যুক্তরাষ্ট্রের কাছে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চেয়েছে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগানের সঙ্গে বৈঠকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান। বৈঠক শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, তবে এ ব্যাপারে এখনই বিস্তারিত জানানো সম্ভব নয়।
শাহরিয়ার আলম বলেন, বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের কোভিড ভ্যাকসিন নিয়েও আমরা আলোচনা করেছি। বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের বিষয়ে আলোচনা হয়েছে। একটি মার্কিন কোম্পানি এ নিয়ে আগ্রহও দেখিয়েছে।
এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম জানান, শুধু বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নয়, বিশ্বের সব দেশের শিক্ষার্থীদের জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেবে।
প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সঙ্কট নিয়ে দীর্ঘমেয়াদী সমাধানে আমরা যেতে চাই না বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। তবে যুক্তরাষ্ট্র বলেছে, প্রতিবেশী দেশগুলোকে এ বিষয়ে সম্পৃক্ত করা প্রয়োজন।
বুধবার বিকেলে দিল্লি থেকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন ই বিগান।
ঢাকা সফরের প্রথম দিন সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠককালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে পরিবারের অধিকাংশ সদস্যসহ নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/national/176787/যুক্তরাষ্ট্রের-কাছে-বঙ্গবন্ধুর-খুনি-রাশেদ-চৌধুরীকে-ফেরত-চেয়েছে-বাংলাদেশ
Post Come trough : PURBOPOSHCIMBD
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের ৪জনকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোররাতে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে হ্যাচারি মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিম (৬)।
নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম জানান, বাড়িতে মা ও বড় ভাইয়ের পরিবারের চারজনসহ তারা ছয়জন থাকতেন। মা কাল আত্মীয়ের বাড়িতে ছিলেন। তিনি (রায়হানুল) ছিলেন পাশের ঘরে। ভোরে পাশের ঘর থেকে তিনি বাচ্চাদের গোঙানির (ব্যথার আওয়াজ) শব্দ শুনতে পান। তাৎক্ষণিক এগিয়ে গিয়ে দেখেন ঘরের বাইরে থেকে আটকানো। দরজা খুলে দেখা যায় বিভৎস দৃশ্য। এর কিছুক্ষণ পর বাচ্চারাও মারা যায়।
তিনি আরও জানান, তাদের সাথে জমি জায়গা নিয়ে পাশের কিছু লোকের বিরোধ ছিল। কিন্তু কারা এ ঘটনা ঘটালো তা বুঝতে পারছি না।
কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিজেদের ঘরের মধ্যে গৃহ প্রধান শাহিনুর রহমানসহ চারজনকে জবাই করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে শাহিনুরের পা বাধা ছিল এবং তাদের চিলে কোঠার দরজা খোলা ছিল। ধারণা করা হচ্ছে ছাদের চিলে কোঠার দরজা দিয়ে হত্যাকারীরা ঘরের মধ্যে প্রবেশ করে। ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ কাজ শুরু করেছে।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2SXsDQu
Post Come trough : নাচোল নিউজ
The visiting US Deputy Secretary of State Mr. Stephen E Beigun visited the Father of the Nation Bangabandhu Sheikh Mujubur Rahman Memorial Museum at Dhanmondi Road 32, Dhaka early this morning. He was received, and given a detailed tour of the museum, by the Curator of Bangabandbu Memorial Museum Mr N. I. Khan. The US Ambassador to Bangladesh Mr. Earl R. Miller and Special Assistant to the Prime Minister Barrister Shah Ali Farhad were also present.
The Deputy Secretary of State paid his floral respects to the Father of the Nation and wrote in the international visitors’ book:
‘The United States is proud to be a partner, and a friend, to Bangladesh as it prepares to celebrate the 50th anniversary of its founding, and celebrates 100 years since the birth of Sheikh Mujibur Rahman. We look forward to the next 50 years and beyond toward a strong, independent and prosperous Bangladesh that would make Bangabandhu proud’.
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/3k19bhp
Post Come trough : নাচোল নিউজ
