আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি মঙ্গল, সর্বগ্রাসী গ্রহ রাহু ও দেবগুরু বৃহস্পতির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে। ভাইবোনদের সঙ্গে সদ্ভাব বজায় রাখা কঠিন হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন ক্রয়বিক্রয় অস্ত্রশস্ত্র বহন ও অপপ্রয়োগ থেকে বিরত থাকুন। লম্বা দূরত্বের সফরে কোনো না কোনো বাধা এসে হাজির হবে। অবশ্য সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়দের কাছে পাওয়া কঠিন হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
ভাগ্যলক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার চরণ স্পর্শ করবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুদের আক্রোশ কমার সম্ভাবনা। কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুল, ফল ও সংকটকালে ছায়া দিয়ে বাঁচাবে।
মিথুন [২১ মে-২০ জুন]
অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে হাজির হবে। দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারও প্রাপ্ত হবেন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম অধিক বৃদ্ধি পাবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভ তথা সুদূরপ্রসারী হবে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহারও প্রাপ্ত হবেন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে সর্বোচ্চ ছাড় দিতে হবে। সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা স্বপ্ন পূরণে সহায়ক হবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সঙ্গে বাক্যপ্রয়োগে সতর্ক থাকুন। বন্ধুত্ব জোড়া লাগার সম্ভাবনা।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। ভাইবোনদের কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা প্রাপ্ত হবেন। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। শত্রু ও বিরোধীপক্ষের সব পরিকল্পনা নস্যাৎ হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
বিদ্যার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা ও আশীর্বাদপ্রাপ্ত হবেন। মামলা মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসবে। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দীর্ঘদিনের ভোগ্য বাধিপীড়া থেকে পরিত্রাণের পথ প্রশস্ত হবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম আর স্বপ্নসাধ পূরণের পথ খুলবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সন্তানরা কোনো পুরস্কারে ভূষিত হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাতে পারে। শিক্ষার্থীদের মনে অলসতা দানা বাঁধবে। সহকর্মী ও অংশীদাররা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে। লটারি ফাটকা জুয়া রেস শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ না করাই শ্রেয় হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হবে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর-স্বাস্থ্য খারাপ হয়ে পড়বে। ভাড়াটিয়া হলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখুন নচেৎ বিপদে পড়তে হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ও ব্যবসা-বাণিজ্যে লাভবান হওয়ায় ব্যাংক ব্যালান্স ফুলেফেঁপে উঠবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হবে। সম্ভাব্য ক্ষেত্রে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সঙ্গে বাক্যপ্রয়োগে সতর্ক থাকা শ্রেয় হবে। মনে রাখবেন অযথা লোকে আপনাকে ভুল বুঝবে এবং সন্দেহের চোখে দেখবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির ওপর নজর রাখা শ্রেয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/feature/177360/আজকের-রাশিফল
Post Come trough : PURBOPOSHCIMBD
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রত্যেকেই মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত।
রোববার (১৮ অক্টোবর) সকাল ৬টা থেকে সোমবার (১৯ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানে গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম ৯৪ পুরিয়া হেরোইন, ১২১ বোতল ফেনসিডিল, ২ কেজি ৩৪০ গ্রাম গাঁজা, ৪টি নেশাজাতীয় ইনজেকশন, ১২ ক্যান বিয়ায় ও ৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/177243/রাজধানীতে-মাদকদ্রব্যসহ-গ্রেপ্তার-৪০
Post Come trough : PURBOPOSHCIMBD
চোটের জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে একটা ওভারও বল করতে পারেননি। কুঁচকির চোট নিয়েই এসেছিলেন ডোয়াইন ব্র্যাভো। ফলে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে খেলাও হয়নি তার। মাঠে নেমে কয়েকটি ম্যাচ খেলার পরেই ফের কুঁচকির চোটের কারণে সম্ভবত দুই সপ্তাহ মাঠের বাইরে চলে গেলেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার ব্র্যাভো।
আইপিএলের ৩৪ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আবারো কুঁচকির পুরোনো চোটের কবলে পড়েন ব্র্যাভো। ম্যাচ শেষে ফ্লেমিং বলেন, ব্র্যাভোর কুঁচকিতে সমস্যা হয়েছে। চোটের জেরে ম্যাচের শেষ ওভারও করতে পারেননি। সে জন্য খুব হতাশ। ব্রাভোর শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করা হচ্ছে। দু’সপ্তাহের জন্য হয়তো মাঠের বাইরে থাকতে হবে ব্র্যাভোকে।
