬৫টি ট্রাক। এছাড়া, হিলি স্থলবন্দরেও আটকে আছে অন্তত ২০০ পেঁয়াজবাহী ট্রাক। কয়েকদিন ধরে আটকে থাকায় পেঁয়াজ পঁচে নষ্ট হয়ে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের।
বন্দর সংশ্লিষ্টরা জানান, প্রতি মেট্রিকটন পেঁয়াজ ২৫০ ডলার থেকে বাড়িয়ে ৭৫০ ডলারে রপ্তানির নির্দেশ দেয় ভারত সরকার। ফলে সোমবার থেকে বেনাপোলসহ দেশের সব শুল্কষ্টেশন দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।
এদিকে, স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের পরই স্থানীয় বাজারগুলোতে বেড়ে গেছে পেয়াজের দাম। ৪০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০টাকায়।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3c7aAzS
Post Come trough : নাচোল নিউজ
অবশেষে রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কথা স্বীকার করলো মিয়ানমার। শুরু থেকে নির্যাতন বা গণহত্যার কথা অস্বীকার করলেও এবার নতুন করে এ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এক বিবৃতিতে একথা জানানো হয়।
২০১৭ সালে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান থেকে প্রাণে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখের বেশি রোহিঙ্গা। সেখানে গণহত্যা, ধর্ষণ, ঘরবাড়িতে আগুন দেয়ার ভয়াবহতার বর্ণনা জানা যায় পালিয়ে আসা রোহিঙ্গাদের কাছ থেকে।
শুরু থেকেই জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনাকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা বলে বর্ণনা করলেও বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার সেনাবাহিনী।
রোহিঙ্গাদের বিরুদ্ধে বৈধ অভিযান চালানো হয়েছে দাবি করে তাদের বক্তব্য, কিছু গ্রামে অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে কয়েকজন সেনা সদস্যকে কোর্ট মার্শাল করা হয়েছে।
তবে এবার রোহিঙ্গাদের ওপর সম্ভাব্য নির্যাতনের কথা স্বীকার করলো মিয়ানমার। দেশটির সেনাবাহিনী বলছে, ২০১৬ এবং ২০১৭ সালের ওইসব নির্যাতনের ঘটনা তদন্ত করা হচ্ছে। মঙ্গলবার তাদের বিবৃতিতে বলা হয়, সরকার গঠিত কমিশনের একটি প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে।
ওই প্রতিবেদনে মিয়ানমার সেনাদের যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে সহিংসতার তদন্তের ক্ষেত্র আরো প্রসারিত করা হচ্ছে। তদন্তের আওতায় মংডু এলাকার গ্রামগুলোতে নির্যাতনের অভিযোগও খতিয়ে দেখা হবে।
এ বছর জানুয়ারিতে রাখাইনে সেনা অভিযানের সময় রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংগঠিত হওয়ার প্রমাণ পায় মিয়ানমার সরকারের একটি তদন্ত প্যানেলও। তারাও সেখানে গণহত্যার কোনো প্রমাণ পায়নি বলে জানানো হয়।
এদিকে গত সপ্তাহেই ওই অভিযানে রোহিঙ্গা হত্যার বিষয়ে দুই সেনার স্বীকারোক্তির ভিডিও প্রকাশ করে মানবাধিকার সংগঠন ফরটিফাই রাইটস।
ভিডিওতে তারা জানান, মিয়ানমার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই রাখাইনে জাতিগত নিধন অভিযান চালানো হয়। সেনাদের প্রতি নির্দেশ ছিল, রোহিঙ্গা দেখা মাত্রই গুলি করার। উচ্চ পদস্থদের এমন আদেশেই নির্বিচারে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ চালানো হয়।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2GZ6tub
Post Come trough : নাচোল নিউজ
ফরাসি লিগে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে মারামারিতে জড়িয়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার।
মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে মার্শেইয়ের ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে চড় মেরে বসেন তিনি। সে সময় রেফারির লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গঞ্জালেজের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন নেইমার। পরে গঞ্জালেজ ওই অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন।
তবে ম্যাচ চলাকালীন অসদাচরণের দায়ে শাস্তি এড়াতে পারেননি নেইমার। মেৎজের বিপক্ষে ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। রোববার (২০ সেপ্টেম্বর) নিসের বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান তারকা।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/173712/মারামারিতে-জড়িয়ে-নিষিদ্ধ-হলেন-নেইমার
Post Come trough : PURBOPOSHCIMBD
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি বুদ্ধির দেবতা বুধ, ন্যায়ের দেবতা শনি মহারাজ ও দেবগুরু বৃহস্পতির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কুম্ভ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সন্তান-সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হওয়ার সম্ভাবনা অমূলক নয়।
মেষ [২১মার্চ-২০এপ্রিল]
পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা প্রাপ্ত হবেন। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। অত্যাবশ্যকীয় সফরে কোনো না কোনো বাধা এসে হাজির হবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
বৃষ [২১এপ্রিল-২০মে]
সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহেযাগিতা পাবেন। মামলা-মোকদ্দমা ও কোর্টকেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে।