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি তুলা রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ প্রেমের দেবতা শুক্রাচার্য, গ্রহমাতা চন্দ্র ও দেবগুরু বৃহস্পতির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃষ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। লৌকিকতায় শত্রুতার জন্ম দিতে পারে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
শরীর স্বাস্থ্যের প্রতি তীক্ষè নজর রাখা শ্রেয় হবে। দূর থেকে আসা কোন অপ্রিয় সংবাদে মন বিষণœ হয়ে পড়বে। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
বিদ্যাশিক্ষায় ব্রতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ প্রশস্ত হবে।
মিথুন [২১ মে-২০ জুন]
দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। সহকর্মী ও অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা আটকে থাকা কাজ সচল হবে। দীর্ঘদিনের ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে। পালিত ব্যক্তির প্রতি তীক্ষè নজর রাখুন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। ভাইবোনদের সঙ্গে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হবে। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। ব্যবসাবাণিজ্যে মজুদ মালের দাম ফুলে ফেঁপে উঠবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভ এমনকি সুদূরপ্রসারী হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেক্ট্রনিক্স সামগ্রীর পসরা সাজবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। ভ্রমণ শুভ।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
একদিকে আয়-উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়-পরিজনেরা মজা দেখবে।। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল এমনকি ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি ফুলে ফেঁপে উঠবে। বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। হারানো সম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়া পথ প্রশস্ত হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে। মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসবে। শত্রু ও বিরোধীপক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ হয়ে পড়বে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দীর্ঘদিনের লালিত স্বপ্ন স্বাধ পূরণ পূরণের দিকে ধাবিত হবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের পথ প্রশস্ত হবে। আজকের রোপণ করা বৃক্ষ ভবিষ্যতে ফুলফল ও সংকটকালে ছায়া দিয়ে বাচাবে। দ্রুতগতির বাহন বর্জন করুন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলবে। লটারি ফাটকা জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলা শ্রেয় হবে। ঘুষ উৎকোচ গ্রহণ নেশাজাতীয় দ্রব্য সেবন থেকে দূরে থাকুন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তার অবসান ঘটবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://ppbd.news/feature/176791/আজকের-রাশিফল
Post Come trough : PURBOPOSHCIMBD
সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন নিয়েই এটিই ব্যবহার করে এনজিও’র ভুয়া লাইসেন্স দেখিয়ে চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করছে শ্যামলী গ্রাম উন্নয়ন সংস্থা। জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পুরোটাই ও কসবা ইউনিয়নের আংশিক এলাকায় ৪ বছর ধরে প্রায় ২ হাজার পরিবারের সাথে প্রতারণা করে আসছে সংস্থাটি। দুই হাজার সদস্য বিশিষ্ট ভুয়া এনজিও নামধারী প্রতিষ্ঠান শ্যামলী গ্রাম উন্নয়ন সংস্থায় সদস্যদের জমাকৃত মূলধনের পরিমাণ কোটি টাকার বেশি। নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুরশেদপুর বাজারে এর প্রধান কার্যালয়। সভাপতি মো. হযরত আলী ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আহাদ আলীকে রাখা হয়েছে, যারা দুজনই সংস্থার মালিক। এছাড়াও আরো ৩ কর্মী রয়েছে যারা মাঠকর্মী হিসেবে কাজ করেন এবং এই ৫ জনের বেতন হিসেবেই খরচ মাসে ৯২ হাজার টাকা। ২০০৯ সালে জেলা সমাজসেবা অধিদপ্তর হতে নিবন্ধন প্রাপ্তির পর ২০১৬ সাল হতে এ অবৈধ ঋণ কার্যক্রম শুরু করে শ্যামলী গ্রাম উন্নয়ন সংস্থা।