প্রসঙ্গত, চোটের কারণে ইতিমধ্যে এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার ও মিচেল মার্শ, দিল্লির পেসার ইশান্ত শর্মা ও লেগ স্পিনার অমিত মিশ্র, কলকাতার পেসার আলি খান।
এমনিতেই চাপে আছে চেন্নাই। এবার তাদের পারফরম্যান্স অত্যন্ত খারাপ। তারই মধ্যে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময় ব্র্যাভো খেলতে না পারায় মাহেন্দ্র সিং ধোনির চাপ আরো বাড়লো।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/177242/দুই-সপ্তাহের-জন্য-মাঠের-বাইরে-ব্রাভো
Post Come trough : PURBOPOSHCIMBD
প্রতিদিনের ন্যায় রোববার ওই চার শিশু শিক্ষার্থী কুরান শিক্ষার জন্য নুরানী মাদ্রাসায় যায়। মাদ্রাসা ছুটি শেষে ওই চার শিশু শিক্ষার্থীকে ফুঁসলিয়ে একটি কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে যৌন নিপীড়ন করেন শিক্ষক আব্দুর রশিদ।
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে চার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মুজাহিদপুর নুরানী মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের পর রাতেই অভিযুক্ত শিক্ষক আব্দুর রশিদকে জয়পুরহাট সদর উপজেলার মুজাহিদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আব্দুর রশীদ সদর উপজেলার মুজাহিদপুর নুরানী মাদ্রাসার শিক্ষক। তিনি একই গ্রামের নয়ামুদ্দিনের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, প্রতিদিনের ন্যায় রোববার ওই চার শিশু শিক্ষার্থী কুরান শিক্ষার জন্য নুরানী মাদ্রাসায় যায়। মাদ্রাসা ছুটি শেষে ওই চার শিশু শিক্ষার্থীকে ফুঁসলিয়ে একটি কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে যৌন নিপীড়ন করেন শিক্ষক আব্দুর রশিদ। এ সময় চার শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় সে। শিশুদের অভিভাবক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে পুলিশ আব্দুর রশিদকে গ্রেপ্তার করে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/177241/চার-শিশুকে-যৌন-নিপীড়ন,-শিক্ষক-গ্রেপ্তার
Post Come trough : PURBOPOSHCIMBD
জাতীয় শ্রমিক লীগের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) এ কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গত বছর আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের আগে ৯ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় শ্রমিক লীগের সম্মেলনে ফজলুল হক মন্টুকে সভাপতি, আজম খসরুকে সাধারণ সম্পাদক ও আবুল কালাম আজাদ কার্যকরী সভাপতি করে দুই বছরের জন্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ অপেক্ষার পর রোববার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শাজাহান খান, নুর কুতুব আলম মান্নান (রাজশাহী), কামরুজ্জমান চুনু (পাটকল যশোর), হুমায়ুন কবীর (রেল), তোফায়েল আহমেদ (মীরপুর), মো. শফর আলী (চট্টগ্রাম), মো. সাহাব উদ্দন (আদমজী), মো. মুশফিকুর রহমান (বিমান সিবিএ), মো. মহসীন ভুঞা (বিআইডাব্লউটিসি সিবিএ) ও মো. আসকার ইবনে শায়েখ খাজা (ওয়াসা সিবিএ)।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. খান সিরাজুল ইসলাম (স্টীল), সুলতান আহম্মদ (পাউবো) ও বিএম জাফর (খুলনা)।
সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কাউছার আহমেদ পলাশ (নারায়ণগঞ্জ) ও মো. আনিসুর রহমান (জনতা ব্যাংক)।
এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান (রেল), দপ্তর সম্পাদক এটিএম ফজলুল হক (বনশিল্প), অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ (রুপালী ব্যাংক), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোতালেব হাওলাদার (তিতাস), শিক্ষা ও সাহিত্যা সম্পাদক মো. শহীদ ডাকুয়া (বিদ্যুৎ), মহিলা বিষয়ক সম্পাদক প্রমীলা পোদ্দার, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক কাজিম উদ্দিন (তিতাস সিবিএ), শ্রমিক ইউনিয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক মো. লুৎফর রহমান (সোনালী ব্যাংক), ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসাইন (জনতা ব্যাংক), তথ্য ও গবেষণা সম্পাদক গাজী আজিজুর রহমান (বিদ্যুৎ), ক্র্যাফট ফেডারেশন বিষয়ক সম্পাদক বখতিয়ার কান (চট্টগ্রাম) ও ক্রীড়া ও সাংস্কুতি বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন আল আজাদ মিলন (খুলনা) হিসাবে নির্বাচত হয়েছেন।
কেন্দ্রীয় কমিটির ৫ সদস্যের মধ্যে রয়েছেন- আব্দুস সালাম খান, আমজাদ হোসেন, নাজমুল আলম রুবেল, মজিবুর রহমান ও সেলিম আনছারি।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/politics/177240/জাতীয়-শ্রমিক-লীগের-৩৫-সদস্যের-কমিটি-ঘোষণা
Post Come trough : PURBOPOSHCIMBD
আগামীর ডাক্তারদের সেশনজটমুক্ত করতে দ্রুত পদক্ষেপ নিন
হাসান হামিদ
