চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ তিনজন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটায় উপজেলার (পিএবি) সড়কের শোলকাটা কালাবিবির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে জানিয়েছে স্থানীয়রা।
দুর্ঘটনায় নিহত বৃদ্ধের নাম মো. হানিফ (৬৬)। তিনি বাঁশখালী উপজেলার পুকুরিয়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
একই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন উপজেলার চুন্নাপাড়া এলাকার ছৈয়দ আহমদের ছেলে মো. শফি (৪৮), উপজেলার কেঁয়াগড় এলাকার সৈকত বড়ুয়ার মেয়ে শরণী বড়ুয়া (৫) এবং উপজেলার তৈলারদ্বীপ এলাকার ফজুলুল রহমানের ছেলে ছানোয়ার (৩২)।
তিনি জানান, বৃহস্পতিবার ভোরে ট্রাক ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে হানিফ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ৫ বছরের এক শিশুসহ তিনজন আহত হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে ছানোয়ারার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি জব্দ করে থানায় আনা হয়েছে বলে জানান ওসি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/178300/চট্টগ্রামে-ট্রাক-সিএনজি-সংঘর্ষে-নিহত-১,-আহত-৩
Post Come trough : PURBOPOSHCIMBD
বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্লে-অফের ছাড়পত্র জোগাড় করে নিলো রোহিতহীন মুম্বাই ইন্ডিয়ান্স৷ বুধবার (২৮ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ব্যাঙ্গালুরুকে ৫ উইকেটে হারায় তারা৷ সেই সঙ্গে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেলো মুম্বাই।
১৬৫ রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স৷ শেষ দু’টি ম্যাচ হারলেও রান-রেট বেশি থাকায় প্লে-অফে পৌঁছেতে সমস্যা হবে না মুম্বাইয়ের৷ চোটের জন্য এদিনও মাঠে নামতে পারেননি ক্যাপ্টেন রোহিত৷ কিন্তু রান তাড়া করতে কোনো সমস্যা হয়নি মুম্বাইয়ের৷
দুই ওপেনার দ্রুত ডাগ-আউটে ফিরলেও সূর্যকুমার যাদবের দুরন্ত ব্যাটিংয়ে হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় মুম্বাই৷ ৪৩ বলে তিনটি ছয় ও এক ডজন বাউন্ডারির সাহায্যে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে মুম্বাইকে জেতান সূর্যকুমার৷ স্টাইক-রেট ১৮৩.৭২৷ দুই ওপেনার কুইন্টন ডি’কক ১৮ ও ইশান কিসান ২৫ রান করেন৷ তবে বাকিরা রান পাননি৷ সৌরভ তিওয়ারি ৫ রান, ক্রুনাল পান্ডিয়া ১০ ও হার্দিক পান্ডিয়া ১৭ রান করে আউট হন৷ দলকে জিতিয়ে ম্যাচের সেরা সূর্যকুমার৷
এর আগে প্রথম ব্যাটিং করেন মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ১৬৫ রানের টার্গেট রেখেছিল৷ একটা সময় মনে হয়েছিল মুম্বাইয়ের সামনে ২০০ বেশি রানের টার্গেট দেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু৷ কিন্তু জসপ্রীত বুমারাহের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে কোনোক্রমে দেড়শো রানের গণ্ডি টপকেছে আরসিবি৷ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান তুলেছে ব্যাঙ্গালুরু৷
ওপেনিং জুটিতে ৭১ রানের পার্টনারশিপ গড়লেও একই ওভারে পারিক্কল ও শিভম দুবেকে ডাগ-আউটে ফেরত পাঠিয়ে মুম্বাইয়কে ম্যাচ ফেরান বুমরাহ৷ ৪৫ বলে এক ডজন বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন পারিক্কল৷ এদিন আইপিএলে তার একশতম উইকেট শিকার করেন বুমরাহ৷ ৪ ওভারে একটি মেডেনসহ মাত্র ১৪ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন মুম্বাইয়ের এই ডানহাতি পেসার৷
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/178301/ব্যাঙ্গালুরুকে-হারিয়ে-প্লে-অফে-মুম্বাই
Post Come trough : PURBOPOSHCIMBD
করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। এদিকে শীতে করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই এখনই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে আরো বাড়ছে ছুটি। তবে ছুটি কতদিন বাড়বে তা এখনো নির্ধারিত নয়। এ বিষয়ে আজ সংবাদ সম্মেলনে জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন বলেন, বর্তমান অবস্থা বিবেচনা করে এখন স্কুল-কলেজ খোলা সম্ভব হবে না। চলমান ছুটি আরও বাড়ানো হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি রয়েছে। এর আগেই ছুটি বাড়ানোর বিষয়ে জানিয়ে দেওয়া হবে। যেহেতু ৩০ ও ৩১ অক্টোবর সরকারি ছুটি। তাই বৃহস্পতিবারেই এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। তবে ছুটি কতদিন বাড়ানো হবে সে বিষয়ে শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/education/178298/শিক্ষামন্ত্রীর-সংবাদ-সম্মেলন-দুপুরে
Post Come trough : PURBOPOSHCIMBD
ইরফানের খোঁজ নেয়নি কেউ, থানা থেকেই দেওয়া হয়েছে খাবার
জাতীয়
নিজস্ব প্রতিবেদক
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের মেজো ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের বরখাস্ত হওয়া কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম এখন ধানমন্ডি থানার হাজতখানায় রিমান্ডে আছে। তার কোনো স্বজন থানায় আসেনি খোঁজখবর নিতে। থানা থেকেই তাকে দুপুর ও রাতের খাবার দেওয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর কলাবাগানে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টা মামলায় ইরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদের তিনদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থানা হেফাজতে নেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. আশফাক রাজীর হাসান গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই আসামি ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
তিনি জানান, দুপুরের পর পরই তাদের ধানমন্ডি থানায় নিয়ে আসা হয়। পরে তাদের হাজতখানায় রাখা হয়।
মো. আশফাক রাজীর হাসান জানান, ইরফানের কোনো স্বজন থানায় তার খোঁজখবর নিতে আসেনি। থানা থেকে বরাদ্দকৃত খাবারই তাকে দেওয়া হয়। দুপুরে ও রাতে দুই বেলায় ভাত তরকারি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী রাতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী মিয়া জানান, থানার হাজতখানায় আসামিদের খাবারের জন্য সরকার থেকে কিছু বরাদ্দ আছে। সেই বরাদ্দকৃত থেকে ইরফান ও তার দেহরক্ষীকে খাবার দেওয়া হয়েছে।
এর আগে ধানমন্ডিতে সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ির সঙ্গে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমের মোটরসাইকেলের ঘষা লাগায় তাকে বেধড়ক মারধর করেছেন গাড়িতে থাকা কয়েকজন। মারধরের ঘটনায় ভুক্তভোগী নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিম আহত হন।
মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে গত ২৬ অক্টোবর ভোরে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান বাদী হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলার আসামিরা হলেন- সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম (৩৭), তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদ (৩৫), হাজী সেলিমের মালিকানাধীন মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এবি সিদ্দিক দিপু (৪৫), গাড়িচালক মিজানুর রহমান (৩০) ও অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজন।
ওই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিমের অবস্থান শনাক্ত করে তার বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। পরে র্যাব ইরফান ও তার দেহরক্ষী মো. জাহিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/178299/ইরফানের-খোঁজ-নেয়নি-কেউ,-থানা-থেকেই-দেওয়া-হয়েছে-খাবার
Post Come trough : PURBOPOSHCIMBD
মার্কিন সেনেটরদের অভিযোগ কতোটা গুরুত্বের সাথে নিচ্ছে র্যাব?