সংস্থার অন্যতম মালিক ও সাজানো সাধারণ সম্পাদক আহাদ আলী জানান, ফতেপুর ও কসবা ইউনিয়নের ফুরশেদপুর, আলিসাপুর, গজালবাড়ি, বিষ্মপুর, শিংরইল, মির্জাপুর এলাকায় এই অবৈধ ঋণ কার্যক্রম পরিচালনা করে শ্যামলী গ্রাম উন্নয়ন সংস্থা। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন নিয়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করা যাবে কি না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, না ঋণ কার্যক্রম করা যাবে না। তবে এমআরএ আবেদন ছাড়লেই আবেদন করবো। সমাজসেবা থেকে আমাদের তলব করা হয়েছিল এবং ঋণ কার্যক্রম করা যাবে না বলে জানানো হয়েছে। সমাজসেবা অধিদপ্তর নিষেধাজ্ঞা দেয়ার পরেও কেন তা অব্যাহত রেখেছেন? এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি তিনি। সমাজসেবা অধিদপ্তরের যেহেতু নিবন্ধন রয়েছে, তাই সংস্থার অন্যতম মালিক ও সাজানো সাধারণ সম্পাদক আহাদ আলীর কাছে জানতে চাওয়া হয়, করোনাকালে তারা কি ধরনের সমাজসেবা করেছন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন কি না? এই প্রশ্নেরও উত্তর দিতে পারেননি সংস্থার অন্যতম মালিক আহাদ আলী।
এলাকার সচেতন মহল এই সংস্থার এমন অবৈধ ক্ষুদ্র ঋণ কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, সমাজসেবার নিবন্ধন নিয়ে কিভাবে কোটি টাকার কারবার করছে তারা। এমনকি ১৮ শতাংশ হারে লাভ দেয়ার কথা বলে জনগণের আমানত সংগ্রহ করছে ভুয়া এনজিও নামধারী প্রতিষ্ঠানটি। এছাড়াও দুই মালিক হযরত আলী অষ্টম শ্রেণী ও আহাদ আলী এইচএসসি পাস। জনসাধারণ না বুঝে তাদের প্রতারণার ফাদে পা দিয়ে অতিরিক্ত লাভের আশায় লক্ষ লক্ষ টাকা জমা রাখছে। যেকোন সময় এসব বিপুল পরিমান অর্থ নিয়ে উধাও হবে শ্যামলী গ্রাম উন্নয়ন সংস্থা, এমনটাই আশঙ্কা করছেন অনেকেই। সংস্থাটির সমাজসেবা অধিদপ্তর ও ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স ছাড়া আর কোন কিছুই নেয়। তারপরেও কিভাবে এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করছে শ্যামলী গ্রাম উন্নয়ন সংস্থা এবং এই সংস্থার অবৈধ কাজের দায়ভার কে নেবে? প্রশ্ন সচেতন মহলের।
এবিষয়ে জেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা (রেজিষ্ট্রেশন) মো. নুরুল ইসলাম বলেন, সমাজসেবা অধিদপ্তর শুধুমাত্র স্বেচ্ছাসেবী বিভিন্ন উন্নয়নমূলক প্রতিষ্ঠান বা সংস্থার নিবন্ধন দেয়। কোন আর্থিক প্রতিষ্ঠানকে নিবন্ধন দেয়া সমাজসেবা অধিদপ্তরের কাজ নয়। তাই অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংস্থার নামে নিবন্ধন নিয়ে কোন সংস্থা যদি ঋণ কার্যক্রন পরিচালনা করে, তাহলে তা সম্পূর্ণভাবে অবৈধ ও নিয়ম বর্হিভূত। তিনি আরো জানান, জেলায় প্রায় দেড় শতাধিক প্রতিষ্ঠান এমন অনিয়ম করছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন নিয়ে অবৈধ ঋণ কার্যক্রম পরিচালনা করা প্রায় ৭৫টি সংস্থাকে তলব করা হয়েছে এবং তাদের এসব কার্যক্রমের তথ্য ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। এসব ভুয়া এনজিও’র বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
Post Written by : Admin
Original Post URL : https://ift.tt/2SXtTTr
Post Come trough : নাচোল নিউজ
অনেকটা নিরবে নিভৃতে সময়কে ফ্রেমবন্দি করার চমক জাগানিয়া কিছু কাজ করে চলেছেন নির্মাতা আবু সুফিয়ান ভুইয়া বিপ্লব। চলতি বৈশ্বিক দূর্যোগকে যেভাবে সামাল দিচ্ছেন প্রান্তিক জনগণ, নানা অঞ্চল ঘুরেঘেটে তুলে আনছেন সেই চালচিত্র। তৃণমূল জনতার টিকে থাকার লড়াইয়ের এই সংগ্রামীকাহিনী ধারণে তাকে অর্থ-প্রণোদনা দিচ্ছে একাধিক উন্নয়ন সংস্থা। এরই অংশ হিসেবে করোনা ঝুঁকিতে স্বাস্থ্য বিধি মেনে অক্টোবরের প্রথম সপ্তাহটা শুটিং করে কাটালেন দেশের দক্ষিণপ্রান্ত উখিয়া-টেকনাফ-কক্সবাজারে ।
আবু সুফিয়ান বিপ্লব ফিকশন আর নন-ফিকশন, দুই ধারার নির্মাণেই হাত পাকিয়েছেন। পেশাগত জীবনে বিপ্লব গড়ে তুলেছেন নিজস্ব প্রডাকশন হাউজ ও নির্মাণ প্রতিষ্ঠান গ্রিন ফ্রেম। প্রায় ১৫ বছর ধরে নিজ সংস্থার ব্যানারে বিভিন্ন ধরনের উন্নয়ন সংস্থার সঙ্গে কাজ করছেন। তার উল্লেখযোগ্য ক্লাইন্টের মধ্যে রয়েছে ইউএনডিপি, ইউএনএফপিএ, প্লান ইন্টারন্যাশনাল, ব্র্যাক, টিডিএইচ, একশনএইড, সেভ দ্য চিল্ড্রেন, ভিলেজ কোর্ট, এটুআই ইত্যাদি।
কেবল তথ্যচিত্র বা ডকুড্রামা নয়, ছোটপর্দায় প্রচারিত হয়েছে আবু সুফিয়ান বিপ্লব নির্মিত বেশ কিছু একক ও ধারাবাহিক নাটক। তার পরিচালনায় একপর্বের নাটক ও টেলিফিল্মের মধ্যে উল্লেখযোগ্য হলো- এ হামিদ, ক্যারাভান ৭১, কখনো আধারে নিশি, রুপকথা, নীল খাম, সেদিন তারাবানু আজ তারাবানু, সবকিছু ভেঙ্গে যায়, নয়নতারা ইত্যাদি। বিপ্লবের পরিচালনায় জনপ্রিয়তা পাওয়া ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে ‘কঙ্কাবতী’. ২৬ পর্বে এই ধারাবাহিক নাটকটি চিত্রায়িত হয় থাইল্যান্ডের কোসামতে। এছাড়াও এটুআই বাংলাদেশের প্রযোজনায় ২০১৬ সালে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত ‘সাহেলা বুবুর বৈঠকখানা’ শীর্ষক ১৩ পর্বের ধারাবাহিক নাটকটি বেশ প্রশংসিত হয়।