পৃথিবীজুড়ে সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আমাদের দেশে করোনা বিস্তারের অষ্টম মাস চলছে। প্রতিদিন আক্রান্ত হচ্ছে মানুষ, এর মধ্যে কেউ কেউ যুক্ত হচ্ছে মৃতের মিছিলে। করোনার বিস্তার রোধে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত করা হলেও কার্যত এখন পুরোদমে চলছে বলেই আমার মনে হয়। অবশ্য প্রায় সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে আমাদের এখানে। এরই মাঝে প্রাথমিক ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষাসহ স্কুল-কলেজের সব পরীক্ষায় অটো প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইচএসসি’র মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাও নেওয়া হবে না, তাতে বিকল্প মূল্যায়নের ব্যবস্থা নেওয়া হচ্ছে। করোনার এই সময়ে স্বাস্থ্য ও অর্থনীতিবিষয়ক নানা পরিকল্পনার কথা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি। বিশ্ববিদ্যালয়গুলোও তাদের মতো করে মূল্যায়নের চিন্তা করছে বলে খবরের কাগজে পড়েছি। কিন্তু মেডিক্যাল শিক্ষার্থী যারা এদেশে আগামীতে ডাক্তার হবে, তাদের লম্বা একটা সময় অপচয়ের ব্যাপারে কারো কোনো মাথাব্যথা দেখছি না। মেডিক্যাল কলেজগুলোর শিক্ষা কার্যক্রমে সেশনজট বিষয়টি তীব্রভাবে সব শিক্ষার্থীকে ভোগাবে। সেই সাথে আমরা কয়েক হাজার ডাক্তার দেরিতে পাবো। দেশে সামনেই একটা সময় আসন্ন যেখানে মেডিক্যালে ইন্টার্ন ডাক্তারের সংকট দেখা দেবে। আর এজন্য সেশনজট থেকে তাদের বাঁচাতে হবে দেশের স্বার্থেই। আমাদের ভাবতে হবে, মেডিক্যাল শিক্ষার্থীদের সেশনজটমুক্ত করতে হবে অনেকগুলো জীবন বাঁচানোর জন্যই। এ শিক্ষাকে অবহেলা করে আমরা নানা দূষণের এই পৃথিবীতে সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাব না, কখনোই না।
খোঁজ নিয়ে জেনেছি, এমবিবিএস কোর্স সম্পন্ন করতে সব মিলিয়ে ইন্টার্নিসহ ছয় বছরের বেশি সময় লেগে যায়। পরীক্ষার সিস্টেম হচ্ছে প্রতিটা চাপ্টার পড়ানোর পর আইটেম দিতে হয়। ভাইবার মতো। অনেকগুলো আইটেম ক্লিয়ার করে কার্ড দিতে হয়। আবার কার্ড ক্লিয়ার হলে এরপর টার্ম। যদি টার্ম ক্লিয়ার থাকে তাহলে তাকে প্রফের জন্য ক্লিয়ারেন্স দেয়া হয়। এজন্য ৭৫% এটেন্ডেন্স কাউন্ট করা হয় স্ট্রিক্টলি। টার্ম প্রফ পরীক্ষায় আবার তিনটা পার্ট থাকে। রিটেন, ভাইবা, অসপি এবং প্র্যাক্টিকাল। যেকোনো বিষয়ে পাসের জন্য এই তিনটাতেই আলাদা আলাদা ৬০% নম্বর পেতে হয়। যদি কোন একটায় ৬০% এর কম আসে তাহলে ওই বিষয়ে আবার পরীক্ষা দিতে হবে পুরোটাই।
প্রফ পরীক্ষা (ইয়ার ফাইনাল) হয় মে মাসে। করোনার জন্য এ বছর সবকিছুই মার্চ মাসে বন্ধ হয়ে যায়। কিন্তু এর আগেই মেডিক্যাল শিক্ষার্থীদের আইটেম কার্ড টার্ম ক্লিয়ার করা শেষ। শুধু প্রফ দেয়া বাকি ছিল ১ম, ২য় আর ৩য় প্রফের স্টুডেন্টদের। এরপর দীর্ঘ সাত মাসের বন্ধ। শুরুতে কয়েকদিন অনলাইন ক্লাসে সেই পুরোনো পড়া পড়ানো হয় তাদের। আদতে গত সাত মাস ধরে শিক্ষার্থীরা ঘরে বসে আছে। নেক্সট ফেজের কোন ক্লাস শুরু হয়নি। এখন যে প্রফ মে মাসে নেওয়ার কথা ছিল, সেই প্রফ ডিসেম্বরে নেওয়ার কথা হচ্ছে। আবার শিক্ষার্থীদের এক্সামের আগে বন্ড সাইন করতে বলা হয়েছে বলে জেনেছি। বন্ড হলো, সে যদি পরীক্ষার ৭ দিন আগে করোনা পজিটিভ হয়, বা পরীক্ষা চলাকালীন সময়ে পজিটিভ আসে পরীক্ষার্থী নিজ থেকেই আর অংশগ্রহণ করবে না। আরো ৬ মাস পরে সাপ্লিমেন্টারী পরীক্ষার জন্য ওয়েট করবে।
এখন প্রশ্ন হলো, করোনার মধ্যে সকল পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা যদি বন্ধ থাকে, তবে মেডিক্যাল শিক্ষার্থীদের প্রফ দিতে হবে কেন? আর যদি করোনার মধ্যে প্রফ নিতেই হয় তবে কেন ৭ মাস বসিয়ে রাখার পর এই সিদ্ধান্ত জানানো হলো? এখন যদি এক্সাম নেয়া হয় তাহলে আরো ৪ মাসের মত সময় লাগবে। এজন্য তারা পরবর্তী ফেজের ক্লাসের জন্য সময় কম পাবে। মানে তাদের ৭ মাস, আরো ৪ মাস অর্থাৎ মোট ১১ মাস যাবে। আর যারা ১ম, ২য় প্রফ পরীক্ষার্থী আছে তারা যদি এখন ডিসেম্বরে একটা প্রফ দেয় যেটা মে মাসে হওয়ার কথা ছিল, তাহলে ওরা নেক্সট প্রফের জন্য মাত্র ৪ মাস সময় পাবে। কারণ ওদের নেক্সট ডিউ প্রফ মে, ২০২১ সালে। আর যারা বেসরকারি মেডিক্যাল পড়ছে তারা গত ৭ মাস ধরে ক্লাস না করেও বেতন দিয়ে যাচ্ছে, যা ৮-১২ হাজারের মত প্রতিমাসে। ভাবা যায়?
তারচেয়ে বড় কথা হলো, করোনাকাল ডিসেম্বর-জানুয়ারি নাগাদ সবচেয়ে প্রকট হবে। এমতাবস্থায় যদি পরীক্ষা নেয়ার কথা ভাবাও হয়, তা কতটা যুক্তিযুক্ত? আর পরীক্ষা যদি করোনার তীব্র ঝুঁকির মধ্যেই দিতে হয়, তাহলে এই সিদ্ধান্ত ৭ মাস আগেই নেয়া দরকার ছিল না? কেননা এখন মোটামুটি সবাই জানি, আসছে শীতে মানে করোনার সেকেন্ড ওয়েব আসবে। মেডিক্যাল কলেজগুলোর হোস্টেল হসপিটালের পাশেই। সেইসব ব্যবস্থাপনা আর পরিকল্পনা নিয়ে শিক্ষার নীতিনির্ধারকেরা কিছু কি ভাবছেন? কারণ, করোনা নামের এই ভাইরাস দীর্ঘদিন পৃথিবীতে থাকতে পারে, এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের ধারণা, কোভিড-১৯ এখন বিশ্বের আনাচকানাচে ছড়িয়ে পড়েছে এবং এর প্রথম ধাপে রয়েছে। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারিতে বিশ্বের জনসংখ্যার এক-তৃতীয়াংশ আক্রান্ত হয়েছিল। সেই সময় প্রথম ধাপে তেমন কোনো ক্ষতি হয়নি। কিন্তু দ্বিতীয় ধাপে স্প্যানিশ ফ্লুর আক্রমণ মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আর করোনাভাইরাসের স্বভাব অনেকটা স্প্যানিশ ফ্লুর মতো মনে করছেন বিশেষজ্ঞরা। খবরে পড়েছি, মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক রবার্ট রেডফিল্ড ‘দ্য ওয়াশিংটন পোস্ট’কে বলেছেন, আগামী শীত মৌসুমে ভাইরাসটির আক্রমণ আরও বেশি কঠিন হয়ে ওঠার আশঙ্কা আছে। তার মানে এটি লম্বা সময় ধরে থাকার এবং পরবর্তী ধাপে পরিস্থিতি আরও বেশি খারাপ হতে পারে। সে ক্ষেত্রে আমাদের মেডিক্যাল শিক্ষাপঞ্জিকা নিয়ে নতুন করে ভাবতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আগামী অক্টোবর এবং নভেম্বরে ইউরোপের অনেক দেশে করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে। এসব দেশের মধ্যে আলবেনিয়া, বুলগেরিয়া, চেক রিপাবলিক, বেলজিয়াম, ইতালি, ব্রিটেন, ফ্রান্স, পোলান্ড, নেদারল্যান্ড, স্পেন উল্লেখযোগ্য। বাংলাদেশ সংক্রমণের প্রথম ঢেউয়ের মধ্যেই রয়েছে এখন পর্যন্ত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিত্সক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন শীতে করোনার ভাইরাস দ্বিতীয় ঢেউ আসার আশংকা করেছেন। এর যথেষ্ট যুক্তি রয়েছে। চীনে যখন করোনা ভাইরাস মহামারী রূপ নেয় তখন সেদেশে প্রচন্ড শীত ছিল। তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের যেসব দেশে শীত রয়েছে, সেখানে করোনা সংক্রমণ বাড়ে, আবার কমেও। গরমে আমাদের দেশে করোনা সংক্রমন কমার কথা ছিল। কিন্তু কমেনি। তবে কোন সময় এই ভাইরাসের সংক্রমণ বাড়ে কিংবা কমে সেটা এখনো গবেষণা পর্যায়ে রয়েছে। তবে শীত মৌসুমে যেহেতু এদেশে বেশি ভাইরাসজনিত রোগ দেখা দেয়, তাই এখন থেকেই সতর্ক থাকতে হবে।
সবচেয়ে খারাপ লাগছে এটা ভেবে, এই দীর্ঘ সাত মাসে মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের সমস্যা নিয়ে শিক্ষা মন্ত্রানলয়, স্বাস্থ্য মন্ত্রনালয়, বিএমডিসি বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেউই ভাবেনি। সরকার যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষার্থীদের পরবর্তী ধাপের শিক্ষা কার্যক্রম চালু করার ব্যবস্থা গ্রহণ করে সেশনজটের হাত থেকে তাদের রক্ষা করবে বলে আমার বিশ্বাস। আর শিক্ষার্থীদের মধ্যে যারা মে মাসের পেশাগত পরীক্ষার পরীক্ষার্থী ছিল, তারা প্রায় সবাই উপরে উল্লেখিত ধাপগুলো অতিক্রম করে পরীক্ষা দেয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ কারণে অটোপ্রমোশন দিয়ে তাদের পরিবরর্তী ধাপের পড়ালেখা শুরুর নির্দেশনা দেওয়া সম্পূর্ণ যুক্তিপূর্ণ বলেই আমি মনে করি। আর তা না হয়ে শিক্ষার্থীরা সেশনজটে পড়লে দেশ একটা নির্দিষ্ট সময়ের জন্য তীব্র ইন্টার্ন সংকটেও পড়বে।
খবরে দেখলাম, অটো প্রমোশন ও সেশনজটমুক্ত শিক্ষাবর্ষের দাবিতে মানববন্ধন করেছে সিলেটের মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। গত শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের ৬টি মেডিকেল ও ডেন্টাল কলেজের কয়েকশো শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, করোনা মহামারিতে যখন সব শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা বাতিল করা হচ্ছে সেখানে মেডিক্যাল ও ডেন্টাল কলেজের প্রফ পরীক্ষার নেওয়ার ঘোষণা দেয়া হয়েছে। অবিলম্বে তা বাতিল করে বিকল্প বা অটো প্রমোশন দেয়ার দাবি জানান তারা। সেই সাথে সেশনজট পরিহার করতে অনতিবিলম্বে অনলাইন ক্লাস শুরুরও দাবি তাদের। সারাদেশেই মেডিক্যাল শিক্ষার্থীদের এই দাবি। করোনার এই সময়ে তাদের যেন রাস্তায় নামতে না হয়, কর্তৃপক্ষ আশাকরি ভাববেন।
আমাদের প্রতিবেশী দেশ আরো অনেক আগেই এমবিবিএস শিক্ষার্থীদের অটোপ্রমোশনের মাধ্যমে পরবর্তী ধাপের শিক্ষা কার্যক্রম চালু করেছে৷ সম্প্রতি কেমব্রিজেও অটোপ্রমোশন দিয়ে মেডিক্যালের শিক্ষার্থীদের পরবর্তী ধাপে উন্নিত করা হয়েছে। তাহলে আমাদের মেডিক্যাল শিক্ষার্থীরা কেন পিছিয়ে থাকবে?
লেখক: গবেষক ও কলামিস্ট
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/open-views/177239/আগামীর-ডাক্তারদের-সেশনজটমুক্ত-করতে-দ্রুত-পদক্ষেপ-নিন
Post Come trough : PURBOPOSHCIMBD
পাশ্চাত্যের রক ব্যান্ড নিয়ে যারা চর্চা করেন, তারা নিশ্চয় একটা বিষয়ের সঙ্গে খুব একাত্ম থাকবেন ‘লম্বা চুলওয়ালা লিড সিঙ্গার’। যিনি গিটার বাদক বা ড্রামসের সঙ্গে গাইতে গাইতে তার লম্বা চুল নাড়িয়ে দর্শককে সম্মোহিত করার চেষ্টা করেন। তবে ক্রিকেট মাঠে ক্রিকেটারদের মধ্যে এই ট্রেন্ড দেখা গেলেও আরব দেশে আইপিএলের মঞ্চ সাক্ষী থাকলো এক অভিনব ঘটনার।
কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের শিরোনামে যদি থাকেন লকি ফার্গুসন, আরেকজনও তার থেকে খুব পিছিয়ে থাকবেন না। তিনি ৪৩ বছরের আম্পায়ার পশ্চিম পাঠক।
রোববার (১৮ অক্টোবর) ম্যাচ শুরুতে তিনি যখন মাঠে নামছিলেন, তখন অনেকেই তাকে চিনতে পারছিলেন না। পরে জানা যায়, আম্পায়ারের আসল পরিচয়। পাঠকের লম্বা চুলের রকস্টার লুক কিন্তু ইতিমধ্যেই তাকে জনপ্রিয় করে তুলেছে। টুইটারে ট্রেন্ডও হলেন। বানানো হচ্ছে মিমও। তবে কে এই পশ্চিম পাঠক?