জাতীয়
পূর্বপশ্চিম ডেস্ক
বাংলাদেশের পুলিশের বিশেষ বাহিনী র্যাবের সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে প্রশাসনের কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সেনেট কমিটি।
২০১৫ সাল থেকে বাংলাদেশে ৪০০’র বেশি মানুষের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে র্যাব জড়িত ছিল বলে অভিযোগ তোলা হয়েছে চিঠিতে।
১০ সদস্যের সেনেট কমিটির পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও ও কোষাগার বিষয়ক মন্ত্রী স্টিভেন নুখিন কাছে পাঠানো চিঠিতে উদ্বেগ প্রকাশ করা হয় যে বাংলাদেশ সরকার ‘‘২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনের আগে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা’ করার সময় বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বেড়েছে’’।
কী অভিযোগ তোলা হয়েছে চিঠিতে?
জাতিসংঘের বিশেষজ্ঞদের বরাত দিয়ে মার্কিন সেনেটেরদের চিঠিতে অভিযোগ তোলা হয় যে বাংলাদেশের কর্তৃপক্ষের ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ অভিযানকে 'বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড ঘটানোর ইচ্ছাকৃত পদ্ধতি' বলে মনে হয়।
চিঠিতে অভিযোগ তোলা হয়- জাতিসংঘের বিশেষজ্ঞরা বাংলাদেশ সরকারকে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতন বন্ধ করতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানালেও র্যাব তাদের কার্যক্রম চালিয়ে গেছে।
র্যাবের ‘পরিচালিত’ বিচার বহির্ভূত-হত্যাকাণ্ডের ঘটনার প্রায় সবগুলোর কারণ হিসেবে ‘বন্দুকযুদ্ধ’কে উল্লেখ করা হলেও মানবাধিকার সংস্থাগুলো অনেক ক্ষেত্রেই বন্দুকযুদ্ধের প্রমাণ পায়নি বলে অভিযোগ তোলা হয় চিঠিতে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আরো কয়েকটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে অভিযোগ তোলা হয় যে অনেক ক্ষেত্রেই ‘বন্দুকযুদ্ধের সাক্ষীদের জোরপূর্বক মিথ্যা সাক্ষ্য’ দেয়ার ঘটনা ঘটেছে। ‘বন্দুকযুদ্ধে’ মারা যাওয়া অনেক ভুক্তভোগীই নিহত হওয়ার কিছুদিন অথবা কয়েকমাস আগে থেকে জোরপূর্বক গুমের শিকার হয়েছিলেন।
এরকম প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী মার্কিন কর্তৃপক্ষ যেন র্যাবের সিনিয়র কমান্ডারদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে নিষেধাজ্ঞা আরোপ করে, সেই আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও কোষাগার মন্ত্রী স্টিভেন নুখিনের কাছে চিঠি লেখে সেনেটররা।
সেনেটরদের চিঠিতে অভিযোগ তোলা হয় যে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি গুম এবং নির্যাতনের মত কর্মকাণ্ডের সাথে জড়িত থেকে মানবাধিকার লঙ্ঘন করলেও র্যাবের সিনিয়র কর্মকর্তারা কোনো শাস্তির সম্মুখীন হয়নি।
কী বলছে র্যাব?
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী ও কোষাগার মন্ত্রীর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সেনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সেনেট কমিটির লেখা চিঠিতে তোলা অভিযোগগুলো অস্বীকার করেছে র্যাব।
সেনেটরদের এই অভিযোগের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেছে সংস্থাটি।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক আশিক বিল্লাহ বলেছেন, র্যাব বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী এবং এই সংস্থাটি তাদের নিজস্ব নীতিমালা ও বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি মেনেই কার্যক্রম পরিচালনা করে।
‘র্যাব বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, গুম বা নির্যাতনের সাথে জড়িত নয় এবং র্যাব এই ধরণের কর্মকাণ্ড সমর্থনও করে না।’
তবে আশিক বিল্লাহ স্বীকার করেন যে কখনো কখনো অভিযান পরিচালনা করার সময় ‘সশস্ত্র সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের’ সাথে গুলি বিনিময়ের মত ঘটনা ঘটে থাকে।
তিনি বলেন, অপরাধীদের আটক করতে পরিচালিত অভিযানের সময় কখনো কখনো সশস্ত্র মাদক ব্যবসায়ী বা সশস্ত্র সন্ত্রাসীদের সাথে অনাকাঙ্খিত গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
‘কিন্তু র্যাব বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডের মত ঘটনা সমর্থনও করে না এবং এই ধরণের ঘটনার সাথে সম্পৃক্ত নয়,’ বলেছেন এই র্যাব কর্মকর্তা। খবর: বিবিসি বাংলা।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/178296/মার্কিন-সেনেটরদের-অভিযোগ-কতোটা-গুরুত্বের-সাথে-নিচ্ছে-র্যাব?