মিথুন [২১মে-২০জুন]
কর্মের সুনাম যশ কাক্সিক্ষত স্বপ্ন পূরণ করবে। অংশীদারদের সঙ্গে মতানৈক্য দূর হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। ভাইবোনদের সঙ্গে সদ্ভাব বজায় রাখা সমীচীন হবে। সপরিবারে ভ্রমণ যোগ শুভ।
কর্কট [২১জুন-২০জুলাই]
দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস পাওনা টাকা আদায় হবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। শত্রু ও বিরোধীপক্ষের পরিকল্পনা নস্যাৎ হবে।
সিংহ [২১জুলাই-২০আগস্ট]
মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। দূর থেকে আসা ডাক বেকার যুবক-যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রসামগ্রীর পসরা সাজবে।
কন্যা [২২আগস্ট-২২সেপ্টেম্বর]
টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়-পরিজন কাউকেই কাছে পাওয়া কঠিন হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।
তুলা [২৩সেপ্টেম্বর-২২অক্টোবর]
ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ আসতে পারে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। গৃহসুখ বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ড হয়ে থাকবে।
বৃশ্চিক [২৩অক্টোবর-২১নভেম্বর]
কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি তীক্ষè নজর রাখুন।
ধনু [২২নভেম্বর-২০ডিসেম্বর]
ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। যে কাজে হাত দেবেন তা সহজে সম্পন্ন হবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে। লৌকিকতায় ব্যয় বাড়তে পারে।
মকর [২১ডিসেম্বর-১৯জানুয়ারি]
ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয দ্রব্য সেবন ক্রয়-বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকুন। অত্যাবশ্যকীয় বিবাহ ও বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা আসতে পারে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়রা মজা নেবে।
কুম্ভ [২০জানুয়ারি-১৮ফেব্রুয়ারি]
জীবনসাথী, শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রি করে ঘরে তোলা কঠিন হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।
মীন [১৯ফেব্রুয়ারি-২০মার্চ]
সিজনাল রোগব্যাধির সঙ্গে সঙ্গে পুরনো ক্রনিক ব্যাধিপীড়ার প্রকোপ বৃদ্ধি পাবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুর চাপ বৃদ্ধি পাবে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়-পরিজন সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/feature/173710/আজকের-রাশিফল
Post Come trough : PURBOPOSHCIMBD
ইসরায়েলের সাথে চুক্তিকে ট্রাম্প বললেন ‘নতুন মধ্যপ্রাচ্যের ভোর’
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সাথে ইসরায়েলের ঐতিহাসিক চুক্তির দিনটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন ‘নতুন মধ্যপ্রাচ্যের ভোর’। দুই উপসাগরীয় দেশ আরব আমিরাত ও ইসরায়েল নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক রাখার চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাম্প।
আরব আমিরাত, ইসরায়েল ও বাহরাইন তিন দেশের মত ট্রাম্পও এই চুক্তিকে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিচ্ছেন। ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতাতেই এই চুক্তিটি সম্পন্ন হয়।
১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হওয়ার পর বাহরাইন ও আরব আমিরাত তৃতীয় ও চতুর্থ উপসাগরীয় দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিল।
ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে অন্যান্য দেশও তাদের পদাঙ্ক অনুসরণ করবে, তবে ইসরায়েলের সাথে দ্বন্দ্বের সমাধান হওয়ার আগ পর্যন্ত সেরকমটা যেন না হয় সেই আহ্বান জানিয়েছে ফিলিস্তিন।
বছরের পর বছর ধরে সিংহভাগ আরব দেশ ইসরায়েলকে বয়কট করে এসেছে। আরব দেশগুলোর বক্তব্য ছিল ফিলিস্তিনের সাথে ইসরায়েলের বহু বছর ধরে চলা দ্বন্দ্বের সমাধান হলেই কেবল তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করবে।
মঙ্গলবার হোয়াইট হাউজে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জড়ো হওয়া কয়েকশ’ মানুষের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, কয়েক দশকের বিভক্তি এবং সংঘাতের পর আমরা নতুন এক মধ্য প্রাচ্যের উত্থানের সূচনা করছি।
তিনি বলেন, আজ আমরা এখানে জড়ো হয়েছি ইতিহাস বদলে দিতে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, এই দিনটি ইতিহাস পরিবর্তনের ক্ষণ, শান্তির নতুন দিগন্তের সূচনা।
তবে ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাস বলেছেন, অধিকৃত অঞ্চল থেকে ইসরায়েল সরে গেলেই কেবলমাত্র মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
সংবাদ সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের পর মাহমুদ আব্বাস এক বিবৃতিতে বলেন: ‘ইসরায়েলের অধিগ্রহণের সমাপ্তি না হলে ঐ অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ফিরবে না’।
ওদিকে যখন চুক্তি স্বাক্ষর হচ্ছিল, সেসময়ও ইসরায়েল থেকে গাজা উপত্যকা থেকে দু’টি রকেট ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
এই চুক্তিকে কেন ঐতিহাসিক বলা হচ্ছে?