আবু সুফিয়ান বিপ্লব জানালেন, বিভিন্ন আন্তর্জাতিক ও উন্নয়ন সংস্থার হয়ে ডকুমেন্টারির পাশাপাশি ফিকশনভিত্তিক ডকুড্রামাও নির্মাণ করেছেন। যেগুলোতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারাহ রুমা, শাহনাজ খুশি, প্রাণ রায়, দিপা খন্দকার, লিটু আনাম, জোতিকা জ্যোতি, হুমায়ারা হিমু, রোকেয়া রফিক বেবী, ফজলুল রহমান বাবু, রহমত আলি, জিয়ায়ুল ইসলাম কিসলু, তারিক আনাম খান, পাভেল আজাদ, ডা. এজাজ, চিত্রনায়িকা চম্পার মতো তারকাশিল্পী।
ইউএনডিপির প্রযোজনায় আবু সুফিয়ান বিপ্লব নির্মিত ‘আমাদের গ্রাম আদালত’ ও ‘বাড়ির কাছে গ্রাম আদালত’ শীর্ষক সচেতনামূলক ডকুড্রামা দেশের তৃণমূল পর্যায়ে প্রদর্শিত হয়েছে। সম্প্রতি এটুআই ও ইউএনডিপি বাংলাদেশের জন্য এই মহামারি কভিড-১৯ এর মধ্যে অনলাইনে শিক্ষাব্যবস্থা সচল রাখতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের জন্য তিনি নির্মিত প্রায় আটশ’ অনলাইন ক্লাসভিত্তিক ভিডিও, যা সংসদ টিভি ও কিশোর বাতায়ন ফেইসবুক পেইজে সম্প্রচার হয়েছে। পাশাপাশি বাংলাদেশ নির্বাচন কমিশনের ‘ভোট ও ভোটার আইডিকার্ড’ নিয়ে নির্মাণ করেন ১১টা টিভিসি। এর বিভিন্ন পর্বে অভিনয় করেন মাশরাফি বিন মর্তুজা, আশরাফুল, হুমায়ন ফরিদী, আফজাল হোসেন, প্রয়াত নায়ক মান্না, নায়ক ফেরদৌস, নায়িকা শাবনুর, মৌসুমি, পপি, সঙ্গীতশিল্পী মমতাজ, জাদুশিল্পী জুয়েল আইচ প্রমুখ। নির্মাণ করেছেন সুন্দরবন সুরক্ষায় জন্য সচেতনামূলক দুটি ভিডিও ‘সুন্দরবন মায়ের মতন’ ও ‘জামতলার রানী’।
কাজের প্রয়োজনে সমগ্র বাংলাদেশ ঘুরে বেড়ানোর অভিজ্ঞতার কথা জানিয়ে আবু সুফিয়ান বিপ্লব বলেন, বিভিন্ন জনপদে দেখেছি লড়াকু মানুষের বিচিত্র জীবন আর অস্তিত্ব রক্ষায় জীবিকার লড়াই। অঞ্চল থেকে অঞ্চলে মানুষের পাল্টে যাওয়া আচরণ-ভাষা-ব্যবহার আমাকে মুগ্ধ করে। মানুষ দেখতে আমার ভালো লাগে, মানুষের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। মানুষই আমাকে উৎসাহ যোগায় কাজে।
বিপ্লব জানালেন, তার কাজের শুরুটা হয় প্রাইভেট সেক্টর দিয়ে। শুরুতেই গ্রামীণফোনের জন্য অনেক টিভিসি, ডকু-ড্রামা, ডকুমেন্টরি, ইভেন্ট করেছি। গ্রামীণফোনের হয়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম. তামিম ইকবাল, নাসির হোসনে, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, আফতাব আহমেদ, আব্দুর রাজ্জাক এদের নিয়ে টিভিসি নির্মাণ করেন। রবি, এয়ারটেল ও বাংলালিংককের সঙ্গেও রয়েছে কাজের অভিজ্ঞতা।
দেশের দক্ষিণপ্রান্তে সাম্প্রতিক কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, এই বৈশ্বিক মহামারির মাঝেও দেশের পাহাড়ি জনপদে সংঘাত থেমে নেই। সেই ঝুঁকির মধ্যেই কাজ করে এলাম খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি ও কক্সবাজার এলাকায়। এরমধ্যে চাকমা সম্প্রদায়ের স্থানীয় শিল্পীদের নিয়ে প্লান ইন্টারন্যাশনালের জন্য তৈরি করলাম ১০টি প্রামাণ্যচিত্র। যেগুলোর মধ্যে রয়েছে অবহেলিত পাহাড়ি জনপদে নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ রোধ, গর্ভকালীন সেবা ও পরবর্তী সেবা, যৌতুক, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, কিশোর-কিশোরীর সেবা ইত্যাদি। পাশাপাশি বসতিচ্যুত হয়ে বাংলাদেশ আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়েও কিছু কাজ করি। রোহিঙ্গারা এদেশে আশ্রয় নেওয়ার পর থেকেই অবশ্য তাদের জন্য উন্নয়নভিত্তিক নানা কার্যক্রম জড়িত হই। রোহিঙ্গাদের মানবিক জীবনযাপন ও সচেতনতায় স্বাস্থ্যবিধি, পরিবার পরিকল্পনা, পাচার, নারী নির্যাতন, গর্ভকালীন সেবা, শিশুসেবা ও জীবন দক্ষতাসহ নানা বিষয়ে ভিডিও নির্মাণ করি। যদিও সব কাজ আমাদের গণমাধ্যমে প্রচারের আলোয় আসেনি। তবুও অস্তিত্বের প্রয়োজনে অবিরাম লড়াই করা প্রান্তিক মানুষদের কাজ করার মধ্যে অন্যরকম আনন্দ খুঁজে পাই।
টিভিনাটক বা ফিকশন নির্মাণ থেকে দূরে থাকা কেন? জবাবে বিপ্লব বলেন, ঠিক দূরে থাকা নয়। ব্যাটেবলে ঠিক মিলছে না বলেই সাময়িক বিরতি। আসলে বর্তমানে নাটক বা ফিকশনের জন্য যে বাজেট ধার্য্য থাকে তা দিয়ে সবদিক ঠিকঠাক রেখে মানসম্পন্ন প্রডাকশন তৈরি করা কঠিন। অনেক নির্মাতাই বাধ্য হয়ে জোড়াতালি বা গোজাঁমিল দিয়ে কাজ করছেন। এ ধরনের কাজে মন টানে না, তাই আপাতত ফিকশনে যাচ্ছি না। আশাবাদি আমি বিশ্বাস করি, ক্রান্তিকালীন একটা সময় পার করছে আমাদের ভিজ্যুয়েল মিডিয়া। এই সংকট থাকবে না। আমাকেও ফিকশনে ফিরতে হবে। ইচ্ছে আছে, সিনেমার বানানোর। এজন্য নিজেকে আস্তে আস্তে প্রস্তুত করছি। প্রাথমিক কাজ শিগগিরই শুরুর ইচ্ছে আছে। পাশাপাশি একটা থিয়েটার কোম্পানি করতে চাই। থিয়েটারকে পেশা হিসেবে নেয়ার প্লাটফর্ম গড়ে তুলতে কিছু করতে চাই।