২০১৪ সালে আইপিএলে অভিষেক হয় এই রকস্টার আম্পায়ারের। তারপর মাত্র ৮টি ম্যাচ খেলিয়েছেন তিনি। ২০১২ সালে দু’টি মহিলা একদিনের ম্যাচে আম্পায়ার ছিলেন তিনি। ২০০৮ সাল থেকে ভারতে রঞ্জি ট্রফিতে নিয়মিত আম্পায়ারিং করছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৫ সালে প্রথম ভারতীয় আম্পায়ার হিসেবে হেলমেট মাথা তিনিই ম্যাচ পরিচালনা করেছিলেন। তবে আম্পায়ারিংয়ের জন্য না হলেও তার রকস্টার লুক কিন্তু রোববার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/177238/কে-এই-পশ্চিম-পাঠক?
Post Come trough : PURBOPOSHCIMBD
মেয়েটির অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকমাস ধরে ওই যুবক তাকে বিভিন্ন জায়গায় নিয়ে জোর করে ধর্ষণ করে আসছিল।
সারাদেশ
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা-পুলিশ। রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রুহল আমিন (২৫) নামে ওই যুবকের বাড়ি উপজেলার জয়পুর ইউনিয়নের আস্তাইল গ্রামে। তার বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা করেছে ভুক্তভোগী মেয়েটি (২৩)। মেয়েটির বাড়ি উপজেলার চরমঙ্গলহাটা গ্রামে।
মেয়েটির অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকমাস ধরে ওই যুবক তাকে বিভিন্ন জায়গায় নিয়ে জোর করে ধর্ষণ করে আসছিল। এরপর পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দিলে ১০ লাখ টাকা দাবি করে। তবে যুবকটি বলেছে, তার সঙ্গে মেয়েটির প্রেমের সর্ম্পক ছিল।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, মামলার একমাত্র আসামি ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/177237/বিয়ের-প্রলোভনে-তরুণীকে-ধর্ষণের-অভিযোগে-যুবক-গ্রেপ্তার
Post Come trough : PURBOPOSHCIMBD
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসেই নয়, ক্রিকেট ইতিহাসেই অন্যতম সেরা ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেলো রোববার (১৮ অক্টোবর) মুম্বাই ইন্ডিয়ান্স আর কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে। ম্যাচটিতে ছিল দু’টি সুপার ওভার। টান টান উত্তেজনার মধ্যে দুই সুপার ওভারের পর নিষ্পত্তি হলো ম্যাচ। এই প্রথম ক্রিকেট ইতিহাসে একই ম্যাচে দু’টি সুপার ওভারের রেকর্ড সৃষ্টি হলো।
সবচেয়ে বড় কথা একই দিনে তিনটি সুপার ওভার। দুই ম্যাচের দু’টিই নিষ্পত্তি হলো সুপার ওভারে গিয়ে। শেষটিতে তো সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে মুম্বাই আর পাঞ্জাব।
প্রথম সুপারে প্রথমে ব্যাট করে পাঞ্জাব বুমরাহর ওভারে ২ উইকেট হারিয়ে ৫ রান তোলে। পাঞ্জাবের হয়ে বল হাতে নিয়ে মোহাম্মদ শামি মুম্বাইকে আটকে রাখেন ৫ রানে। অর্থাৎ, সুপার ওভারও টাই হয়।
দ্বিতীয় সুপার ওভারে মুম্বাই প্রথমে ব্যাট করে জর্ডনের ওভারে ১ উইকেটে ১১ রান তোলে। মায়াঙ্ক আগারওয়াল শেষ বলে দুরন্ত ফিল্ডিংয়ে একটি ছক্কা বাঁচিয়ে দেন। গেইল ও মায়াঙ্ক পাঞ্জাবের হয়ে ব্যাট করতে নেমে ৪ বলে ১৫ রান তুলে দলের জয় নিশ্চিত করেন।
২০১৯ বিশ্বকাপ ফাইনালের স্মৃতি উসকে দিয়ে অনেকে ভেবেছিলেন হয়তো বাউন্ডারি গণনা হবে; কিন্তু পরিবর্তিত নিয়মে তা হয়নি। তবে দ্বিতীয় সুপার ওভার শুরু হওয়ার আগে ম্যাচ অফিসিয়াল এবং কমেন্ট্রি বক্সে জোর আলোচনা চলে নতুন নিয়ম নিয়ে।
দীর্ঘ আলোচনার পর দেখা যায় ব্যাট হাতে মাঠে নামছেন কাইরন পোলার্ড এবং হার্দিক পান্ডিয়া। অন্যদিক বল হাতে ক্রিস জর্ডান। অর্থাৎ, প্রথম সুপার ওভারে প্রথমে ব্যাট করা পাঞ্জাবকে আইসিসি’র নিয়ম অনুযায়ী এক্ষেত্রে প্রথমে বল করা বাধ্যতামূলক ছিল।
ঐতিহাসিক দ্বিতীয় সুপার ওভার শুরুর আগে আম্পায়ারদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান তথা পাঞ্জাব কোচ অনিল কুম্বলে।
আইপিএলের ওয়েবসাইটে এখনো জ্বলজ্বল করছে পুরোনো নিয়মই। তাই একনজরে দেখে নেওয়া যাক একই ম্যাচে দ্বিতীয় সুপার ওভারের জন্য আইসিসি’র কী বলা হয়েছে...।
১. সুপার ওভার অমিমাংসিত হলে পুনরায় সুপার ওভার খেলা হবে যতক্ষণ না একজন বিজয়ী নির্ধারিত হচ্ছে।
২. পূর্ববর্তী সুপার ওভার শেষ হওয়ার ৫ মিনিটের মধ্যেই শুরু করতে হবে পরবর্তী সুপার ওভার।
৩. পূর্ববর্তী সুপার ওভারে পরে ব্যাট করা দল পরবর্তী সুপার ওভারে প্রথমে ব্যাট করার সুযোগ পাবে।
৪. পূর্ববর্তী সুপার ওভার মাঠের যে প্রান্তে শেষ হয়েছিল তার বিপরীত প্রান্ত থেকে পরবর্তী সুপার ওভারে বোলিং শুরু হবে।
৫. পূর্ববর্তী সুপার ওভারে আউট হওয়া কোনও ব্যাটসম্যান যেমন পরবর্তী সুপার ওভারে ব্যাট করতে পারবে না, ঠিক তেমনই পূর্ববর্তী সুপার ওভারে ডেলিভারি করা বোলার পরবর্তী সুপার ওভারে বোলিংয়ের সুযোগ পাবেন না।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/177236/যে-নিয়মে-আইপিএলের-এক-ম্যাচে-দু’টি-সুপার-ওভার
Post Come trough : PURBOPOSHCIMBD
পরকীয়া প্রেমিকার ঘর থেকে আটক ছাত্রলীগ নেতা ধর্ষণ মামলায় কারাগারে
ওই গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে ছাত্রলীগ নেতা হিরনের পরকীয়া প্রেমের সম্পর্ক চালছিল।
সারাদেশ
