ঠাকুরগাঁও জেলায় গত কয়েক দিনের টানা বৃষ্টির পর এবার নতুন করে কৃষকের ফসলে হানা দিয়েছে ইঁদুরের আক্রমণ। এই সময়ে আমন খেতে পাতা ঝলসানো রোগসহ বিভিন্ন রোগের পাশাপাশি ইঁদুরের উপদ্রবে চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এ জেলায় ১ লাখ ৩৭ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হচ্ছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার বেশকয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়, চাষিরা ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার চেষ্টা হিসেবে খেতের মধ্যে বাঁশের কঞ্চি গেড়ে তাতে পলিথিন টাঙিয়ে দিয়েছেন। এর পরও ইঁদুরের উপদ্রব থেকে প্রতিকার পাননি। কৃষকরা এখন চিন্তিত ফসল ঘরে তোলা নিয়ে।
সদর উপজেলার বেগুনবাড়ি এলাকার নুর আলম বলেন, বন্যার পানি নেমে যাওয়ার পর পর ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। পাশের গ্রামের জগন্নাথপুর এলাকার কৃষক মোহাম্মদ আলী জানান, ইঁদুরের এমন উপদ্রব জীবনেও দেখিনি।
ঘরে-বাইরে সমান তালে ক্ষতি করছে। ধানের গোছা বের হওয়ার আগেই গাছ নষ্ট করে দিয়েছে। জমিতে গেলে হতাশ হয়ে ফিরতে হয়। বাজারের ওষুধেও কাজ হচ্ছে না।
এ দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফতাব আহমেদ পূর্বপশ্চিমকে জানান, কৃষকদের নিয়ে সম্মিলিত ভাবে ইঁদুর নিধন করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন জেলা কৃষি বিভাগ।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175203/ঠাকুরগাঁওয়ে-আমন-ধানে-ইঁদুরের-উপদ্রব-দিশেহারা-কৃষক
Post Come trough : PURBOPOSHCIMBD
লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডস্থ লাহারকান্দি এলাকার খামার বাড়ী প্রায় আধা কিলোমিটার সলিং সড়কে থামছেই না জনভোগান্তি। দিন যত যাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোগান্তি। দুর্ভোগই যেন এ সড়কে চলাচলকারীদের নিত্যদিনের সঙ্গি। সড়কটির কিছুদিন পর পর ইট উঠে ও ভেঁঙ্গে গিয়ে ছোট-বড় বহু গর্তের সষ্টি হয়েছে। এ ভোগান্তির শেষ কবে?
এতে এ রুটে চলাচলকারী প্রায় ৫-৬ হাজার মানুষকে দূর্ভোগ পোহাতে হয়। স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কার করার জন্য পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ চেয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সরজমিনে ওই এলাকায় গিয়ে মানুষের দুর্ভোগের এ চিত্র দেখা গেছে।
এদিকে পৌরসভার মেয়ের আবু তাহের সড়ক মেরামত করে দিবে বলে একাদিক বার প্রতিশ্রুতি দিয়েও সড়ক মেরামত করেননি বলে জানান এলাকাবাসী।
সরজমিনে দেখা যায়, লাহারকান্দি এলাকার মিয়ার বাগবাড়ীর সামনে থেকে খামার বাড়ী পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কটির বেহাল দশা। এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজ ও মাদ্রসা পড়ুয়া শিক্ষার্থী, কমলমতি শিশুসহ হাজার হাজার মানুষ চলাচল করে। রাস্তাটি ভেঁঙ্গে ছোট-বড় বহু গর্তে পরিণত হয়েছে। এমনকি রাস্তা ও কালভার্টের দুই পাশের মাটি সরে গিয়ে আতংকের জম্ম দিয়েছে।
খামার বাড়ী এলাকার চা দোকানী মোঃ খোরশেদ আলম বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উনয়ন কাজ হলেও আমরা আজও অবহেলিত রয়ে গেছি। বর্ষাকালে আমার দাকানের সামনে দিয়ে চলাচলের একবারে অনুপযোগী হয়ে পড়ে।
মধ্য আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের বলেন, ভারি বৃষ্টির সময় সড়কটি দিয়ে চলতে খুব কষ্ট হয়। সড়কটি সংস্কার পাকা করা হলে দূর্ভোগ থেকে মুক্তি পাবো।
লক্ষ্মীপুর সরকারি কলজের ডিগ্রী পড়ুয়া ছাত্র পারভেজ হোসেন বলেন, সরকারের ডিজিটালের ছোঁয়া এখনও আমাদর গ্রামে পৌঁছেনি। এ সড়ক দিয়ে প্রতিদিন লক্ষ্মীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, লাহারকান্দি উচ্চ বিদ্যালয়, দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবিরনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মধ্য আবিরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনদ নিকতন মডেল একাডেমীসহ কয়েকটি শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা যাতায়েত করে। রাস্তাটি পাকা হলে শিক্ষার্থীদের যাতায়েতে সুবিধা হতো।
আনন্দ নিকেতন মডেল একাডেমীর প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর যদি কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসির দূর্ভোগের কথা ভেবে রাস্তাটি সলিং থেকে পাকা করে তাহলে চরম দূর্ভোগ থেকে রক্ষা পাবে সকলে।
সড়ক মেরামতের বিষয়ে জানতে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মীর শাহাদাত হোসেন রুবেল পূর্বপশ্চিমকে বলেন, সড়কটি মেরামতের জন্য প্রকল্পে রাস্তাটির নাম দেওয়া হয়েছে। অনুমোদন হলে কাজ শুরু হবে বলেন তিনি।
লক্ষ্মীপুর পৌরসভার প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন পূর্বপশ্চিমকে জানান, সড়কটি কোন পর্যায়ে আছে আমার জানা নাই। সে দিকে আমার যাওয়া পড়ে না। সড়কের বিষয় সেই ওয়ার্ডর কাউন্সিলর ভালো বলতে পারবে। এলাকাবাসী যেন রাস্তা মেরামতের বিষয়ে পৌরসভার মেয়ের বরাবর দরখাস্ত করে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175200/আধা-কিলোমিটার-সড়কে-ভোগান্তির-শেষ-কবে?