আরব আমিরাত ও বাহরাইনের আগে মধ্য প্রাচ্যের দেশগুলোর মধ্যে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়া দেশ ছিল শুধুমাত্র মিশর ও জর্ডান, যারা ১৯৭৮ ও ১৯৯৪ সালে ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছিল।
উত্তর-পশ্চিম আফ্রিকায় আরব লিগের সদস্য মৌরিতানিয়া ১৯৯৯ সালে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করলেও ২০১০ সালে সম্পর্কচ্ছেদ করে।
এখন দেখার বিষয় উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত ও বাহরাইনের পদাঙ্ক অনুসরণ করে কি না। এখন পর্যন্ত সৌদি আরব ইঙ্গিত দিয়েছে যে তারা এ ধরণের কোনো চুক্তি করতে প্রস্তুত নয়।
এই চুক্তির ফলে মধ্য প্রাচ্যের দেশগুলোর মধ্যে হওয়া পারস্পরিক সম্পর্কের জের ধরে ঐ অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির ভারসাম্যেও পরিবর্তন আসতে পারে। ইসরায়েলের পাশাপাশি বেশকিছু আরব রাষ্ট্রেরও ইরানের সাথে শত্রুভাবাপন্ন সম্পর্ক রয়েছে।
ফিলিস্তিনিরা কেন এই চুক্তির নিন্দা করছে?
ফিলিস্তিনিরা মনে করছে এই চুক্তি করে তাদের সাথে ভয়াবহ বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আরব দেশগুলোর মধ্যে বহু বছরের একটা ঐকমত্য ছিল। সেটি হচ্ছে, ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক একমাত্র ফিলিস্তিনের স্বাধীনতার মাধ্যমেই হতে পারে।
ফিলিস্তিনিরা বলছে এই চুক্তি করে উপসাগরীয় দেশগুলো ঐ প্রতিজ্ঞা ভঙ্গ করেছে।
আরব আমিরাত অবশ্য বলছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়টি চুক্তির অন্যতম প্রধান অনুষঙ্গ এবং এই চুক্তির বিনিময়ে ইসরায়েলকে রাজি হতে হবে যে পশ্চিম তীরের এক বিরাট ফিলিস্তিনি এলাকা তারা নিজেদের সীমানা ভুক্ত করবে না।
জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্পের ‘বিতর্কিত’ প্রস্তাবিত মধ্যপ্রাচ্য শান্তি চুক্তির শর্ত অনুযায়ী পশ্চিম তীরের বড় একটি অংশ ইসরায়েলের সীমানাভুক্ত করার কথা ছিল।
ফিলিস্তিনিরা ট্রাম্পের প্রস্তাবকে ইসরায়েলের প্রতি পক্ষপাত বলে অভিযোগ করেছিল এবং সতর্ক করেছিল যে ঐ সংযুক্তির ফলে ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা নষ্ট হবে এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে।
চুক্তি নিয়ে বিতর্কের পেছনের কারণ
মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইরানের একে অপরের বিরুদ্ধে নেয়া কূটনৈতিক পদক্ষেপের পেছনের কারণ মূলত ধর্মীয়।
দুই দেশের মধ্যে বহু বছর ধরে চলতে থাকা দ্বন্দ্বের মূল ভিত্তি ধর্মীয় বিশ্বাসের ভিন্নতা। দুই দেশ ইসলাম ধর্মের প্রধান দুই শাখার অনুসারী - ইরান মূলত শিয়া মুসলিম এবং সৌদি আরব নিজেদের বিশ্বের শীর্ষ সুন্নি মুসলিম শক্তি হিসেবে মনে করে।
আরব আমিরাত ও বাহরাইন দুই দেশই সৌদি আরবের মিত্র।
এই চুক্তির পর সৌদি আরবের প্রতিক্রিয়ার দিকে নজর থাকবে পুরো বিশ্বের। এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত আসেনি যে তারা বাহরাইন বা আরব আমিরাতের পদক্ষেপ অনুসরণ করবে। খবর: বিবিসি বাংলা।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/173595/ইসরায়েলের-সাথে-চুক্তিকে-ট্রাম্প-বললেন-‘নতুন-মধ্যপ্রাচ্যের-ভোর’
Post Come trough : PURBOPOSHCIMBD
পূর্ব শত্রুতার জেড় ধরে মজিবুর রহমান (৬৫) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে বটি দিয়ে কোপানোর চেষ্টার অভিযোগ উঠেছে তারই ভাতিজা উৎসবের (২০) বিরুদ্ধে।
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পূর্ব শত্রুতার জেড় ধরে মজিবুর রহমান (৬৫) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে বটি দিয়ে কোপানোর চেষ্টার অভিযোগ উঠেছে তারই ভাতিজা উৎসবের (২০) বিরুদ্ধে। ওই যুবক মুক্তিযোদ্ধার স্ত্রীর চুলের মুটি ধরে টানা হেচড়া করে এবং তার মেয়েকে ধর্ষণের হুমকি দেয়।