Post Come trough : PURBOPOSHCIMBD
ঘরে ঢুকে এক কলেজ ছাত্রীকে (১৮) ধর্ষণের চেষ্টার করেছে এক যুবক। ওই সময় ওই কলেজ ছাত্রীর বাবা বাধা দিলে তাকে মারধর করে স্থানীয় রাজু বাহিনীর সদস্য প্রেমলাল দাস ও তার ভাই বাবু লাল দাস।
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়ায় ঘরে ঢুকে এক কলেজ ছাত্রীকে (১৮) ধর্ষণের চেষ্টার করেছে এক যুবক। ওই সময় ওই কলেজ ছাত্রীর বাবা বাধা দিলে তাকে মারধর করে স্থানীয় রাজু বাহিনীর সদস্য প্রেমলাল দাস ও তার ভাই বাবু লাল দাস।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টায় উপজেলার চর ইশ্বর ইউনিয়নের ৬নং খাসের হাট বাজারের গামছাখালী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বখাটে সন্ত্রাসী প্রেমলাল দাস (৩০) গামছাখালী গ্রামের শংকর দাসের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, রাজু বাহিনীর সদস্য প্রেমলাল দাস এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ রাজু বাহিনীর একাধিক সদস্যের ভয়ে স্থানীয় স্কুল কলেজ পড়ুয়া অনেক ছাত্রী এলাকা ছেড়ে অন্যত্র থেকে পড়া লেখা করছে। অভিযোগ রয়েছে, ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় এক জনপ্রতিনিধিসহ চেষ্টা চালাচ্ছে একটি মহল।
ভুক্তভোগী কলজে ছাত্রী হাতিয়া আদর্শ মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং গামছখালী গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে ভুক্তভোগী কলেজ ছাত্রীর বাবা জানান, এ বিষয়ে তিনি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন। পরে ইউএনও এবং ভূমি কমিশনার বুধবার দুপুরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইমরান হোসেন বলেন, মৌখিকভাবে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে বুধবার রাত সাড়ে ৭টার দিকে পুলিশ পাঠানো হয়েছে। তবে ভুক্তভোগী পরিবার থানায় কোন অভিযোগ করেননি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/178295/ঘরে-ঢুকে-কলেজছাত্রীকে-ধর্ষণের-চেষ্টা,-বাবাকে-মারধর
Post Come trough : PURBOPOSHCIMBD
সিআইডির দাখিল করা রিপোর্ট মনপুত না হওয়ায় সে আদালতে নারাজি দাখিল করেন। এরপর আদালতের নির্দেশে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিকেশন (পিবিআই) ওপর ন্যাস্ত করলে তারা বুধবার তদন্তে প্রয়োজনে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ৩ বছর ৮ মাস ১৪ দিন পর ফরেনসিক টেষ্ট্রের জন্য লাশটি কবর থেকে উত্তোলন করে।
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে ৩ বছর ৮ মাস ১৪ দিন পর পুনঃময়না তদন্তের জন্য এক যুবকের লাশ উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিকেশন (পিবিআই)।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেরার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডমুরুয়া হাজারী বাড়ীর পারিবারিক কবরস্থান থেকে মো. হাসান ওরফে কালাইয়া (৩৫) এর লাশটি উত্তোলন করা হয়।
নোয়াখালীর এক্সিটিউটিভ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুদুর রহমান, মামলার তদন্তকারী কর্মকর্তা (পিবিআই) মোস্তাফিজুর রহমান, এসআই মোবারক, এসআই ফরিদ ও সেনবাগ থানার এএসআই সুফিয়ানের উপস্থিতে লাশটি কবর থেকে উত্তোলন করা হয়। এ সময় মামলার বাদি শহিদ উল্লাহ, স্থানীয় ওয়ার্ড মেম্বার বেলায়েত হোসেনসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২০ নভেম্বর রাতে ডমুরুয়া হাজারী বাড়ীর শহিদ উল্লাহ বড় ছেলে মো. হাসান প্রকাশ কালাইয়া তাদের বাড়ীর পাশ্ববর্তী ডিপ টিউভওয়েল (মটর ঘরে) ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে একই এলাকার গোলাম রসুল, রাজন প্রকাশ রাজু, মহসিন ওই মটর ঘরে গিয়ে কালাইয়াকে ঘুম থেকে ডেকে তুলে মদ ক্ষেতে বলে। কালাইয়া মদ না খেয়ে তাদেরকে ঘর থকে বের হয়ে চলে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে কালাইয়ার মাথায় আঘাত করলে সে মারা যায়। পরবর্তীতে তারা লাশ ওই ঘরে রেখে পালিয়ে যায়। পরদিন সকালে তার মৃত্যুর সংবাদটি জানাজানি হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হ।
এঘটনায় নিহত কালাইয়ার পিতা শহিদ ৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করে সেনবাগ থানায় মামলা দায়ের করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়। মামলাটি সিআইডি দীর্ঘ তদন্ত করে মামলাটির ফাইনাল রিপোর্ট দাখিল করে। কিন্তু মামলার বাদী সিআইডির দাখিল করা রিপোর্ট মনপুত না হওয়ায় সে আদালতে নারাজি দাখিল করেন। এরপর আদালতের নির্দেশে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিকেশন (পিবিআই) ওপর ন্যাস্ত করলে তারা বুধবার তদন্তে প্রয়োজনে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ৩ বছর ৮ মাস ১৪ দিন পর ফরেনসিক টেষ্ট্রের জন্য লাশটি কবর থেকে উত্তোলন করে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/178294/৩-বছর-৮-মাস-পর-যুবকের-লাশ-উত্তোলন
Post Come trough : PURBOPOSHCIMBD
ফ্রান্সে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। এ কারণে দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করেছে দেশটি। স্থানীয় সময় শুক্রবার (৩০ অক্টোবর) থেকে এ লকডাউন কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এ লকডাউন অন্তত নভেম্বরের শেষ পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানান তিনি।
সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানিয়েছেন, নতুন বিধি-নিষেধের আওতায় শুক্রবার থেকে লোকজন শুধুমাত্র প্রয়োজনীয় কাজে বা ওষুধপত্র কেনার জন্য বাড়ির বাইরে যাওয়ার অনুমতি পাবেন।
অপ্রয়োজনীয় ব্যবসা-বাণিজ্য যেমন, রেস্টুরেন্ট এবং বার বন্ধ রাখা হবে। তবে স্কুল এবং বিভিন্ন কারখানা চালু থাকে বলে জানানো হয়েছে।
ফ্রান্সের নতুন বিধি-নিষেধের মধ্যে রয়েছে, কর্মক্ষেত্র, স্কুল, চিকিৎসাসংক্রান্ত কাজ ও এক ঘণ্টা শরীরচর্চা করার জন্য বাইরে বের হওয়া যাবে, বাইরে বের হলে অবশ্যই অনুমতিপত্র দেখাতে হবে, এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে যেতে পারবে না, পানশালা, রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে, সুযোগ থাকলে অবশ্যই ঘরে বসে কাজ করতে হবে, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চশিক্ষা সংক্রান্ত ক্লাস অনলাইনে করতে হবে, আন্তর্জাতিক সীমানা বন্ধ থাকবে।
এ ছাড়াও বলা হয়েছে, স্কুল ও গুরুত্বপূর্ণ ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে, বেশিরভাগ সরকারি পরিষেবা সংক্রান্ত কাজ চলবে, খামার কারখানা ও নির্মাণকাজ চলমান থাকবে, ইউরোপীয় ইউনিয়নের সীমানাগুলো খোলা থাকবে, বাইরের দেশে ভ্রমণে থাকা ফ্রান্সের নাগরিকরা ফিরতে পারবেন এবং অন্ত্যেষ্টিক্রিয়ার কার্যক্রম চলবে।
লকডাউন ঘোষণার সময় ম্যাক্রোঁ বলেন, করোনা সংক্রমণ যে হারে বাড়ছে, তা দেখে আমরা অবাক হয়েছি। এটি একটি কঠিন সময়। আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। এই অগ্নিপরীক্ষা কাটিয়ে ওঠার জন্য নিজেদের প্রতি, আপনাদের প্রতি, আমাদের সামর্থ্যের প্রতি আমার ভরসা রয়েছে।
গত এপ্রিল থেকেই ফ্রান্সে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে। বুধবার দেশটিতে নতুন করে ৩০ হাজারের বেশি সংক্রমণ নিশ্চিত হয়েছে। তবে এবারের লকডাউন প্রথম দফার মতো কঠোর হবে না বলে জানানো হয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৩৫ হাজার ১৩২। এর মধ্যে মারা গেছে ৩৫ হাজার ৭৮৫ জন।
এদিকে, জার্মানিতেও জরুরি ভিত্তিতে লকডাউন জারি করার পরিকল্পনা করা হচ্ছে। দেশটিতে রেস্টুরেন্ট-বার, জিম এবং থিয়েটার বন্ধ রাখা হবে।
পুরো ইউরোপজুড়েই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। যুক্তরাজ্যে গত বুধবার নতুন করে আক্রান্ত হয়েছে আরো ২৪ হাজার ৭০১ জন। অপরদিকে মারা গেছে ৩১০ জন।
প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় করোনার প্রকোপ বেশি। অবশ্য এখন নমুনা পরীক্ষাও হচ্ছে বেশি। এ দিকে ইউরোপের বেশিরভাগ দেশে জারি হয়েছে রাত্রীকালীন কারফিউ।
বড়দিনে পরিবার ও বন্ধুদের সঙ্গে মানুষের দেখা করতে দেয়ার ব্যাপারে জার্মান সরকার আগ্রহী হলেও দেশটিতে রেকর্ড সংক্রমণ শনাক্ত হয়েছে।
দ্বিতীয় দফায় মহামারি করোনা সংক্রমণ নিয়ে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছে ফ্রান্স সরকার। প্রতিদিন অর্ধ লক্ষাধিক নতুন রোগী শনাক্ত হচ্ছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/178293/করোনার-সংক্রমণ-বাড়ায়-ফ্রান্সে-দ্বিতীয়-দফায়-লকডাউন
Post Come trough : PURBOPOSHCIMBD
আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নাগোর্নো-কারাবাখ অঞ্চলে ২১ জন নিহত হয়েছে। এ অভিযোগ করেছে আজারবাইজান। বুধবার (২৮ অক্টোবর) এ ক্ষেপণাস্ত্র হামলা চালায় আর্মেনিয়া। এ হামলায় আহত হয়েছে অনেকে। যদিও হামলার কথা অস্বীকার করেছে আর্মেনিয়া। উল্টো তারা অভিযোগ করেছে আজারবাইজানের স্বশস্ত্র বাহিনী নাগোর্নো-কারাবাখ অঞ্চলে বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়েছে।
আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ২১ জন নিহত হওয়ার বিষয়ে আজারবাইজানের প্রেসিডেন্টের মুখপাত্র হিকমেত হাজিয়েভ বলেছেন, আর্মেনিয়া জনবহুল বার্দায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ঘটনায় অনেক হতাহত হয়েছে। ২১ জন নিহত হওয়ার পাশাপাশি ৭০ জন আহত হয়েছে।
এদিকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনয়ান জানিয়েছেন নাগোর্নো-কারাবাখ সংলগ্ন তাদের সীমান্তের কাছাকাছি পৌঁছেছে রাশিয়ার বর্ডার গার্ড।
তিনি বলেন, এটা তো বিশেষ কিছু নয়। রাশিয়ান বর্ডার গার্ড বাহিনী তুরস্ক ও ইরানের সঙ্গে আর্মেনিয়ার সীমান্তে পৌঁছেছে। এর পাশাপাশি রাশিয়ান বর্ডার গার্ড বাহিনী আর্মেনিয়ার দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম সীমান্তেও এসেছে।
প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর থেকে নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। একাধিকবার যুদ্ধবিরতি ঘোষণার পরও একে অপরকে দোষারোপ করে সেই বিরতি ভঙ্গ করেছে। চালিয়ে যাচ্ছে যুদ্ধ।
এর আগে ১৯৯১ সালে এ অঞ্চল নিয়ে যুদ্ধে ৩০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/178292/আর্মেনিয়ার-ক্ষেপণাস্ত্র-হামলা,-নিহত-২১
Post Come trough : PURBOPOSHCIMBD
মালয়েশিয়ায় চালু হচ্ছে স্থানীয় ও অভিবাসী কর্মী নিয়োগে অনলাইন আবেদন
আহমাদুল কবির, মালয়েশিয়া
মালয়েশিয়ায় চালু হচ্ছে স্থানীয় ও অভিবাসী কর্মী নিয়োগে অনলাইন আবেদন। ১ নভেম্বর থেকে এ পদ্ধতি চালু হচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।