শিল্পজমিনে আবু সুফিয়ান বিপ্লবের পদচারণা থিয়েটারের মাধ্যমে। দৃষ্টিপাত নাট্যসম্প্রাদায়ের হয়ে নাট্যচর্চায় হাতেখড়ি হয়। স্বার্থকতা খুঁজে পান প্রয়াত নাট্যজন এসএম সোলায়মানের সংস্পর্শে থিয়েটার আর্ট ইউনিটে। দলটির প্রতিষ্ঠালগ্ন থেকে নিবেদিত রয়েছেন এখন পর্যন্ত। দুই নাট্যদলের হয়ে অভিনয় করেছেন ‘ইচ্ছমতির কিচ্ছা’. ‘তিন পুরুষের মাথা, ‘রাজার হলো সাজা’, ‘সময়ের প্রয়োজনে’, ‘আমিনা সুন্দরী’, কোর্ট মার্শাল প্রভৃতি নাটকে অভিনয়ের পাশাপাশি আলোক পরিকল্পনার কাজটিও করছেন নিয়মিত। নিজ দলের বাইরেও একাধিক কাজ করছেন। ঢাকা প্রভাকরের প্রযোজনায় তার নির্দেশনায় মঞ্চে আসে বিপুল হাসান রচিত ‘হাঁও মাঁও খাঁও’ এবং আবদুল হালিম আজিজ রচিত পথনাটক ‘রাজার হলো সাজা’ ।
অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে বিপ্লব মানেন, একুশে পদকপ্রাপ্ত প্রয়াত নাট্যজন এস এম সোলায়মানকে। তিনি বলে, গুরুর হাত ধরেই আমার মিডিয়ার কাজে যুক্ত হওয়া। তার অনুপ্রেরণাতে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত অভিনয়শিল্পী হয়েছি। ইচ্ছে ছিল অভিনয় নিয়েই থাকার, গুরুর উৎসাহেই হয়ে গেলাম নির্মাতা। এখনও অবশ্য অভিনয় করছি নিজের কাজের ফাঁকে ফাঁকে বা অন্য নির্মাতাদের কাজে।
দুই সন্তানের জনক আবু সুফিয়ান বিপ্লবের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। তবে বেড়ে ওঠা ঢাকা শহরেই। স্ট্যাম্পফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম এন্ড মিডিয়ায় মাস্টার্স করা এই নির্মাতা সংসারের দায়িত্বটা পুরোপুরি ছেড়ে দিয়েছেন গৃহিনী স্ত্রী রুমা আক্তারের ওপর। সন্তানদের বড় করে তোলার বিষয়ে দুজনই সহমত, নিজেদের ইচ্ছে মতোই ছেলেরা যেন নিজেদের গড়ে তুলতে পারে। তারা যেন সততা নিয়ে মানুষের মতো মানুষ হয়ে ওঠে।
সবশেষে প্রযুক্তির নিত্য বাঁক পরিবর্তনের এই যুগে দাঁড়িয়ে আমাদের মিডিয়া আগামী দিনে কোনপথে যাবে জানতে চাইলে বললেন, সময়ের সঙ্গে আমরা যতোটা পারি তাল মিলিয়ে চলছি। ক্যাসেটের যুগ থেকে এখন আমরা ডিভাইসের যুগে চলে এসেছি। সেই এনালগ প্যানেল থেকে এখন ডিজিটাল প্যানেলে কাজ করছি। আমি আশাবাদি, প্রযুক্তির গতি আমাদের পিছনে ফেলতে পারবে না।আমাদের নির্মাতাদের মধ্যে সেই উদ্যম আছে। একই সঙ্গে অবশ্য মনে কিছু শঙ্কাও আছে। যেভাবে আমরা হাতের মুঠোর চার থেকে ৬ ইঞ্চির ভেতর ঢুকে যাচ্ছি, মোবাইল ফোনের মধ্যে সব কিছু দেখে ফেলতে চাচ্ছি এবং পারছি, এতে আগামীতে আমাদের মিডিয়াও মুঠোবন্দি হয়ে পড়ে কিনা সেটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
পূর্বপশ্চিমবিডি/জেআর
Post Written by :
Original Post URL : https://ppbd.news/entertainment/176790/আবু-সুফিয়ান-বিপ্লব
Post Come trough : PURBOPOSHCIMBD
গত ১২ অক্টোবর অনলাইন নিউজপোর্টাল পূর্বপশ্চিমবিডি.নিউজে ‘আইনজীবী যখন হিজড়ার ধর্ষক!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে তৃতীয় লিঙ্গের একজনের অস্পষ্ট একটি প্রতীকী ছবি প্রকাশ করা হয়। প্রকৃত পক্ষে ছবিটি ভিকটিমের নয়। অনাকাঙ্খিত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
বার্তা সম্পাদক
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/176715/সংশোধনী
Post Come trough : PURBOPOSHCIMBD
ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র শ্যামা এবার তাক লাগিয়ে দিলেন অন্যরূপে। কাঁধ অবধি ঢেউ খেলানো চুল, গালে মেক আপ আর ঠোঁটে লাল লিপস্টিকে সহজ সরল শ্যামা এখন লাস্যময়ী। গায়ে উঠেছে নীল শিফনের শাড়ি সঙ্গে স্লিভলেস ব্লাউজ। তাকে যেন চেনার উপায় নেই!
মাথায় ঘোমটা, মাঝে মোটা সিঁথি, তাতে চওড়া করে সিঁদুর। আটপৌরে শাড়ি গায়ে জড়িয়ে মুখে স্মিত হাসি নিয়ে এভাবেই রোজ সন্ধে বেলা বাঙালির ড্রয়িং রুমে হাজির হন তিয়াসা ওরফে ‘শ্যামা’।
এ নতুন লুক যেন নিমেষেই তিয়াসার সেই চেনা ছবি মুছে দিয়েছে। দিন কয়েক আগেই স্বামী সুবানের সঙ্গে বিবাহবার্ষিকী পালন করেছেন ‘শ্যামা’। এ ‘লাভ বার্ডস’ মজেছিলেন রং মিলান্তিতে। সুবান নীল পাঞ্জাবিতে তিয়াসার স্বপ্নের পুরুষ, তিয়াসা নীল শাড়িতে সুবানের ‘স্বপ্নে দেখা রাজকন্যে’!