এ ঘটনায় গত রোববার (১৩ সেপ্টম্বর) ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বাদী হয়ে উৎসবকে প্রধান আসামি করে আরো তিনজনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত ১১ সেপ্টম্বর দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ১ নং ওযার্ডে এ ঘটনাটি ঘটে।
অভিযুক্ত বখাটে উৎসব উপজেলার ওই এলাকার নুর ইসলামের ছেলে। অন্য অভিযুক্তরা হলেন, উৎসবের মা ও দুই বড় বোন।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান উপজেলার ওই এলাকার মৃত মশিউর রহমানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের বাড়ি লাগোয়া উৎসবের বাড়ি। তারা সম্পর্কে চাচা ভাতিজা। উৎসবদের সাথে মজিবুর রহমানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই ধারবাহিকতায় গত ১১ সেপ্টম্বর অভিযুক্ত উৎসবের মা ও বোনরা মুক্তিযোদ্ধার বাড়ির সামনে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় বীর মুক্তিযোদ্ধা ও তার মেয়ে এবং স্ত্রী বাধা দেয়। এতে উৎসবের মা-বোনরা মুক্তিযোদ্ধার মেয়ে ও স্ত্রীর উপর হামলা চালায় এবং তাদের চুলির মুঠি ধরে টানা হেচড়া করে। সেখানে বাধা দিতে গেলে উৎসব ধারালো বটি নিয়ে মুক্তিযোদ্ধা মজিবুর রহমানকে কোপাতে যায়। এ সময় তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং মুক্তিযোদ্ধা মুজিবরকে রক্ষা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে অভিযুক্ত উৎসবের কাছে জানতে চাইলে সে জানায়, ওই মুক্তিযোদ্ধা আমার মাকে নিয়ে বাজে কথা বলে। মাকে নিয়ে খারাপ কথা বলায় আমি রেগে গিয়ে বটি নিয়ে মারতে যাই। কিন্তু তাকে মারিনি।
এ বিষয়ে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বলেন, নিজের জীবন বাজি রেখে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে দেশকে হানাদার মুক্ত করেছি। আর আজ সেই দেশের মাটিতে আমি ও আমার পরিবার নিরাপদ নই। আমাকে বটি দিয়ে কোপাতে আসে। আমার স্ত্রীর চুলের মুঠি ধরে টানা হেচড়া করে। এছাড়া আমার মেয়েকে ধর্ষণ করবে বলে হুমকি দেয় বখাটে উৎসব। আমি তাদের উপযুক্ত শাস্তি চাই।
এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, আমি ছুটিতে ছিলাম। বিষয়টি জানা নেই। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173593/মুক্তিযোদ্ধাকে-কোপানোর-চেষ্টা,-মেয়েকে-ধর্ষণের-হুমকি
Post Come trough : PURBOPOSHCIMBD
২০২১ সালের জানুয়ারিতে বাজারে আসবে করোনা ভ্যাকসিন: বিল গেটস
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
টেক জায়ান্ট মাইক্রোসফট প্রধান বিল গেটস বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না। ২০২১ সালের শুরুতেই অন্তত ৬টি ফার্মাসিউটিক্যাল কোম্পানির টিকা চলে আসবে বাজারে।
বিল গেটস বলেন, কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির টিকা চূড়ান্ত পর্বের ট্রায়ালে রয়েছে। তাদের ক্লিনিক্যাল ট্রায়ালের ফলও ভাল। তাই আশা করা যায় কিছু ভ্যাকসিন আগামী বছরের একেবারে শুরুর দিকেই চলে আসবে। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
কোভিড ভ্যাকসিন তৈরি করতে ইতোমধ্যে বিভিন্ন সংস্থাকে আর্থিক সহযোগিতা দিয়েছে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। পেনসিলভানিয়ার বায়োটেক ফার্ম ইনোভিও ফার্মাসিউটিক্যালসের ভ্যাকসিন গবেষণায় সামিল বিল গেটসও। এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির কোভিড-১৯ ভ্যাকসিন গবেষণার কাছে যাবতীয় আর্থিক অনুদান দিয়েছে বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এছাড়া কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (গাভি)-র সঙ্গে যৌথ উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিনের ডোজ পৌঁছে দেওয়ার জন্য আগাম পরিকল্পনাও করে রেখেছেন তিনি।
গেটস বলেন, এশিয়া, ইউরোপ, আমেরিকার বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ করছে তাদের ফাউন্ডেশন। বছরে ১০০ কোটি বা ২০০ কোটি ভ্যাকসিনের ডোজ যদি তৈরি করা যায়, তাহলে কোভিড আক্রান্ত দেশগুলোতে দ্রুত সেই ডোজ পৌঁছে দেওয়া হবে।