বরিশাল প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রলীগ নেতা মহিদুল হাসান হিরনকে আপত্তিকর অবস্থায় আটকের পর ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এরআগে গত শনিবার রাতে তাকে উপজেলার মগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের এক গৃহবধূর ঘর থেকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। যদিও এ ঘটনার পর ওই গৃহবধূ ছাত্রলীগ নেতা হিরনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছে থানায়।
স্থানীয়রা জানান, ওই গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে ছাত্রলীগ নেতা হিরনের পরকীয়া প্রেমের সম্পর্ক চালছিল। একবার তারা দুজনে পালিয়ে গেলে ওই গৃহবধূর পরিবারের লোকজন থানায় অভিযোগ করে। পরে ছাত্রলীগ নেতা হিরন ওই গৃহবধূকে তার পরিবারের কাছে ফেরত দিয়ে ঢাকায় চলে যায়। বিষয়টির সাময়িক সমাধান পেয়ে গৃহবধূর পরিবার হিরনের বিরুদ্ধে মামলা দায়ের করা থেকে বিরত থাকে। এর কিছুদিন পর হিরন আবার এলাকায় ফিরে ওই গৃহবধূর সঙ্গে যোগাযোগ শুরু করে। শনিবার রাতে সে অনৈতিক কাজের জন্য গৃহবধূর স্বামীর বাড়িতে যান। এসময় স্থানীয়রা তাকে আপত্তিকর অবস্থায় ধরে মারধর করে। পরে গভীর রাতে পুলিশ গিয়ে হিরনসহ ওই গৃহবধূকে থানায় নিয়ে আসে। এরপর ঘটনার দৃশ্যপট পাল্টায়। ওই গৃহবধূ বাদী হয়ে হিরনের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
মামলার এজাহারে ওই নারী দাবী করেন, তার স্বামী ঢাকায় চাকুরি করেন। অভিযুক্ত হিরন বিভিন্ন সময় তাকে প্রেম ভালোবাসার প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। গত শনিবার রাত ৮টার দিকে তার স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার আত্মচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে হিরনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, গৃহবধূ দুই সন্তানের জননী। তার স্বামী রয়েছে। ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগ করায় হিরনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। আর আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই গৃহবধূকে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/177235/পরকীয়া-প্রেমিকার-ঘর-থেকে-আটক-ছাত্রলীগ-নেতা-ধর্ষণ-মামলায়-কারাগারে
Post Come trough : PURBOPOSHCIMBD
এক ম্যাচে জোড়া সুপার ওভার, পাঞ্জাবের অবিশ্বাস্য জয়
স্পোর্টস ডেস্ক
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে শেষ বলে ম্যাচ জিতে উঠে পর পাঞ্জাবের মালকিন প্রীতি জিনতা সোশ্যাল মিডিয়ায় বিধিসম্মত সকর্তবার্তা জারি করেছিলেন যে, ‘কিংস ইলেভেনের ম্যাচ দুর্বল হৃদয়ের মানুষদের জন্য নয়’। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, পাঞ্জাবের উত্তেজক ম্যাচ ক্রিকেটপ্রেমীদের হার্ট অ্যাটকের কারণ না হয়ে দাঁড়ায়।
প্রীতি যে এক বর্ণও ভুল বলেননি, সেটা বোঝা গেল পরের ম্যাচেই। দুবাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে সব থেকে উত্তেজক ম্যাচ জিতলেন রাহুলরা।
নির্ধারিত ২০ ওভারে ম্যাচ টাই হয়। পরে সুপার ওভারও টাই হয়। দ্বিতীয় সুপার ওভারে অবশ্য দাপুটে জয় তুলে নেয় পাঞ্জাব।
শুরুর দিকে আমিরশাহির পিচে যে রকম ব্যাটসম্যানদের দাপট চোখে পড়ছিল, সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা বদলে গিয়েছে। পিচ ক্রমশ স্লো হয়ে যাওয়ায় রান তোলা তুলনায় কঠিন হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই দুবাইয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের ৬ উইকেটে ১৭৬ রানকে অত্যন্ত চ্যালেঞ্জিং বলতেই হয়।
লোকেশ রাহুলের অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরিতে (৭৭) ভর করে পাঞ্জাব মুম্বাইয়ের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁয়ে ফেলে। তবে টপকে যাওয়া সম্ভব হয়নি। কিংস ইলেভেনও ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তোলে।
ফলাফল নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় সপুার ওভারে। প্রথমে ব্যাট করে পাঞ্জাব বুমরাহর ওভারে ২ উইকেট হারিয়ে ৫ রান তোলে। পাঞ্জাবের হয়ে বল হাতে নিয়ে মোহাম্মদ শামি মুম্বাইকে আটকে রাখেন ৫ রানে। অর্থাৎ, সুপার ওভারও টাই হয়।
দ্বিতীয় সুপার ওভারে মুম্বাই প্রথমে ব্যাট করে জর্ডনের ওভারে ১ উইকেটে ১১ রান তোলে। মায়াঙ্ক আগারওয়াল শেষ বলে দুরন্ত ফিল্ডিংয়ে একটি ছক্কা বাঁচিয়ে দেন। গেইল ও মায়াঙ্ক পাঞ্জাবের হয়ে ব্যাট করতে নেমে ৪ বলে ১৫ রান তুলে দলের জয় নিশ্চিত করেন।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/sports/177234/এক-ম্যাচে-জোড়া-সুপার-ওভার,-পাঞ্জাবের-অবিশ্বাস্য-জয়
Post Come trough : PURBOPOSHCIMBD
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা প্রায় ৪ কোটি। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৯৮ লাখ ৮৪ হাজার ৬১৬ জনে।
তাদের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ১১ লাখ ১২ হাজার ৫৩৫ জন এবং ভাইরাসের সংক্রমণ থেকে ইতোমধ্যে সেরে উঠেছেন ২ কোটি ৭৪ লাখ ১৮ হাজার ৯২১ ব্যক্তি।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় আক্রান্ত ৮১ লাখ ছাড়িয়ে গেলে এবং ২ লাখ ১৯ হাজার ৬৭২ জন মৃত্যুবরণ করেছেন।