তিয়াসার এক নতুন অবতারকে ভালোবাসছেন দর্শকরা। ইনস্টাগ্রামে পোস্টের কমেন্ট সেকশন অন্তত তেমনটাই বলছে। যে ‘শ্যামা’ কে রোজ বাঙালি শাড়ি, শাখা-সিঁদুরে দেখে অভ্যস্থ, তাদের কাছে তিয়াসার এই নতুন সম্মোহনী চমক কোনো উপহারের চেয়ে কম নয়!
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/entertainment/176714/শাড়িতে-লাস্যময়ী-‘কৃষ্ণকলি’র-শ্যামা,-ভাইরাল-ছবি
Post Come trough : PURBOPOSHCIMBD
চতুর্থ দিনের মতো আজো অনশন কর্মসূচি পালন করছেন এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা। বুধবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়েছে।
আন্দোলনকারী শিক্ষানবিশ আইনজীবী ব্যারিস্টার আশরাফ রহমান বলেন, প্রায় চার বছর অতিবাহিত হলেও বার কাউন্সিলে আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। ৯০ হাজার পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৮৭৮ জন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। হাজার হাজার পরিবারের কথা চিন্তা করে ও করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষানবিশ আইনজীবীদের দাবি মেনে নেওয়া উচিত। করোনার এই সংকট মুহূর্তে লিখিত পরীক্ষা থেকে অব্যাহতি দিয়ে ভাইভা পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে তালিকাভুক্তির দাবি জানাচ্ছি।
আন্দোলনকারী শিক্ষানবিশ আইনজীবীদের নেতা এ কে মাহমুদ বলেন, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
উল্লেখ্য, গত জুন থেকে শিক্ষানবিশ আইনজীবীরা আন্দোলন করছেন। এর আগে বাংলামোটরে বার কাউন্সিলের অস্থায়ী ভবনের সামনে তারা অনশন কর্মসূচি পালন করেন।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/court/176713/আজো-অনশনে-শিক্ষানবিশ-আইনজীবীরা
Post Come trough : PURBOPOSHCIMBD
৭৫ বারেও জমা হয়নি সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আবারো পিছিয়েছে। আগামী ২২ নভেম্বর এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে প্রতিবেদন দাখিলের সময় ৭৫ বারের মতো পেছাল।
বুধবার (১৪ অক্টোবর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও মামলার তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরি নতুন এ দিন ধার্য করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/court/176712/৭৫-বারেও-জমা-হয়নি-সাগর-রুনি-হত্যা-মামলার-প্রতিবেদন
Post Come trough : PURBOPOSHCIMBD
গোপন ভিডিও ধারণ করে গৃহবধূকে ধর্ষণ, স্কুল দপ্তরি গ্রেপ্তার
পাশের বাড়ির দুই সন্তানের জননী এক গৃহবধূর গোপন ভিডিও ধারণ করে ভয়ভীতি প্রদর্শন করে দীর্ঘদিন যাবত তাকে ধর্ষণ করেছে
কুমিল্লা প্রতিনিধি
এক গৃহবধূর গোপন ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে এক স্কুল দপ্তরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাগর উপজেলার ঘোলপাশা ইউপির আমানগন্ডা গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তাকে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
সাগর আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দপ্তরি বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাগর তার পাশের বাড়ির দুই সন্তানের জননী এক গৃহবধূর গোপন ভিডিও ধারণ করে ভয়ভীতি প্রদর্শন করে দীর্ঘদিন যাবত তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ ওই গৃহবধূর। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন বলেন, থানায় মামলা হওয়ার পর আমানগন্ডা এলাকায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে কুমিল্লার আদালতের তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/176711/গোপন-ভিডিও-ধারণ-করে-গৃহবধূকে-ধর্ষণ,-স্কুল-দপ্তরি-গ্রেপ্তার
Post Come trough : PURBOPOSHCIMBD
বলিউডের বাদশাহর ভক্তকূল কেবল সাধারণ মানুষের মধ্যেই ছড়িয়ে নেই, ছড়িয়ে তারকাদের মধ্যেই। এক তারকা আরো এক তারকাকে দেখে ‘স্টারস্ট্রাক’ হয়ে যাচ্ছে, তা অত্যন্ত দুর্লভ একটি অনুভূতি। এ অনুভূতি প্রাপ্য হয়েছিল আয়ুষ্মান খুরানা এবং তাহিরা কাশ্যপের। যে সময় আয়ুষ্মান লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়া থেকে বহু দূরে, জনপ্রিয়তার ধারে কাছেও ছিলেন না। সেই সময় থেকেই শাহরুখের অন্ধ ভক্ত ছিলেন তিনি। তেমনই অন্ধ ভক্ত ছিলেন তাহিরা কাশ্যপও।
স্বামী-স্ত্রী মিলেই শাহরুখের প্রেমে একেবারে হাবুডুবু খেতেন। বাদশাহর ছবি দেখা মানেই ব্যক্তিগত জীবনেও প্রেমের আনাগোনা শুরু। তবে আয়ুষ্মান খুরানা এবং তাহিরার মাথায় চেপে বসেছিল ঘনিষ্ঠ হওয়ার নেশা। তাও আবার শাহরুখের বর্তমানে।
স্বশরীরে শাহরুখের উপস্থিতি নয়, তবে পর্দায় তাকে দেখেই ঘনিষ্ঠতায় মজেছিলেন তারকা দম্পতি। যথেষ্ট বয়স কম তখন তাদের। শাহরুখের ছবি দেখতে যেতেন ফাঁকা থিয়েটারে। সেখানেই ঘনিষ্ঠতায় মজতেন তারা।
তাহিরা নিজের বই ‘ট্যুয়েলভ অ্যামেন্ডমেন্টস অফ বিং আ উম্যান’তে এ কথা জানিয়েছেন। বইটি ইতিমধ্যে পড়েও ফেলেছেন কিং খান। প্রতিক্রিয়া স্বরূপ তাহিরা লিখেছেন, লজ্জিতবোধ করব না আনন্দিত হবো বুঝতে পারছি না। এখন বুঝতে পারছি, তোমরা আমার সঙ্গে দেখা হলেই কেন এমন অদ্ভুতভাবে হাসতে থাকো।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/entertainment/176710/শাহরুখের-‘উপস্থিতিতে’-ঘনিষ্ঠতা,-লজ্জিত-অভিনেতা