বিশ্বে ভ্যাকসিনের গণবন্টন ব্যবস্থা বা কোভ্যাক্স কর্মসূচীরও অংশ তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিভিন্ন নামী কর্পোরেট সংস্থা এই কর্মসূচীতে অংশগ্রহণ করেছে। ভ্যাকসিনের ডোজ চলে এলে বিশ্বের নানা প্রান্তে বিশেষত আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশগুলিতে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব এই কোভ্যাক্স মিশনের।
ভ্যাকসিনের সমবণ্টন নিয়েও এ দিন কথা বলেন বিল গেটস। তিনি জানান, এক দেশে সংক্রমণ বন্ধ হলেও বিশ্বজুড়ে মহামারি ঠেকানো সম্ভব নয়। করোনার মোকাবিলায় তাই সব দেশকেই এগিয়ে এসে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দরিদ্র দেশগুলিকে আগে ভ্যাকসিন দিতে হবে। প্রত্যন্ত এলাকাগুলোতে সংক্রমণের হার বন্ধ হলে তবেই সার্বিকভাবে এই মহামারিকে ঠেকানো যাবে।
ভ্যাকসিন গবেষণায় ভারতের ভূমিকারও প্রশংসা করেন গেটস। তিনি বলেন, বেশিরভাগ কোভিড ভ্যাকসিন তৈরি হচ্ছে পশ্চিমের দেশগুলিতে। তাদের উচিত ভ্যাকসিন উৎপাদন ও বিতরণে ভারতের সঙ্গে জোটবদ্ধ হওয়া। কারণ ভ্যাকসিন তৈরিতে খুব ভাল কাজ করছে ভারতের ফার্মাসিউটিক্যাল ও বায়োটেকনোলজি কোম্পানিগুলো। ড্রাগ ও ভ্যাকসিন তৈরিতে ভারতের সুনাম আছে বিশ্বের বাজারে। ভারতে যে পরিমাণ ভ্যাকসিন ও ওষুধ তৈরি হয়, বিশ্বের কোনও দেশে তেমনটা হয় না। করোনার ভ্যাকসিন তৈরির কাজে ভারতের ফার্মাসিউটিক্যালগুলির সেই প্রচেষ্টাই দেখা যাচ্ছে। কোটি কোটি ভ্যাকসিনের ডোজ তৈরি করার পরিকাঠামো রয়েছে ভারতের।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/173592/২০২১-সালের-জানুয়ারিতে-বাজারে-আসবে-করোনা-ভ্যাকসিন:-বিল-গেটস
Post Come trough : PURBOPOSHCIMBD
ভারতে করোনা আক্রান্ত অর্ধ কোটি, একদিনে মৃত্যুতে রেকর্ড
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্ক
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত অর্ধ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ৯০ হাজার ১২৩ জন।
দেশের ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরে বুলেটিন দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। বুলেটিনে বলা হয়, মোট আক্রান্তের সংখ্যা এখন বেড়ে হয়েছে ৫০ লাখ ২০ হাজার ৩৬০ জন। সক্রিয় রোগী ৯ লাখ ৯৫ হাজার ৯৩৩ জন। ৩৯ লাখ ৪২ হাজার ৩৬১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরায় সুস্থতার হার বেড়ে ৭৮.২৮ শতাংশ।
ভারতে করোনায় এখনও সবচেয়ে বিপর্যস্ত মহারাষ্ট্র অঙ্গরাজ্য। প্রতিদিন সেখানে ১৭ হাজারের বেশি রোগী পাওয়া যাচ্ছে, মোট ১০ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে। তাদের পরে আছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক ও উত্তরপ্রদেশ। সক্রিয় রোগীর প্রায় অর্ধেকই (৪৮.৮ শতাংশ) তিনটি অঙ্গরাজ্যের- মহারাষ্ট্র, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ।
২৪ ঘণ্টায় মৃত্যুর ৬৯ শতাংশ হয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও দিল্লিতে। মোট মৃত্যুর ৩৭ শতাংশের বেশি হয়েছে মহারাষ্ট্রে (২৯৮৯৪)। গত একদিনে ৩৬৩ জন মারা গেছেন সেখানে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/173591/ভারতে-করোনা-আক্রান্ত-অর্ধ-কোটি,-একদিনে-মৃত্যুতে-রেকর্ড
Post Come trough : PURBOPOSHCIMBD
এসো, ভালোবাসো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি- আমরা প্রবেশ করবো এক 'জোতির্ময়' গুহায়! যেখানে দেয়ালে দেয়ালে ফুল হয়ে ফোটে- আসমানী তারার দল। শুদ্ধতার আলো ছড়ায়।
তুমি কি জানো? জাগতিক কামনার জলে- ভেসে ভেসে আসা অন্ধকার, হৃদয়ের উপরে জমে অদৃশ্য করে দেয় প্রেম! নদীর মতো নাব্যতা হারায় মনের গভীরতা। স্রোতহীন হয়ে পড়ে জনকল্যাণচিন্তা। মানুষ তখন, পৃথিবীর সহচর প্রাণীদের থেকে অভিন্ন! ভুলে যায় আত্মপরিচয়। এমন ভয় আমার, আমাকে নিয়ে হয়। এমন ভয় আমার, তোমাকে নিয়েও হয়!
এসো, দূর করি ভয়। ঐশ্বরিক প্রেমে, জোতির্ময় ছোঁয়ায়!