মহামারি করোনাভাইরাসের কারণে দেশটির অভ্যন্তরে যারা চাকরি হারিয়েছেন তাদের বেলায় অনলাইনে আবেদনের মাধ্যমে নিয়োগ দিবে বিভিন্ন প্রতিষ্ঠান। আর এই আবেদন করতে হবে www.myfuturjobs.gov.my (মাই ফিউচার জবস) নামক এই ওয়েবসাইটের মাধ্যমে।
এ দিকে গত ২৬ অক্টোবর দেশটির সরকারি সংবাদ সংস্থা বার্নামায় মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান এক বিবৃতিতে জানিয়েছেন, যে সকল কোম্পানি তাদের শূন্য পদে দেশী এবং বিদেশি কর্মী নিয়োগ দিতে চান ওই সকল কোম্পানী মাই ফিউচার জবস ওয়েবসাইটে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। তবে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে বিদেশি কর্মীদের নিয়োগ দেয়া যাবে বলে বলেছেন, মানব সম্পদমন্ত্রী দাতুক এম সারাভানান।
আবেদনের ক্ষেত্রে স্থানীয়দের বেলায় ১৪ ও ৩০ দিনের মধ্যে হতে হবে। নিয়োগকর্তারা তাদের বিজ্ঞপ্তিতে পদের নাম, বেতন, একাডেমিক যোগ্যতা বা প্রয়োজনীয় দক্ষতা এবং দক্ষতার মতো তথ্য অবশ্যই মাই ফিউচার জবস ওয়েবসাইটে স্পষ্ট প্রদর্শন করতে হবে।
এ ছাড়া আবেদনকারীদের আবেদন গৃহীত হওয়ার পর মানবসম্পদ মন্ত্রনালয়ের প্রতিনিধি, সামাজিক সুরক্ষা সংস্থা (সোকসো) এর প্রতিনিধিরা প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে নিয়োগ দেওয়া হবে।
কর্মসংস্থান পরিসেবা এবং মাই ফিউচার জবস ওয়েবসাইট সম্পর্কিত তথ্য জানতে সংশ্লিষ্ট বিভাগের ০৩-৮০৯১ ৫৩০০ এ ফোন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে এবং স্থানীয়দের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে কি-না তা নিশ্চিত করা। এ ছাড়া যদি স্থানীয় কর্মী আবেদনে আগ্রহী না হয় তখনই বিদেশি কর্মীদের আবেদন বিবেচনা করা হবে বলে জানিয়েছেন মানব সম্পদমন্ত্রী এম সারাভানান।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/expatriate/178291/মালয়েশিয়ায়-চালু-হচ্ছে-স্থানীয়-ও-অভিবাসী-কর্মী-নিয়োগে-অনলাইন-আবেদন
Post Come trough : PURBOPOSHCIMBD
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৪৪ লাখ ছাড়ালো। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য বলছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা ১১ লাখ ৭৩ হাজার ছাড়িয়েছে।
জেএইচইউ এর তথ্য অনুযায়ী- এ পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ১১ লাখ ৭৩ হাজার ২৭০ জন। কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৪৪ লাখ ৩১৮ জনে।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। মোট করোনা আক্রান্তের অর্ধেকের বেশি এই তিন দেশে।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা। এখনও ব্যাপক হারে সেখানে করোনার বিস্তার হচ্ছে। দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই।
দেশটিতে করোনায় আক্রান্ত ৮৮ লাখ ৫৫ হাজার ১৮২ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জন মৃত্যুবরণ করেছেন।
যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ভারত।
এদিকে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৭৯ লাখ ৯০ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ২০ হাজার ১০ জন। মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৪ লাখ ৬৮ হাজার ২৭০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৪৫৬ জনের।
এছাড়া রাশিয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ২৮ জনে। মারা গেছেন ২৬ হাজার ৭৫২ জন। ফ্রান্সে আক্রান্ত ১২ লাখ ৮০ হাজার ২১৫ জন। মারা গেছেন ৩৫হাজার ৮২৩ জন।
এদিকে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পর রয়েছে যথাক্রমে মেক্সিকো, যুক্তরাজ্য ও ইতালি।
কোভিড-১৯ আক্রান্ত হয়ে মেক্সিকোয় এখন পর্যন্ত ৯০ হাজার ৩০৯ জন, যুক্তরাজ্যে ৪৫ হাজার ৭৬৫ জন এবং ইতালিতে ৩৭ হাজার ৯০৫ জন প্রাণ হারিয়েছেন।
জেএইচইউ এর তথ্য অনুযায়ী- বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৯ লাখ ৮৮ হাজার ৫৩৩ ব্যক্তি।
ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭২ লাখ ৫৯ হাজার ৫০৯ জন। এছাড়া ব্রাজিলে ৪৯ লাখ ৪৭ হাজার ৭৭৭, যুক্তরাষ্ট্রে ৩৫ লাখ ১৮ হাজার ১৪০ জন ও রাশিয়ায় ১১ লাখ ৬৪ হাজার ৯১৫ জন করোনামুক্ত হয়েছেন।
এদিকে বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার আরো ২৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৬১ জনে।
এছাড়া নতুন করে এক হাজার ৪৯৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এ সংখ্যা পৌঁছেছে চার লাখ তিন হাজার ৭৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২.০৮ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭.৫৫ শতাংশ।
নতুন যে ২৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৯ এবং নারী চারজন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।
এদিকে, আরো এক হাজার ৬১০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা তিন লাখ ১৯ হাজার ৭৩৩ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৯.৩২ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/178290/বিশ্বে-করোনায়-আক্রান্ত-৪-কোটি-৪৪-লাখ-ছাড়ালো
Post Come trough : PURBOPOSHCIMBD