Post Come trough : PURBOPOSHCIMBD
নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কিশোরীদের মনের ইচ্ছা থাকার পরেও নির্জন রাস্তা আর শারীরিক ক্লান্তি তাদেরকে বাধা হয়ে দাঁড়াত স্বাভাবিক জীবনের পথে। বিশেষ করে পাহাড়ি এলাকার মেয়েদেরকে স্কুলে আসতে হয় ৪ থেকে ৫ কিলোমিটার ঘুরে/দূর থেকে। তাই তারা নিয়মিত স্কুলে যাওয়া-আসা করতে পারে না।
কিন্তু এখন নিয়মিত স্কুলে যাবে তারা। আর্থ-সামাজিক উন্নয়নের প্রকল্প থেকে কুলাউড়া উপজেলা প্রশাসনের দেয়া বাইসাইক পেয়ে প্রত্যন্ত এবং পাহাড়ি এলাকার ছাত্রীদের মুখে আত্মবিশ্বাসের ছাপ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ৩০জন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় বাইসাইকেল। উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ করেন নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এর ফলে করোনাক্রান্তী কাটলেই স্কুলে ক্লাস করতে পারবে নিয়মিত। তাদের দেখাদেখি এখন উৎসাহিত হবে অন্যান্য ছাত্রীরাও। অনেকেই মনে করছেন স্কুলেগুলোতে বাড়বে ছাত্রী সংখ্যার উপস্থিতি। ফলে নারী শিক্ষার হারে যুক্ত হলো গ্রামীন এলাকার শিক্ষা ক্ষেত্রের নতুন মাত্রা।
অভিবাবকদের সাথে কথা বলে জানা যায়, আগে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারা চিন্তায় থাকতেন কারন দূর্গম পথে ৪/৫ কি.মি হেটে বাড়ীতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যেত , কিন্তু সাইকেল পাবার পর তারা এখন চিন্তা মুক্ত।
সচেতন নাগরিকরা এই উদ্যেগকে স্বাগত জানিয়েছেন তাদের অভিমত এই প্রকল্পের ফলে নারী পুরুষের যে পার্থকের বীজ কিশোরমনে রোপন করে দেওয়া হয় তা থেকে মুক্তি পাবে এই এলাকার কিশোরীরা। বড় হয়ে ছেলেদের পাশাপাশি সমাজ গঠনে বা নিজ নিজ কর্মস্থলে তাদের আত্মবিশাস তাদেরকে এগিয়ে রাখবে।
উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের লুহায়নি চা বাগানের চা শ্রমীক কন্যা জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী স্বপ্না ভুমিজ জানায়, স্কুলে আসতে বেশ কয়েক কিলোমিটার পথের পুরোটাই হাঁটতে হতো। চা বাগানের পথে পথে নানান বিড়ম্বনা। ক্লান্ত শরীর নিয়ে পড়ার টেবিলে মনযোগ দেয়া সম্ভব হতো না। এখন সব ঠিক হয়ে যাবে। শরিফপুর ইউনিয়নের চাতলাপুর চা বাগানের চা শ্রমিক কন্যা এটিএম হাই স্কুলের ছাত্রী বৃজেট টপ্পর বলে, স্কুল থেকে বাড়ি ফিরতে প্রায় সন্ধ্যা হতো। এখন নিয়মিত স্কুলে পারবো।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, এই উদ্যোগে নারী শিক্ষার অগ্রগতির পাশাপাশি নারী ক্ষমতায়নের ক্ষেত্র আরো প্রসারিত হবে। পর্যক্রমে আরো বিস্তৃতি ঘটবে চলমান এ সাফল্য।
এই কার্যক্রমের মাধ্যমে নারী শিক্ষায় ইতিবাচক প্রভাব পড়ছে জানিয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, মেয়েদের ক্ষেত্রে সামাজিক দৃষ্ঠিভঙ্গির পরিবর্তনেও ভূমিকা রাখবে। সেই সাথে বাড়বে নারী শিক্ষার হার। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পর্যটন সমৃদ্ধ মৌলভীবাজার জেলার উন্নয়র করতে ইতিমধ্যে আমি বেশ উদ্যোগ নিয়েছি। বিশেষ করে হাকালুকি হাওরকে হাওর উন্নয়ন বোর্ডের অন্তভুক্তকরণ, প্রস্তাবিত মুড়ইছড়া ইকোপার্ক বাস্তবায়ন, হাকালুকি হাওরের কুলাউড়া অংশ ওয়াচ টাওয়ার নির্মাণসহ পর্যটনের উন্নয়নে স্থানীয় প্রশাসনকে নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান কুলাউড়া উপজেলার বীর মুক্তিযেদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সেবাগ্রহিতার সাথে মতবিনিময় করেন। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবাগত জেলা প্রশাসক।
সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান একেএম শফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য সজল, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ নুরুল হক, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, প্রভাষক মমদুদ হোসেন ও এম এ রহমান আতিক, মুক্তিযোদ্বা মাশুক আহমদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাদির, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাইয়ুম, স্কাউটস সাবেক উপজেলা সেক্রেটারি ফয়জুর রহমান ছুরুক, ব্যবসায়ী সমিতির সম্পাদক মঈনুল ইসলাম শামীম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সভাপতি গৌরা দে, পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, শিল্পকলা একাডেমীর সেক্রেটারী নির্মলেন্দু ভট্রাচার্য বিপুল, উদিচির সেক্রেটারী নির্মাল্য মিত্র সুমন, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর প্রমুখ।
পরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘মাতৃদুগ্ধ কক্ষ’ উদ্বোধন করেন ডিসি। কুলাউড়া পৌরসভা পরিদর্শণ করে সেখান থেকে উপজেলা আমির ছলফু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্ণার, বঙ্গবন্ধু কর্ণার, বিজ্ঞান ও প্রযুক্তি কর্ণারসহ বিভিন্ন মণোমুগ্ধকর ফটোডিসপ্লে উপভোগ করেন। পরে কুলাউড়া রেল কলোনীতে মানুষের পানির সমস্যা নিরসনে ডিপ-টিউবওয়েল স্থাপনের জন্য ভিত্তিপ্রস্থর স্থাপন করেন জেলা প্রশাসক।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175198/বাইসাইকেলে-আত্মবিশ্বাসী-নৃ-তাত্ত্বিক-জনগোষ্ঠীর-কিশোরীরা
Post Come trough : PURBOPOSHCIMBD
দুই আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে মোহাম্মদ হাবিব হাসান ও সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয়কে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি।
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের মনোনয়ন দেয়া হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের।
এর আগে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে আগামী ১২ নভেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী, এ দুই নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ১৩ অক্টোবর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন।
মনোনয়নপত্র বাছাই ১৫ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ অক্টোবর।
প্রসঙ্গত, অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গত ৯ জুলাই ঢাকা-১৮ আসন এবং মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়।
ইসির সিনিয়র সচিব আলমগীর বলেন, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনটি মৃত্যুজনিত কারণে শূন্য হয়েছিল। সংবিধানে আসন শূন্য হওয়ার প্রথম ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা আছে। করোনার কারণে এই সময়ে নির্বাচন করার চেষ্টা করেনি ইসি। পরে নির্বাচন কমিশন আরও ৯০ দিন সময় বাড়িয়ে দিয়েছিল। তবে এই ৯০ দিন অতিক্রম করার সুযোগ সংবিধানে ইসিকে দেয়া হয়নি।
সচিব বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে ভোটের যে স্বাস্থ্যবিধি রয়েছে, সেগুলো মেনেই ভোটের আয়োজন করা হবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত যে বিষয়গুলো আছে, সবই মানা হবে দুই উপনির্বাচনে। কিছু ব্যতিক্রম আছে, সেটা হল ঢাকায় আগে নির্বাচন করলে যান চলাচল সব বন্ধ রাখা হতো। এবার তা করা হবে না। কোন কোন যানবাহন চলবে, কোন কোন যানবাহন চলবে না- সেটি পরিপত্র জারি করবে কমিশন। একই সঙ্গে এ আসনের নির্বাচনী এলাকার অফিস খোলা থাকবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/politics/175196/ঢাকা-১৮-আসনে-হাবীব-হাসান,-সিরাজগঞ্জ-১-এ-জয়
Post Come trough : PURBOPOSHCIMBD
মিন্নিসহ সব আসামির সর্বোচ্চ শাস্তি চান রিফাতের বাবা
সারাদেশ
বরগুনা প্রতিনিধি
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্ত বয়স্ক ১০ আসামির রায় কিছুক্ষণের মধ্যে ঘোষণা করবেন আদালত। এরই মধ্যে এ মামলার একমাত্র জামিনপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি আদালতে হাজির হয়েছেন। অন্য আসামিদেরও কারাগার থেকে আদালতে আনা হয়েছে। আদালতে পৌঁছেছেন রিফাত শরীফের পরিবারও।
রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বলেছেন, রিফাত শরীফ হত্যা মামলার রায়ে সব আসামির যেন সর্বোচ্চ শাস্তি হয়। মিন্নির মৃত্যুদণ্ড না হলেও যেন যাবজ্জীবন হয়। আজ বুধবার সকালে আদালত প্রাঙ্গণ থেকে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমি চাইবো যারা প্রকৃত দোষী তাদের যেন আদালত সর্বোচ্চ শাস্তির রায় দেন আর যারা নির্দোষ তারা যেন নায্য বিচার পায়। ওই ছেলেগুলো (রিফাত হত্যা মামলার আসামি) এখনো উঠতি বয়সী। আজ তাদের পরিবারগুলো ধ্বংসের মুখে। আমি তো ছেলে হারিয়েছি, তারাও ধ্বংসের মুখে পড়েছে। শুধু মিন্নির প্ররোচনায় এমন ঘটনা ঘটেছে।
তবে আসামিদের মধ্যে মিন্নি বেকসুর খালাস পাবেন বলে আশা করছেন তার আইনজীবী মাহবুবুল বারী। তিনি বলেন, আমার দৃঢ় বিশ্বাস মিন্নি আদালতের রায়ে বেকসুর খালাস পাবে। মিন্নি তার স্বামী রিফাত শরীফকে সেদিন রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, যা ভাইরাল হওয়া ভিডিও প্রমাণ। শুধু তাই নয়, আহত রিফাত শরীফকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যায়।
