ভারতে করোনা আক্রান্ত অর্ধ কোটি, একদিনে মৃত্যুতে রেকর্ড
আন্তর্জাতিক
আন্তর্জাতিক ডেস্কভারতে করোনাভাইরাসে আক্রান্ত অর্ধ কোটি ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ৯০ হাজার ১২৩ জন।
দেশের ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরে বুলেটিন দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। বুলেটিনে বলা হয়, মোট আক্রান্তের সংখ্যা এখন বেড়ে হয়েছে ৫০ লাখ ২০ হাজার ৩৬০ জন। সক্রিয় রোগী ৯ লাখ ৯৫ হাজার ৯৩৩ জন। ৩৯ লাখ ৪২ হাজার ৩৬১ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরায় সুস্থতার হার বেড়ে ৭৮.২৮ শতাংশ।
ভারতে করোনায় এখনও সবচেয়ে বিপর্যস্ত মহারাষ্ট্র অঙ্গরাজ্য। প্রতিদিন সেখানে ১৭ হাজারের বেশি রোগী পাওয়া যাচ্ছে, মোট ১০ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে। তাদের পরে আছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক ও উত্তরপ্রদেশ। সক্রিয় রোগীর প্রায় অর্ধেকই (৪৮.৮ শতাংশ) তিনটি অঙ্গরাজ্যের- মহারাষ্ট্র, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ।
২৪ ঘণ্টায় মৃত্যুর ৬৯ শতাংশ হয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ ও দিল্লিতে। মোট মৃত্যুর ৩৭ শতাংশের বেশি হয়েছে মহারাষ্ট্রে (২৯৮৯৪)। গত একদিনে ৩৬৩ জন মারা গেছেন সেখানে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/173591/ভারতে-করোনা-আক্রান্ত-অর্ধ-কোটি,-একদিনে-মৃত্যুতে-রেকর্ড
Post Come trough : PURBOPOSHCIMBD