উত্তরবঙ্গ থেকে চতুর্দেশীয় সড়ক যোগাযোগে ছয় লেনের (চার লেনের দুই ধারে ছোট যান চলাচলে দুই লেন) জাতীয় মহাসড়ক নির্মান কাজ দ্রুত এগিয়ে চলছে; যা চতুর্দেশীয় সড়ক যোগাযোগের নতুন দিগন্তের উন্মোচন করছে। সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্প-২ এর আওতায় এই সড়কের দৈর্ঘ টাঙ্গাইলের এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল ও বগুড়া হয়ে রংপুর পর্যন্ত ১৯০ দশমিক ৪ কিলোমিটার। এই সড়ক ঢাকা থেকে রংপুর পর্যন্ত দ্রুত এবং নিরাপদ যাত্রার পথ সুগম হবে। ইতোমধ্যে সাসেক-১ প্রকল্পের ঢাকার গাজীপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ছয় লেনের মহাসড়ক নির্মিত হয়েছে। বিচ্ছিন্ন কিছু কাজ বাকি আছে। এদিকে সাসেক-২ প্রকল্পের উত্তরবঙ্গ মহাসড়কের মধ্যে যে ব্রিজগুলো পড়েছে তাও ছয় লেনের উপযোগী করে নির্মিত হচ্ছে। ব্রিজগুলো নির্মাণ করছে ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (ডব্লিউবিবিআইপি)।
সাসেক প্রকল্পের উর্ধতন কর্মকর্তা জানিয়েছেন, ২০২২ সালের মধ্যে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত কাজ শেষ হওয়ার পর সাসেক-৩ প্রকল্পের আওতায় রংপুর থেকে লালমনিরহাটের বুড়িমারী পর্যন্ত ১২৪ কিলোমিটার এবং সাসেক-৪ প্রকল্পের আওতায় রংপুর থেকে পঞ্চগড়ের বাংলাবান্ধা পর্যন্ত ১৯৫ কিলোমিটার ছয় লেনের সড়ক নির্মাণ কাজ শুরু হবে। আশা করা হচ্ছে, এই দুই প্রকল্পের কাজ ২০২৩ সালের মধ্যে শেষ হবে। এই সড়ক নির্মিত হলে ঢাকা ও উত্তরবঙ্গ থেকে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে চতুর্দেশীয় সরাসরি সড়ক যোগাযোগের নতুন ক্ষেত্র তৈরি হবে।
সুদূরপ্রসারি ভাবনায় বাংলাদেশের সঙ্গে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক কর্মকা-কে এগিয়ে নেয়াই সাসেক মহাসড়ক প্রকল্পের মূল লক্ষ্য। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মাল্টি ট্রান্স ফ্যাসিলিটিজ (এমএফএফ) স্তর ভিত্তিক অর্থায়নে সাসেক উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আরেকটি নাম সাসেক রোড কানেকটিভিটি ঢাকা-নর্থওয়েস্ট করিডর রোড প্রজক্ট। ২০১৬ সালে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে।
সাসেকের প্রকল্প সূত্র জানায়, চার লেনের মহাসড়কের কথা বলা হয়। তবে তা ছয় লেনের। দ্রুতগতির যানবাহন চলাচলের (ক্যারেজ ওয়ে) চার লেন। এর সঙ্গে অপেক্ষাকৃত ধীরগতির ছোট যানবাহন চলাচলের জন্য আরও দুই লেন যোগ করা হয়েছে। প্রকল্পের এক উর্ধতন কর্মকর্তা রবিবার সকালে এই প্রতিবেদককে জানান,আন্তর্জাতিকমানে নির্মিত সড়কটি চওড়া (১৫০ থেকে ১৬০ ফুট) হওয়ায় প্রতিটি লেনে যানবাহন স্বাচ্ছন্দ্যে দ্রুত চলাচল করতে পারবে। যাত্রীরা অল্প সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন। সড়কের ধারে কোন হাটবাজার ও জনসমাগম না থাকায় দুর্ঘটনার হার অনেক কমে যাবে।
এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ৮টি ভাগে (প্যাকেজ) নির্মাণ কাজ বাস্তবায়িত হচ্ছে। হাটিকুমরুল থেকে রংপুর পর্যন্ত সাতটি গ্রুপে নির্মাণ কাজ দ্রত এগিয়ে যাচ্ছে। এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্বপ্রান্ত পর্যন্ত একটি গ্রুপের কাজ শুরু হয়নি। তবে এ বছরই পুনঃদরপত্র হয়ে কাজ শুরু হবে। এই গ্রুপে জমি অধিগ্রহণ করাই আছে। এখন টেন্ডারের পর শুধু কাজ শুরু করা। হাটিকুমরুল থেকে রংপুর পর্যন্ত ৩২৬ হেক্টর ভূমি অধিগ্রহণ করে রাস্তা চওড়া করা হচ্ছে। এই পথে যাতায়াতকারী যাত্রীরা দেখতে পাচ্ছেন দ্রুত কাজ হচ্ছে।
আন্তর্জাতিকমান রক্ষায় এই সড়কে কিছু নক্সা আধুনিকায়ন করা হয়েছে। যেমন পশ্চিমপ্রান্তে বঙ্গবন্ধু সেতু অতিক্রম করার পর সিরাজগঞ্জের হাটিকুমরুলের ইন্টারচেঞ্জ (রাজশাহী ও রংপুর দিকে যাওয়ার পৃথক সড়কে সংযোগ) এমনভাবে নির্মিত হচ্ছে যাতে কোনভাবেই যানজটের সৃষ্টি না হয়। সকল যানবাহন বিনা বাধায় গন্তব্যের রুটে উঠতে পারে। দীর্ঘ এই মহাসড়কের পরিকল্পনায় শুরুতে যানজট নিরসনে তিনটি ফ্লাইওভার ছিল এলেঙ্গা বাজার,সিরাজগঞ্জের কড্ডার মোড় ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ। সিরাজগঞ্জের বাইপাসে ইকোনমিক জোন নির্মিত হওয়ায় সেখানেও একটি ফ্লাইওভার নির্মাণ করতে হচ্ছে। এ ছাড়া সিরাজগঞ্জের ঝাওল ও বগুড়ায় দুটি রেল ওভারপাস নির্মিত হবে। উল্লেখ্য, বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত মিশ্রগেজ রেলপথ নির্মাণের কাজ শীঘ্রই শুরু হচ্ছে। এভাবে প্রকল্পের সঙ্গে নুতন নক্সা যোগ হচ্ছে। ফলে প্রকল্প ব্যয় কিছুটা বেড়েছে। বিশেষ করে প্রকল্পের শুরুতে ভূমি অধিগ্রহণে যে অর্থ ব্যয় ধরা হয়েছিল পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের তিনগুণ দাম বাড়িয়ে দেয়ায় প্রকল্প ব্যয় বেড়ে যায়।
উত্তরবঙ্গের ছয় লেনের এই সড়ক নির্মাণ সাধারণের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। বগুড়া থেকে ঢাকা যাতায়াতের কয়েক যাত্রী বলেন, বঙ্গবন্ধু সেতু অতিক্রমের পর ঢাকা পর্যন্ত আগে বিভিন্ন পয়েন্টে যে জট বাঁধত এখন তা আর নেই। হঠাৎ কখনও অন্য কারণে জট বাঁধে। যাদের প্রাইভেট গাড়ি আছে তারা ভোরে রওনা দিয়ে কখনও সাড়ে ন’টা/দশটার মধ্যেই ঢাকা পৌঁছতে পারেন। এই প্রতিবেদক গত ৬ অক্টোবর বগুড়া থেকে সকাল সাতটার কোচে রওনা দিয়ে ঢাকা পৌঁছেন বেলা পৌনে বারোটায়। তাও পথে খাবার ও ওয়াশরুম ব্যবহারের আধাঘণ্টা বিরতি ছিল। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ছয় লেনের সড়ক নির্মিত হলে বগুড়া থেকে সাড়ে তিন ঘণ্টায় ও রংপুর থেকে পাঁচ ঘণ্টায় ঢাকা পৌঁছা যাবে। এতকাল উত্তরবঙ্গ থেকে ঢাকা পৌঁছতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে জয়দেবপুর, চন্দ্রা, কালিয়াকৈর, মীর্জাপুরসহ বিভিন্ন পয়েন্টে যানজটের কবলে পড়তে হতো। বর্তমানে এসব স্থানে ফ্লাই ওভার ও আন্ডারপাস যানজট কমিয়ে দিয়েছে।