এদিকে, এ মামলার রায়ে রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি বেকসুর খালাস পাবে বলে প্রত্যাশা তার বাবা মো. মোজাম্মেল হোসেন কিশোরের। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, আমরা আসলেই হয়রানির শিকার। জীবন বাজি রেখে মিন্নি তার স্বামীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হলো। অথচ মিন্নি প্রধান সাক্ষী থেকে এখন আসামির কাঠগড়ায়, এটা অত্যন্ত দুঃখজনক।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। এরপর বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে তারা। গুরুতর আহত রিফাত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওইদিনই মারা যান।
ওই বছরের ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দেয় পুলিশ। একইসঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
চলতি বছরের ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। ৮ জানুয়ারি একই মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনার শিশু আদালত।
এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক রয়েছেন। এছাড়া নিহত রিফাতের স্ত্রী মিন্নিসহ অপ্রাপ্তবয়স্ক ৮ আসামি উচ্চ আদালত ও বরগুনার শিশু আদালতের আদেশে জামিনে রয়েছে।
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175194/মিন্নিসহ-সব-আসামির-সর্বোচ্চ-শাস্তি-চান-রিফাতের-বাবা
Post Come trough : PURBOPOSHCIMBD
সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান ওরফে সুজনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিরুলিয়া এলাকা থেকে সাভার মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, রাজধানীর শান্তিনগরের আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় একটি বাড়ি নির্মাণ করছেন। বাড়িটির চার তলার কাজ চলমান। ওই বাড়ির নির্মাণকাজ শুরু করার পর থেকেই চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী সাইদুর রহমান তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। মঙ্গলবারও দলবল নিয়ে চেয়ারম্যান ওই বাড়িতে গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় নানা ভয়ভীতির মুখে আশরাফুল এক লাখ টাকা দিতে বাধ্য হন। পরে তিনি থানায় গিয়ে অভিযোগ করেন।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় আশরাফুল ইসলাম সাভার থানায় চেয়ারম্যান সাইদুর রহমানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175191/সাভারে-চাঁদাবাজির-অভিযোগে-ইউপি-চেয়ারম্যান-গ্রেপ্তার
Post Come trough : PURBOPOSHCIMBD
বিশ্বে ৩ কোটি ৩৫ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) তথ্য অনুযায়ী, বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী ৩ কোটি ৩৫ লাখ ৬০ হাজার ৮৭৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
জেএইচইউর তথ্য অনুসারে, এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১০ লাখ ৬ হাজার ৫৬৪ জনে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭১ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মৃতের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৫ হাজার ৯৭৪ জনে।
সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৬১ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছেন ৯৬ হাজার ৩১৮ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৭৭ হাজার ৯৯১ জন এবং মারা গেছেন এক লাখ ৪২ হাজারের বেশি মানুষ।
এদিকে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ২১৯ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, নতুন করে ১ হাজার ৪৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৬২ হাজার ৪৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১০৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৭৬৯টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১২ হাজার ৮৬৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৯ লাখ ৩৪ হাজার ২৫১টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৫৬ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮.৭২ শতাংশ।
নতুন যে ২৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২১ এবং নারী পাঁচজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৩৯ জন বা ৭৭.৩৯ শতাংশ এবং নারী ১ হাজার ১৮০ জন বা ২২.৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৪ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬২৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৫.৬০ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/175190/বিশ্বে-৩-কোটি-৩৫-লাখের-বেশি-মানুষ-করোনায়-আক্রান্ত