Post Come trough : PURBOPOSHCIMBD
ভারতের হায়দরাবাদে ভয়াবহ দেয়াল ধসে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে অনেকে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে বৃষ্টির তোড়ে ১০টি বাড়ির ওপর ভেঙে পড়ে দেয়ালটি। খবর: এএনআই।
গত তিন দিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। তেলেঙ্গানায় ইতিমধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের নিচু এলাকায় পানি জমে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি।
হায়দরাবাদ লোকসভার সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি টুইট করে জানিয়েছেন, বান্দলাগুড়ার মোহাম্মদীয়া হিলসে একটি ব্যক্তিগত সীমানার দেয়াল ভেঙে ৯ জনের মৃত্যু হয়েছে। ২ জন আহত হয়েছেন।
‘ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। যাওয়ার পথে শামশাবাদে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের লিফট দিয়েছি। এখন তালাবকাট্টা ও ইয়েসরাব নগরে যাচ্ছি।’
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি হচ্ছে উড়িষ্যায়ও। অন্ধ্রপ্রদেশের একশোরও বেশি এলাকায় ১১ থেকে ২৪ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে।
হায়দরাবাদের কয়েকটি অংশে দ্বিতীয় দিনের মতো ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত আছে, এতে শহরের বেশ কয়েকটি এলাকা পানিতে ডুবে গেছে, সড়ক ও বিমান যোগাযোগ বিঘ্নিত হচ্ছে এবং শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/abroad/176709/ভারতে-দেয়াল-ধস,-নিহত-৯
Post Come trough : PURBOPOSHCIMBD
বিকালে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান আজ বিকালে ঢাকায় আসছেন। তিনদিরের সফরে তিনি করোনা মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধার এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব ও যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।
ভারতের নয়াদিল্লিতে তিনদিনের সফর শেষে তিনি ঢাকায় আসবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিগান ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) সম্পর্কিত পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে বৈঠক করবেন।
মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার দুপুর ১২টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন।
বুধবার রাজধানীর একটি হোটেলে সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের কার্যালয় সূত্র জানায়, স্টিফেন ই বিগানের বাংলাদেশ সফরের সময় সবার সমৃদ্ধির জন্য একটি স্বাধীন, অবাধ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হবে।
বিগানের ঢাকা সফরে রোহিঙ্গা ইস্যু তুলে ধরা হবে এবং তাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনে বিশ্বের বিশেষ করে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন চাইবে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, আমাদের মূল লক্ষ্য রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে। এটা বিশ্ববাসীর দায়। রোহিঙ্গাদের অবশ্যই ফিরিয়ে নিতে হবে।
তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয়ে বাংলাদেশের দায়িত্ব একার নয়, দায় বিশ্ববাসীর এবং বাংলাদেশ এটি তুলে ধরবে।
ড. মোমেন বলেন, বাংলাদেশ মানবিক সহায়তায় আগ্রহী নয়। এটি সমাধানের একটি অংশ তবে মূল অংশ নয়। রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরে যেতে হবে। আমাদের জন্য এটিই মূল বিষয়।
সোমবার ড. মোমেন বলেন, মার্কিন পক্ষ ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) নিয়ে কথা বলবে এবং এতে বাংলাদেশের কোনো সমস্যা নেই।
তিনি বলেন, সফরকালে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন ও ভিসা সংক্রান্ত বিষয়েও কথা বলবে।
ড. মোমেন বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা ইউএস ভিসা পাচ্ছেন না, অথচ অন্য দেশের শিক্ষার্থীদের ভিসা দেয়া হচ্ছে। এটি বৈষম্যমূলক।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা বলব যে তারা যদি (আইপিএস) উদ্যোগের কার্যকারিতা চায় তবে তাদের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগে এগিয়ে আসা উচিত, কেবল আলোচনার মাধ্যমেই কাজ হবে না।
ড. মোমেন বলেন, তারা যদি সত্যিই বাংলাদেশকে সহায়তা করতে চায় তবে তারা তিন বছরের জন্য শুল্ক প্রত্যাহার করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে সহায়তা করতে পারে।
আইপিএসের প্রতিরক্ষার দিক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা সরঞ্জাম বিক্রি করতে চায় তবে একটি বন্ধুত্বপূর্ণ দেশ হওয়ায় বাংলাদেশ সে বিষয়ে অনীহা প্রকাশ করবে।
উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগান ১৬ অক্টোবর বাংলাদেশ ছেড়ে যাবেন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/national/176708/বিকালে-ঢাকায়-আসছেন-যুক্তরাষ্ট্রের-উপ-পররাষ্ট্রমন্ত্রী
Post Come trough : PURBOPOSHCIMBD