সূত্র জানায়, সাসেক প্রকল্পের ঢাকা থেকে বগুড়ার দূরত্ব ১শ’ ৯০ কিলোমিটার এবং ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৩শ’ ৭ কিলোমিটার। সূত্র জানায়, এই মহাসড়ক আন্তর্জাতিকমানে নির্মিত হচ্ছে আগামী ৫০ বছরের ভাবনায়। বর্তমান নক্সায় উত্তরবঙ্গ মহাসড়কে দুটি রেলওয়ে ওভারপাস, ৩২ টি ব্রিজ, ১১ টি পথচারী ওভারপাস, একটি ইন্টারচেঞ্জ চারটি ফ্লাইওভার নির্মিত হবে। এদিকে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতরের রংপুর জোনের আওতায় ডব্লিউবিবিআইপির অধীনে উত্তরবঙ্গ মহাসড়কের ১৯ টি পয়েন্টে নতুনভাবে নির্মিত ব্রিজগুলো ছয় লেন মহাসড়কের সঙ্গে মিল রেখে নির্মাণ করা হচ্ছে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/3oB4eyt
Post Come trough : নাচোল নিউজ
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ। ১৯৪১ সালের ২৯ অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭১ সালের ২০ আগস্ট তিনি করাচির মশরুর বিমানঘাঁটিতে শিক্ষার্থী মিনহাজ রশীদের কাছ থেকে টি-৩৩ প্রশিক্ষণ বিমান করায়ত্তে নিয়ে পালিয়ে আসার চেষ্টা করেন। এ সময় ভারতীয় সীমান্তের ৩৫ মাইল দূরে থাট্টায় বিমানটি বিধ্বস্ত হয়। তার মৃত দেহ ঘটনাস্থলে থেকে প্রায় আধ মাইল দূরে অক্ষত অবস্থায় পাওয়া যায়। তবে মিনহাজ রশীদের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
১৯৬৭ সালের ২১ জুলাই মতিউর একটি মিগ-১৯ বিমান চালানোর সময় আকাশে সেটা হঠাৎ বিকল হয়ে যায়। কিন্তু অপূর্ব দক্ষতায় প্যারাস্যুটযোগে মাটিতে অবতরণ করেন তিনি। এ সময় ইরানের রানী ফারাহ দিবার সম্মানে পেশোয়ারে যে বিমান মহড়ার অনুষ্ঠিত হয়, তাতে তিনিই একমাত্র বাঙালি পাইলট ছিলেন।
১৯৬১ সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন তিনি। ১৯৬৩ সালে রিসালপুর পিএএফ কলেজ থেকে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। কমিশনপ্রাপ্তির পর তিনি করাচির মৌরিপুর (বর্তমান মাসরুর) এয়ার বেজের ২ নম্বর স্কোয়াড্রনে জেনারেল ডিউটি পাইলট হিসেবে নিযুক্ত হন। এখানে তিনি টি-৩৩ জেট বিমানের ওপর কনভার্সন কোর্স সম্পন্ন করেন।
মুক্তিযুদ্ধে মতিউরের অসম সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ জাতীয় খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/37XEYfU
Post Come trough : নাচোল নিউজ
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি বৃশ্চিক রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি মঙ্গল, পরিবর্তনশীল গ্রহ চন্দ্র ও বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কর্কট রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। দুর্যোগ আর দুঃসংবাদ আপনাকে ঘিরে ধরবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলার আবশ্যকতা রয়েছে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর-স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
ডাকযোগে চেক মানিঅর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ আসতে পারে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে।
মিথুন [২১ মে-২০ জুন]
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। মামলা-মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণের পথ খুলবে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলা শ্রেয়।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
ভ্রমণকালীন সতর্কতার সঙ্গে চলাফেরা করুন। চোর চিটিংবাজ অজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পর থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখা শ্রেয় হবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণœ হয়ে পড়বে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
জীবনসাথী, শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতাপ্রাপ্ত হবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। রাগ জেদ অহংকার বর্জন করুন। প্রেমিকযুগলের জন্য দিনটি শুভ।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
সিজনাল রোগব্যাধির প্রকোপ বৃদ্ধি পাবে। টাকাপয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। দুর্জন আত্মীয়বেশে আপনার সংসারে অশান্তির অনল জ্বেলে দিতে পারে। অত্যাবশ্যকীয় সফরে কোনো বাধা এসে হাজির হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
পিতামাতার কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। শত্রু ও বিরোধীপক্ষ পিছু হটতে বাধ্য হবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সপরিবারে ভ্রমণ শুভ।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