Post Come trough : PURBOPOSHCIMBD
এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাই ও বিকাশ প্রতারণায় আটক ১৩
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪ জন ও বিকাশ হ্যাকিং প্রতারক চক্রের ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান ওয়ালিদ হোসেন এ তথ্য জানান।
ওয়ালিদ হোসেন বলেন, তারা পেশাদার ছিনতাইকারী। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/175188/এজেন্টকে-কুপিয়ে-টাকা-ছিনতাই-ও-বিকাশ-প্রতারণায়-আটক-১৩
Post Come trough : PURBOPOSHCIMBD
নিজের পরামর্শক বানিয়ে মেয়েকে সাড়ে ৭ লাখ ডলার দিয়েছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
ডোনাল্ড ট্রাম্প করযোগ্য আয়ের পরিমাণ কম দেখাতে অবশেষে নিজ পরিবারের সদস্যকেই পরামর্শক হিসেবে দেখিয়েছেন। এমনই একটি হচ্ছে ‘পরামর্শক ফি’। এই খাতে ২০১০-২০১৮ সাল পর্যন্ত সময়ে ডোনাল্ড ট্রাম্প ব্যয় করেছেন ২ কোটি ৬০ লাখ ডলার। এর মধ্যে প্রায় সাড়ে ৭ লাখ ডলারই গেছে মেয়ে ইভানকা ট্রাম্পের কাছে। আর এভাবে তিনি এর ফি বাবদ একটি মোটা অঙ্কের অর্থকে ব্যবসায়িক ব্যয় হিসেবে দেখিয়েছেন। কর বিবরণীতে পরামর্শকদের কোনো পরিচয়ের উল্লেখ নেই। কিন্তু ২০১৭ সালে ইভানকা ট্রাম্প যখন হোয়াইট হাউসের কর্মকর্তা হিসেবে যোগ দেন, তখন তার দেওয়া আর্থিক বিবরণীর সঙ্গে এই গোপন কর নথি মিলিয়ে দেখলে এর প্রমাণ মেলে। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
সে সময় ইভানকা জানান, তিনি তার মালিকানা রয়েছে এমন একটি পরামর্শক সংস্থার কাছ থেকে ৭ লাখ ৪৭ হাজার ৬২২ ডলার ফি হিসেবে পেয়েছেন। হাওয়াই ও ভ্যাঙ্কুভারে ট্রাম্প অর্গানাইজেশনের মালিকানাধীন হোটেল প্রকল্প থেকে ঠিক এই পরিমাণ অর্থই পরামর্শক ফি হিসেবে দেওয়া হয়েছিল। অথচ ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন কোম্পানিতে নির্বাহী কর্মকর্তা হিসেবে যুক্ত রয়েছেন ইভানকা। ফলে তিনি সেই প্রকল্প থেকে পরামর্শক ফি নিয়েছেন, যার ব্যবস্থাপনার দায়িত্বে তিনি রয়েছেন এবং যার লভ্যাংশের একটি অংশ যায় তাঁর পকেটে।
সিএনএনের এ সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়, অন্তত দুটি প্রকল্পের ক্ষেত্রে ইভানকা ট্রাম্প একই সঙ্গে দুটি ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। নিজের বাবার মালিকানাধীন কোম্পানিতে তিনি নিয়োগপ্রাপ্ত বড় কর্মকর্তার ভূমিকায় যেমন ছিলেন, তেমনি ছিলেন পরামর্শকের ভূমিকায়ও। দুই ভূমিকাতেই বড় অঙ্কের অর্থ তিনি পকেটস্থ করেছেন। আর এই ভূমিকার কারণে তার বাবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করযোগ্য আয় থেকে সাড় ৭ লাখ ডলার কমিয়ে ফেলতে পেরেছেন।
এ বিষয়ে অবশ্য ট্রাম্প অর্গানাইজেশনের আইনজীবীর কাছ থেকে মন্তব্য চেয়েও পায়নি সিএনএন। সংবাদমাধ্যমটি জানায়, ইভানকার নামে পরামর্শক ফি বাবদ এই অর্থ দেখানোটা অনৈতিক। নিউইয়র্ক টাইমস হয়তো এর চিহ্নটিই কেবল প্রকাশ্যে আনতে পেরেছে। কারণ, ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে পরামর্শক ফি বাবদ ট্রাম্পের দেখানো ২ কোটি ৬০ লাখ ডলার কোথায়, কার কাছে গেছে, তার কোনো হদিস নেই। ইভানকার অংশটি বাদ দিলে বাকি আড়াই কোটি ডলার কার কাছে গেছে, তার কোনো খোঁজ নেই।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইভানকা ট্রাম্পের কার্যালয় ট্রাম্পের প্রচার দলের সঙ্গে কথা বলা অনুরোধ করে সিএনএনকে। আর ট্রাম্পের প্রচার দলের মুখপাত্র টিম মারটাগ পুরো বিষয়টিকেই ‘ভুয়া’ আখ্যা দিয়ে উড়িয়ে দেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/175186/নিজের-পরামর্শক-বানিয়ে-মেয়েকে-সাড়ে-৭-লাখ-ডলার-দিয়েছেন-ট্রাম্প
Post Come trough : PURBOPOSHCIMBD
শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা দুপুরে, আসতে পারে নতুন ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিষয়সহ শিক্ষার সার্বিক নিয়ে আজ মতবিনিময় সভা করবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ভার্চুয়ালি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মতবিনিময় সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়বে কি-না, সে বিষয়ে ঘোষণা আসতে পারে। এছাড়া স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা নিয়েও কথা বলবেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনলাইন সভায় শিক্ষামন্ত্রী শিক্ষার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন। এই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/education/175185/শিক্ষামন্ত্রীর-মতবিনিময়-সভা-দুপুরে,-আসতে-পারে-নতুন-ঘোষণা
