মারামারিতে জড়িয়ে নিষিদ্ধ হলেন নেইমার
খেলা
স্পোর্টস ডেস্কফরাসি লিগে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে মারামারিতে জড়িয়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার।
মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে মার্শেইয়ের ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে চড় মেরে বসেন তিনি। সে সময় রেফারির লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গঞ্জালেজের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন নেইমার। পরে গঞ্জালেজ ওই অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন।
তবে ম্যাচ চলাকালীন অসদাচরণের দায়ে শাস্তি এড়াতে পারেননি নেইমার। মেৎজের বিপক্ষে ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। রোববার (২০ সেপ্টেম্বর) নিসের বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান তারকা।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/173712/মারামারিতে-জড়িয়ে-নিষিদ্ধ-হলেন-নেইমার
Post Come trough : PURBOPOSHCIMBD