Post Written by :
Original Post URL : https://ppbd.news/literature/173590/সাকিব-জামালের-কবিতা-‘জোতির্ময়-ভালোবাসা’
Post Come trough : PURBOPOSHCIMBD
আজ বিশ্ব ওজন দিবস। অতিবেগুনী রশ্মী থেকে পৃথিবীকে রক্ষাকারী এই স্তর ধীরে ধীরে ক্ষতির মুখে পড়ছে। গবেষকরা বলছেন, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, অ্যারোসল স্প্রে ব্যবহারে বায়ুমণ্ডলের উপরে থাকা ওজন স্তরে গর্ত সৃষ্টি হচ্ছ। তবে আশার কথা বাংলাদেশের শিল্প কারখানায় এ ধরনের ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার প্রায় অর্ধেকে নেমে এসেছে।
বায়ুমণ্ডলের ওপরের দিকে আছে ওজন স্তর, যা সূর্য থেকে নির্গত ক্ষতিকর রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। অথচ এই স্তরে বেশকিছু বড়বড় গর্ত তৈরি হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এর মূল কারণ হলো কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লোরোকার্বন ও সালফারের ব্যবহার।
বিশ্বজুড়ে রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, অ্যারোসল স্প্রের ব্যবহার বছরে ১০ থেকে ১৫ শতাংশ হারে বাড়ছে। এতে এইচএফসি গ্যাসের ব্যবহার এবং বায়ুমণ্ডলে তার নিঃসরণও ক্রমাগত বাড়ছে। এর প্রভাবে মানব দেহে ত্বকের ক্যান্সার থেকে শুরু করে চোখেরও বড় রকমের ক্ষতি হয়।
তবে প্রায় সকল ওজনস্তর ক্ষয়কারী দ্রব্যই বেশী ক্ষমতাসম্পন্ন গ্রিন হাউস গ্যাস হিসেবেও চিহ্নিত। তাই ২০১৬ সালে রুয়ান্ডার রাজধানী কিগালিতে বিশ্বব্যাপী ক্লোরোফ্লোরোকার্বনসহ ক্ষতিকর দ্রব্যের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে ২০০ দেশ ঐক্যমতে পৌছে। এতে করে পৃথিবী থেকে প্রায় ১৩৫ মিলিয়ন টন কার্বন-ডাই-অক্সাইডের সমপরিমাণ গ্যাস নিঃসরণ হ্রাস করা সম্ভব হয়েছে। আর বাংলাদেশে এরই মধ্যে এরোসল কিটনাশক, ইনহেলার, রেফ্রিজারেটর ও এসিসহ বেশ কিছু পণ্য এইচএফসি মুক্ত উৎপাদন হচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক গবেষণায় দেখা যায়, করোনাকালে দূষণ কমছে। ওজন স্তরে যে গহ্বরের সৃষ্টি হয়েছিল তা করোনাকালে ধীরে ধীরে মেরামত হচ্ছে। এতে পৃথিবীর পরিবেশ ও জীবজগৎ বড়সড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে। বিশেষজ্ঞদের হিসাবে, ২০৫০ সালের মধ্যে ৭ হাজার টন কার্বন ডাই অক্সাইড পৃথিবী থেকে কমিয়ে ফেলা সম্ভব।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3hAUXSg
Post Come trough : নাচোল নিউজ
শোল্ডার জয়েন্ট বা কাঁধের অস্থিসন্ধির একটি অসুখ ফ্রোজেন শোল্ডার। এ রোগে কাঁধে প্রচণ্ড ব্যথা হয় এবং রোগী হাত ওঠাতে পারেন না। তবে সব থেকে বেশি সমস্যা হয় হাত পেছনের দিকে নিতে। অন্যান্য সব দিকে হাত ঘোরাতে সমস্যা হওয়ার আগে হাত পেছন দিকে ঘোরাতেই সমস্যায় পড়েন আক্রান্ত ব্যক্তি। কারা রয়েছেন ঝুঁকিতে?
যাঁরা আগে কখনো কাঁধে চোট পেয়েছিলেন কিন্তু সঠিক চিকিৎসা করানো হয়নি, তাঁদের পরবর্তী সময়ে ফ্রোজেন শোল্ডার হতে পারে। আবার যাঁরা খুব বেশি ভারী কাজ করেন অথবা রান্নাঘরের কাজ করেন তাঁদেরও হতে পারে এ রোগ। ডায়াবেটিসের রোগীদের কিংবা হৃদরোগীদেরও ভুগতে হতে পারে এ সমস্যায়। বেশির ভাগের ৪০ বছর বয়সে হলেও অনেকের তাঁর আগেও হতে পারে। চিকিৎসা নিনঃ
ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা না করালে কাঁধের মাংসপেশি ধীরে ধীরে শুকিয়ে যেতে পারে। তাই এ রোগের চিকিৎসা করাতে হবে অবশ্যই। ব্যথা ও কাঁধের জড়তা নিয়ে বসে থাকলে চলবে না।
এ রোগের চিকিৎসায় কাঁধে গরম সেক দিতে হবে। খেতে হতে পারে ব্যথার ওষুধ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিজিওথেরাপি চিকিৎসা। প্রতিরোধে করণীয়ঃ
কাঁধে চোট পেলে সেটির চিকিৎসা করাতে হবে ঠিকঠাক। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। কেউ কেউ মনে করেন, দীর্ঘদিন কাজ না করলে একসময় কাঁধের অস্থিসন্ধির জড়তার কারণে ফ্রোজেন শোল্ডার হতে পারে। এমন ধারণা ঠিক নয়। বরং কাঁধের অস্থিসন্ধিতে প্রচণ্ড চাপ পড়লে এ রোগ হওয়ার আশঙ্কা থাকে। তাই কখনোই খুব বেশি ভারী জিনিস তোলা ঠিক নয়। কাঁধ প্রচণ্ড মোচড় খায়, এমনভাবে কাঁধ নাড়িয়ে কোনো কাজ করা উচিত নয়। জেনে নিই কিছু থেরাপিউটিক এক্সারসাইজঃ
ঘরেই করতে পারবেন কাঁধের ব্যায়ামগুলো। এসব ব্যায়ামের মধ্যে একটি হলো পেন্ডুলাম এক্সারসাইজ। এটি করার নিয়ম হলো সামনের দিকে একটু ঝুঁকে হাত যতটা ঘোরাতে পারা যায়, সামনে-পেছনে করে ততটাই ঘোরাতে চেষ্টা করতে হবে। ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে, প্রথমে সেদিকে ১০ বার হাত ঘোরাতে হবে। এরপর ঠিক এর বিপরীত দিকে হাত ঘোরাতে হবে আরও ১০ বার। এভাবে দিনে দুই বার করে ব্যায়ামটি করতে হবে।