Post Come trough : PURBOPOSHCIMBD
একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চার নারী যৌনকর্মীকে আটক করেছে পুলিশ।
সারাদেশ
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চার নারী যৌনকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার বানেশ্বর বাজারে অবস্থিত হোটেল সুরমায়অভিযান পরিচালনা করে তাদের আটক হয়।
আটককৃতরা হলো নাটোর সদর এলাকার সুমি খাতুন (২৫), কুতুবদিয়া কক্সবাজার এলাকার তসলিমা আক্তার (২৬), নওগাঁ জেলার সাপাহার এলাকার জহিরুন খাতুন (২৭) ও বগুড়া জেলার ধনুট চকবাড়ি এলাকার জেসমিন খাতুন (২৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড় সংলগ্ন মনি মার্কেটের দোতালায় অবস্থিত আবাসিক হোটেল সুরমায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে চারজন যৌনকর্মীকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের ম্যানেজার ও কর্মচারীরা পালিয়ে গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে থানায় ২৯৯ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় তাদের সন্ধ্যার সময় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175183/হোটেল-থেকে-৪-যৌনকর্মী-আটক
Post Come trough : PURBOPOSHCIMBD
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প-বাইডেনের হ-য-ব-র-ল বাকযুদ্ধ হয়ে গেলো! প্রথম বিতর্কে মুখোমুখি হয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। যুক্তরাষ্ট্রে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে তিনটি বিতর্কের প্রথমটি ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থাপনা করেন ফক্স নিউজ সানডের উপস্থাপক ক্রিস ওয়ালেস। দেড় ঘন্টাব্যাপী বিশৃঙ্খলপূর্ণ বিতর্কে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করেছেন বাইডেন ও ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
করোনা ভাইরাস মহামারি, অর্থনীতি এবং নভেম্বরের নির্বাচনের মর্যাদা নিয়ে এ সময় দুই নেতার বক্তব্যে যেন অগ্নি ঝরছিল। ছিল ব্যক্তিগত আক্রমণ, নাম ধরে ডাকাডাকি। আর যথারীতি জো বাইডেনের বক্তব্যের মাঝখানে ফোঁড়ন কাটছিলেন ট্রাম্প। ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের এ যাবতকালের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন জো বাইডেন। তাকে তিনি দায়িত্বহীন, মিথ্যাবাদী, সঙ, পুতিনের পোষা কুকুর হিসেবে আখ্যায়িত করেছেন। পক্ষান্তরে ট্রাম্প বলেছেন, জো বাইডেন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করতে চান।
জো বাইডেনকে তিনি ‘স্মার্ট’ নন বলে আখ্যায়িত করেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে মঙ্গলবার রাতে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে মুখোমুখি এমনই আক্রমণ-পাল্টা আক্রমণে একজন আরেকজনকে ঘায়েল করেন। এ সময় উপস্থাপক ক্রিস ওয়ালেস বিতর্কে কোনো নিয়ন্ত্রণই করেননি। বিতর্কের মধ্যে জো বাইডেন যখন প্রথম সেগমেন্টে সুপ্রিম কোর্ট নিয়ে বক্তব্য রাখছিলেন তখন বার বার তার কথার মধ্যে বিঘ্ন সৃষ্টি করছিলেন ট্রাম্প। এ সময় ক্ষিপ্ত বাইডেন তাকে উদ্দেশ্য করে বলেন- আপনি কি চুপ করবেন? এটা প্রেসিডেন্সিয়ালসুলভ আচরণ নয়।
পরে ট্রাম্পকে ‘ক্লাউন’ (সঙ), ‘রেসিস্ট’ (বর্ণবাদী) এবং ‘পুতিনস পাপি’ (পুতিনের পোষা কুকুর) হিসেবে আখ্যায়িত করেন বাইডেন। বলেন, আপনি আমেরিকার এ যাবতকালের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট। জবাবে ট্রাম্প বলেন, আপনার মধ্যে কোন স্মার্ট কিছু নেই, জো (বাইডেন)। প্রেসিডেন্ট ট্রাম্প যখন জো বাইডেনের কথার মধ্যে বার বার বিঘ্ন সৃষ্টি করছিলেন, তখন এক পর্যায়ে তাকে এমন আচরণ করতে বারণ করেন উপস্থাপক ক্রিস ওয়ালেস।
তিনি বলেন, আমি মনে করি মানুষের কাছে আমরা ভালভাবে উপস্থাপিত হতে পারবো যদি আমরা দু’জনেরই কথার মধ্যে কম ফোঁড়ন কাটি। আপনাদের কাছে আমি এটা মানতে আবেদন জানাচ্ছি। জবাবে ট্রাম্প বলেন, ঠিক আছে। তাকেও এটা মানতে বলুন। ক্রিস ওয়ালেস ট্রাম্পের এ কথার জবাবে বলেন, খোলাখুলি বলি- আপনি বেশি বিঘ্ন সৃষ্টি করছেন। ট্রাম্পের পাল্টা জবাব- তিনিও (বাইডেন) প্রচুর বিঘ্ন সৃষ্টি করছেন।