কলহবিবাদ উদ্ভট ঝামেলা এড়াতে নিজেকে গুটিয়ে রাখা সমীচীন হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বন্ধুত্ব শুভফল প্রদান করবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় দেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ধন উপার্জনের সব পথ খুলে যাবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম ফুলেফেঁপে উঠবে। মামলা-মোকদ্দমার রায় পক্ষে আসবে। পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। অত্যাবশ্যকীয় ভ্রমণে কোনো না কোনো বাধা এসে হাজির হবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। দূর থেকে আসা কোনো সংবাদ বেকারদের মুখে হাসি ফোটাবে। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/feature/178288/আজকের-রাশিফল
Post Come trough : PURBOPOSHCIMBD
নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ার চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম ভোলাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরার মন্ত্রণালয়। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। একই সাথে তাঁকে চেয়ারম্যান পদ হতে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবেনা মর্মে ১০ দিনের মধ্যে কারণ জানতে চাওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিংড়া থানায় দায়েরকৃত মামলা নং ০২, তারিখ ০১.০১.২০২০ বিজ্ঞ আদালতে গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তাঁর নিজ পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা জানান, অনলাইনে প্রজ্ঞাপন ও কারণ দর্শনোর নোটিশ দেখেছি। মারপিটের ঘটনায় আমি জড়িত নই।
উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু জানান, এ বিষয়ে আমি এখনো কোনো চিঠি পাইনি। তবে চিঠি ইস্যু হয়েছে। স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, এ বছরের ১লা জানুয়ারি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মতিয়ার রহমান মিলনকে মারপিটের মামলায় গ্রেফতার হন চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/2JhsCVS
Post Come trough : নাচোল নিউজ
বর্ষায় পদ্মার স্রোতে রাজশাহীতে নদী তীরের বাধ ভেঙ্গে যাবার আশঙ্কা দেখা দিয়েছিলো। কিন্তু তার কিছুদিন পরই আবার পদ্মার বুক চিরে জেগে উঠেছে চর। এ জন্য হারিয়েছে পদ্মার উত্তাল ঢেউ। আর কিছু দিন পরই ধূ ধূ বালুচর হয়ে উঠবে পদ্মার গর্ভের বিস্তির্ণ এলাকা।
পদ্মার এই নতুন চরে দল বেধে ঘুরে বেড়াতে শুরু করেছেন বিনোদন পিপাসুরা। নওগা থেকে রাজশাহীতে এক আত্নীয়ের বাড়িতে বেড়াতে এসেছেন নাসরিন আক্তার ও কামাল হোসেন দম্পতি। তারা বলেন, আগের বছর যখন পদ্মায় চর ছিলো তখনও তারা এসেছিলেন। এবার পদ্মার নতুন চর তাদের বেশ ভালো লেগেছে। সন্ধ্যায় পদ্মার পাড়ে তারা অনেকটা সময় কাটিয়েছেন।
নদীর মাঝের এই চরে বিনোদন খুঁজে পাওয়া গেলেও হতাশায় ভুগছেন জেলে আর ঝিরা। কেননা,নদীতে পানি কমে গেলে মাছের পরিমানও কমে যায়। আর ভ্রমনের জন্য নৌকাগুলোও তেমন চলে না।
কেশবপুর ঘাটে নৌকা চালক রাজু বলেন, পদ্মায় পানি বেশি থাকলে লোক বেশি হয়। আর চর জাগলে নদী খুব ছোট হয়ে আসে। তখন নৌকা চলে না। ফলে আয় রোজগারেও ভাটা পড়ে। নদীতে পানি কমে গেলে জেলেদের জীবিকার ওপরেও ব্যাপক প্রভাব পড়ে।
জেলে ইব্রাহীম আলী বলেন, পদ্মায় যখন পানি থাকে তখন অনেক মাছ পাওয়া যায়। সে মাছ বিক্রি করে তিনি সংসার চালান। কিন্তু পানি যত কমছে মাছও তত কমছে। ফলে তার সংসার চালানো কষ্টকর হয়ে পড়ছে।
Post Written by : Rubel Islam
Original Post URL : https://ift.tt/31O4Ve8
Post Come trough : নাচোল নিউজ
ফ্রান্সে প্রকাশ্যে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রর্দশনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ জামালপুর জেলা শাখা নামে একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে শহরের তমালতলা মোড়ে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জামালপুর দরবার শরিফের গদীনিশিন হযরত মাওলানা শাহ সূফি রওনকুল ইসলাম ,শাহজামাল (রঃ) দরবার শরীফের সভাপতি আওয়াল চিশতি, বগাবাইদ খানকায়ে মোজাদ্দেদীয়ার মোঃ এরশাদ আলী ফকির, সাংবাদিক শফিকুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও সকল পণ্য বজর্নের জন্য সরকারের কাছে দাবি করেন। এছাড়া ইসলাম বিদ্বেষী সকল উগ্রবাদীদের বয়কট, দলমত নির্বিশেষে সকলকে এ ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদের আহবান জানানো হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/178200/ফ্রান্সে-মহানবীর-ব্যঙ্গচিত্র-প্রর্দশনের-প্রতিবাদে-জামালপুরে-মানববন্ধন
Post Come trough : PURBOPOSHCIMBD
রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সালাম মোটরসাইকেল আরোহী ছিলেন। তিনি পুঠিয়া উপজেলার তেলিপাড়া গ্রামের বাসিন্দা। তবে ঘাতক পিকআপ ভ্যানটি পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে দুর্গাপুর থেকে তাহেরপুরের দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিল ব্যবসায়ী আব্দুস সালাম। এ সময় বিপরীত দিক থেকে আসা পান বোঝাই পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে সে গুরুতর আহত হয়।
পরে ফায়ার সার্ভিসের সাব-ইন্সপেক্টর আবুল খায়েরের নেতৃত্বে এক দল ফায়ার সার্ভিস কর্মী ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় সালামকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে আব্দুস সালামের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে আব্দুস সালাম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।