দুই সপ্তাহ পর এটির পরিবর্তে করতে হবে ওয়েট বিয়ারিং এক্সারসাইজ। হাতে কিছুটা ওজন নিয়ে হাত ঘোরানোর এই ব্যায়ামটি শুরু করতে হবে। পেন্ডুলাম এক্সারসাইজের নিয়মেই করতে হবে এই ব্যায়াম। ঘড়ির কাঁটার দিকে ১০ বার এবং তার বিপরীত দিকে ১০ বার করে হাত ঘুরিয়ে করতে হবে এই ব্যায়ামটিও। দিনে দুই বার করেই করুন এই ব্যায়াম।
পেন্ডুলাম এক্সারসাইজের পাশাপাশি করা যাবে ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ। এই ব্যায়াম করতে রোগী যতটা হাত ওঠাতে পারে, একটি দেয়াল ধরে দেয়ালটি বরাবর ঠিক ততটা উচ্চতায় হাত উঠাতে হবে তাঁকে। ধীরে ধীরে অধিক উচ্চতায় হাত ওঠাতে চেষ্টা করতে হবে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3mqUtSI
Post Come trough : নাচোল নিউজ
কার সাথে দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন তানজিন তিশা, অন্তরঙ্গ ছবি ভাইরাল
বিনোদন
বিনোদন ডেস্ক
ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা নাটক নিয়েই ব্যস্ত আছেন। তিনি প্রথমবারের মতো সাত পর্বের একটি ওয়েব সিরিজেও অভিনয় করছেন; নাম ‘শিকল’। এতে নন্দিনী চরিত্রে দেখা যাবে তাকে। তবে আলোচনার বিষয়বস্তু এটি নয়, এ অভিনেত্রীর প্রেমের খবর নিয়ে নানান কথাবার্তা চলছে চারদিকে।
ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী আবারো প্রেমে পড়েছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে। ছেলের নাম জাহিন খান। কিন্তু তিশা বলছেন যার সঙ্গে তার ছবি ভাসছে তিনি তার বন্ধু।
জানা যায়, ছবিতে যে তরুণকে দেখা যাচ্ছে তিনি একজন ফ্যাশন ডিজাইনার। জাহিন খান নামে এ তরুণকে তিশা ‘জাষ্ট’ ফ্রেন্ড বলে পরিচয় দেন। তারা একসঙ্গে দেশ-বিদেশে বেশ ভালো সময়ও কাটিয়েছেন। এমনকি দুই জনের ইনস্টাগ্রামেও অসংখ্য ছবি শোভা পাচ্ছে। যা দেখে জনমনে প্রশ্ন, তারা কি শুধুই বন্ধু? তবে শুধু ভালো বন্ধু হলে কি দূর দেশে সময় কাটানো যায়?
তাদের অন্তরঙ্গ কিছু ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হলে বিষয়টি সামনে আসে। এখন কি বলবেন তিশা? তিনি এক গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের মানুষের মন অনেক ছোট, সেই কারণেই এই ধরনের কথা ছড়ায়। আমরা শুধু দুজনই অস্ট্রেলিয়ায় যাইনি, আমার মাও ছিলেন। পরিবারের সবাই জাহিনকে চেনেন।
এর আগে ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা আফরান নিশো ও তানজিন তিশা চুটিয়ে প্রেম করছেন বলে মিডিয়ায় গুঞ্জন উঠেছিল। সেই গুঞ্জনের আগে তানজিন তিশার সঙ্গে জনপ্রিয় সংগীত তারকা হাবিবের প্রেম ছিল। তাদের বিচ্ছেদও ঘটেছে। সে গল্প সবারই জানা। একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে কাছাকাছি আসেন হাবিব ও তিশা। এরপর প্রেমে জড়ান একে অপরের। তবে বেশি দিন সেই প্রেম টেকেনি।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://ppbd.news/entertainment/173589/কার-সাথে-দেশ-বিদেশ-ঘুরে-বেড়াচ্ছেন-তানজিন-তিশা,-অন্তরঙ্গ-ছবি-ভাইরাল
Post Come trough : PURBOPOSHCIMBD
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৯ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ লাখ ৩৩ হাজার ৪৯০ জনে দাঁড়িয়েছে।
জেএইচইউর তথ্য অনুসারে, এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২ কোটি ৯৪ লাখ ৭৭ হাজার ১৮৩ জনে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৬ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৯৫ হাজার ৭৩৫ জন।
এদিকে, সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৪৯ লাখ ৩০ হাজার ২৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৮০ হাজার ৭৭৬ জনের।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৮২ হাজার ২৬৩ জন মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ৩৩ হাজার ১১৯ জনের।
এদিকে, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৮০২ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, নতুন করে ১ হাজার ৭২৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৪১ হাজার ৫৬ জনে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ৯৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬৪৮টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৭ লাখ ৫৬ হাজার ৭৪৬টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.২৭ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৯.৪১ শতাংশ।