বিতর্কে বাইডেন বলেন, করোনা নিয়ে প্রেসিডেন্টের কোনো পরিকল্পনা ছিল না। এর জবাবে ট্রাম্প বলেন, এটা ছিল চীনের ভুল। এরকম হওয়া কখনোই উচিৎ ছিলো না। তবে আমরা দুর্দান্ত কাজ করেছি। এ সময় ট্রাম্প আরো বলেন, বাইডেন এমন পরিস্থিতিতে পুরো দেশ বন্ধ করে দিতেন এবং পুরো দেশকে ধ্বংস করে দিতেন।
এদিকে ট্রাম্পের ১০ বছর ধরে আয়কর না দেওয়ার বিষয়ে বিতর্কে বাইডেন বলেন, আপনি মার্কিন ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট। একজন স্কুল; শিক্ষকও আপনার চেয়ে বেশি আয়কর দেন। এর জবাবে আয়কর নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনকে অস্বীকার করেন ট্রাম্প। তবে ট্রাম্প বলেছেন ব্যবসায়ী হিসেবে বুদ্ধি খাটিয়ে তিনি যথাসম্ভব কম আয়কর দেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে দ্বিতীয় এবং শেষ বিতর্কটি অনুষ্ঠিত হবে ১৫ ও ২২ অক্টোবর। এদিকে প্রেসিডেন্ট বিতর্ক নিয়ে গঠিত স্বাধীন ও নিরপেক্ষ কমিশন জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও কমলা হ্যারিসের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবে ৭ অক্টোবর। ১৯৬০ সাল থেকে যুক্তরাষ্ট্রে বিতর্কের প্রথা চলে আসছে। বিতর্কের ধরন সবসময়ই একই। উপস্থাপক প্রশ্ন করেন এবং প্রার্থীরা উত্তর দেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/175181/ট্রাম্প-বাইডেনের-হ-য-ব-র-ল-বাকযুদ্ধ!
Post Come trough : PURBOPOSHCIMBD
অস্ত্র বিকিকিনির গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
ফেনী প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়ার ভারত সীমান্ত এলাকা থেকে একটি বিদেশী শর্টগান, এক রাউন্ডগুলি ও ফেন্সিডিলসহ জেলার শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ও মাদক কারবারী মাসুদ রানাকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চম্পকনগর এলাকার বাংলাদেশ-ভারতীয় সীমান্ত পিলার-২১৯৫/৬ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার তাকিয়া রোডস্থ বর্ডার হাট নামক স্থানে ঢাকা থেকে দুইজন ব্যক্তির সাথে অস্ত্র বিকিকিনি করার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় পালিয়ে যায় অন্তত আরো ৪ জন কারবারী।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. সেলিমুদ্দোজা জানান, উপজেলার বর্ডার হাট নামক স্থানে ঢাকা থেকে দুইজন ব্যক্তির সাথে অস্ত্র বিকিকিনির গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ৪ জন আসামী মোটর সাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পলিয়ে যায়। এসময় তার কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল ও ভারতীয় ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি জানান, আসামি মো. মাসুদ রানা (২৬) ছাগলনাইয়া উপজেলার মধুগ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে। সে একজন মাদক সেবনকারী ও ব্যবসায়ী। পাশাপাশি ভারতীয় অবৈধ মালামাল চোরাকারবারী সহ সন্ত্রাসী কার্যকলাপের সাথে দীর্ঘদিন জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আটক আসামি রানা ও পলাতক আসামীদের বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়া চলছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175179/অস্ত্র-ও-মাদকসহ-শীর্ষ-সন্ত্রাসী-মাসুদ-রানা-আটক
Post Come trough : PURBOPOSHCIMBD
করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগের মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী এ আদেশ দেন।
ওইদিন আদালতে সাবরিনার আইনজীবী কারাগারে ডিভিশন চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবরিনা গেজেটেড কর্মকর্তা। কারাবিধি অনুযায়ী তিনি ডিভিশন পাওয়ার অধিকারী।
সেই আবেদন আমলে নিয়ে বিচারক কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সাবরিনার আইনজীবী ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, এ দিন মামলাটিতে ইয়াসিন নামে একজন সাক্ষ্য দেন। এ নিয়ে রাষ্ট্রপক্ষে মোট ৪৩ সাক্ষীর মধ্যে পাচঁজনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ অক্টোবর দিন ধার্য করেন।
সাবরিনা-আরিফুল ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন— আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।
গত ২০ আগস্ট একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন। ওইদিনই সাক্ষ্যগ্রহণর জন্য ২৭ আগস্ট দিন ধার্য করা হয়। এরপর ২৭ আগস্ট বাদী কামাল হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