ভারতে মোট আক্রান্ত প্রায় ৭৫ লাখ এবং মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ৩১ রোগী। তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫২ লাখের অধিক এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৭৫ জনের।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬০ জনে।
এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৪ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে রোববার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আরো ১ হাজার ৬৭৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৯৭২ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৮.২৩ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/abroad/177233/বিশ্বে-করোনায়-আক্রান্ত-প্রায়-৪-কোটি
Post Come trough : PURBOPOSHCIMBD
পর্যাপ্ত পানি না থাকায় চ্যানেল অতিক্রম করতে গিয়ে ডুবোচরে লঞ্চ আটকে যাচ্ছে এ কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন মালিক ও চালকরা। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান,নৌ-পথে নাব্যতা সংকট থাকায় লঞ্চ চলাচল করতে পারছে না। এ কারণেই সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। নৌরুটের হাজরা চ্যানেলে দিন দিন পানি কমতে থাকায় লঞ্চের তলদেশ ডুবোচরে আটকে যাচ্ছে। ফলে ঝুঁকি নিয়ে চালাতে হচ্ছিল লঞ্চ। সোমবার সকালে এ সংকট প্রকট আকার ধারণ করায় লঞ্চ চলাচল বন্ধ রেখেছে লঞ্চ চালক ও মালিকেরা। বিষয়টি নিয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করা হচ্ছে।
এদিকে, লঞ্চ চলাচল বন্ধ থাকায় স্পিডবোটে যাত্রীদের চাপ দেখা গেছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/whole-country/177231/কাঁঠালবাড়ী-শিমুলিয়ায়-লঞ্চ-চলাচল-বন্ধ
Post Come trough : PURBOPOSHCIMBD
দেশের ১১টি অঞ্চলে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার (১৯ অক্টোবর)। সেসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদনদীর পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/177232/দেশের-১১-অঞ্চলে-ঝড়বৃষ্টির-সম্ভাবনা
Post Come trough : PURBOPOSHCIMBD
তুলির আঁচড়ে সাজছে দেবী দুর্গা, এরই মাঝে বেশিরভাগ প্রতিমা তৈরির কাজ শেষ। এখন দিনরাত রং তুলির কাজ করছেন শিল্পীরা। মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে স্থাস্থ্য সুরক্ষা বিধি মেনেই চলছে পুজোর আয়োজন। করোনা আতঙ্কের আবহেই বুধবার (২১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এদিন দেবীর বোধন।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর মহালয়া অনুষ্ঠিত হয়। পুরাণ মতে, এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। মহালয়ার ছয় দিন পর পূজা শুরু হওয়ার কথা থাকলেও এবার তা অনুষ্ঠিত হয়নি। আশ্বিন মাস মল (মলিন) মাস হওয়ায় এবার দুর্গাপূজা শুরু হচ্ছে প্রায় এক মাস পর ২১ অক্টোবর থেকে।
এবার সারাদেশে ৩০ হাজার ২২৫টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। গত বছর এ সংখ্যা ছিল ৩১ হাজার ৩৯৮টি। অন্যদিকে ঢাকা মহানগরে এ বছর পূজা মণ্ডপের সংখ্যা ২৩৩টি। গত বছর এ সংখ্যা ছিলো ২৩৭টি। ঢাকা বিভাগে সাত হাজার ১৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর অনুষ্ঠিত হয়েছিল সাত হাজার ২৭১টি মন্দিরে। গত বছরের তুলনায় চট্টগ্রাম বিভাগে এবার ৫৫০টি কম মণ্ডপে পূজা হচ্ছে। এ বিভাগে এবার পূজা অনুষ্ঠিত হবে তিন হাজার ৯০৬টি।
খুলনা বিভাগে চার হাজার ৬৮৯টি, সিলেট বিভাগে দুই হাজার ৬৪৬টি, ময়মনসিংহ বিভাগে এক হাজার ৫৮৪টি, বরিশাল বিভাগে এক হাজার ৭০১টি, রংপুর বিভাগে পাঁচ হাজার ২৫০টি এবং রাজশাহী বিভাগে তিন হাজার ৪৩৫টি মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
পঞ্জিকা মতে, ২০২০ সালে মা দুর্গার আগমন হচ্ছে দোলায়। দোলায় চড়ে বাপের বাড়ির উদ্দেশে স্বামীর ঘর থেকে রওনা দেবেন তিনি। ধর্মীয় বিশেষজ্ঞদের মতে, দোলায় আগমন এর অর্থ মড়ক। ফলে পূজার বা তার পরবর্তী সময়েও মহামারির পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে মায়ের গমন এবার গজে। অর্থাৎ হাতিতে চড়ে মা বাপের ঘর ছেড়ে পাড়ি দেবেন স্বর্গে। গজে চড়ে গমনের ফল শুভ হয়। তবে এই বছরের পূজা অন্যান্য বছরের মতো নয়। করোনা আতঙ্কের আবহেই এবার দেবীপক্ষের সূচনা হয়। আর মহামারির দুর্যোগ মাথায় নিয়েই এবার হচ্ছে মাতৃবন্দনা।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে সমবেত সবার স্বাস্থ্যবিধি নিশ্চিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ যে গাইডলাইন প্রণয়ন করেছে, তা মেনেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সাত্বিক মতে, ধর্মীয় বিধান মেনেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জীবন হচ্ছে আগে। নিজে সংক্রমিত হব না, অন্যদেরও হতে দেব না।
গাইডলাইনে করোনা সংক্রমণ রোধে এবার দুর্গাপূজায় শোভাযাত্রা ও প্রসাদ বিতরণ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।
সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগের জনসাস্থ্য-১ অধিশাখার উপসচিব ডা. মো. শিব্বির আহমদ ওসমানী স্বাক্ষরিত এক চিঠিতে গাইডলাইন মেনে চলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় মন্দির প্রাঙ্গণে নারী-পুরুষের প্রবেশ ও বের হওয়ার পথ পৃথক ও নির্দিষ্ট থাকার কথা বলা হয়েছে। এ ছাড়া পূজামণ্ডপে আগত ব্যক্তিদের নির্দিষ্ট দূরত্ব (কমপক্ষে দুই হাত) বজায় রেখে লাইন করে সারিবদ্ধভাবে প্রবেশ এবং প্রণাম শেষে বের হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সম্ভব হলে পুরো পথ পরিক্রমা গোল চিহ্ন দিয়ে নির্দিষ্ট করে দেওয়ার কথাও নির্দেশনায় বলা হয়।
পুষ্পাঞ্জলি প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং ভক্তের সংখ্যা অধিক হলে একাধিকবার পুষ্পাঞ্জলির ব্যবস্থা করতে হবে উল্লেখ করে নির্দেশনায় আরো বলা হয়, পূজামণ্ডপে আগত সবার মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক ছাড়া কাউকে পূজামণ্ডপে প্রবেশ করতে দেওয়া যাবে না। এছাড়া মন্দিরের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়া এবং তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানারের ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/177230/তুলির-আঁচড়ে-সাজছে-দেবী-দুর্গা
Post Come trough : PURBOPOSHCIMBD
মুক্তিযোদ্ধাদের ভাতা ৮ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক
চলতি অর্থবছরে মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা ৮ হাজার টাকা বাড়িয়ে ২০ হাজার টাকা করা জন্য সম্প্রতি একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে মুক্তিযোদ্ধারা মাসিক সম্মানি ভাতা ১২ হাজার টাকা পাচ্ছেন।
রোববার (১৮ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে প্রস্তাব পাঠানোর তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে বলা হয়, মুক্তিযোদ্ধারা যাতে আরও স্বচ্ছলভাবে জীবনযাপন করতে পারেন সেজন্য তাদের মাসিক সম্মানি আরও আট হাজার টাকা বাড়ানো হচ্ছে।
কমিটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তে প্রয়োজন মতো মুক্তিযোদ্ধাদের মাসিক চিকিৎসা ব্যয় সরবরাহ করার সুপারিশ করে।
এর আগে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কিছু কার্যক্রমের বিপক্ষে সংসদীয় কমিটির নিকট বেশ কিছু লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে কমিটির সভাপতি শাজাহান খানকে আহ্বায়ক এবং কাজী ফিরোজ রশীদ ও মোছলেম উদ্দিন আহমদকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
কমিটি তার পরবর্তী সভায় পূর্ববর্তী নিয়োগসমূহের বিস্তৃত প্রতিবেদন স্থাপনের পাশাপাশি ট্রাস্টের অর্গানগ্রামকে আধুনিকীকরণের জন্য একটি কমিটি গঠনের পরামর্শ দেন।
সভায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কাজী ফিরোজ রশীদ অংশ নেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/177229/মুক্তিযোদ্ধাদের-ভাতা-৮-হাজার-টাকা-বাড়ানোর-প্রস্তাব
Post Come trough : PURBOPOSHCIMBD
ক্রেতাদের চাহিদা মেটাতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে প্রতি কেজি আলু ২৫ টাকা দরে বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
তিনি বলেন, বাজারে সরকারের নির্ধারিত মূল্যে আলু বিক্রি নিশ্চিত করা হবে। আর এ জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে।
রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, আলুর পাইকারি বিক্রেতা, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থা এবং বিভাগের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, দেশে প্রয়োজনীয় আলু মজুদ রয়েছে। আলু সংকটের কোনো সম্ভাবনা নেই। কোনো অবস্থাতেই অধিক লাভ করার সুযোগ দেয়া হবে না।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে আলুর কোনো ঘাটতি নেই। প্রচুর আলু আবাদ হয়েছে। বন্যা ও বৃষ্টির কারণে সবজির আবাদ কিছুটা ক্ষতি হবার কারণে আলুর চাহিদা বেড়েছে। তবে আলুর দাম সরকার নির্ধারিত মূল্যের বেশি হবার কোনো কারণ নেই।
প্রসঙ্গত, সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইতোমধ্যে প্রতি কেজি আলুর দাম কোল্ড স্টোরেজ পর্যায়ে ২৩ টাকা, পাইকারিতে ২৫ টাকা এবং খুচরা পর্যায়ে ৩০ টাকা নির্ধারণ করে দিয়েছে।
বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সঞ্চালনায় সভায় কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, বাণিজ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. ওবায়দুল আজম, অতিরিক্ত সচিব (আইআইটি) মো. হাফিজুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, টিসিবি চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান, বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাক হোসেন, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য শাহ মো. আবু রায়হান আল-বেরুনি, র্যাব, ডিজিএফআই, এনএসআই এবং পাইকারি আলু ব্যবসায়ীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/national/177228/২৫-টাকা-দরে-আলু-বিক্রি-করবে-টিসিবি
Post Come trough : PURBOPOSHCIMBD