
ছাড়পত্রের অভাবে আজও দেশের কোনো স্থলবন্দর দিয়ে ঢুকতে পারেনি ভারতের পেঁয়াজবাহী ট্রাক। এখনো তিন স্থলবন্দরে আটকে আছে কয়েকশ’ ট্রাক।
পেট্টাপোল বন্দরে চারদিন অপেক্ষার পরও দেশে আসেনি গেটপাস হওয়া ১০০ পেঁয়াজবাহী ট্রাক। দিল্লি থেকে কোন নির্দেশনা কাস্টমস কর্তৃপক্ষের কাছে না আসায় পেঁয়াজবাহী ট্রাক ঢুকতে পারছে না বলে জানিয়েছেন আমদানি সংশ্লিষ্টরা। এ কারণে ভারতীয় পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের অপর পাশে ভারতের ঘোজাডাঙা স্থলবন্দরে আটকে আছে ১৬৫টি ট্রাক। এছাড়া, হিলি স্থলবন্দরেও আটকে আছে অন্তত ২০০ পেঁয়াজবাহী ট্রাক। কয়েকদিন ধরে আটকে থাকায় পেঁয়াজ পঁচে নষ্ট হয়ে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের।
বন্দর সংশ্লিষ্টরা জানান, প্রতি মেট্রিকটন পেঁয়াজ ২৫০ ডলার থেকে বাড়িয়ে ৭৫০ ডলারে রপ্তানির নির্দেশ দেয় ভারত সরকার। ফলে সোমবার থেকে বেনাপোলসহ দেশের সব শুল্কষ্টেশন দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।
এদিকে, স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের পরই স্থানীয় বাজারগুলোতে বেড়ে গেছে পেয়াজের দাম। ৪০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০টাকায়।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3c7aAzS
Post Come trough : নাচোল নিউজ