গত ৫ আগস্ট তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক লিয়াকত আলী। অভিযোগপত্রটি দেখার পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুলফিকার হায়াত তা বিচারের জন্য বদলির আদেশ দেন। এরপর বিচারের জন্য মামলাটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালতে আসে।
এই মামলার অভিযোগপত্রে সাবরিনা ও আরিফুলকে জালিয়াতি ও প্রতারণার মূলহোতা ও বাকি ছয়জনকে অপরাধে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়।
করোনার ভুয়া রিপোর্ট দেওয়া প্রতিষ্ঠান জেকেজি হেলথকেয়ারের কর্ণধার আরিফুল চৌধুরীর স্ত্রী ডা. সাবরিনা চৌধুরী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ছিলেন। মামলার পর ওই প্রতিষ্ঠান থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেকেজির চেয়ারম্যানের দায়িত্বে সাবরিনা আছেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়।
গত ১২ জুলাই সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ (ডিসি) কার্যালয়ে আনা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেন জেকেজির প্রতারণা মামলার তদন্ত কর্মকর্তা, ডিসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তিনি সদুত্তর দিতে না পারায় তাকে তেজগাঁও থানায় আগেই আরিফুলের বিরুদ্ধে হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ২৩ জুন করোনার ভুয়া সনদ দেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আরিফুলসহ ছয়জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারের পর থানা হাজতে থাকা অবস্থায় আরিফুলের ক্যাডার বাহিনী ভাঙচুর ও হামলা করে থানায়। মারধর করে পুলিশকে।
এছাড়া রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজে নমুনা সংগ্রহের বুথ বসিয়ে সেখানে প্রশিক্ষণের নামে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও পাওয়া যায়। কলেজের কক্ষে নারী-পুরুষের আপত্তিকর অবস্থানসহ নানা অনৈতিক কাজে বাধা দিলে তিতুমীর কলেজের শিক্ষক, কর্মচারী ও ছাত্রদের ওপরও হামলা করে আরিফুলের লোকজন।
অভিযোগ পাওয়া যায়, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের মতো বিশিষ্ট ব্যক্তিদের নাম ভাঙিয়ে বিভিন্নজনকে হুমকি দিতেন আরিফ। এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ব্যবহার করে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালককেও দেখে নেওয়ার হুমকি দেন তিনি।
জানা যায়, জেকেজির কর্ণধার স্বামী-স্ত্রী মিলে করোনা টেস্টের ভুয়া সনদ বিক্রি করেছেন। প্রতিটি টেস্টের জন্য জনপ্রতি নিয়েছেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা। আর বিদেশি নাগরিকদের কাছ থেকে জনপ্রতি তারা নিতেন ১০০ ডলার।
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্ত বয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করা হবে আজ। রায় ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে গোটা আদালত প্রাঙ্গণ। আদালত ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে আদালত প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। আদালতে আসা আইনজীবী, সাংবাদিক ও মানুষকে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে।
এ মামলার প্রাপ্তবয়স্ক আসামিরা হলেন- আয়েশা সিদ্দিকা মিন্নি, রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান, মো. মুসা, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর ও কামরুল ইসলাম সায়মুন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে। এরপর বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে তারা। গুরুতর আহত রিফাত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওইদিনই মারা যান।
ওই বছরের ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দেয় পুলিশ। একইসঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
চলতি বছরের ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। ৮ জানুয়ারি একই মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বরগুনার শিশু আদালত।
এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনো পলাতক রয়েছেন। এছাড়া নিহত রিফাতের স্ত্রী মিন্নিসহ অপ্রাপ্তবয়স্ক ৮ আসামি উচ্চ আদালত ও বরগুনার শিশু আদালতের আদেশে জামিনে রয়েছে।
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/175174/রিফাত-হত্যার-রায়:-আদালত-প্রাঙ্গণে-নিরাপত্তা-জোরদার
Post Come trough : PURBOPOSHCIMBD