ছোট বোনকে ধর্ষণের চেষ্টায় বাধা দেয়ায় বড় বোনকে কুপিয়ে আহত করার ঘটনার মূল হোতা কিশোর গ্যাং লীডার জীবনকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর শিহাচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোট বোনকে ধর্ষণের চেষ্টায় বাধা দেয়ায় বড় বোনকে কুপিয়ে আহত করার ঘটনার মূল হোতা কিশোর গ্যাং লীডার জীবনকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর শিহাচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জীবন ওই এলাকার কবির হোসেনের ছেলে এবং স্থানীয় কিশোর গ্যাংয়ের নের্তৃত্বদাতা।
র্যাব-১১ সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, জীবন এক গার্মেন্টসকর্মীর ছোট বোনকে দীর্ঘদিন যাবৎ নানাভাবে উত্ত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিতো। এরই ধারাবাহিকতায় জীবন গত ১২ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে দশ থেকে পনের জনের কিশোর গ্যাং সদস্যকে নিয়ে ওই গার্মেন্টসকর্মীর বাসায় ঢুকে তার ছোট বোনকে ধর্ষণচেষ্টা করে। এসময় গার্মেন্টসকর্মী বড় বোন বাঁধা দিলে জীবন তাকে ছুরিকাঘাতে আহত করে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে শহরের জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ওই গার্মেন্টসকর্মীর মা ফতুল্লা থানায় বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে র্যাব তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে কিশোর গ্যাং লীডার জীবনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বপশ্চিমবিডি/অ-ভি
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/176707/ধর্ষণে-বাধা-দেয়ায়-বোনকে-কুপিয়ে-জখম,-গ্রেপ্তার-১
Post Come trough : PURBOPOSHCIMBD
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মেহেরপুর জেলা শাখার সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ (৮১)। বুধবার (১৪ অক্টোবর) ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডা. রমেশ চন্দ্র নাথ জেলা বিএমএ সভাপতি ছাড়াও জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
রমেশ ক্লিনিকের ম্যানেজার শহিদুল ইসলাম জানান, রমেশ ক্লিনিকের মালিক ডা. রমেশ চন্দ্র নাথ গত ৩০ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হন। চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়েছে।
এদিকে ডা. রমেশ চন্দ্র নাথের মৃত্যুতে জেলা স্বাচিপের সভাপতি এমএ বাসার, বিএমএর সাধারণ সম্পাদক আবু তাহের, মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্যসহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।
মেহেরপুরের সিভিল সাজর্ন ডা. নাসির উদ্দীন জানান, ডা. রমেশ চন্দ্র নাথ চিকিৎসা সেবায় বড় অবদান রেখেছেন। তার মরদেহ আসার পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো জানান, মেহেরপুরে এখন পর্যন্ত ৬৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৬ জনের। সুস্থ্য হয়েছেন ৫৪৭ জন।
পূর্বপশ্চিমবিডি/এসএম
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/whole-country/176705/করোনা-কেড়ে-নিলো-মেহেরপুর-বিএমএ-সভাপতির-প্রাণ
Post Come trough : PURBOPOSHCIMBD
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে নিজেদের তৃতীয় জয়ের দেখা পেয়েছে চেন্নাই সুপার কিংস। ৮ম ম্যাচে তৃতীয় জয় পাওয়ার দিনে সানরাইজার্স হায়দরাবাদকে ২০ রানে হারিয়েছে মাহেন্দ্র সিং ধোনির দল।
এ ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্ত সমালোচনার জম্ম দিয়েছে। ম্যাচের ১৯তম ওভারে শার্দুল ঠাকুরের একটি বল পরিষ্কার ‘ওয়াইড’ ডেলিভারি ছিল। হাতও তুলে দিয়েছিলেন আম্পায়ার। কিন্তু এরপর মাহেন্দ্র সিং ধোনির দিকে তাকিয়েই যেন তার রক্ত হিম হয়ে গেল। ‘ভয়ে ভয়ে’ হাতটা নামিয়ে নিলেন আম্পায়ার পল রেইফেল। যেটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর সমালোচনা।
সমালোচনা তো হবেই। যত বড় কিংবদন্তি খেলোয়াড়ই হোন না কেন, তাতে তো মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত বদল হওয়ার কথা না! আম্পায়ারের পরিপূর্ণ স্বাধীনতা আছে যে কোনো সিদ্ধান্ত নেয়ার। মঙ্গলবার রাতে যা হলো, সেটি আসলেই দৃষ্টিকটু ঠেকেছে।
ম্যাচের শেষ ১২ বলে ২৭ রান দরকার ছিল সানরাইজার্স হায়দরাবাদের। এই সময়ে ১৯তম ওভারটি শার্দুল ঠাকুরের হাতে তুলে দেন ধোনি। তার প্রথম দুই বলে দুই রান নেন রশিদ। পরের বলটি অফস্ট্যাম্পের অনেক বাইরে দিয়ে যাওয়ায় ওয়াইড দেন আম্পায়ার পল রেইফেল।
সেই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু পরের বলও ওয়াইড করেন শার্দুল। স্পষ্টতই দেখা যায়, লাইনের বাইরে পড়েছে বল। ওয়াইড দেওয়ার জন্য কিছুটা হাতও তুলে দেন আম্পায়ার। কিন্তু মানতে পারেননি ধোনি। বেরিয়ে আসেন রাগী চেহারায়, দু’হাত তুলে আম্পায়ারকে কিছু বলেন। আর আম্পায়ারও ধোনির দিকে তাকিয়ে কিছুটা ভয় নিয়েই যেন হাত নামিয়ে নেন।
এমন ঘটনার পর প্রশ্ন উঠছে আম্পায়ারদের ক্ষমতা নিয়ে। আইপিএলের মতো টুর্নামেন্টে কি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছেন আম্পায়াররা? নাকি বিশেষ দলের বিশেষ খেলোয়াড়দের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিতীয়বার ভাবছেন? এমন নানা প্রশ্নে এখন সরব সামাজিক যোগাযোগমাধ্যম।
Post Written by :
Original Post URL : https://www.ppbd.news/sports/176706/ধোনির-ভয়ে-‘ওয়াইড’-দিলেন-না-আম্পায়ার-(ভিডিও)
Post Come trough : PURBOPOSHCIMBD