নতুন যে ৪৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৬ এবং নারী সাতজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৭৪৪ জন বা ৭৭.৯৭ শতাংশ এবং নারী ১ হাজার ৫৮ জন বা ২২.০৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪১ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৩৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৯৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭২.০১ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/173588/বিশ্বে-করোনায়-মৃত্যু-৯-লাখ-৩৩-হাজারের-বেশি
Post Come trough : PURBOPOSHCIMBD
ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক মামুনুর রশিদ।
বরিশাল প্রতিনিধি
রাজধানী ঢাকা থেকে বরিশালগামী এমভি পারাবত-১১ লঞ্চের কেবিনে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যাকাণ্ডের শিকার নারীর পরিচয় মিলেছে। ঢাকার পল্লবী এলাকার বাসিন্দা লাবণী বেগম নামের ওই নারীর দুই ছেলে আছে। তার স্বামী একজন ইলেকট্রিশিয়ান। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। নারী স্বজনেরা মঙ্গলবার বরিশালে তাকে শনাক্ত করেন।
বরিশাল নৌ-পুলিশের একটি সূত্র তথ্য নিশ্চিত করেছে। এদিকে আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় বরিশাল নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) অলক চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা করলেও এখন পর্যন্ত ঘাতককে গ্রেপ্তার করতে পারেনি।
তবে পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছে। কিন্তু তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা নৌ-পুলিশ পরিদর্শক আবদুল্লাহ-আল মামুন জানান, চাকরির প্রলোভনে গত রোববার ঢাকার সদরঘাট থেকে একজনের সঙ্গে লঞ্চযোগে বরিশাল আসছিলেন লাবণী। ওই দিন রাত ৯টা পর্যন্ত লাবণীর সঙ্গে ফোনে কথা হয় তার বাবার। পরের দিন সোমবার সকালে লঞ্চের কেবিন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির ক্রাইম সিন ইউনিটের পরিদর্শক মামুনুর রশিদ। তবে তার সঙ্গে থাকা ওড়না ও ব্যাগসহ অন্য আলামত নিয়ে যাওয়ায় পুলিশ তাৎক্ষণিক ওই নারীর পরিচয় উদঘাটন করতে পারেনি। শেষ পর্যন্ত আঙ্গুলের ছাপ অনুযায়ী তার পরিচয় উদঘাটন করে পুলিশ। পরে তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ।
নৌ-পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে হাসপাতাল মর্গের হিমঘরে ওই নারীর লাশ শনাক্ত করেন তার বাবা ও ভাই। এর আগে সোমবার ওই নারীর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173587/‘পারাবত-১১’-লঞ্চের-কেবিনে-নিহত-নারীর-পরিচয়-মিলেছে
Post Come trough : PURBOPOSHCIMBD
ধামরাইয়ে পূর্ব শুত্রুতার জের ধরে হামলা, মেম্বারসহ আহত ৪
সাভার প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে পূর্ব শুক্রতার জের ধরে রোয়াইলর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আওয়াম লীগের সভাপতি ও মেম্বার সরোয়ার মোল্লাসহ চার জনের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। এদের মধ্যে একজনের অবস্থা অংশকাজনক হলে তাকে উন্নত চিহিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে পাঠায়েছে বলে জানা গেছে। এঘটনায় মেম্বার সরোয়ার মোল্লা বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামের বিমল চন্দ্র এর বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, দুপুরে ফুড ফর দা হাংরী একটি দাতা সংস্থার ত্রাণ শেষে বাড়ি ফেরার পথে বিমল চন্দ্র এর বাড়ির সামনে পৌঁছালে পূর্ব শক্রতার জের ধরে আগে থেকে উৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। পরে চিৎকার শুনে আমার ভাই ভাতিজা এগিয়ে আসলে তাদের উপরেও হামলা করলে আহত হয়ে নীলচান মোল্লা মাটিতে লুটিয়ে পড়ে।পরে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলা কারীরা পালিয়ে যায়। এই সময় তারা আহতদের উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতালে ভর্তি করে। পরে নীলচান মোল্লার অবস্থা খারাপ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে রোয়াইল ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও মেম্বার সরোয়ার মোল্লা বলেন, এর আগে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন জাযগায় হত্যার হুমকি দিলে আমি নিজে ধামরাই থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছিলাম। এরপর আজ আমাকে হত্যার করার উদ্ধেশ্যে রাস্তা একা পেয়ে হামলা করেছে।
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দীন খান বলেন, মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173586/ধামরাইয়ে-পূর্ব-শুত্রুতার-জের-ধরে-হামলা,-মেম্বারসহ-আহত-৪
Post Come trough : PURBOPOSHCIMBD