মুক্তিযোদ্ধাকে কোপানোর চেষ্টা, মেয়েকে ধর্ষণের হুমকি
পূর্ব শত্রুতার জেড় ধরে মজিবুর রহমান (৬৫) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে বটি দিয়ে কোপানোর চেষ্টার অভিযোগ উঠেছে তারই ভাতিজা উৎসবের (২০) বিরুদ্ধে।
লালমনিরহাট প্রতিনিধিলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পূর্ব শত্রুতার জেড় ধরে মজিবুর রহমান (৬৫) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে বটি দিয়ে কোপানোর চেষ্টার অভিযোগ উঠেছে তারই ভাতিজা উৎসবের (২০) বিরুদ্ধে। ওই যুবক মুক্তিযোদ্ধার স্ত্রীর চুলের মুটি ধরে টানা হেচড়া করে এবং তার মেয়েকে ধর্ষণের হুমকি দেয়।
এ ঘটনায় গত রোববার (১৩ সেপ্টম্বর) ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বাদী হয়ে উৎসবকে প্রধান আসামি করে আরো তিনজনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত ১১ সেপ্টম্বর দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ১ নং ওযার্ডে এ ঘটনাটি ঘটে।
অভিযুক্ত বখাটে উৎসব উপজেলার ওই এলাকার নুর ইসলামের ছেলে। অন্য অভিযুক্তরা হলেন, উৎসবের মা ও দুই বড় বোন।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান উপজেলার ওই এলাকার মৃত মশিউর রহমানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের বাড়ি লাগোয়া উৎসবের বাড়ি। তারা সম্পর্কে চাচা ভাতিজা। উৎসবদের সাথে মজিবুর রহমানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই ধারবাহিকতায় গত ১১ সেপ্টম্বর অভিযুক্ত উৎসবের মা ও বোনরা মুক্তিযোদ্ধার বাড়ির সামনে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় বীর মুক্তিযোদ্ধা ও তার মেয়ে এবং স্ত্রী বাধা দেয়। এতে উৎসবের মা-বোনরা মুক্তিযোদ্ধার মেয়ে ও স্ত্রীর উপর হামলা চালায় এবং তাদের চুলির মুঠি ধরে টানা হেচড়া করে। সেখানে বাধা দিতে গেলে উৎসব ধারালো বটি নিয়ে মুক্তিযোদ্ধা মজিবুর রহমানকে কোপাতে যায়। এ সময় তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং মুক্তিযোদ্ধা মুজিবরকে রক্ষা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে অভিযুক্ত উৎসবের কাছে জানতে চাইলে সে জানায়, ওই মুক্তিযোদ্ধা আমার মাকে নিয়ে বাজে কথা বলে। মাকে নিয়ে খারাপ কথা বলায় আমি রেগে গিয়ে বটি নিয়ে মারতে যাই। কিন্তু তাকে মারিনি।
এ বিষয়ে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বলেন, নিজের জীবন বাজি রেখে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে দেশকে হানাদার মুক্ত করেছি। আর আজ সেই দেশের মাটিতে আমি ও আমার পরিবার নিরাপদ নই। আমাকে বটি দিয়ে কোপাতে আসে। আমার স্ত্রীর চুলের মুঠি ধরে টানা হেচড়া করে। এছাড়া আমার মেয়েকে ধর্ষণ করবে বলে হুমকি দেয় বখাটে উৎসব। আমি তাদের উপযুক্ত শাস্তি চাই।
এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, আমি ছুটিতে ছিলাম। বিষয়টি জানা নেই। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/173593/মুক্তিযোদ্ধাকে-কোপানোর-চেষ্টা,-মেয়েকে-ধর্ষণের-হুমকি
Post Come trough : PURBOPOSHCIMBD